Assalamu Alaikum Viewers!
Do you want to learn complete SEO? Surely you want to enrich your career by learning SEO. So let “Faisaliteb” start your journey from now on.
“Faisaliteb” gives you full updated SEO free course for free. You will get everything from the beginning to the end of SEO in this channel. Here you can learn the finer points of SEO.
After taking this course you will definitely be able to use your acquired knowledge to rank a website. Overcome the fear of SEO and become confident in your skills, inshallah.
Discover the Hidden Secrets of SEO in Bangla | Free Live Class!
বিঃদ্রঃ এসইও শিখতে আপনি নিজেও ভিডিওগুলো দেখুন, পরিচিতজনদের কাছে শেয়ার করে তাদেরকেও শিখতে সাহায্য করুন। আপনার কাছে যদি কেউ অভিযোগ তুলে বলে – সে টাকার কারণে এসইও শিখতে পারছে না, অতি অবশ্যই তার কাছে চ্যানেলটি পৌঁছে দিন।
Faisaliteb
Part 2 linkdintips
www.facebook.com/share/p/18zAyx2WVz/
8 months ago | [YT] | 4
View 1 reply
Faisaliteb
Registration link : docs.google.com/forms/d/e/1FAIpQLSctg9C1WFWmzJKfTv…
Registration Last Date : 11-06-2024
Class Start : 13-06-2024
Faisaliteb Facebook Ads Workshop
✔️ আমার New Project এর জন্য Facebook Page Create + Ads Run করা হবে । যাদের Real Experience এবং Live শিখার জন্য আগ্রহ আছেন তারা এই Workshop এ এড হবেন Real Id দিয়ে ।
✔️ আর ঐ Project এর Ads এবং কিছু Business Policy নিয়ে এই Workshop টা থাকবে ।
✔️ চাইলে আপনি নিজের জন্য অথবা Client এর জন্য Ads Campaign করতে পারেন ।
✔️ আপনি যে Sector এ Skill হন অথবা New হন তাহলেও আপনি এই Workshop এ এড হতে পারবেন ।
🎯 কি কি থাকবে এই Workshop এ ?
1. Professional Facebook Page Create
2. Professional Logo Design
3. Professional Cover Image
4. About Section
5. Post Content
6. Eye Catchy Post Image Design
7. Ads Account Setup
8. Ads Campaign Setup
9. Targeted Audience
10. Retargeting Audience
11. Tracking
🚀 ক্লাস এর উপরে নির্ভর করে আরো কিছু এড করার দরকার হলে এড করা হবে ।
🎁 Special Bonus Class
Marketplace and Outreach for Facebook Adsঃ
( Extra Bonus Client Meet Support :-
📌 এই Workshop সম্পের্কে বেশি কিছু বলতে চাই না শুধু এটাই বলবো এই Workshop থেকে নিজের জন্য অথবা Client এর Business এর জন্য Best Sales / Audience Targeting করতে পারবেন । ইনশাআল্লাহ !
Demo Class : https://www.youtube.com/watch?v=tNeL8......
1 year ago | [YT] | 14
View 4 replies
Faisaliteb
হার না মানা এক বোনের ফ্রিল্যান্সিং জীবন !
