গণ সংলাপ- Gono Shonglap

“গণ সংলাপ” হলো বাংলাদেশের সাধারণ মানুষের সত্যি কথা বলার প্ল্যাটফর্ম।
এখানে পাবেন ভোটারদের প্রত্যাশা, রাজনৈতিক প্রশ্ন, জনমতের ক্ষোভ আর বাস্তব অভিজ্ঞতা — স্পষ্ট আর নির্ভীকভাবে।
আমাদের লক্ষ্য: রাজনীতি হোক মানুষের হাতে, মানুষের কণ্ঠে।

নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন, লাইক ও কমেন্ট করে আপনার মতামত জানান।

#বাংলাদেশ #রাজনীতি #গণসংলাপ #জনমত #ভোটারদেরকথা



গণ সংলাপ- Gono Shonglap

ইরান-ইসরায়েল যুদ্ধে দায় কার?

7 months ago | [YT] | 0

গণ সংলাপ- Gono Shonglap

সরকারি চাকুরে কিন্তু সৎ এবং দুর্নীতিমুক্ত কত শতাংশ?

7 months ago | [YT] | 0

গণ সংলাপ- Gono Shonglap

শুনেন, এই দেশে সব চেয়ে বড় সংস্কার প্রয়োজন সরকারি চাকরি যারা করে তাদের তিন পুরুষের সম্পদ বিবরণী জমা নেওয়া, ৫-৭ বছর চাকরী কইরা কোটিপতি হইছে এমন চাকরিজীবী নাই এমন কোন গ্রাম হয়তো এই দেশে নাই!


কথা গুলা এক 'রিক্সাওয়ালার' বলা! গুলিস্তান থেকে চানখারপুল অব্দি যাত্রাটা মনে থাকবে।

টকশোতে শিক্ষক, চিকিৎসক, বিশ্লেষক কত জনরেই তো ডাকে, তাদের চেয়ে এই চাচা কোন অংশে কম জ্ঞান রাখেন না দেশ ও রাজনীতি নিয়ে।

যে খাজনা দেয়, খায় পান্তা!

আর রাজভোগ সে তো নামের শুরুতেই বলা রাজ ও রাজকর্মচারী ব্যাতীত কেউ না কেউ না😊

ছবি: সংগ্রহীত

7 months ago | [YT] | 2

গণ সংলাপ- Gono Shonglap

২৪ এর অভ্যুত্থান ছাত্র-জনতার অভ্যুত্থান বলে দাবী করা হয়! কিন্তু অভ্যুত্থান পরবর্তী ১০ মাসে জনতা 'প্রতিনিধি বা সমন্বয়ক' কোথাও কেউ নেই🫣!

রাজনৈতিক দলগুলোই জনতার প্রতিনিধি এই প্রশ্ন আপনি করতেই পারেন!

কিন্তু সম্মানিত বাংলাদেশী নাগরিক, দলগুলোর আলোচনায় কখনো সাধারণ মানুষের চাওয়া বা তাদের সমস্যাসমূহ বা সমস্যা সমাধানের উপায় সংক্রান্ত কিছু পেয়েছেন?

রক্তাক্ত জুলাইয়ে ছাত্র এবং রাজনৈতিক দলের কর্মী ছাড়াও মেথর, মুচি, কুলি, দিনমজুর,নাপিত, রিকশা/ভ্যান ওয়ালা, পরিবহণ শ্রমিক, পাড়া, মহল্লার ছোট ব্যবসায়ী বা দোকানের কর্মচারী, ডেলিভারিম্যান, হোটেল মালিক বা কর্মচারী, হকার, ফুটপাতের ব্যবসায়ী বা কর্মচারী, বেসরকারি চাকরিজীবী, গার্মেন্টস কর্মী, আরো নানান পেশাজীবি জন-মানুষ কেনো রাজপথে এসেছিলো?

ঘরে থাকা মা- বোনরা কেন সেদিন গুলোতে রাজপথে ছিলো?

কেমন বাংলাদেশ তারা চায় কেউ জানার চেষ্টা করেছে?

রাষ্ট্রের বৃহৎ সংস্কার প্রক্রিয়া বড় ব্যাপার, আর বড় ব্যাপার মানেই বড়লোকদের কারবার!
সংস্কার বিষয়ক আলোচনাও তাদের মধ্যেই সীমাবদ্ধ!


নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত শ্রেনীর সমস্যাগুলো একই বলা চলে কিন্তু উচ্চবিত্তদের সমস্যা গুলোর সাথে এই দুই শ্রেনীর পার্থক্য বিশাল!
উদাহরণস্বরূপ, ইদের আগে নিম্নবিত্ত এবং মধ্যবিত্তের চিন্তা ছিলো পরিবারের সবার চাহিদা মতো পোষাক কিনে দিতে পারবে কিনা! আর উচ্চবিত্তের চিন্তা ছিলো কোন শপিংমলে অথেনটিক বা অরিজিনাল ড্রেস পাওয়া যাবে, কারণ আগে যেখান থেকে শপিং করতো সে দেশের ভিসা বন্ধ!

এই উঁচু তলার লোকজনের বাকিদের জীবনযাত্রার সমস্যা সম্পর্কে ধারণা আছে বলে আপনি মনে করেন?

আবার একটা উদাহরণ - গ্যাসের প্রিপেইড মিটার এর ভাড়া ২০০ টাকা এটা উচ্চবিত্তরা হয়তো জানেই না(কারণ তাদের এইসব দেখভালের জন্যে আলাদা লোক আছে)🤔
সারামাসে গ্যাস ব্যবহার করে ৩০০-৪০০ টাকার এরকম পরিবারের সংখ্যা একেবারেই কম না! পরিবারগুলোর জন্যে এই ২০০ টাকা মিটার ভাড়া দেওয়াটাই সমস্যা(!)

এরকম হাজারো সমস্যায় জর্জরিত এদেশের জনসংখ্যার বড় একটা অংশ!

রাজস্ব দেয় সবাই, কথা বলে শুধু উচ্চবিত্ত- এটা বৈষম্য!

বৈষম্যহীন বাংলাদেশে কথা বলবে সবাই!
আপনার কথা, আমার প্রশ্ন- গণ সংলাপ!

দেশের মোট জনসংখ্যার দুই-তৃতীয়াংশ যারা 'সাধারণ জনগণ' বা 'আমজনতা'! আর এরাই গণ সংলাপ এর আলোচক!

#গণসংলাপ #আপনারকথা #আমারপ্রশ্ন #july36 #বৈষম্যবিরোধীআন্দোলন #গণঅভ্যুত্থান #সাধারণজনতা #জনগণ #জনসংলাপ #সংস্কার #প্রধানউপদেষ্টা #রাজনীতি #জনতারকথা #২য়স্বাধীনতা #নতুনবাংলাদেশ #গণদাবি #কেমনবাংলাদেশ #জনমত #নির্বাচন

9 months ago (edited) | [YT] | 5