✍️ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি মানুষকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে এবং অতঃপর দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য এবং প্রতিশ্রুতি দিয়েছেন পুনরায় জান্নাতে প্রেরণ করার, মানুষের জান ও মালের পরিবর্তে।
✍️ ২০১২ সালে ফেনীর অন্যতম শিক্ষানুরাগীগণ দ্বারা FENI UNIVERSITY প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যেকটি গ্র্যাজুয়েটের স্বপ্নে লালিত ছিল কখন হবে সমাবর্তন ? সুদীর্ঘ প্রায় ১১ বছর পর আজ সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন দেখতে পেল Feni University 'র বিভিন্ন ডিপার্টমেন্টের ১৭০০ জন শিক্ষার্থী।
✍️ ২০১৯ সালের ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করার পর প্রথম সমাবর্তনের গর্বিত অংশীদার হয়ে আনুষ্ঠানিক ভাবে স্নাতক ডিগ্রী অর্জন ও রাষ্ট্রপতি স্বর্ণপদক🏅 প্রাপ্ত হওয়া আমার জন্যে সত্যিই অনেক বেশি গর্বের ।
✅ তবে আমার মত গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে এই অর্জনের পথটা খুব একটা স্মুথ ছিল না ।
✍️ ২০০৫ সালে যখন বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ৩.৯৪ (৫.০০) পেয়ে উত্তীর্ণ হই তখনও আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। শুধুমাত্র কেরোসিনের জালানো হারিকেনের মিটিমিটি আলো আমাদের পড়ালেখার অন্যতম সম্বল ছিল। এলাকার অন্যতম শিক্ষিত পরিবারের সন্তান হওয়ার সুবাদে পরিবারের অন্যান্য ভাই-বোনদের মতো আমিও প্রাইমারি স্কুল লেভেল থেকে আমাদের লজিং স্যার হুজুর স্যারের তত্ত্বাবধানে শুরু থেকেই মেধাবী ছাত্র হয়ে উঠি। স্যারের নিপুন আদর-শাসনের মধ্য দিয়ে শিক্ষা জীবনের শুরু থেকেই ক্লাসের ফার্স্ট বয় ছিলাম । বিদ্যুৎ না থাকায় আমাদের এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে খুব ভালো শিক্ষক পাওয়া যেত না । এরপরও যে কয়জন শিক্ষক অন্য এলাকা থেকে এসে অনেক বেশি কষ্ট করে আমাদের এলাকায় থেকে গিয়েছেন এবং তাদের অন্তর্নিহিত শিক্ষা বিস্তার এর মাধ্যমে আমাদেরকে চেষ্টা করেছেন সর্বোচ্চ পরিশ্রম দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়। তারা যদি কষ্ট করে এই এলাকায় থেকে না যেতেন তাহলে হয়তো আমার চলার পথটা শুরু থেকে আরো অনেক বেশি কঠিন হতে পারতো ।
✍️ ২০০৫ সালের মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর আব্বু এবং সম্মানিত প্রধান শিক্ষক MD Shah Jamal Mozumder স্যারের সহযোগিতায় শুরু হয় Feni Polytechnic Institute (ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট) এর শিক্ষা জীবন। পলিটেকনিক শিক্ষকদের সহযোগিতা এবং পরিবারের অভাবনীয় সাপোর্টে ২০০৯ সালে সিভিল ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ CGPA 3.67(4.00) পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি । আব্বুর অভাবনীয় সাপোর্ট থাকায় শিক্ষাজীবনের এই পর্যায়ে আমার ডিপ্লোমা সম্পন্ন করতে কোন বেগ পেতে হয়নি। এরপর পারিবারিক সমস্যার কারণে ডুয়েট স্বপ্ন ব্যর্থ হয়ে চাকুরী জীবনে পদার্পণ করি। এক্ষেত্রে পলিটেকনিক এর বড় ভাই Engr Jasim Uddin ভাইয়ের কথা অনেক বেশি স্মরণ করতে হয়, ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়ার চেষ্টা করেছেন ডুয়েট এ নিয়ে যাওয়ার জন্য। আপনার সাপোর্টের জন্য সব সময় কৃতজ্ঞ থাকবো ভাইয়া।
