Hello dear friends,
Welcome to my channel
“FN KITCHEN UK”
I’m Bangladeshi
I living London I love cooking.So friends,I will show you what I love to do.Hope you all will always enjoy watching my videos and support me!Your likes,shares,comments,and subscribes will encourage me to make different videos.please support me and be connected with me! Thanks everybody thank you so so much 😍🌺
“FN KITCHEN UK”
“FN KITCHEN UK”
Please like and share this video with your friends and family.also don’t forget to my channel for more videos ||
Links
Facebook
#FN KITCHEN UK
@FN KITCHEN UK 🇬🇧
FN KITCHEN UK
#Allah#Mohammad#Mokkah#modinah
6 hours ago | [YT] | 3
View 0 replies
FN KITCHEN UK
Happy new year everyone
2 weeks ago | [YT] | 768
View 6 replies
FN KITCHEN UK
সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা 🇧🇩একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিস্ময় তুমি আমার অহংকার
1 month ago | [YT] | 6
View 5 replies
FN KITCHEN UK
দীর্ঘ ২৫ বছর পর, আবারো শীত কালে পবিত্র মাহে রামাদান হতে যাচ্ছে, ১৮.০২.২৬, রামাদানের প্রথম দিন, আল'হামদুলিল্লাহ!
1 month ago | [YT] | 6
View 2 replies
FN KITCHEN UK
নামাজে বসে যে আত্তাহিয়াতু দু'আ পড়ি তার পিছনে এত সুন্দর একটি গল্প তা জানা ছিল না, আমার বিশ্বাস সবার ভাল লাগবে এবং নামাজ পড়ায় মনোযোগ ও বাড়বে। ঈমানও তাজা হবে।
আত্তাহিয়াতু আসলেই অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া। এই দোয়াটার পিছনের গল্পটা জানার পর সত্যি আমার হৃদয়টা অনেক কোমল হয়ে গেছে!
আত্তাহিয়াতু আসলে, আল্লাহর সাথে আমাদের মহানবী (সঃ) কথোপকথন একটা অংশ। যা আমাদের মহানবী (সঃ) মিরাজ যাত্রার সময় হয়েছে মহান আল্লাহর সাথে! মহানবী (সঃ) যখন আল্লাহর সাথে কথোপকথন শুরু করে তখন আল্লাহকে আসসালামু আলাইকুম বলেননি!
তাহলে কি বলেছিল...?
কারন; আমরা মহান আল্লাহকে বলতে পারব না, আল্লাহ আপনার উপর শান্তি নাজিল হউক! কারন; আল্লাহ নিজেই একমাত্র পৃথিবীর সকল শান্তির এবং রহমতের উৎপত্তিস্থল!
মহানবী (সঃ) আল্লাহকে উদেশ্য করে বলেছিলেন:-
▪আত্তাহিইয়া-তু লিল্লা-হি ওয়াছ ছালাওয়া - তু ওয়াত্ ত্বাইয়িবা -তু
অর্থঃ- যাবতীয় সম্মান, যাবতীয় উপাসনা ও যাবতীয় পবিত্র বিষয় আল্লাহর জন্য।
উওরে মহান আল্লাহ বলেন:-
▪আসসালা-মু'আলায়কা আইয়ুহান্নাবিয়ু ওয়া রহমাতুল্লা-হি ওয়া-বারাকাতুহু।
অর্থঃ- হে নবী; আপনার উপরে শান্তি বর্ষিত হউক এবং আল্লাহর অনুগ্রহ ও সমৃদ্ধি সমূহ নাযিল হউক।
এতে মহানবী (সঃ) বলেন:-
▪আসসালা-মু-আলায়না ওয়া আলা ইবাদিল্লা-হিছছালেহীন।
অর্থ:- আল্লাহর সমৃদ্ধি শান্তি বর্ষিত হউক আমাদের উপরে ও আল্লাহর সৎকর্মশীল বান্দাগণের উপরে।
