নমস্কার আমি অঙ্কিতা পাল। পেশায় একজন সরকারি সহকারী শিক্ষিকা। 2017 এবং 2022 দুটি টেটেই পাস করেছি। WB মেরিট লিস্টে আমার রাঙ্ক 203 হয়েছিল। সুতরাং আমার পূর্ব অভিজ্ঞতা এবং বর্তমানে শিক্ষা বিষয়ক যা কিছু শিখছি তা আপনাদের সাথে শেয়ার করবো। 😊

আমার চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে প্রাইমারি, আপার প্রাইমারি এবং SSC রিলেটেড গুরুত্বপূর্ণ ভিডিও পেয়ে যাবেন 😊। I hope আপনারা ভীষণভাবে উপকৃত হবেন।



Edu by Ankita

✅Target Primary & SSC Interview

1 day ago | [YT] | 51

Edu by Ankita

www.wbbpeonline.com/?fbclid=IwVERDUAO834hleHRuA2Fl…

প্রাইমারি ইন্টারভিউ কল লেটার ডাউনলোড লিংক

3 days ago | [YT] | 19

Edu by Ankita

প্রথম দিনের ক্লাসের রিভিউ 😊। যাঁরা ক্লাস করছেন ভীষণ cooperative..। আপনারা এত Resilient বলেই ক্লাসটি সুন্দর ভাবে হয়েছে। আগামী তেও হবে।

3 days ago | [YT] | 25

Edu by Ankita

পেইড কোর্স এ এডমিশন বন্ধ। আর প্লিজ কেও পেইড করবেন না। সামনেই ইন্টারভিউ, আর ভর্তি নেওয়া যাবেনা। যা যা পড়েছেন রিভিশন করুন ভালো করে, প্রাকটিস করুন।😊

5 days ago | [YT] | 39

Edu by Ankita

ইংরেজি মিডিয়াম এর নোটিফিকেশন দিয়ে দিলো।বাংলা মিডিয়াম সবাই রেডি হও।
নিচে ছবিতে থাকা ইংরেজি নোটিসটির সম্পূর্ণ বাংলা অনুবাদ দেওয়া হলো—


---

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ
“আচার্য প্রফুল্ল চন্দ্র ভবন”, ডিকে ৭/১, সেক্টর–২, বিধাননগর, কলকাতা–৭০০০৯১

মেমো নং: 2728/WBBPE/2025/59R-09/2024
তারিখ: ২৪.১২.২০২৫

সাক্ষাৎকার/ভাইভা-ভোসি ও অ্যাপটিটিউড টেস্ট (প্রথম ধাপ) সংক্রান্ত বিজ্ঞপ্তি

আমাদের পূর্ববর্তী বিজ্ঞপ্তিসমূহ (মেমো নং 2141/WBBPE/2025/59R-09/2024 তারিখ 25.09.2025 এবং 2367/WBBPE/2025/59R-09/2024 তারিখ 19.11.2025)–এর পরিপ্রেক্ষিতে সকল সংশ্লিষ্টকে জানানো যাচ্ছে যে, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ—যা পশ্চিমবঙ্গে প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষক/সুপারিশকারী সংস্থা—ইংরেজি মাধ্যমে (English Medium) আবেদনকারী প্রার্থীদের জন্য সাক্ষাৎকার/ভাইভা-ভোসি ও অ্যাপটিটিউড টেস্টের প্রথম ধাপ কেন্দ্রীয়ভাবে সরাসরি তত্ত্বাবধান ও নজরদারির অধীনে পরিচালনা করতে যাচ্ছে।
এই পরীক্ষা পশ্চিমবঙ্গ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধি, ২০১৬ (যা সময়ে সময়ে সংশোধিত)–এর রুল ৮(৩), টেবিল–এ, ক্রমিক নং (v), (vi) ও (vii) অনুযায়ী অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকার/ভাইভা-ভোসি ও অ্যাপটিটিউড টেস্টের তারিখ:

৩০.১২.২০২৫ এবং ৩১.১২.২০২৫

মাধ্যম: ইংরেজি

সকল প্রার্থীকে অনুরোধ করা হচ্ছে যে, নিচে উল্লিখিত নথিপত্রের মূল কপি ও স্ব-প্রত্যয়িত ফটোকপি সহ নির্ধারিত তারিখে সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত থাকতে হবে—

1. WBBPE পোর্টাল থেকে ডাউনলোড করা সাক্ষাৎকারের কল লেটার।


2. TET উত্তীর্ণ/যোগ্যতার সার্টিফিকেট (ডাউনলোড করা কপি)।


3. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড/সার্টিফিকেট।


4. মাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।


5. উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।


6. ২-বছরের D.El.Ed./D.Ed. (বিশেষ শিক্ষা)/৪-বছরের B.El.Ed. বা সমমান পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট।


7. স্নাতক (BA/B.Sc./B.Com. ইত্যাদি) পরীক্ষার মার্কশিট ও সার্টিফিকেট, প্রযোজ্য হলে।


8. জাতিগত শংসাপত্র (SC/ST/OBC-A/OBC-B), প্রযোজ্য হলে।


9. প্রতিবন্ধী (PH) শংসাপত্র, সরকারি নিয়ম অনুযায়ী, প্রযোজ্য হলে।


10. বর্তমান বছরের EWS শংসাপত্র, যোগ্য কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত।