✍️ ২০১৬ সালে স্নাতক ডিগ্রী সম্পন্ন করার উদ্দেশ্যে Department of Civil Engineering ,Feni University তে ভর্তি হই এবং শিক্ষকদের অভাবনীয় সাপোর্টে ২০১৯ সালে CGPA 3.97 (4.00) পেয়ে অনানুষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রী সম্পন্ন করি। ফেনী শহরের মতো জায়গায় খুব স্বল্প বেতনে চাকুরীর পাশাপাশি স্ত্রী ও দুই সন্তানের ফ্যামিলি মেইনটেইন করে পড়ালেখা চালিয়ে যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্যে। এক্ষেত্রে আমার প্রাক্তন চাকরিস্থল নির্মাণ সুপার মার্কেট (ATL GROUP) এর বসদের কথা স্মরণ করতেই হয়। চাকরির পাশাপাশি কনসালটেন্সি করার সুযোগ দেওয়া এবং পড়ালেখায় কোন বাধার সৃষ্টি না করা তাদের অন্যতম নৈতিক গুণাবলীর অংশ ছিল । তাছাড়া চাকরি জীবনের কলিগদের সহযোগিতা ছিল সামঞ্জস্যপূর্ণ। ভিন্ন প্রতিষ্ঠানের মত তারা কখনোই পিছনে কথা লাগানোর মত স্বাভাবিক স্বভাবে জড়াতেন না, যা স্বাভাবিক ভাবেই আমার জীবনকে কিছুটা হলেও স্মুথ করেছিল।
✍️ ব্যক্তি জীবনে অভাব অনটনের সংসারের মধ্যে দিয়েই আমাকে আমার পড়ালেখা চালিয়ে যেতে হয়েছিল। যার পিছনে অনেক বড় সহযোগিতা ছিল আমার প্রাণপ্রিয় সহধর্মিনীর। একবার ভার্সিটির সেমিস্টার ফি দিতে না পারায় সে তার কানের ও গলার অলংকার বিক্রি করে আমার ভার্সিটির ফি দেয়ার ব্যবস্থা করেছিল। তার অভাবনীয় মানসিক সাপোর্ট সবসময় আমার চলার পথকে আরও বেশি সহজ করার জন্য এগ্রেসিভ করে তুলতো ।
✍️ বন্ধু Engr Alamgir Hossain Shohag Mynul Munna এবং Jayed Hossain থেকে পাওয়া শিক্ষা উপকরণ সংক্রান্ত সাপোর্ট সবসময় আমার অনেক বেশি কাজে দিয়েছিল।
✍️ ভার্সিটির জীবনে Md Ali Akbar sir, Ahm Opu sir, M Zahirul Emon sir, @Jamal uddin sir, Tareq Rahman sir, Johirul Amin Fahad sir, Ankan Mohajan sir @sultan Ahmed sir, Md. Shoriful Islam sir, Mohammad Sharif Ullah sir, Kazi Monirul Alom sir, @shaila mem, @pervej sir, Abdulla Al Mamun sir, @al mamun khan sir সহ আরো অনেকের অভাবনীয় সাপোর্ট ছিল সবসময়ই। পড়ালেখা সংক্রান্ত বিষয়ে যতই জ্বালাতন করতাম কখনোই বিরক্ত না হয়ে সব সময় অনেক বেশি বন্ধুত্বসুলভ ও সহযোগিতা পূর্ণ আচরণ দেখিয়েছেন। আজকের এই অর্জনের সবটুকু ক্রেডিট তাদেরকে দিলেও কম হবে বলে মনে হয় ।
✍️ পরিশেষে ভার্সিটি অথরিটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে রাষ্ট্রপতি স্বর্ণপদক এ ভূষিত করার জন্য । এই অর্জন শুধুমাত্র আমার শিক্ষার ফসল নয়, বরং শিক্ষকদের এবং ফ্যামিলির অভাবনীয় সাপোর্ট এর ফসল ও বটে । এটি আমার ভবিষ্যৎ জীবনকে আরো অনেক বেশি সুন্দরভাবে পরিচালিত করার জন্য একটি চালিকাশক্তিও বটে।
✍️ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল ভাই ও বন্ধুদের প্রতি যারা আমার এই অর্জনকে স্বাগত জানিয়ে আমার মনোবল কে আরো বেশি দৃঢ় করতে সহযোগিতা করেছেন ।
"Life is not a bed of roses" So, we should look forward in our every steps of life and also being passionate in our professionalism. Don't rush your life by waste time or depressed and always think advance with reality.
