Business perpous contact notuntastebusiness@gmail.com 7003713224 whatsapp contact জিরাট থেকে তোমার বন্ধু প্রীতম চেষ্টা করি তোমাদেরকে নতুন নতুন জায়গা দেখানোর
পুরো ভারতবর্ষ ঘোরার ইচ্ছে আছে অনেক কিছু দেখানোর ইচ্ছা আছে তোমাদের কম খরচাতে
আর আশা করি তোমাদের ভালই লাগে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে সব সময় কমেন্টস করে জানাবে আর ক্ষমা করে দিও
একজন বাঙালি হিসেবে কখনো ভাবতেই পারিনি, এতগুলো জায়গা ঘুরতে পারব শুধুমাত্র তোমাদের আশীর্বাদে তোমাদের সাপোর্টে পাশে থাকো সবাই নতুন নতুন ভিডিও সব সময় পেতে থাকো




Notun Taste

আমার পুরো পরিবারের তরফ থেকে সবাইকে জানাই মেরি ক্রিসমাস Merry Christmas 😍😍 কারা কারা কেক খেলে? আচ্ছা বলতো আজ কে কেন Cake খাওয়া হয়??

1 day ago | [YT] | 194

Notun Taste

uffff just Wow 😍😍 ব্যস্ততার কারণে সময় দেওয়া হচ্ছে না তবে হ্যাঁ, এবার থেকে ভিডিও খুব তাড়াতাড়ি আসবে ১০দিন আগেই ঘুরে এসেছি আমি মানালি হয়ে। খুব তাড়াতাড়ি ভিডিও আসছে😍😍😍

4 days ago | [YT] | 231

Notun Taste

দার্জিলিং গ্রুপ ট্যুর শেষ হল অসাধারণ মুহূর্ত নিয়ে ফিরব
ইউটিউবার হিসেবে প্রথম গ্রুপ টুর 😍😍😍😍

1 week ago | [YT] | 225

Notun Taste

দার্জিলিং গ্রুপ ট্যুর শেষ হল অসাধারণ মুহূর্ত নিয়ে ফিরব
ইউটিউবার হিসেবে প্রথম গ্রুপ টুর 😍😍😍😍

1 week ago | [YT] | 128

Notun Taste

প্রায় একটা মাস পর ঘুরতে বেরোচ্ছি নতুন একটা জায়গা যেটা আমার কাছে একদমই নতুন। শেষ একটা মাস অনেক প্রবলেমের মধ্যে ছিলাম তোমরা অনেকেই জানো তাই জন্য বেরোনো হয়নি কোথাও।
আর তেমনভাবে ভিডিও দেওয়া হয়নি ।
বলেই দিয়েছি, এখন থেকে কম ভিডিও আসবে কিন্তু যা ভিডিও হবে সবকিছু অনেক সুন্দর গোছানো 😍😍😍😍😍

3 weeks ago | [YT] | 298

Notun Taste

✨Meet My New Partner – Saiyaara ✨

অনেক দিনের অপেক্ষা… রক্ত–জল করা পরিশ্রম, একটার পর একটা দিন রাত কাজ—সব মিলিয়ে আজ অবশেষে আমার স্বপ্নটা সত্যি হলো।
আজ সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছি আমার নতুন গার্লফ্রেন্ডের সাথে— Saiyaara।

“Saiyaara” মানে— অসীম, অনন্ত, দিগন্তহীন আকাশ।
ঠিক সেই আকাশের মতোই সে আমাকে নিয়ে যাবে আরও দূর, আরও উপরে।
যে ড্রোনটার জন্য এতদিন লড়েছি, সঞ্চয় করেছি, নিজের ইনকামের প্রতিটা অংশ জমিয়েছি— সেই কষ্টের ফল আজ আমার হাতে।

এখন থেকে আমার ভ্রমণের প্রতিটি মুহূর্ত, প্রতিটি পাহাড়, প্রতিটি দিগন্ত–ছোঁয়া দৃশ্য তোমরা Saiyaara–র চোখ দিয়ে দেখবে।
প্রকৃতি, আকাশ, মেঘ— সবকিছু এখন হবে আরও কাছের, আরও জীবন্ত।

এই স্বপ্নপূরণের প্রথম ধাপে তোমাদের ভালোবাসাও ছিল।
আর সামনে আরও অনেক বড় স্বপ্ন… Saiyaara এখন আমার সাথে উড়বে।

4 weeks ago | [YT] | 352

Notun Taste

❄️ তুঙ্গনাথ – দেউরিয়া তাল – চন্দ্রশিলা স্নো ট্রেক
📅 মার্চ ১০ তারিখ থেকে শুরু

DAY – 1

Haridwar ➝ Sari Village

ঋষিকেশ হয়ে হরিদ্বার থেকে সাড়ি গ্রামে যাত্রা।
গঙ্গার ধার ধরে এগোতে এগোতে পথে দর্শন করা হবে—
Devprayag - Rudraprayag
• উখিমঠ ওমকারেশ্বর মন্দির
👉 এখানেই শীতকালে বাবা কেদারনাথ ও বৈদ্যনাথ-এর শীতকালীন পূজা অনুষ্ঠিত হয়।
• ধাড়ি দেবী মন্দির
👉 মা পার্বতীর গর্ভকালীন রূপ, পাহাড়ের রক্ষাকর্ত্রী দেবী।