মাসে এখন 1800$+ Earning করতেছে ।
তাহার জীবন কাহিনির কিছু অংশ আমাদের মাঝে শেয়ার করেছে গত 07-09-2023 Comments এ লিংক দেওয়া হলো
1 year ago | [YT] | 29
View 3 replies
Faisaliteb
#Faisaliteb Outreach Master Class 1st Batch On Fire 🔥🔥🔥
1st meeting done positively, conform ✊🎯
যখন সবাই এই কথাটা বলে তাদের থেকে বেশি খুশি হয়তো আমি হই কি যে ভালো লাগে🤗
একটা ফ্যামিলির রিযিক বৃদ্ধি হলো আলহামদুলিল্লাহ 🥰
যখন আপনার পকেটে টাকা থাকবে না তখনই আপনি আপনার কাছের মানুষদের আসল চেহারা দেখতে পারবেন। আপনার পকেট ভারী থাকলে লোক সমাজে আপনার পরিবারের সম্মান টাও অটোমেটিক ভারী হয়ে যাবে। এই সমাজ টাকা ছাড়া কাউকেই দাম দেয় না ভাই, যায় কাছে টাকা নেই তাকে এই সমাজে গণনায় করা হয় না, তাই সময় থাকতে নিজের জন্য কিছু করুন নিজের পরিবার কে ভালো রাখুন।
আমি আগেও বলছি আমি শুধু পথ দেখাবো বাকিটা আপনার কাজ আর পরিশ্রম এর উপরে নির্ভর করবে, যে যত বেশি পরিশ্রম করবে ইউনিক চিন্তা করবে দিন শেষে সফলতা তার আমি শুধু উছিলা মাত্র। দোয়া করি ভাই এগিয়ে যান 🤲✊🤗
#Faisaliteb #faisalitebtools #masterclass #masterclass1stbatch
#outreach #outreachmasterclass #clienthunt #ClientHunting #seoclient #seooutreach
1 year ago | [YT] | 23
View 2 replies
Faisaliteb
আহ কতটা গভীর থেকে হলে এই কথাটা বলে । হতাশা হয়ে ছেড়ে দেবার পর যখন লাস্ট আর একবার চেষ্টা করে।
( কাছে আপনাকে পাইলে হয়তো অনেক কিছুই বলতাম ভাই । )
ও আমার সফল Student বলতে পারি যে অল্প সময় মাসে 1000$ অতিক্রম করছে ।
যে দিন তার প্রথম ক্লাস শেষ হয় আমাকে ভোর ৪ টায় মেসেজ দিয়ে বলে ভাই কাজ পাইছি ☺
আহ সেই দিনের অনুভুতি প্রকাশ করার মতো না । এটা সে বুঝবে যে জীবনের প্রথম ক্লাইন্ট পেয়েছে ।
কেবল তো শুরু মন্ডল ভাই । 🥰
#Faisaliteb Outreach Master Class 1st Batch 🔥
1 year ago | [YT] | 29
View 6 replies
Faisaliteb
Congratulations Asif Bhai 🤗💪
6 month $300 কিন্তু অনেক ভালো একটা amount এই কাজের ধারাবাহিকতা বজায় রেখে এই ক্লায়েন্ট কে ধরে রাখুন তাহলে আর কিছু লাগবে না।
আমি শুধু পথ প্রদর্শক বাকি সব তো আপনার পরিশ্রম ধর্য আর রিযিক, দোয়া করি ভাই অনেক দূর এগিয়ে যান, আপনার পরিবার কে ভালো রাখুন।
টাকা ছাড়া কোনো মানুষকে এই জেনারেশন এ দাম দেওয়া হয় না আর খালি পকেট একটা ছেলে কে বাস্তবতা শেখায়, কারণ ছেলেদের যোগ্যতা বিচার করা হয় তার মানিব্যাগের ওজন দেখে। তাই সময় থাকতে সমাজের কাছে নিজের যোগ্যতা প্রমাণ করুন, সম্মান তো আজ কাল হাটে বাজারে বিক্রি হয় ডলার কামান সম্মান কিনে নিবেন।
#Faisaliteb Outreach Master Class 2nd Batch 🔥💪
#faisaliteboutreachmasterclass #outreach1stbatch #outreachmasterclass #outreachmasterclass1stbatch
2 years ago | [YT] | 30
View 4 replies
Faisaliteb