11. অব্যাহতি প্রাপ্ত ক্যাটাগরির শংসাপত্র, প্রযোজ্য হলে।


12. প্রাক্তন সেনাকর্মী শংসাপত্র, প্রযোজ্য হলে।


13. প্যারা-শিক্ষক হিসেবে যোগদানের প্রথম নিয়োগপত্র, প্রযোজ্য হলে।


14. প্যারা-শিক্ষক হিসেবে কাজের অভিজ্ঞতার শংসাপত্র (বয়স ছাড় ও পরিষেবা গণনার জন্য), প্রযোজ্য হলে।


15. সহ-পাঠক্রমিক/অতিরিক্ত পাঠক্রমিক কার্যকলাপ সংক্রান্ত সকল প্রাসঙ্গিক প্রশংসাপত্র, যদি থাকে।


16. ভোটার আইডি/আধার কার্ড।


17. একটি পাসপোর্ট সাইজের ছবি (স্ব-প্রত্যয়িত)।



যদি কোনো প্রার্থী কোনো দিক থেকে অযোগ্য বলে বিবেচিত হন, তাহলে তাকে সাক্ষাৎকার বোর্ডের সামনে উপস্থিত হতে দেওয়া হবে না।

সাক্ষাৎকারের কল লেটার Primary Teacher Recruitment 2025 পোর্টাল থেকে ডাউনলোড করা যাবে:
www.wbbpeonline.com/dashboard

স্বাক্ষর
সচিব
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষ

6 days ago (edited) | [YT] | 64

Edu by Ankita

আজ এক মিটিং এর জন্যে অন্য একটি স্কুলে যেতে হয়েছিল। কালনা শহর সেই অর্থে আমার কাছে এখনো খুব পরিচিত নয়।
যে স্কুলে মিটিং ছিল গুগল ম্যাপে লোকেশন দেখে গেছিলাম। কিন্তু ফেরার পথে হয়েছিল সমস্যা! টোটো, অটো কিছুই নেই.... তিন মাথার মোড় সব দিক দিয়েই যাওয়া যায়... কাজেই এক টোটো দেখে উঠলাম।
যে রাস্তা দিয়ে এলাম কিছুই চিনলাম না। ওই টোটোতেই ছিলেন দুজন ভদ্র মহিলা। তার মধ্যে
ইনি একজন। ইনার কথা এত সুন্দর সরল কি বলবো! মা করেই কথা বলছিলেন, আমি ওঁনার মেয়ের বয়সী বলে। Main রাস্তায় উঠে উঁনি নিজে আমাকে অটো ধরিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন সব অটো, টোটো কালনা ঘাটে যায়না। তাই নিজেই ড্রাইভার দাদার সাথে কথা বলে ওঠালেন। বুঝতে পেরেও ওঁনার এত helping mindset দেখে চুপ থাকলাম।

এমন কি অটো না ছাড়া পর্যন্ত দাঁড়িয়ে থেকে টাটা দিলেন। আবার আমাকে 10 টাকা দিয়ে বলছিলেন মানি এটা রাখো।। আমি যদিও এর আগেই জানিয়েছিলাম ওখানেই একটি স্কুলে চাকরি করি। সেই সূত্রে অন্য একটি স্কুলে এসেছিলাম। তবুও ওঁনার এত সরলতা সত্যি মন স্পর্শ করলো।

এখনকার দিনে যেখানে মানুষের মধ্যে জটিলতা বেড়েই চলেছে, সেখানে এমনি সরল, সাদাসিদে মনের মানুষ খুব কমই দেখা যায়।।

চেনা হয়েও অনেকে এত কটূ ব্যবহার করে থাকে... সেখানে অচেনা মানুষ হয়েও কতটা সুন্দর, সরল ব্যবহার! সত্যিই হৃদয় স্পর্শ করে এগুলো....
শেষে যখন বলি আমার একটি পেজ আছে, আমি কি আপনার সাথে ছবি তুলবো .. বললেন তোলো।

সবাই বলে বিবেক, মানবিকতা হারিয়ে যাচ্ছে।
সেটা বাস্তবেই সত্যি। তবে হারিয়ে যাচ্ছে কোথায়?? আদেও এমনি এমনি হারাচ্ছে?? নাকি আমরা হারাতে দিচ্ছি???
সব আমাদের মধ্যেই আছে। জাগ্রত করাটা দরকার। তাই নয় কি?? কি মনে হয় আপনাদের??

2 weeks ago (edited) | [YT] | 108

Edu by Ankita

Big Breaking News

২০২২ প্রাথমিক টেট পাস কোনো ক্যান্ডিডেট বি.এড থাকলে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন না।

- হাইকোর্ট এর রায় ।
- *ডি এল এড 2023-25 ব্যাচ প্রাইমারি ইন্টারভিউ তে অংশগ্রহণ করতে পারবে না।*

3 weeks ago (edited) | [YT] | 112

Edu by Ankita

3 weeks ago | [YT] | 13

Edu by Ankita

পলাশী, মোড়াগাছা, কালনা থেকেও ক্যান্ডিডেট আসছে। দিগনগর থেকে যেগুলি বহু দূরের রাস্তা।বাকি শান্তিপুর, krishnagar থেকে তো আছেই। সকলকে ধন্যবাদ। আমার চ্যানেলটিকে এত ভালোবাসা দেওয়ার জন্যে। 😊😊❤️

3 weeks ago | [YT] | 15

Edu by Ankita

মক ইন্টারভিউ, দিগনগর, নদিয়া। (At Dignagar High School..

3 weeks ago | [YT] | 23