🌙 Welcome to Noor Tube – The Light of Islam 🌙
Noor Tube is a global Islamic channel dedicated to spreading the message of Qur’an, Sunnah, Nasheed, and Islamic Reminders. Our mission is to inspire Muslims and non-Muslims worldwide with the light of faith (Noor of Imaan) and the beauty of Islam.
📌
Heart-touching Islamic Nasheeds 🎶
Short Islamic Reminders & Motivational Clips ✨
Quran Recitation & Duas 📖
Prophet Muhammad ﷺ Stories & Sunnah 🌹
Mecca & Madina Spiritual Vibes 🕋🕌
Islamic Knowledge for Youth & Family 👨👩👧👦
💡 Our vision is to spread peace, mercy, and guidance through short Islamic videos that touch the soul. Whether you are looking for a quick reminder, a nasheed to soothe your heart, or knowledge to strengthen your deen, Noor Tube is here for you.
Islamic Short Video 2025
Muhammad Nabi Nasheed
Mecca Madina Nasheed
Light of Islam – NoorTube
📢 Subscribe to Noor Tube today and join millions of Muslims around the world in spreading the Noor of Islam 🌙✨
#NoorTube
Noor Tube
সূরা আল-মুলক (الملك)
আয়াত ১–১০
━━━━━━━━━━━━━━━━━━
১) ﴿تَبَارَكَ الَّذِي بِيَدِهِ الْمُلْكُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ﴾
উচ্চারণ:
তাবারাকাল্লাজি বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া ‘আলা কুল্লি শাইইন কাদীর।
অর্থ (বাংলা):
পরম বরকতময় তিনি, যাঁর হাতে সার্বভৌম কর্তৃত্ব; আর তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান।
English:
Blessed is He in whose Hand is the dominion, and He is over all things competent.
━━━━━━━━━━━━━━━━━━
২) ﴿الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا ۚ وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ﴾
উচ্চারণ:
আল্লাজি খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়্যুকুম আহসানু ‘আমালা, ওয়া হুয়াল ‘আজীজুল গাফূর।
অর্থ (বাংলা):
তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য—কে কর্মে উত্তম; আর তিনি পরাক্রমশালী, পরম ক্ষমাশীল।
English:
He who created death and life to test you as to which of you is best in deed—and He is the Exalted in Might, the Forgiving.
━━━━━━━━━━━━━━━━━━
৩) ﴿الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ﴾
উচ্চারণ:
আল্লাজি খালাকা সাব‘আ সামাওয়াতিন তিবাক্বা, মা তারা ফী খালকির রাহমানি মিন তাফাওয়ুত; ফারজিঈল বাসারা হাল তারা মিন ফুতূর।
অর্থ (বাংলা):
তিনি স্তরে স্তরে সাত আসমান সৃষ্টি করেছেন। রহমানের সৃষ্টিতে তুমি কোনো ত্রুটি দেখতে পাবে না; আবার দৃষ্টি ফেরাও—কোনো ফাটল দেখো কি?
English:
He who created seven heavens in layers. You do not see in the creation of the Most Merciful any inconsistency. So return your vision—do you see any breaks?
━━━━━━━━━━━━━━━━━━
৪) ﴿ثُمَّ ارْجِعِ الْبَصَرَ كَرَّتَيْنِ يَنقَلِبْ إِلَيْكَ الْبَصَرُ خَاسِئًا وَهُوَ حَسِيرٌ﴾
উচ্চারণ:
ছুম্মারজিঈল বাসারা কাররাতাইনি ইয়ানক্বালিব ইলাইকাল বাসারু খাসি‘আও ওয়া হুয়া হাসীর।
অর্থ (বাংলা):
পুনরায় আবার দৃষ্টি ফেরাও—দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার কাছে ফিরে আসবে।
English:
Then return your vision twice again. Your vision will return to you humbled while it is fatigued.
━━━━━━━━━━━━━━━━━━
৫) ﴿وَلَقَدْ زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَجَعَلْنَاهَا رُجُومًا لِلشَّيَاطِينِ ۖ وَأَعْتَدْنَا لَهُمْ عَذَابَ السَّعِيرِ﴾
উচ্চারণ:
ওয়া লাক্বাদ জাইয়্যন্নাস সামাআদ্দুনইয়া বিমাসাবীহা ওয়া জা‘আলনাহা রুজূমান লিশশাইয়াতীন, ওয়া আ‘তাদনা লাহুম ‘আজাবাস সাঈর।
অর্থ (বাংলা):
আমি নিকটবর্তী আকাশকে প্রদীপসমূহ দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের জন্য নিক্ষেপাস্ত্র বানিয়েছি; আর তাদের জন্য জ্বলন্ত আগুনের শাস্তি প্রস্তুত রেখেছি।
English:
And We have certainly beautified the nearest heaven with stars and have made them missiles for the devils, and We have prepared for them the punishment of the Blaze.