কতটা খুশি হলে মানুষ এভাবে বলতে পারে, কতটা আপন ভাবলে মানুষ তার খুশির ভাগ শেয়ার করে, এই ভাই টার সাথে যখন পরিচয় তখন সে একজন বেকার ছেলে ছিলো, এই বেকার ছেলেটাই এখন মাসে 35K+ Earnings এর ক্ষমতা রাখে, সাথে একটা Permanent Remote Job, এইটুকুই বা কতজনে পায়।
আপনার আল্লাহ জানেন কখন আপনার কোন জিনিস টা প্রয়োজন আর কখন এটা দিলে আপনার জন্য কল্যাণকর হবে, শুধু আল্লাহর কাছে চাইতে হবে ধৈর্য ধরে শেষ হাসি টা হাসা অবধি লেগে থাকতে হবে, কখনো হাল ছাড়া যাবে না। ভেঙে পড়বেন, হতাশ হবেন, ধৈর্য হারা হবেন আবার উঠে দারাবেন, মনে রাখবেন আপনি ছেলে আপনাকে যেভাবে হোক প্রতিষ্ঠিত হতেই হবে, কারণ এই সমাজ প্রতিষ্ঠিত ছেলে ছাড়া বেকার ছেলেদের কোনো মূল্য দেয় না, না পরিবারের মানুষের কাছে আপনার মূল্য থাকবে, না সমাজের বাকি আর ৫ টা লোকে কাছে আপনার মূল্য থাকবে।
সার্থপর এই দুনিয়ায়, লোকের কাছে নিজের পরিচিতি মজবুত করার জন্য আপনাকে শুধু কঠোর পরিশ্রম করে সমাজে আপনার অবস্থা টা কে শক্ত করতে হবে।
#Faisaliteb Outreach Master Class Batch 01 🔥🤟
#Faisaliteb #faisalitebclienthunting #outreachcourse #ClientHunting #faisalitebmasterclass #outreachclients #clienthuntingtips #faisaliteboutreachmasterclass #outreach1stbatch #outreachmasterclass
2 years ago | [YT] | 25
View 4 replies
Faisaliteb
🛎️ Faisaliteb Outreach Master Class 3rd Batch Admission Notice🔥
❌ শুরুতে বলতে চাই কারা এই Outreach Master Class এ জয়েন হবেন না ।
➡️ যারা আমার Success Post দেখে Course করতে চান তারা জয়েন হবেন না । ❌
➡️ যারা মনে করেন Faisaliteb Course এ জয়েন করলে ক্লাইন্ট অথবা ডলার ($$$) এর ছড়াছড়ি❌
➡️ যাদের অন্যকে নিয়ে গিবত করার চুলকানি আছে❌
➡️ Outreach Class যে Topics or Tricks বলা হবে সেইগুলো কারো সাথে শেয়ার করতে পারবেন না🚫
➡️ কাউকে বলতে পারবেন না। এটা শুধু আপনার জন্য আমার আমানত হিসাবে রাখবেন যেটা বিগত সবাই রেখে আসছে। ✔️
➡️ যদি শেয়ার করেন তাহলে মনে রাখবেন, একদিন তো মরতে হবে; পরকালে জবাব দিহিতা করতে হবে, ঐদিন দেখা হবে⌛
➡️ আপনার Mentor / Sir / Others কারো সাথে শেয়ার করা যাবে না❌
➡️ কেও যদি আলাদা Group খুলেন তাহলে তাকে বিনা নোটিস এ Ban করে দেওয়া হবে। Even ঐ Group যারা জয়েন থাকবেন তাদের কেও বিনা নোটিশে Ban করা হবে🚫
➡️ প্রতি টা Homework সময় মতো কমপ্লিট করতে না পারলে ২ বার Warning দেওয়া হবে 3rd টাইম আপনাকে ব্যান করা হবে⚠️
________________
🎯 সবার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা 📛
📌 কেউ Live Class Miss করলে সেটা Miss পরবর্তী তে ওইটা জানতে পারবেন না কারণ আমার ক্লাস রেকর্ড হয় না বা ক্লাসের ভিডিও থাকে না। তাই চেষ্টা করবেন প্রতিটা Live Class মনোযোগ দিয়ে Attend করার, আর ক্লাস হবে সাপ্তাহে দুইদিন ।
