কিছু কথা ,কিছু ব্যাথা ,কিছু সুখময় স্মৃতি গাঁথা লিখতে ,জানাতে ,শেয়ার করতে ইচ্ছা করে | কিন্তু পরক্ষনেই মনে হয় কি দরকার এসবের | হয়তো কেউ কিছু সুন্দর মন্তব্য করবে,আবার কেউ সান্তনা বাণী শুনাবে ,এতো এতো ভালোর মাঝে কেউ কেউ কটু কথাও লিখবে | তখন ওই কটু কথাটায় মনে খুব পীড়া দেবে |এতো এতো ভালো কথাগুলো এই মন্দ কথার মাঝে হারিয়ে যাবে .....তাই আর লেখা হয়না ....মনের কথা মনেই থাক ...এতে মন ভালো না থাকলেও নতুন করে কষ্ট পাবেনা....
আমার খুব জানতে ইচ্ছা করে ۔۔আমার সাথে এইরকম হইলো কেন ??এতো বিদঘুটে জীবন আমার হবে !!ভাবতে ভাবতে ই রাত কেটে যাই | চোখের দুই পাতা এক করতে পারিনা | নির্ঘুম রাত কাটে |বুকের ভেতর ধড়পড় ধড়পড় করতেই থাকে | কথাই কথাই পেনিক এটাক করে | দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে পারিনা | যে জাগায় থাকি সেই জায়গা থেকে ছুটে অন্য জায়গায় চলে যাই |একটু বুকভরে নিঃশ্বাস নেয়ার জন্য 😔😔
TimTim$$
কিছু কথা ,কিছু ব্যাথা ,কিছু সুখময় স্মৃতি গাঁথা লিখতে ,জানাতে ,শেয়ার করতে ইচ্ছা করে | কিন্তু পরক্ষনেই মনে হয় কি দরকার এসবের | হয়তো কেউ কিছু সুন্দর মন্তব্য করবে,আবার কেউ সান্তনা বাণী শুনাবে ,এতো এতো ভালোর মাঝে কেউ কেউ কটু কথাও লিখবে | তখন ওই কটু কথাটায় মনে খুব পীড়া দেবে |এতো এতো ভালো কথাগুলো এই মন্দ কথার মাঝে হারিয়ে যাবে .....তাই আর লেখা হয়না ....মনের কথা মনেই থাক ...এতে মন ভালো না থাকলেও নতুন করে কষ্ট পাবেনা....
3 months ago | [YT] | 0
View 0 replies
TimTim$$
9 months ago | [YT] | 0
View 0 replies
TimTim$$
আমার খুব জানতে ইচ্ছা করে ۔۔আমার সাথে এইরকম হইলো কেন ??এতো বিদঘুটে জীবন আমার হবে !!ভাবতে ভাবতে ই রাত কেটে যাই |
চোখের দুই পাতা এক করতে পারিনা | নির্ঘুম রাত কাটে |বুকের ভেতর ধড়পড় ধড়পড় করতেই থাকে | কথাই কথাই পেনিক এটাক করে | দম বন্ধ হয়ে আসে নিঃশ্বাস নিতে পারিনা | যে জাগায় থাকি সেই জায়গা থেকে ছুটে অন্য জায়গায় চলে যাই |একটু বুকভরে নিঃশ্বাস নেয়ার জন্য 😔😔
9 months ago (edited) | [YT] | 0
View 0 replies