Dak Barta_ডাক বার্তা



Dak Barta_ডাক বার্তা

ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য ৫০টি আসন ফাঁকা রেখে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ‘১১ দলীয় নির্বাচনি ঐক্যের’ আসন ভাগাভাগি হয়েছে।

এতে জামায়াতে ইসলামী ১৭৯, এবি পার্টি ৩, এনসিপি ৩০, বাংলাদেশ খেলাফত মজলিস ২০, এলডিপি ৭, বিডিপি ২, নেজামে ইসলাম পার্টি ২ ও খেলাফত মজলিস ১০ আসন পেয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৮টার পর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্যতীত জোটের বাকি ১০ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এরপর বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আসন বণ্টনের ঘোষণা দিয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. আব্দুল্লাহ মো. তাহের বলেন, ‘আমরা আপাতত ২৫০টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করছি। এর মধ্যে জামায়াতে ইসলামী ১৭৯, এনসিপি ৩০, খেলাফত মজলিস ২০, খেলাফতে মজলিস ১০, এলডিপি ৭, এবি পার্টি ২ এবং নেজামে ইসলাম ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি শরিকদের সঙ্গেও ঐকমত্যের ভিত্তিতে আসন বণ্টন সম্পন্ন হবে বলে আমরা আশা করি।’

সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের অনুপস্থিত থাকার বিষয়ে জানতে চাইলে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘তারা নিজেদের মধ্যে অভ্যন্তরীণ বোঝাপড়া করছে। জোটে ভাঙনের কোনো অবকাশ নেই। আশা করি দ্রুতই তারা আমাদের সঙ্গে যুক্ত হবে।’

#news ‪@dakbartabd‬

5 days ago | [YT] | 108

Dak Barta_ডাক বার্তা

জকসু এখন পর্যন্ত ১৩ কেন্দ্রের ফলাফল প্রকাশ করা হয়েছে-

ভিপি পদে-

রিয়াজুল ইসলাম (শিবির সমর্থিত প্যানেল) ১৩৬৬
একে এম রাকিব (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১৪৫৭
ব্যবধান ৯১
ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী এগিয়ে আছেন।

জিএস:
আব্দুল আলিম (শিবির সমর্থিত প্যানেল) ১৪৪৪
খাদিজাতুল কোবরা (ছাত্রদল সমর্থিত প্যানেল) ৭২৪
ব্যবধান ৭২০
শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এগিয়ে আছেন।

এজিএস:
মাসুদ রানা (শিবির সমর্থিত প্যানেল) ১৩৪৬
তানজিল (ছাত্রদল সমর্থিত প্যানেল) ১১৫৯
ব্যবধান ১৮৭
শিবির সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী এগিয়ে আছেন।

জকসুর ৩৯ কেন্দ্রের মধ্যে ১৩ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ড. আনিসুর রহমান, অধ্যাপক ড. শহিদুল ইসলাম ও অধ্যাপক ড. জুলফিকার মাহমুদ।

বুধবার (০৬ জানুয়ারি) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, বিকেল ৩টায় আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ সম্পন্ন হলেও লাইনে থাকা শিক্ষার্থীদের জন্য সাড়ে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। পরে বিভিন্ন কেন্দ্র থেকে ব্যালট বাক্স কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনা হয়। সন্ধ্যা ৬টার দিকে ভোট গণনা শুরু হলেও প্রায় সাড়ে ৩ ঘণ্টা পর টেকনিক্যাল কারণে তা বন্ধ হয়ে যায়। পরে আবারও শুরু হয় গণনা।

#jnucsu #news #জকসু

2 weeks ago | [YT] | 11

Dak Barta_ডাক বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কোন প্যানেল জিততে পারে?

