📰 বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের গবেষণা
📍 আন্তর্জাতিক ডেস্ক | আলোকিত নূর রিপোর্ট | ১২ জুন ২০২৫
বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে— ইসলাম হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এক দশকব্যাপী গবেষণায় (২০১০-২০২০) এই তথ্য উঠে এসেছে।
---
📈 এক দশকে ৩৪৭ মিলিয়ন নতুন মুসলিম
গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলমানদের সংখ্যা বেড়েছে ৩৪৭ মিলিয়নেরও বেশি। যা এককভাবে বিশ্বের অন্যান্য ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি।
👶 প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধিই মূল কারণ
পিউয়ের তথ্যমতে, এই বৃদ্ধি মূলত এসেছে প্রাকৃতিক জন্মহারের মাধ্যমে। ধর্মান্তরের প্রভাব খুবই সীমিত। মুসলিম নারীরা গড়ে ২.৯টি সন্তান জন্ম দেন, যেখানে অমুসলিম নারীদের ক্ষেত্রে এটি ২.২। এছাড়াও, মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স তুলনামূলকভাবে কম, যা ভবিষ্যতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে।
🌏 এশিয়া-প্যাসিফিক অঞ্চলেই সর্বাধিক বৃদ্ধি
বিশ্বের মুসলিম জনসংখ্যার বড় অংশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বেড়েছে ১৬.২% হারে।
🌍 বর্তমান পরিস্থিতি
বর্তমানে বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটির বেশি, যা বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ। অন্যদিকে, খ্রিস্টধর্ম এখনো বিশ্বের সবচেয়ে বড় ধর্ম (২.৩ বিলিয়ন অনুসারী) হলেও, গত এক দশকে এ ধর্মাবলম্বীদের গ্লোবাল অনুপাত কমেছে ১.৮%, এবং অন্তত ৪০টি দেশে ৫% হ্রাস পেয়েছে।
---
🗣️ বিশ্লেষকের বক্তব্য
পিউ রিসার্চ সেন্টারের প্রধান বিশ্লেষক কনরাড হ্যাকেট বলেন:
> “মুসলিমরা গড়পড়তা হিসাবে কম বয়সী এবং বেশি সন্তান জন্ম দেয়—এই দুইটি বিষয়ই তাদের সংখ্যাগত প্রবৃদ্ধিকে গতিশীল করে।”
---
📌 আলোকিত নূর সবসময় সত্য তথ্য ও আলোচিত গবেষণা তুলে ধরে। আপনার ধর্মীয় ও সামাজিক সচেতনতা বাড়াতে আমাদের সাথেই থাকুন।
আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মহান রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
আসুন, ঈদের এই পবিত্র দিনে দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করি। সকলের জীবনে ঈদ বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও বরকত।
আলোকিত নূর
📰 বিশ্বে সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম ইসলাম: পিউ রিসার্চ সেন্টারের গবেষণা
📍 আন্তর্জাতিক ডেস্ক | আলোকিত নূর রিপোর্ট | ১২ জুন ২০২৫
বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার গতিপ্রকৃতি বিশ্লেষণ করে মার্কিন গবেষণা সংস্থা পিউ রিসার্চ সেন্টার জানিয়েছে— ইসলাম হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম। ‘গ্লোবাল রিলিজিয়াস ল্যান্ডস্কেপ’ শীর্ষক এক দশকব্যাপী গবেষণায় (২০১০-২০২০) এই তথ্য উঠে এসেছে।
---
📈 এক দশকে ৩৪৭ মিলিয়ন নতুন মুসলিম
গবেষণা অনুযায়ী, ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলমানদের সংখ্যা বেড়েছে ৩৪৭ মিলিয়নেরও বেশি। যা এককভাবে বিশ্বের অন্যান্য ধর্মের সম্মিলিত বৃদ্ধির চেয়েও বেশি।
👶 প্রাকৃতিক জনসংখ্যা বৃদ্ধিই মূল কারণ