সন্ধ্যার মধ্যে সাড়ি গ্রামে পৌঁছে হোটেলে চেক-ইন।

🍽️ ডিনার ও রাতের থাকার ব্যবস্থা
📍 উচ্চতা: 2,000 মিটার
🛣️ দূরত্ব: 207 কিমি | প্রায় 11 ঘণ্টা



DAY – 2

Sari ➝ Deoria Tal ➝ Sari 🏞️

নাশতার পরে দেউরিয়া তালের পথে ট্রেক শুরু।
দেউরিয়া তাল একটি অ্যালপাইন লেক, যার স্বচ্ছ পানিতে চকাম্বা পর্বতের প্রতিফলন অপূর্ব সুন্দর দেখা যায়।

লেকের সৌন্দর্য উপভোগ করে বিকেলে সাড়ি গ্রামে ফিরে আসা।

🍽️ ডিনার ও রাতের থাকা
📍 উচ্চতা: 2438 মিটার
🥾 ট্রেক দূরত্ব: 2 কিমি | 2 ঘণ্টা



DAY – 3

Sari ➝ Chopta ➝ Tungnath ➝ Chandrashila ➝ Chopta 🗻

এই দিনের পুরো ট্রেক তুঙ্গনাথ ও চন্দ্রশিলাকে কেন্দ্র করে—
• তুঙ্গনাথ মন্দির: বিশ্বের সর্বোচ্চ শিবমন্দির
• চন্দ্রশিলা শৃঙ্গ: 360° প্যানোরামিক হিমালয়ের দৃশ্য

ট্রেক শেষে চোপটা গ্রামে ফিরে আসা ও টেন্টে রাতের থাকা।

🍽️ ডিনার ও টেন্ট স্টে
📍 উচ্চতা: 3690 মিটার
🥾 ট্রেক দূরত্ব: 4.4 কিমি | প্রায় 3.5 ঘণ্টা



DAY – 4

Chopta ➝ Sari ➝ Haridwar 🚐

নাশতা শেষে সাড়ি গ্রামে নেমে সেখান থেকে হরিদ্বারের উদ্দেশ্যে রওনা।

🛣️ দূরত্ব: 207 কিমি | প্রায় 11 ঘণ্টা



✔️ অন্তর্ভুক্ত (INCLUDING)
1. 🚐 সম্পূর্ণ ট্রান্সপোর্ট
2. 📄 রেজিস্ট্রেশন ডকুমেন্ট
3. 🍽️ MAP প্ল্যান (ব্রেকফাস্ট + ডিনার + স্ন্যাক্স)
4. 🏨 সাড়ি গ্রামে ২ রাতের হোটেল
5. ⛺ চোপটায় টেন্টে থাকা
6. 🧭 অভিজ্ঞ ট্রেক লিডার
7. 🛏️ ট্রিপল শেয়ারিং রুম/টেন্ট
• কাপল রুম আলাদা (অতিরিক্ত চার্জে)



❌ অন্তর্ভুক্ত নয় (EXCLUDING)
1. 🏨 হরিদ্বার হোটেল
2. 🚆 ট্রেন টিকিট
3. 🍛 লাঞ্চ (Day 1 & Day 4)
4. 💰 ব্যক্তিগত খরচ
5. 🎒 রেন্টাল ইকুইপমেন্ট

Advance per head 1500/-
Last date of booking 9th January
Call/ Whatsapp - 9332178713

4 weeks ago | [YT] | 71

Notun Taste

https://youtu.be/S2eKG_9rRww?si=Rgve1...
অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করতে হয় এখন হয়তো ভিউ হচ্ছে না আশা রাখছি পরবর্তীকালে হবে 😀 trek আর tour সব রকমের ভিডিওই আসবে ঠিক এরকমই ভিডিও বানাবো এখন থেকে.

1 month ago | [YT] | 92

Notun Taste

উত্তরাখণ্ডের একদম নতুন একটা জায়গার trek er গল্প নিয়ে আসছি খুব জলদি..কয়েকদিন ভিডিও দিতে পারিনি বাবার একটা ছোট অপারেশন ছিল। আর তোমাদের বলেছি এখন থেকে সম্পূর্ণ ভিডিও অনেক সিনেমাটিক আর অনেক গোছানো থাকবে। ট্রেন্ডিং ভিডিও হয়তো খুব কম করব আমি। যেগুলো করবো মানুষের মন ছুয়ে যাবে।কথা দিলাম আপাতত নতুন একটা trek er জায়গা আসছে যার নাম মোনালটপ Trek...বাংলায় ইউটিউবে হয়তো তোমরা প্রথম দেখবে এই জায়গাটা, যেখান থেকে সমস্ত পাহাড়ের রেঞ্জ দেখতে পাওয়া যায়। 😍😍😍😍

1 month ago | [YT] | 197

Notun Taste

📢 MARCH GROUP TOUR –
বন্ধুরা, মার্চ মাসে আমি একটি দারুণ Group Tour প্ল্যান করছি
তুঙ্গনাথ, দেউরিয়া তাল & উঁকি মঠ ট্রেক 😍

আপনারা কোনটা সবচেয়ে ভালো মনে করেন?

1 month ago | [YT] | 43