Lifestyle of Lobna

আসসালামু আলাইকুম,

আমি লুবনা। ইউটিউবে আমি ছোট্ট নতুন ব্লগার। শখের বসে ইউটিউবে আসা, যদি আমার ভিডিও গুলো আপনাদের ভাল লেগে যায়,তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যেকোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।


Lifestyle of Lobna

#…ডিমের কেক রেসিপি (Egg Cake Recipe)
ঘরে সহজে বানানোর জন্য

উপকরণ:

ডিম – ৪টি

চিনি – ১ কাপ

ময়দা – ১ কাপ

তেল বা গলানো মাখন – ½ কাপ

বেকিং পাউডার – ১ চা চামচ

ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

দুধ – ২ টেবিল চামচ (ঐচ্ছিক, কেক নরম করতে)

প্রস্তুত প্রণালী:

১. ডিম ফেটানো:
ডিম ও চিনি একসাথে নিয়ে ইলেকট্রিক বিটার বা হ্যান্ড বিটার দিয়ে ৫–৭ মিনিট বিট করুন, যতক্ষণ না মিশ্রণ ফেনায়িত ও হালকা হয়।

২. ময়দা মেশানো:
ময়দা ও বেকিং পাউডার একসাথে চেলে নিন। এরপর ডিমের মিশ্রণে ধীরে ধীরে ময়দা মেশান। হালকা হাতে নাড়াতে হবে, যাতে ফোলাভাব নষ্ট না হয়।

৩. তেল ও ভ্যানিলা:
তেল (বা গলানো মাখন), দুধ ও ভ্যানিলা এসেন্স দিয়ে আবার হালকা করে মেশান।

৪. বেক করা:
কেক মোল্ডে সামান্য তেল ব্রাশ করে মিশ্রণ ঢেলে দিন।
প্রী-হিট করা ওভেনে ১৮০ ডিগ্রি সেলসিয়াসে ৩০–৩৫ মিনিট বেক করুন।
(চুলার উপরেও বানানো যায়)

৫. ঠান্ডা করে পরিবেশন:
কেক ঠান্ডা হলে মোল্ড থেকে বের করে পরিবেশন করুন।

চাইলে আপনি এই কেকে কিশমিশ, বাদাম বা কোকো পাউডারও যোগ করতে পারেন।।

3 weeks ago | [YT] | 2

Lifestyle of Lobna

https://youtu.be/ObYS4upene8?si=v05It...
সুজির কেক রেসিপি

3 weeks ago | [YT] | 3

Lifestyle of Lobna

আসসালামু আলাইকুম
ছুটির দিনে বাচ্চাদের আঁকিবুকি🎨🇧🇩

3 weeks ago (edited) | [YT] | 6

Lifestyle of Lobna

জুম্মা মোবারক সবাইকে🕌

1 month ago | [YT] | 17

Lifestyle of Lobna

Milestone school and college
আজ আর ওদের (students)কারো কোনো হোম ওয়ার্ক নেই! নেই সকালের স্কুলের যাবার তাড়া, বাবা মায়ের সকালের busy সময় পার করা!
হঠাৎ করে এই পরিবার গুলোতে নেমে এলো নিস্তব্ধতা, নিরবতা। জান্নাতের পাখি হয়ে ওরা চলে গেলো। আল্লাহ পাক ওদের কে কবুল করে নিক । আল্লাহ পাক ওদের বাবা মা কে এই শোক সহ্য করার অসীম শক্তি দিন।। 💔

1 month ago (edited) | [YT] | 9

Lifestyle of Lobna

Milestone School and College
যে রুমে বিমানটা ঢুকে পড়ে ছিল সেই রুমে students ছিল! ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েক জন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে । আহত হয়েছেন আরও প্রায় দেড়শ' জন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী বলে জানা যাচ্ছে।
মাইলষ্টোন স্কুল ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় আমরা শোকাহত,আমরা বাকরুদ্ধ । যারা নিহত হয়েছেন আল্লাহ তাদেরকে জান্নাত দান করুন । যারা আহত হয়েছে তাদেরকে আপনি শিফা দান করুন । স্বজন হারানো পরিবার গুলোকে এই শোক সহ্য করার তৌফিক দান করুন, আমীন ।।🤲

1 month ago | [YT] | 6

Lifestyle of Lobna

Good morning....

1 month ago | [YT] | 5