Jams I-160 a prestigious and luxurious project of Jams Group Basundhara, Dhaka.
স্ট্রাকচারাল ডিজাইন বিষয়টা হচ্ছে সার্বক্ষণিক চর্চার বিষয়। এইটা এমন কোন বিষয় নয় যে এখন করলেন, কালকে থেকে আর কিছু শেখা লাগবে না। এখানে আপনাকে প্রতিনিয়ত নতুনভাবে শিখতে হবে। এই বিষয়টা অনেকটাই প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট । প্রকৃতি পরিবর্তনশীল তাই কোড গুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় আর তাই সব সময় পড়া-লেখার উপর থাকতে হয়।
JS HOMES engineers and consultant
রাতের ফেনী ছাত্রদের দখলে।
সময় : ৮:৩০ pm
1 year ago | [YT] | 0
View 0 replies
JS HOMES engineers and consultant
Please help everyone
1 year ago | [YT] | 1
View 0 replies
JS HOMES engineers and consultant
1 year ago | [YT] | 2
View 0 replies
JS HOMES engineers and consultant
🏅সমাবর্তন অনুষ্ঠান ও রাষ্ট্রপতি স্বর্ণপদক 🏅
✍️ আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রবের যিনি মানুষকে তৈরি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে এবং অতঃপর দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদত করার জন্য এবং প্রতিশ্রুতি দিয়েছেন পুনরায় জান্নাতে প্রেরণ করার, মানুষের জান ও মালের পরিবর্তে।
✍️ ২০১২ সালে ফেনীর অন্যতম শিক্ষানুরাগীগণ দ্বারা FENI UNIVERSITY প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রত্যেকটি গ্র্যাজুয়েটের স্বপ্নে লালিত ছিল কখন হবে সমাবর্তন ? সুদীর্ঘ প্রায় ১১ বছর পর আজ সেই কাঙ্ক্ষিত স্বপ্নের বাস্তবায়ন দেখতে পেল Feni University 'র বিভিন্ন ডিপার্টমেন্টের ১৭০০ জন শিক্ষার্থী।
✍️ ২০১৯ সালের ব্যাচেলর ডিগ্রী কমপ্লিট করার পর প্রথম সমাবর্তনের গর্বিত অংশীদার হয়ে আনুষ্ঠানিক ভাবে স্নাতক ডিগ্রী অর্জন ও রাষ্ট্রপতি স্বর্ণপদক🏅 প্রাপ্ত হওয়া আমার জন্যে সত্যিই অনেক বেশি গর্বের ।
✅ তবে আমার মত গ্রাম থেকে উঠে আসা একজন সাধারণ শিক্ষার্থীর পক্ষে এই অর্জনের পথটা খুব একটা স্মুথ ছিল না ।
✍️ ২০০৫ সালে যখন বালুটিলা আদর্শ উচ্চ বিদ্যালয় হতে মাধ্যমিক পরীক্ষা দিয়ে ৩.৯৪ (৫.০০) পেয়ে উত্তীর্ণ হই তখনও আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। শুধুমাত্র কেরোসিনের জালানো হারিকেনের মিটিমিটি আলো আমাদের পড়ালেখার অন্যতম সম্বল ছিল। এলাকার অন্যতম শিক্ষিত পরিবারের সন্তান হওয়ার সুবাদে পরিবারের অন্যান্য ভাই-বোনদের মতো আমিও প্রাইমারি স্কুল লেভেল থেকে আমাদের লজিং স্যার হুজুর স্যারের তত্ত্বাবধানে শুরু থেকেই মেধাবী ছাত্র হয়ে উঠি। স্যারের নিপুন আদর-শাসনের মধ্য দিয়ে শিক্ষা জীবনের শুরু থেকেই ক্লাসের ফার্স্ট বয় ছিলাম । বিদ্যুৎ না থাকায় আমাদের এলাকার মাধ্যমিক বিদ্যালয়ে খুব ভালো শিক্ষক পাওয়া যেত না । এরপরও যে কয়জন শিক্ষক অন্য এলাকা থেকে এসে অনেক