EazyBio Academy

আমাদের অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপঃ t.me/+2HnDs6saiRExN2Q1

Translation Unveiled-এর দ্বিতীয় সংস্করণ আসছে খুব শীঘ্রই। প্রি-অর্ডার করতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন।

4 days ago (edited) | [YT] | 21

EazyBio Academy

পররাষ্ট্র ও প্রশাসন—দুইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্যাডারের ভাইভা কৌশল ও প্রস্তুতি নিয়ে কথা বলতে লাইভে আসছেন সফলরা।

ভাইভা বোর্ড ফেস করার আগে নিজের প্রস্তুতি ঝালিয়ে নিতে আজই যুক্ত হোন সকলের জন্য উন্মুক্ত এ ওয়েবিনারে।

📌 বিষয়: ভাইভার অভিজ্ঞতা, পরামর্শ ও কৌশল।

🎙️ বক্তা: আবুলাইচ সম্রাট (পররাষ্ট্র) ও রাবেয়া আক্তার (প্রশাসন)।

🚀 জয়েন করতে নিচের লিংকে ক্লিক করে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন: t.me/+2HnDs6saiRExN2Q1

দেখা হচ্ছে ১০ ডিসেম্বর, রাত ৯টায়! ✌️ মাধ্যমঃ জ্যুম।

ভাইভা পর্যন্ত পৌঁছাতে পারেন নি কিংবা বিসিএস-এই নতুন? তবুও যুক্ত হোন আমাদের ওয়েবিনারে। ইনশাআল্লাহ পুরো সময়টা উপভোগ করবেন।

1 month ago (edited) | [YT] | 45

EazyBio Academy

নিশ্চয়ই হাড়ে হাড়ে টের পাচ্ছেন যে প্রিলির সাথে লিখিত পরীক্ষার প্রস্তুতি নেয়া কতটা গুরুত্বপূর্ণ। সে জন্যই EazyBio Academy-র পক্ষ থেকে এবারের বিশেষ আয়োজন।

মোট ক্লাসঃ ৪২টি।
৪১টি ক্লাসই নিবেনঃ জনাব আবুলাইচ সম্রাট, পররাষ্ট্র ক্যাডার (সুপারিশপ্রাপ্ত), ৪৪তম বিসিএস।

দেরি না করে ভর্তি হয়ে যান এখুনি।

আমাদের কোর্স মডিউলসহ বিস্তারিত পাবেনঃ drive.google.com/drive/folders/16jUKpTybkxC3_mHlTf…

ভর্তি হতে হোয়াটস অ্যাপ করুনঃ 01704-602900

আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হোনঃ t.me/+2HnDs6saiRExN2Q1

আমাদের হোয়াটস অ্যাপ (সাম্প্রতিক বিষয়াবলি) গ্রুপে যুক্ত হোনঃ chat.whatsapp.com/Hnm7THenfnPGCQKaOKdXAp

1 month ago | [YT] | 38

EazyBio Academy

অভিনন্দন, মনির হোসেন।
প্রভাষক (সুপারিশপ্রাপ্ত)
বিসিএস (শিক্ষা)।

মেধাতালিকায় দ্বিতীয়। ৪৯তম বিসিএস (উদ্ভিদবিজ্ঞান)।

ট্রেনে চলতে চলতেই এ সুখবর এলো। আলহামদুলিল্লাহ।

2 months ago | [YT] | 112

EazyBio Academy

EazyBio Academy থেকে আমরা ৫০তম বিসিএস প্রার্থীদের জন্য লিখিত ব্যাচ শীঘ্রই চালু করছি।

এ বিষয়ে আপডেট পেতে যুক্ত হোন আমাদের টেলিগ্রাম গ্রুপেঃ t.me/+2HnDs6saiRExN2Q1

2 months ago | [YT] | 27

EazyBio Academy

৪৭তম বিসিএস (লিখিত) নিয়ে আমাদের প্রথম সাজেশন্স এবং ডিসকাশন গ্রুপে অনেক সদস্য যুক্ত হয়েছেন। নতুনদের জন্য নতুন একটি গ্রুপ খোলা হয়েছে।



গ্রুপ লিঙ্কঃ chat.whatsapp.com/Jejdbdo0ytW2H5vNIoSmsC?mode=ems_…

3 months ago | [YT] | 19

EazyBio Academy

সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করতে এই গ্রুপে যুক্ত থাকতে পারেন, নিজে তথ্য জানুন এবং অন্যকে জানতে সহায়তা করুন। বিসিএস প্রিলি এবং লিখিত পরীক্ষায় সাম্প্রতিক অংশ থেকে বেশ ভালো পরিমাণ প্রশ্ন থাকে। আশাকরি এই গ্রুপটি আপনাদের তথ্যভান্ডার সমৃদ্ধ করবে।
গ্রুপ লিংক ⤵️
chat.whatsapp.com/Hnm7THenfnPGCQKaOKdXAp?mode=ems_…

3 months ago | [YT] | 15

EazyBio Academy

৪৭তম বিসিএস (লিখিত) নিয়ে আমাদের প্রথম সাজেশন্স এবং ডিসকাশন গ্রুপে অনেক সদস্য যুক্ত হয়েছেন। নতুনদের জন্য নতুন একটি গ্রুপ খোলা হয়েছে।

গ্রুপ লিঙ্কঃ chat.whatsapp.com/Jejdbdo0ytW2H5vNIoSmsC

উল্লেখ্য, আমাদের এখন পর্যন্ত টেলিগ্রামে শিফট করার প্রয়োজন পড়ে নি। আমরা নিকট ভবিষ্যতে শিফটও করছি না। আপাতত হোয়াটস অ্যাপেই থাকা হচ্ছে।

ধন্যবাদ।

3 months ago | [YT] | 21

EazyBio Academy

🫒 ৪৭তম বিসিএস (লিখিত) পরীক্ষায় ভালো নম্বর তুলতে চান?

