❣️100K subscribeer 97 videos..Assalamu Alaikum!
I am new on YouTube. On this channel, you will find Islamic videos and ghazals sung in my own voice. If you like them, please subscribe and stay with my channel.
Here you will get:
New Islamic ghazals
Children’s ghazals
Islamic videos
Blogs & Islamic discussions
Waz (Islamic speeches)
quran telauat
beautiful voice quran telauat
quran reaction
Please support me by subscribing and staying connected. InshaAllah, I hope you will enjoy my content..❤❤❤
Habiba blogs islamic BD
ধরুন, আপনি WhatsApp এ কাউকে একটা মেসেজ পাঠালেন।কিন্তু সাথে সাথেই বুঝলেন—ভুল হয়ে গেছে।আপনি ভয় পাচ্ছেন, অপরজন পড়ে ফেলবে, ধরে ফেলবে, হিসাব চাইবে। Delete from everyone করেও লাভ হলোনা। আপনি যে ম্যাসেজ ডিলেট করেছেন সেটা দেখা যাচ্ছে। কিন্তু অন্যদিকে Telegram থেকে যদি Delete from everyone করে দেন তাহলে কোনো রেকর্ড ই থাকবেনা ম্যাসেজের।এমনভাবে মুছে যাবে যেন কোনো ম্যাসেজ ই ছিল না।
🔹ঠিক সেইরকম ই, আপনি যদি শুধু “আস্তাগফিরুল্লাহ” বলেন—এটা অনেকটা হোয়াটসঅ্যাপের Delete for Everyone এর মতো।আপনি নিজের স্ক্রিন থেকে মেসেজ মুছে ফেললেন,কিন্তু অপরপক্ষের কাছে সেই মেসেজ এখনো রয়ে গেল।
আপনার অন্তরে অনুশোচনা আছে, ভুল স্বীকার করেছেন,কিন্তু রেকর্ড এখনো আছে, আল্লাহর ফেরেশতাদের খাতায় লেখা রয়ে গেছে।
🔹 কিন্তু যখন আপনি বলেন—
“আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান, তুহিব্বুল আফওয়া, ফা‘ফু ‘আন্নি”
অর্থঃ “হে আল্লাহ! আপনি ক্ষমাশীল, ক্ষমা করতেই ভালোবাসেন সুতরাং আমাকে ক্ষমা করে দিন” তখন ব্যাপারটা হয়ে যায় টেলিগ্রামের Delete for everyone এর মতো।
এমনভাবে মুছে যায়,যেন মেসেজ কোনোদিনই পাঠানো হয়নি।
কিয়ামতের দিন যখন খাতাটা খুলবে,সেই গুনাহর কোনো ছাপই খুঁজে পাওয়া যাবে না।
কল্পনা করুন তো? আপনি রাতের অন্ধকারে কান্নারত অবস্থায় এই দোয়া পড়ছেন।আপনি জানেন, জীবনের মেসেজগুলোতে কত ভুল লিখেছেন,কত অন্যায় পাঠিয়ে দিয়েছেন আকাশের ফেরেশতাদের ইনবক্সে।
কিন্তু আপনার রব্ব মহান!যিনি শুধু মুছেই দেন না—বরং দয়া করে সেই খাতাটাই পরিষ্কার করে দেন!
যদি সেইদিন ফেরেশতারা বলেন:“আমরা তো কোনো গুনাহ ই লিখিনি!” তখন কেমন অনুভুতি হবে?বলুন তো?সুবহানাল্লাহ!!আচ্ছা যাইহোক আরও কিছু কথা বলা বাকি।
“আস্তাগফিরুল্লাহ” হলো প্রথমে কড়া নেড়ে আল্লাহকে বলা।“আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান” হলো সেই দরজার ভেতরে ঢুকে কান্না করা,আর রব্বের কাছে মিনতি করা—“হে আমার মহান রব্ব, আমাকে শুধু ক্ষমা ই নয়,আমার গুনাহর দাগটুকু পর্যন্ত আপনি মুছে দিন।”
🔸রেফারেন্সঃএই কথাগুলো আমি কিসের ভিত্তিতে বললাম জানেন?