📌 যারা দুর্বল আছেন অথবা বিশেষ কারনে মিস করছেন তাদের জন্য ব্যাবস্থা করা হবে । এবং পরের ক্লাস এর আগে আমি আরো একবার Over View করে দিবো । আমি চাই আমি যেভাবে আপনাকে কেয়ার করবো আপনি তার থেকে বেশি Try আর কেয়ার করবেন একটা ক্লায়েন্ট ধরার জন্য। Just আমার Method Use করে।
🎯 Faisaliteb Outreach Master Class থেকে আপনি কি পাবেন আর কি কি শেখানো হবে❗
➡️Live Class এ আপনাদের কে যা যা প্রয়োজন তা আমি দেখাবো এবং Outreach এর যত মেথড আছে আমি যা জানি সব দেখানো হবে। যদি আপনার একটা ক্লাইন্ট দরকার হয় এবং আপনার যদি টার্গেট হয় আমার থেকে Better কিছু নেওয়ার তাহলে Task অনুযায়ী ( আপনাকে 2 Months আমার সাথে থাকতে হবে (কোনো অজুহাত দেওয়া যাবে না )। যে ভাবে বলি ওই ভাবে Task Complete করতে হবে যারা লেগে থাকবে তারাই ক্লাইন্ট পাবে।🎯
➡️ কিভাবে ক্লায়েন্ট এর দরজায় গিয়ে নক করবেন, কিভাবে Approach করবেন আর ক্লায়েন্ট দরজা খুলে আপনাকে রিপ্লাই করবে সে যদি Not Interested বলে তারপর কি করবেন, কি বলবেন সেটাও আপনাকে দেখিয়ে দিবো এবং ক্লায়েন্ট এর থেকে রেসপন্স পাবেন + কিভাবে তাকে Convert করবেন সেই সব কিছু হাতে ধরে দেখানো হবে শেখানো হবে। হাতেকলমে শিখানোর দ্বায়িত্ব আমার প্রয়োগের দ্বায়িত্ব আপনার । বাকিটা আল্লাহর ইচ্ছা ।
➡️ আপনি যতদিন পর্যন্ত না একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন ততদিন আপনি আমার Tricks Follow করবেন। ( Private Group এ আমি সবসময় থাকবো আর আমার Support তো আপনারা জানেন এটা আর নতুন করে কিছু বলতে চাই না ) এটা ৬০ দিন কানেক্টেড থাকবে। (কবে আর কখন ক্লাস হবে সেটা আপনাদের সাথে আলোচনা করে আমি বলে দিবো, এটা কোনো কোর্স না এটা Outreach Master Class.
➡️ অবশ্যই আমি যা যা করতে বলবো একজন প্রাইমারি স্কুল Teacher যে ভাবে তার Students থেকে পড়া আদায় করে সে ভাবে আমি আদায় করে নিবো। যদি ব্যতিক্রম হয় Group or ক্লাস থেকে রিমুভ করে দিব, এই নিয়মে যদি আসতে চান তাহলে Welcome Faisaliteb Outreach Master Class. আমার Master Class এ আমার ১০০০ - ২০০০ Student লাগবে না ১ জন বাধ্যগত Student হলে ১ জনকেই শেখাবো। ( আমি চাই ওই ব্যাক্তি কে যার আসলেই প্রয়োজন )
➡️ কোনো Task Complete না করলে আপনাকে Faisaliteb Outreach Master Class থেকে Ban করে দেওয়া হবে।
🎁Extra Gift From Faisaliteb Outreach Master Class💐
🔰Updated কোনো Method যদি আমি জানতে পারি বা রিসার্চ করে বের করতে পারি যেটা Effective Method, তখন আপনাদের কে নিয়ে Live Class এ আলোচনা করবো ইনশাল্লাহ💪
যেটা 1st batch এ যারা আছেন তারা জানেন ।
⚠️ Important Notes:-
🚫ঐ রকম কোন Support System থাকবে না । কারন আমি Beginner কাউকে এখানে নিচ্ছি না । আপনি কাজ জানেন কিন্তু ক্লাইন্ট পাচ্ছেন না । এমন টাইপের নিচ্ছি ।
🚫 প্রথম ক্লাসে আপনাদের কে সব কিছু বুঝিয়ে দেওয়া হবে। আপনারা আমার থেকে কি পাবেন আর কি পাবেন না ?