2 weeks ago | [YT] | 26

Dak Barta_ডাক বার্তা

ফ্যাসিবাদ ও আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে আপোষহীন সংগ্রামের প্রতীক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মহান আল্লাহ তায়ালা তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদৌস নসিব করুন।

3 weeks ago | [YT] | 10

Dak Barta_ডাক বার্তা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মহানবী (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনা করবো। আজ (বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখার পর বিকেলে ৩টা ৫০ মিনিটে সংবর্ধনাস্থলে বক্তব্য শুরু করেন তিনি।

তিনি বলেন, ‘প্রিয় ভাই-বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি–ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব।’

তারেক রহমান বলেন, ‘আসুন আমরা আল্লাহর কাছে হাত তুলে প্রার্থনা করি হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র রহমত দানকারী। আজ আপনি যদি আমাদের রহমত দেন আমরা এ দেশের মানুষ পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এ দেশ ও দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, দয়া আমাদের ওপর থাকে ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারবো।’

#news #bnp

3 weeks ago | [YT] | 11

Dak Barta_ডাক বার্তা

ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেল ঘোষণা করা হয়েছে।

ভিপি পদপ্রার্থী- রিয়াজুল ইসলাম
জিএস পদপ্রার্থী- আব্দুল আলিম আরিফ
এজিএস পদপ্রার্থী- মাসুদ রানা

2 months ago | [YT] | 77

Dak Barta_ডাক বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ২০২৫

ছাত্রশিবির সমর্থিত *অদম্য জবিয়ান ঐক্য* প্যানেলে পদপ্রার্থীদের তালিকা


*ভিপিঃ* মোঃ রিয়াজুল ইসলাম
*জিএসঃ* আব্দুল আলিম আরিফ
*এজিএসঃ* মাসুদ রানা
*মুক্তিযুদ্ধ ও গনতন্ত্রঃ* নুরনবী
*শিক্ষা ও গবেষণাঃ* ইব্রাহিম খলিল
*বিজ্ঞান ও প্রযুক্তিঃ* সুখীমন
*স্বাস্থ্য ও পরিবেশঃ* নূর মোহাম্মদ
*আইন ও মানবাধিকারঃ* হাবিব মু. ফারুক আজম
*আন্তর্জাতিকঃ* নওশীন নাওয়ার জয়া
*সাহিত্য ও সংস্কৃতিঃ* নাহিদ হাসান রাসেল
*ক্রীড়াঃ* জর্জিস আনোয়ার নাঈম
*পরিবহনঃ* তাওহীদুল ইসলাম
*সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণঃ* মোস্তাফিজুর রহমান
*পাঠাগার ও সেমিনারঃ* মো. সোহাগ আহম্মেদ
*কার্যনির্বাহি সদস্যঃ*
১. শান্তা আক্তার
২. সালেম হোসেন সিয়াম
৩. ফাতেমা আক্তার অওরিন
৪. আকিব হাসান
৫. কাজী আরিফ
৬. মেহেদি হাসান
৭. আব্দুল্লাহ্ আল ফারুক

2 months ago | [YT] | 5

Dak Barta_ডাক বার্তা

আজ মঙ্গলবার
২৮ অক্টোবর ২০২৫
৫ জমাদিউল আউয়াল ১৪৪৭
১২ কার্তিক ১৪৩২
--------------------
ফজর- ৪:৪৭ মিনিট
জোহর- ১১:৪৫ মিনিট
আসর- ৩:৪৬ মিনিট
মাগরিব- ৫:২৬ মিনিট
ইশা- ৬:৪০ মিনিট
-------------------------
আজ সূর্যাস্ত- ৫:২৩ মিনিট
আজ সূর্যোদয়- ৬:০১ মিনিট

2 months ago | [YT] | 221

Dak Barta_ডাক বার্তা

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছে,
‘জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার মানুষ নিহত ও ২০ হাজার মানুষ আহত হওয়ার জন্য আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, তাহলে তার আগে বাংলাদেশে জামায়াতের নিষিদ্ধ হওয়া উচিত। কেননা তারা ১৯৭১ সালে মা-বোনদের গণিমতের মাল মনে করে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল, ৩০ লাখ শহীদের রক্তের সঙ্গে বেইমানি করে পাকিস্তানের পক্ষে যুদ্ধ করে মানুষ হ*ত্যা করেছে।’

#news

3 months ago | [YT] | 2

Dak Barta_ডাক বার্তা

Thanks To all subscribers

‪@dakbartabd‬

3 months ago | [YT] | 0