বেশি কষ্ট করে আমাদের এলাকায় থেকে গিয়েছেন এবং তাদের অন্তর্নিহিত শিক্ষা বিস্তার এর মাধ্যমে আমাদেরকে চেষ্টা করেছেন সর্বোচ্চ পরিশ্রম দিয়ে জ্ঞানের আলোয় আলোকিত করার জন্য আজকের এই দিনে তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন না করলেই নয়। তারা যদি কষ্ট করে এই এলাকায় থেকে না যেতেন তাহলে হয়তো আমার চলার পথটা শুরু থেকে আরো অনেক বেশি কঠিন হতে পারতো ।
✍️ ২০০৫ সালের মাধ্যমিক পরীক্ষার উত্তীর্ণ হওয়ার পর আব্বু এবং সম্মানিত প্রধান শিক্ষক MD Shah Jamal Mozumder স্যারের সহযোগিতায় শুরু হয় Feni Polytechnic Institute (ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট) এর শিক্ষা জীবন। পলিটেকনিক শিক্ষকদের সহযোগিতা এবং পরিবারের অভাবনীয় সাপোর্টে ২০০৯ সালে সিভিল ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ CGPA 3.67(4.00) পেয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শেষ করি । আব্বুর অভাবনীয় সাপোর্ট থাকায় শিক্ষাজীবনের এই পর্যায়ে আমার ডিপ্লোমা সম্পন্ন করতে কোন বেগ পেতে হয়নি। এরপর পারিবারিক সমস্যার কারণে ডুয়েট স্বপ্ন ব্যর্থ হয়ে চাকুরী জীবনে পদার্পণ করি। এক্ষেত্রে পলিটেকনিক এর বড় ভাই Engr Jasim Uddin ভাইয়ের কথা অনেক বেশি স্মরণ করতে হয়, ভাইয়া আমাকে অনেক বেশি সাপোর্ট দেয়ার চেষ্টা করেছেন ডুয়েট এ নিয়ে যাওয়ার জন্য। আপনার সাপোর্টের জন্য সব সময় কৃতজ্ঞ থাকবো ভাইয়া।
✍️ ২০১৬ সালে স্নাতক ডিগ্রী সম্পন্ন করার উদ্দেশ্যে Department of Civil Engineering ,Feni University তে ভর্তি হই এবং শিক্ষকদের অভাবনীয় সাপোর্টে ২০১৯ সালে CGPA 3.97 (4.00) পেয়ে অনানুষ্ঠানিকভাবে স্নাতক ডিগ্রী সম্পন্ন করি।
ফেনী শহরের মতো জায়গায় খুব স্বল্প বেতনে চাকুরীর পাশাপাশি স্ত্রী ও দুই সন্তানের ফ্যামিলি মেইনটেইন করে পড়ালেখা চালিয়ে যাওয়াটা অনেক বেশি চ্যালেঞ্জিং ছিল আমার জন্যে।
এক্ষেত্রে আমার প্রাক্তন চাকরিস্থল নির্মাণ সুপার মার্কেট (ATL GROUP) এর বসদের কথা স্মরণ করতেই হয়। চাকরির পাশাপাশি কনসালটেন্সি করার সুযোগ দেওয়া এবং পড়ালেখায় কোন বাধার সৃষ্টি না করা তাদের অন্যতম নৈতিক গুণাবলীর অংশ ছিল । তাছাড়া চাকরি জীবনের কলিগদের সহযোগিতা ছিল সামঞ্জস্যপূর্ণ। ভিন্ন প্রতিষ্ঠানের মত তারা কখনোই পিছনে কথা লাগানোর মত স্বাভাবিক স্বভাবে জড়াতেন না, যা স্বাভাবিক ভাবেই আমার জীবনকে কিছুটা হলেও স্মুথ করেছিল।
✍️ ব্যক্তি জীবনে অভাব অনটনের সংসারের মধ্যে দিয়েই আমাকে আমার পড়ালেখা চালিয়ে যেতে হয়েছিল। যার পিছনে অনেক বড় সহযোগিতা ছিল আমার প্রাণপ্রিয় সহধর্মিনীর। একবার ভার্সিটির সেমিস্টার ফি দিতে না পারায় সে তার কানের ও গলার অলংকার বিক্রি করে আমার ভার্সিটির ফি দেয়ার ব্যবস্থা করেছিল। তার অভাবনীয় মানসিক সাপোর্ট সবসময় আমার চলার পথকে আরও বেশি সহজ করার জন্য এগ্রেসিভ করে তুলতো ।