মহান আল্লাহ এবং মহানবী (সঃ) এই কথোপকথন শুনে ফেরেস্তারা বলেন:-
▪আশহাদু আল লা-ইলাহা ইলল্লালাহু ওয়া আশহাদুআন্না মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু।
অর্থ:- আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত কোন উপাস্য নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে, মুহাম্মাদ (সঃ) তার বান্দা ও রাসূল।
"সুবহানাল্লাহ"।
এখন আমি এবং আপনি আত্তাহিয়াতু গুরুত্ব এবং পিছনের ইতিহাস জানতে পারলাম, এবার একটু চিন্তা করুন তো, এই লেখাটি যদি আপনার মাধ্যমে অন্যান্য মানুষেরাও জানে তাহলে তারাও এই দোয়ার গুরুত্ব বুজতে পারবে! ইনশাআল্লাহ।
সংগৃহীত
1 month ago | [YT] | 10
View 0 replies
FN KITCHEN UK
সুবাহানাল্লাহ ৩৩ বার, আলহামদুলিল্লাহ ৩৩ বার, আল্লাহু আকবার ৩৪ বার রাতে ঘুমানোর সময়ের আমল 😍
2 months ago | [YT] | 5
View 0 replies
FN KITCHEN UK
#Allah
2 months ago | [YT] | 28
View 0 replies
FN KITCHEN UK
#Allah
3 months ago | [YT] | 25
View 0 replies
FN KITCHEN UK
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিমআলা নাবিএনা মোহাম্মদ।
আমরা সৌভাগ্যবান বলেই শ্রেষ্ঠ নবীজির উম্মাত হয়ে দুনিয়াতে এসেছি আলহামদুলিল্লাহ
3 months ago | [YT] | 32
View 0 replies
FN KITCHEN UK
চল্লিশ পেরোনো এক নারী!
তাঁকে প্রথম দেখলে মনে হয়—
চুপচাপ, নিজের মতো।
কোনো কিছুর তাড়াহুড়ো নেই,
কারও কাছে কিছু প্রমাণ করার চেষ্টাও নেই।
কিন্তু ভেতরে এক অদ্ভুত দৃঢ়তা।
তাঁর মুখে বয়সের ছাপ স্পষ্ট।
চোখের কোণে হালকা রেখা,
ঠোঁটের পাশেও কিছুটা ভাঁজ।
কিন্তু এই ভাঁজগুলো ক্লান্তির না,
বরং জীবনের গল্পে ভরা।
বহু হাসি, বহু কান্না, বহু অভিজ্ঞতা—
সবকিছু মিশে গেছে ওই মুখের গভীরে।
চুলে হয়তো সাদা সাদা রঙ দেখা দেয়,
তবুও তিনি তা ঢাকেন না।
কারণ তিনি জানেন, সৌন্দর্য চুলের রঙে নয়—চরিত্রে, চাহনিতে,
আর নিজের প্রতি বিশ্বাসে।
তাঁকে দেখলে বোঝা যায়, বয়স কেবল সংখ্যা।
তিনি শিখে গেছেন কাকে ভালোবাসতে হয়,
কাকে দূরে রাখতে হয়।
তাঁর হাসি একেবারেই আলাদা।
তা জোরে ফেটে পড়ে না,
কিন্তু অনেক শান্তি দেয়।
যেন সেই মানুষটার হাসি,
যিনি বহু হারানোর পরেও জীবনের ভেতরে শান্তি খুঁজে পেয়েছেন।
তিনি প্রেম করেন,
কিন্তু দখল করতে চান না।
তিনি ছুঁয়ে দেন, কিন্তু আঘাত করেন না।
তাঁর স্পর্শে থাকে একটা অদ্ভুত উষ্ণতা—যেটা শরীরের নয়, মনের।
তাঁর ভেতরে লুকিয়ে থাকে একটা সময়ের নদী—যেটা ধীরে বয়ে চলে,
কিন্তু অনেক গভীর।
তিনি হয়তো একা থাকেন,
হয়তো সবার মাঝে থেকেও নিরিবিলি,
কিন্তু কখনোই ভেঙে পড়েন না। কারণ তিনি জানেন, তিনি নিজেই নিজের ভরসা।
কিন্তু তার চেয়েও আগে,
তিনি একজন পরিপূর্ণ মানুষ—যিনি আজও ভালোবাসেন, স্বপ্ন দেখেন,
আর নিজের ভেতরে লুকিয়ে রাখেন এক সমুদ্র শান্তি।
5 months ago | [YT] | 19
View 5 replies
Load more