যুক্ত হোন আমাদের ফ্রি সাজেশন্স গ্রুপেঃ chat.whatsapp.com/Ee7GjwnGenk4lDe89A0JLt

আমার বিসিএস ক্যাডার হওয়ার অভিজ্ঞতা থেকে বলছি, সবার মত বাজারের একই বই পড়ে লিখিত পরীক্ষায় অন্যদের চেয়ে এগিয়ে থাকা বেশ কঠিন।

লিখিত-র জন্য সময় কম, তাই পড়ার চাপ থাকে বেশি। এই জার্নিতে পার্থক্য গড়ে দিবে আপনার লেখার উপস্থাপনা কৌশল। সময় মেইনটেইন করে সঠিক সোর্সসহ তথ্য, কোটেশন, গ্রাফ-চার্ট বা উক্তি ব্যবহার করে আপনিও পেতে পারেন সর্বোচ্চ মার্ক।

কিন্তু কীভাবে আপনি অল্প সময়ে সবচেয়ে কার্যকরভাবে লিখিত-র প্রস্তুতি নিবেন? তা শেখাতেই আমি আবুলাইচ সম্রাট, আপনাদের জন্য প্রস্তুত করেছি BCS Written Master Course 💙।

আপনাদের স্বপ্নপূরণের এই বিশেষ প্রস্তুতির জন্য —

🟣 আমাদের কোর্সে যা যা থাকছেঃ

🚩 গাইডলাইন ক্লাসঃ ১ বা একাধিক।
🚩 মাস্টারক্লাসঃ ১২টি।
🚩 গুরুত্বপূর্ণ নোটঃ ৫+টি।
🚩 নোট সাপ্লিমেন্টসঃ প্রয়োজন সাপেক্ষে।

আমাদের এই কোর্স বা ম্যাটেরিয়ালস থেকে আপনারা জানতে পারবেন -
🟢 কোন কৌশলগুলো অনুসরণ করলে লিখিত পরীক্ষায় বেশি মার্ক পাওয়া সম্ভব।
🟢 কীভাবে সঠিক জায়গায় সঠিক তথ্য দিতে হয়।
🟢 কোন কোন সোর্স থেকে তথ্য নিতে হয়।
🟢 কোন ধরনের ইনফো দেয়া অনুচিত।
🟢 কীভাবে যুক্তির ভারত্ব বৃদ্ধি করা যায়।
🟢 কীভাবে সময় মেইনটেইন করে সবচেয়ে বেশি লিখতে পারবেন।

(আমি নিজে ৪৪তম বিসিএস পরীক্ষায় বাংলাদেশ বিষয়াবলিতে লিখেছিলাম ৭২ পৃষ্ঠা। আর ৪৫তম বিসিএস-এ লিখেছিলাম তার থেকেও বেশি।)

🟢 কোর্সের বর্তমান মূল্যঃ ২০০০ টাকা‼️
📞 হোয়াটস অ্যাপ: +8801704-602900

🔵 চিফ এবং একমাত্র মেন্টর হিসেবে থাকছি আমি —
আবুলাইচ সম্রাট
পররাষ্ট্র ক্যাডার (সুপারিশপ্রাপ্ত)
৪৪তম বিসিএস।
এম.এস. ও বি.এস.
উদ্ভিদবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

লেখকঃ প্ল্যান্টিঃ উদ্ভিদবিজ্ঞানের বিশেষ কনসেপ্ট বই

সহ-লেখক এবং সহযোগিতায়
জ্যুওলজিয়াঃ প্রাণিবিজ্ঞানের বিশেষ কনসেপ্ট বই
বায়ো-ডিকশনারি (উদ্ভিদবিজ্ঞান)
বায়ো-ডিকশনারি (প্রাণিবিজ্ঞান)
The Anatomy of Scientific Names
Translation Unveiled: A Book for BCS Written Translation

সহ-সম্পাদনা
ইজিবায়ো (উদ্ভিদবিজ্ঞান)
ইজিবায়ো (প্রাণিবিজ্ঞান)

3 months ago | [YT] | 38

EazyBio Academy

বিসিএস (লিখিত) পরামর্শ ১ - তথ্য নিন তথ্যের প্রাইমারি সোর্স থেকে।

আমাদের বিসিএস (লিখিত) ওয়েবিনার এবং সাজেশন্স গ্রুপঃ chat.whatsapp.com/Ee7GjwnGenk4lDe89A0JLt

3 months ago | [YT] | 34