🚫 প্রথম ক্লাস করার পরে কোন Refund করা হবে না ।
🎯 কাদের জন্য Faisaliteb Outreach Master Class অথবা কারা করতে পারবেন 📢
✅ SEO A to Z জানতে হবে । ( Keyword Research - On page - Technical SEO - Backlinks )
✅ আপনি ২ মাস ধরে চেষ্টা করার পর ক্লাইন্টের কোন Response পান নাই এমন ব্যাক্তি / আপনার ক্লাইন্ট আছে কিন্তু আপনি আরো ক্লাইন্ট চাচ্ছেন এমন ব্যাক্তি / আপনি কাজ জানেন কিন্তু আপনার আসলে ক্লাইন্ট প্রয়োজন এমন ব্যাক্তি ।
✅ English যত ভালো জানবেন ততো আপনার জন্য সুবিধা হবে । আর আপনাকে Front Camera On করে 2 মিনিট আপনার সর্ম্পকে বলে একটা ভিডিও করে সাবমিট করবেন ।
✅ যাদের লক্ষ্য হচ্ছে ফ্রিলান্সার হওয়া / শেষ দেখা না পর্যন্ত এমন ব্যাক্তি ।
✅ আপনার কোন Personal Group/ Mentor/ Course থাকা যাবে না ( Admin / Moderator থাকা যাবে না কোন Group এর )
✅ আপনার Real Facebook Id দিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে । ( Account Fake মনে হলে, আপনাকে Conformation Text দেওয়া হবে না ) Facebook ID এর সাথে আপনার Marketplace এর আইডি মিল থাকতে হবে ।
✅ Marketplace এর আইডি দিতে হবে । Conformation এর জন্য যে আপনি সত্যেই কি চেষ্টা করতেছেন কি না ! ( চিন্তা করবেন না Secure থাকবে In Sha Allah ) আমি নিজে Verify করে নিব ।
Admission Confirmation এর জন্য Mohammad Faisal ID তে নক করে রাখেন
Registration link : forms.gle/BXjrFo6W4kgBfT8S8
2 years ago | [YT] | 38
View 13 replies
Faisaliteb
৪০০ টাকায় মাস পার করা ছেলেটা এখন ৪০ হাজার টাকার ফোন কিনে নিজের একটা স্বপ্ন পূরণ করলো আলহামদুলিল্লাহ 😌🤲
প্রতি টা মানুষের নিজের কিছু ইচ্ছা থাকে স্বপ্ন থাকে সেটা নিজেকে নিয়ে হোক বা ফ্যামিলি কে নিয়ে, আর সেই সখ বা ইচ্ছা গুলো যদি নিজের টাকা দিয়ে পূরণ করা যায় তাহলে সেই মুহূর্ত টা আপনাকে সারাজীবন আনন্দ দিয়ে যাবে মনের মধ্যে একটা আলাদা শান্তি অনুভব করবেন, সবসময় মনে হবে যে না কিছু একটা করতে পেরেছি ☺️
সবার উদ্দেশ্যে আমার একটা কথা যে, আপনারা এখন যে যেভাবে যেই অবস্থানে আছেন না কেনো, একটু চেষ্টা করুন পরিশ্রম করুন অন্তত নিজের এই ছোট্ট ছোট্ট ইচ্ছা খুশি কে পূরণ করার জন্য হলেও নিজের জন্য কিছু করুন মানসিক শান্তি পাবেন😌🤲💪
Faisaliteb Outreach Master Class 1st Batch 🔥✊
#Faisaliteb #faisalitebclienthunting #outreachcourse #ClientHunting #faisalitebmasterclass #outreachclients #clienthuntingtips #faisaliteboutreachmasterclass #outreach1stbatch #outreachmasterclass
2 years ago | [YT] | 49
View 11 replies
Faisaliteb
1800$ per months
2 years ago | [YT] | 4
View 0 replies
Load more