আরবি ভাষায় “আফউ” (العفو) শব্দের মানে শুধু ক্ষমা করা নয়।এর গভীর অর্থ হলো—চিহ্ন মুছে ফেলা,রেকর্ড গায়েব করে দেওয়া,এমনভাবে মাফ করা যেন কোনোদিন সেই কাজ ঘটেনি।
ক্লাসিক্যাল আরবিতে “আফউ” বলা হয় মরুভূমির বালির ওপর থেকে পদচিহ্ন মুছে গেলে। মানুষ হেঁটে গেলে পদচিহ্ন থাকে, কিন্তু বাতাস বয়ে গিয়ে যখন সেই দাগ মুছে দেয়, তখন তাকে বলা হয় “আফউ”—যেন কিছুই ছিল না।
ঠিক এইভাবেই, যখন আপনি এই দুয়াটা পড়েন আর বলেন:“আল্লাহুম্মা ইন্নাকা আফুয়ান…..”তখন আপনি শুধু ক্ষমা ই চাচ্ছেন না, বরং মিনতি করছেন—“হে আল্লাহ! আমার গুনাহের কোনো চিহ্নই যেন আপনার কাছে না থাকে।”
—লেখাঃ Borhan Uddin
3 days ago | [YT] | 6
View 0 replies
Habiba blogs islamic BD
1 week ago | [YT] | 5
View 0 replies
Habiba blogs islamic BD
2 weeks ago | [YT] | 5
View 2 replies
Habiba blogs islamic BD
❤️❤️যে পুরুষ ভুল জায়গায় দৃষ্টি দিয়ে তৃপ্তি খুঁজে ফেরে,
দুনিয়ার কোনো কিছুই তাকে তৃপ্ত করতে পারে না।
যে নারী নিজের সৌন্দর্যকে ভুল চোখের সামনে প্রকাশিত রাখতে চায়,
দুনিয়ার কোনো পোশাকই তার সৌন্দর্যকে ঢাকতে পারে না।
অন্যের দোষ খুঁজে, দেখে, দোষারোপ করাটা যত সোজা,
নিজের ভেতরের গাদা করে রাখা ময়লাগুলোকে দেখে, বুঝে, সাফ করাটা ততটাই কঠিন।❤️❤️
~ Borhan Uddin
2 weeks ago | [YT] | 4
View 0 replies
Habiba blogs islamic BD
❤️❤️একদিন সফলতা অর্জন করব ❤️❤️
> 💐✨আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরুন, কে কি বলল তাতে কিছু যায় আসেনা,বিশ্বাস রাখুন, আল্লাহ অসম্ভব কে সম্ভব করতে পারেন☝️🕋 বেশি বেশি দোয়া করতেই থাকবেন,নিশ্চয়ই একদিন আল্লাহ আমাদের ডাকে সাড়া দিবেন একদিন সফলতা অর্জন করব🫀❤️🩹ইংশাআল্লাহ
2 weeks ago | [YT] | 4
View 0 replies
Habiba blogs islamic BD
*❤️❤️একটি সেজদা — তোমাকে আল্লাহর রহমতের আরও কাছাকাছি নিয়ে যায়, যেভাবে ভোরের আলোয় তারাগুলো মিলিয়ে যায়, তেমনি মুছে যায় পাপ। তোমার নীরব ফিসফিসানি পৌঁছে যায় আরশে, আর তিনি জবাব দেন প্রশান্তি ও শক্তি দিয়ে। উঠে পড়ো, নামাজ পড়ো, দিনটাকে জয় করো — জান্নাত তোমার অপেক্ষায়! 🤍*❤️
— সংগৃহিত
2 weeks ago | [YT] | 4
View 3 replies
Habiba blogs islamic BD
❤️❤️ঈমান আনার পর হিদায়াতের উপর টিকে থাকার ৫ টি আমল:
১. চোখের জিনা/ কুদৃষ্টি থেকে বেচে থাকা,
২. কান দিয়ে শরিয়ত বহির্ভূত জিনিস শোনা থেকে বিরত থাকা যেমন গান, বাজনা, গীবত ইত্যাদি,
৩. হালাল খাওয়া,
৪. নেককারদের সাহচর্যে থাকা,
৫. কুরআন হাদিসে বর্ণিত হিদায়াতের উপর টিকে থাকার দুয়াগুলো বেশি বেশি করা।
3 weeks ago | [YT] | 5
View 2 replies
Habiba blogs islamic BD
“যে ৪টি জিনিস পেয়েছে, সে সুখ পেয়ে গেছে:
(১) দ্বীনদার, সচ্চরিত্রা স্ত্রী
২) দ্বীনদার সন্তান-সন্ততি
(৩) নিজ দেশে বসবাস করতে পারা
(৪) দ্বীনদার বন্ধু-বান্ধব থাকা”
.
~আব্দুল্লাহ ইবনুল হাসান (রহ.)
