সফলতার পেছনে গল্প থাকে… কেউ রাত জেগেছে… কেউ অপমান সহ্য করেছে… কেউ দিনের পর দিন না খেয়ে হেঁটেছে… কেউ একবার, দু’বার না, বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে…
💔 সফলতা আসলে সোনার থালায় করে আসে না। ওটা আসে চোখের পানি, ঘাম আর অমানবিক ধৈর্যের বিনিময়ে।
যে মানুষ আজ আলোয় দাঁড়িয়ে আছে, তাকে একদিন অন্ধকারে বসে থাকতে হয়েছে। যে আজ হাততালি পাচ্ছে, তাকে একদিন চুপচাপ কান্না সহ্য করতে হয়েছে।
তাই মনে রেখো… 👉 কষ্ট হচ্ছে সফলতার প্রস্তুতি। 👉 তুমি এখন কাঁদছো মানে, তুমি গড়ছো। 👉 কষ্ট হচ্ছে তোমার ভবিষ্যতের দাম।
হাল ছেড়ো না… সময় লাগবে, কিন্তু তুমি জিতবে ইনশাআল্লাহ।
আলো মিডিয়া606
একদম বাস্তব কথা👍👍
3 weeks ago | [YT] | 3
View 0 replies
আলো মিডিয়া606
সফলতার পেছনে গল্প থাকে…
কেউ রাত জেগেছে…
কেউ অপমান সহ্য করেছে…
কেউ দিনের পর দিন না খেয়ে হেঁটেছে…
কেউ একবার, দু’বার না, বারবার ভেঙে পড়ে আবার উঠে দাঁড়িয়েছে…
💔 সফলতা আসলে সোনার থালায় করে আসে না।
ওটা আসে চোখের পানি, ঘাম আর অমানবিক ধৈর্যের বিনিময়ে।
যে মানুষ আজ আলোয় দাঁড়িয়ে আছে,
তাকে একদিন অন্ধকারে বসে থাকতে হয়েছে।
যে আজ হাততালি পাচ্ছে,
তাকে একদিন চুপচাপ কান্না সহ্য করতে হয়েছে।
তাই মনে রেখো…
👉 কষ্ট হচ্ছে সফলতার প্রস্তুতি।
👉 তুমি এখন কাঁদছো মানে, তুমি গড়ছো।
👉 কষ্ট হচ্ছে তোমার ভবিষ্যতের দাম।
হাল ছেড়ো না… সময় লাগবে, কিন্তু তুমি জিতবে ইনশাআল্লাহ।
#সফলতা
#কষ্ট_হয়_তবেই_সফলতা_আসে
#মোটিভেশন
#আত্মবিশ্বাস
#আল্লাহর_উপর_ভরসা
1 month ago | [YT] | 5
View 0 replies
আলো মিডিয়া606
বিপদের দোওয়া
1 month ago (edited) | [YT] | 2
View 0 replies