নক্ষত্র তুমি বলেছিলে তোমার কষ্ট দুঃখ দেখার মতো কেউ নেই তাই আমি সামান্য প্রজাতি হয়েও তোমার দুঃখ কষ্ট, জানার জন্য তোমার আপন হওয়ার জন্য তোমার কাছে গেলাম,
কিন্তু গিয়ে দেখলাম তুমি তোমার মেঘের সাথে সুখেই আছো,,,
কিন্তু তোমার জন্য তো আমার ছোট্ট ডানা টা ভেঙে গেল😅
তুমি আর মেঘ তো সুখেই আছো,,
কিন্তু আমার পরিনতি কেন এতো ভয়ংকর 😅💔