━━━━━━━━━━━━━━━━━━
৬) ﴿وَلِلَّذِينَ كَفَرُوا بِرَبِّهِمْ عَذَابُ جَهَنَّمَ ۖ وَبِئْسَ الْمَصِيرُ﴾
উচ্চারণ:
ওয়া লিল্লাজীনা কাফারূ বিরাব্বিহিম ‘আজাবু জাহান্নাম, ওয়া বিইসাল মাসীর।
অর্থ (বাংলা):
আর যারা তাদের রবকে অস্বীকার করে—তাদের জন্য জাহান্নামের শাস্তি; কত নিকৃষ্ট সে প্রত্যাবর্তনস্থল।
English:
And for those who disbelieved in their Lord is the punishment of Hell, and wretched is the destination.
━━━━━━━━━━━━━━━━━━
৭) ﴿إِذَا أُلْقُوا فِيهَا سَمِعُوا لَهَا شَهِيقًا وَهِيَ تَفُورُ﴾
উচ্চারণ:
ইযা উলকূ ফীহা সামি‘উ লাহা শাহী‘ক্বাও ওয়া হিয়া তাফূর।
অর্থ (বাংলা):
যখন তাদেরকে তাতে নিক্ষেপ করা হবে, তখন তারা তার ভয়ংকর গর্জন শুনবে, আর তা ফুঁসে উঠবে।
English:
When they are thrown into it, they hear from it a roar while it boils up.
━━━━━━━━━━━━━━━━━━
৮) ﴿تَكَادُ تَمَيَّزُ مِنَ الْغَيْظِ ۖ كُلَّمَا أُلْقِيَ فِيهَا فَوْجٌ سَأَلَهُمْ خَزَنَتُهَا أَلَمْ يَأْتِكُمْ نَذِيرٌ﴾
উচ্চারণ:
তাকাদু তামাইয়্যাযু মিনাল গাইয; কুল্লামা উলক্বিয়া ফীহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর।
অর্থ (বাংলা):
রাগে যেন তা ফেটে পড়বে। যখনই কোনো দল তাতে নিক্ষিপ্ত হবে, তার রক্ষীরা তাদের জিজ্ঞেস করবে—তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি?
English:
It almost bursts with rage. Every time a group is thrown into it, its keepers ask them, “Did there not come to you a warner?”
━━━━━━━━━━━━━━━━━━
৯) ﴿قَالُوا بَلَىٰ قَدْ جَاءَنَا نَذِيرٌ فَكَذَّبْنَا وَقُلْنَا مَا نَزَّلَ اللَّهُ مِن شَيْءٍ إِنْ أَنتُمْ إِلَّا فِي ضَلَالٍ كَبِيرٍ﴾
উচ্চারণ:
কালূ বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকায্যাবনা ওয়া ক্বুলনা মা নাজ্জালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফী দালালিন কাবীর।
অর্থ (বাংলা):
তারা বলবে, হ্যাঁ—আমাদের কাছে সতর্ককারী এসেছিল, কিন্তু আমরা তাকে মিথ্যা বলেছিলাম এবং বলেছিলাম—আল্লাহ কিছুই অবতীর্ণ করেননি; তোমরা তো মহাভ্রান্তিতে রয়েছ।
English:
They will say, “Yes, a warner had come to us, but we denied and said, ‘Allah has not sent down anything; you are only in great error.’”
━━━━━━━━━━━━━━━━━━
১০) ﴿وَقَالُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَعْقِلُ مَا كُنَّا فِي أَصْحَابِ السَّعِيرِ﴾
উচ্চারণ:
ওয়া কালূ লাও কুন্না নাসমাউ আও নাক্বিলু মা কুন্না ফী আসহাবিস সাঈর।
অর্থ (বাংলা):
আর তারা বলবে, যদি আমরা শুনতাম বা বুঝতাম, তবে আমরা জ্বলন্ত আগুনের অধিবাসীদের অন্তর্ভুক্ত হতাম না।
English:
And they will say, “If we had been listening or reasoning, we would not be among the companions of the Blaze.”
━━━━━━━━━━━━━━━━━━
5 days ago | [YT] | 2
View 0 replies
Noor Tube
#islam
1 week ago | [YT] | 10
View 0 replies