✍️ বন্ধু Engr Alamgir Hossain Shohag Mynul Munna এবং Jayed Hossain থেকে পাওয়া শিক্ষা উপকরণ সংক্রান্ত সাপোর্ট সবসময় আমার অনেক বেশি কাজে দিয়েছিল।
✍️ ভার্সিটির জীবনে Md Ali Akbar sir, Ahm Opu sir, M Zahirul Emon sir, @Jamal uddin sir, Tareq Rahman sir, Johirul Amin Fahad sir, Ankan Mohajan sir @sultan Ahmed sir, Md. Shoriful Islam sir, Mohammad Sharif Ullah sir, Kazi Monirul Alom sir, @shaila mem, @pervej sir, Abdulla Al Mamun sir, @al mamun khan sir সহ আরো অনেকের অভাবনীয় সাপোর্ট ছিল সবসময়ই। পড়ালেখা সংক্রান্ত বিষয়ে যতই জ্বালাতন করতাম কখনোই বিরক্ত না হয়ে সব সময় অনেক বেশি বন্ধুত্বসুলভ ও সহযোগিতা পূর্ণ আচরণ দেখিয়েছেন। আজকের এই অর্জনের সবটুকু ক্রেডিট তাদেরকে দিলেও কম হবে বলে মনে হয় ।
✍️ পরিশেষে ভার্সিটি অথরিটির প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাকে রাষ্ট্রপতি স্বর্ণপদক এ ভূষিত করার জন্য । এই অর্জন শুধুমাত্র আমার শিক্ষার ফসল নয়, বরং শিক্ষকদের এবং ফ্যামিলির অভাবনীয় সাপোর্ট এর ফসল ও বটে । এটি আমার ভবিষ্যৎ জীবনকে আরো অনেক বেশি সুন্দরভাবে পরিচালিত করার জন্য একটি চালিকাশক্তিও বটে।
✍️ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সকল ভাই ও বন্ধুদের প্রতি যারা আমার এই অর্জনকে স্বাগত জানিয়ে আমার মনোবল কে আরো বেশি দৃঢ় করতে সহযোগিতা করেছেন ।
2 years ago | [YT] | 2
View 0 replies
JS HOMES engineers and consultant
"Life is not a bed of roses"
So, we should look forward in our every steps of life and also being passionate in our professionalism.
Don't rush your life by waste time or depressed and always think advance with reality.
Jams I-160
a prestigious and luxurious project of Jams Group
Basundhara, Dhaka.
2 years ago | [YT] | 3
View 0 replies
JS HOMES engineers and consultant
Sangu River, Bandorban, Bangladesh.
2 years ago | [YT] | 1
View 0 replies
JS HOMES engineers and consultant
Duplex House
Client: Mosarrof Hossain
Contractor Mosjid
Design by: JS HOMES engineers & consultants
2 years ago | [YT] | 0
View 0 replies
JS HOMES engineers and consultant
স্ট্রাকচারাল ডিজাইন বিষয়টা হচ্ছে সার্বক্ষণিক চর্চার বিষয়। এইটা এমন কোন বিষয় নয় যে এখন করলেন, কালকে থেকে আর কিছু শেখা লাগবে না। এখানে আপনাকে প্রতিনিয়ত নতুনভাবে শিখতে হবে। এই বিষয়টা অনেকটাই প্রকৃতির উপর ডিপেন্ডেন্ট । প্রকৃতি পরিবর্তনশীল তাই কোড গুলো প্রতিনিয়ত পরিবর্তন হয় আর তাই সব সময় পড়া-লেখার উপর থাকতে হয়।
Happy learning
2 years ago | [YT] | 4
View 0 replies
JS HOMES engineers and consultant
Ami tomari golam ogo onno karo na
2 years ago | [YT] | 1
View 0 replies