সূত্র: [আল-ইখওয়ান, ১০৫]
3 weeks ago | [YT] | 6
View 2 replies
Habiba blogs islamic BD
🌳🕊️⛅ “সাত শ্রেণির মানুষ—যাদেরকে আল্লাহ তাঁর ‘আরশের ছায়ায়’ রাখবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না”
নবী ﷺ বলেছেন—“সাত ধরণের মানুষ আছে—যাদেরকে আল্লাহ তাআলা তাঁর ‘আরশের ছায়ায়’ আশ্রয় দেবেন, যেদিন আর কোনো ছায়া থাকবে না: (১) ন্যায়পরায়ণ শাসক/দায়িত্বশীল, (২) সে যুবক যে আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে, (৩) যার হৃদয় মসজিদের সাথে জড়িয়ে থাকে, (৪) দুই ব্যক্তি—যারা আল্লাহর জন্যই পরস্পরকে ভালোবাসে—আল্লাহর জন্য মিলিত হয় ও বিচ্ছিন্ন হয়, (৫) সে ব্যক্তি—যাকে উচ্চ মর্যাদার/সৌন্দর্যময় নারী হারাম সম্পর্কে ডাকলে বলে, ‘আমি আল্লাহকে ভয় করি’, (৬) যে গোপনে দান করে—এমনকি তার বাম হাতও জানে না ডান হাত কী দান করেছে, (৭) যে একান্তে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়।”
ফোকাস–শব্দ (🔎):
ন্যায়পরায়ণতা — দায়িত্বে আদল/ফেয়ারনেস
ইবাদতে বেড়ে ওঠা — তরুণ বয়সে তাকওয়া
মসজিদপ্রেম — হৃদয়ের আঙ্কর
আল্লাহর জন্য ভালোবাসা — সম্পর্কের পবিত্রতা
হারাম থেকে সংযম — গোপন পরীক্ষায় খোদাভীতি
গোপন সদকা — রিয়ার বিপরীত, নিখাঁদ ইখলাস
একান্ত যিকিরে অশ্রু — নরম হৃদয়, জীবন্ত ঈমান
ফজিলত (🌟):
⛅ আরশের ছায়া—কিয়ামতের তাপদগ্ধ দিনে বিশেষ আযায—ভিআইপি নিরাপত্তা
🧭 জীবনের সাতটি ক্ষেত্রেই তাকওয়া–ইখলাস–আদলের নকশা
🕊️ সম্পর্ক–ইবাদত–আত্মসংযম—সবকিছু এক সুতায় গাঁথা
করণীয় (✅):
⚖️ ন্যায়চর্চা: অফিস/টিম/পরিবার—সিদ্ধান্তে পক্ষপাত নয়; প্রমাণ–প্রক্রিয়া–পাবলিক জবাবদিহি
🧒 তরুণ ইবাদত: যুবকদের জন্য সালাত/কুরআন/সুন্নাহ–কোটা; হালাল শখ–খেলাধুলা
🕌 মসজিদ–হার্টবিট: দিনে অন্তত এক ওয়াক্ত জামাআত; না পারলে—মসজিদ–সাপোর্ট (পরিচ্ছন্নতা/সেবা)
🤝 লিল্লাহি হুব্ব: বন্ধুত্ব বাছাই—ইমান/আখলাক/উপকার ভিত্তিতে
🚫 খোদাভীতি: একাকী ফিতনাতেও “ইন্নি আখাফুল্লাহ”—ডিজিটাল–শুচিতা (স্ক্রিন, চ্যাট, ডিএম)
💝 গোপন দান: সাপ্তাহিক/মাসিক নির্দিষ্ট পরিমাণ—নাম–ছবি–পোস্ট ছাড়াই
😭 নরম হৃদয়: রাতে ২ রাকাআত + এক মিনিট একান্ত যিকির—আবেগ দিয়ে নয়, বোধ দিয়ে অশ্রু
সারমর্ম (🧭):
এই সাত পথ = কিয়ামতে ছায়া। ন্যায়, ইবাদত, মসজিদপ্রেম, আল্লাহর জন্য ভালোবাসা, গোপন সংযম–সদকা, আর একান্ত যিকির—এগুলোই নিরাপত্তা–পাস।
উপকার (💡):
😌 অন্তরে সুকুন, দ্বিধাহীন সৎ সাহস
🤝 বিশুদ্ধ সম্পর্ক–কমিউনিটি–ট্রাস্ট
🛡️ ফিতনা–চাপে নীতিতে স্থিরতা
শিক্ষা (📘):
ভালোবাসা—আল্লাহর জন্য
খোদাভীতি—গোপনে
দান—নীরবে
ইবাদত—যৌবনে
ন্যায়—দায়িত্বে
মসজিদ—হৃদয়ে
যিকির—অশ্রুতে
রেফারেন্স (📚): সহিহ আল-বুখারি ও সহিহ মুসলিম—মুত্তাফাকুন ‘আলাইহ (Seven Under the Shade)
1 month ago | [YT] | 8
View 4 replies
Habiba blogs islamic BD
নিচের কোন সালাম টি সুদ্ধ? কমেন্ট বলে যাও।
1 month ago | [YT] | 5
View 6 replies
Load more