পিউয়ের তথ্যমতে, এই বৃদ্ধি মূলত এসেছে প্রাকৃতিক জন্মহারের মাধ্যমে। ধর্মান্তরের প্রভাব খুবই সীমিত। মুসলিম নারীরা গড়ে ২.৯টি সন্তান জন্ম দেন, যেখানে অমুসলিম নারীদের ক্ষেত্রে এটি ২.২। এছাড়াও, মুসলিম জনগোষ্ঠীর গড় বয়স তুলনামূলকভাবে কম, যা ভবিষ্যতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত রাখবে।
🌏 এশিয়া-প্যাসিফিক অঞ্চলেই সর্বাধিক বৃদ্ধি
বিশ্বের মুসলিম জনসংখ্যার বড় অংশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বসবাস করে। এই অঞ্চলে মুসলিম জনসংখ্যা ২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বেড়েছে ১৬.২% হারে।
🌍 বর্তমান পরিস্থিতি
বর্তমানে বিশ্বে মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটির বেশি, যা বিশ্ব জনসংখ্যার প্রায় এক চতুর্থাংশ।
অন্যদিকে, খ্রিস্টধর্ম এখনো বিশ্বের সবচেয়ে বড় ধর্ম (২.৩ বিলিয়ন অনুসারী) হলেও, গত এক দশকে এ ধর্মাবলম্বীদের গ্লোবাল অনুপাত কমেছে ১.৮%, এবং অন্তত ৪০টি দেশে ৫% হ্রাস পেয়েছে।
---
🗣️ বিশ্লেষকের বক্তব্য
পিউ রিসার্চ সেন্টারের প্রধান বিশ্লেষক কনরাড হ্যাকেট বলেন:
> “মুসলিমরা গড়পড়তা হিসাবে কম বয়সী এবং বেশি সন্তান জন্ম দেয়—এই দুইটি বিষয়ই তাদের সংখ্যাগত প্রবৃদ্ধিকে গতিশীল করে।”
---
📌 আলোকিত নূর সবসময় সত্য তথ্য ও আলোচিত গবেষণা তুলে ধরে। আপনার ধর্মীয় ও সামাজিক সচেতনতা বাড়াতে আমাদের সাথেই থাকুন।
6 months ago | [YT] | 1
View 0 replies
আলোকিত নূর
তাকবিরে তাশরীক (تَكْبِيرُ التَّشْرِیْقِ) বলা হয় “اللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ، اللهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ” এই দোয়াটি।
---
📌 তাকবিরে তাশরীক পড়ার নিয়ম:
✅ কারা পড়বে:
প্রতিটি বালেগ (প্রাপ্তবয়স্ক) পুরুষ ও মহিলা, মুকিম ও মুসাফির—সবাই পড়বে।
✅ কবে থেকে শুরু:
৯ই জিলহজ ফজরের নামাজের পর থেকে।
✅ কবে শেষ:
১৩ই জিলহজ আসরের নামাজের পর পর্যন্ত।
✅ মোট কয়বার:
৫ দিন ধরে ২৩ ওয়াক্ত নামাজ শেষে একবার করে।
✅ কখন পড়তে হয়:
ফরজ নামাজের পরে, সালাম ফিরানোর পর (তাসবিহ বা দোয়ার আগে) একবার জোরে পড়া ওয়াজিব (পুরুষদের জন্য)।
মহিলারা নিচু স্বরে পড়বেন।
---
🕋 তাকবিরে তাশরীকের শব্দ:
> اللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ، وَاللّٰهُ أَكْبَرُ، اللّٰهُ أَكْبَرُ، وَلِلّٰهِ الْحَمْدُ
উচ্চারণ:
Allahu Akbar, Allahu Akbar, La ilaha illallahu, Wallahu Akbar, Allahu Akbar, wa lillahil hamd
---
📝 অতিরিক্ত তথ্য:
কেউ ভুলে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গে পড়ে ফেলবে।
জামাতে পড়লে, ইমাম-সহ সবাই পড়বে।
একা নামাজ পড়লেও তাকবির পড়তে হবে।
6 months ago | [YT] | 1
View 0 replies
আলোকিত নূর
✨ ঈদ মোবারক! ✨
আলহামদুলিল্লাহ! দীর্ঘ এক মাসের সংযম, ইবাদত ও আত্মশুদ্ধির পর আমাদের মাঝে ফিরে এলো পবিত্র ঈদুল ফিতর। এই দিনটি শুধু আনন্দের নয়, এটি ভ্রাতৃত্ব, ভালোবাসা ও মহান রাব্বুল আলামীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের দিন।
আসুন, ঈদের এই পবিত্র দিনে দুঃখী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের প্রকৃত আনন্দ ভাগাভাগি করি। সকলের জীবনে ঈদ বয়ে আনুক অফুরন্ত সুখ, শান্তি ও বরকত।
❤️ আলোকিত নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা! ❤️
✨ ঈদ মোবারক! ✨
#EidMubarak #আলোকিত_নূর #ঈদের_আনন্দ #IslamicContent #Ramadan
9 months ago | [YT] | 2
View 0 replies