Learn From Top Rated Freelancer

My Name Is Hridoy Chowdhury. Top Rated Freelancer in Upwork and Fiverr. I am an SEO Expert and Digital Marketing Instructor.
Facebook: www.facebook.com/hridoychowdhuryy/
Facebook Page: www.facebook.com/learnfromtopratedfreelancer
Facebook Group: www.facebook.com/groups/learnfromtopratedfreelance…
Website Link: www.hridoychowdhury.com/


Learn From Top Rated Freelancer

১৪ দিন পর থেকে শুরু হচ্ছে ৬ মাসের এক নতুন চ্যালেঞ্জ 🚀
এখানে আপনি আমার কাছ থেকে শিখবেন SEO, সঙ্গে থাকবে Freelancing + Remote Job + Personal Branding ✨

এই কোর্স আপনাকে নিয়ে যাবে একদম একটা secure career-এর পথে। ইন শা আল্লাহ 🙌

📌 যারা এখনো রেজিস্ট্রেশন করেননি,
রেজিষ্ট্রেশন ফ্রম:
forms.gle/3PbbGvdiqHgyQhkQ9

📌 যারা ইতোমধ্যে ভর্তি হয়েছেন,
👉 কনফার্মেশন না পেলে এডমিন প্যানেল থেকে কনফার্ম করে নিন।

📅 দেখা হচ্ছে ৫ তারিখে!
📲 কোর্সের বিস্তারিত, এডমিনদের আইডি ও নাম্বার কমেন্টে দেওয়া আছে।

4 days ago | [YT] | 106

Learn From Top Rated Freelancer

১ বছরের অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হচ্ছে ২৭ ব্যাচের রেজিষ্ট্রেশন, ক্লাস শুরু হবে নভেম্বর মাসের ৫ তারিখ থেকে।

আমার এস ই ও কোর্সের আলাদা কোন পোস্ট পাবেন না, এই পোস্ট এর ফ্রম ছাড়া অন্য কোথাও থেকে রেজিষ্ট্রেশন করলে তার দ্বায়ভার আমার থাকবে না।

রেজিষ্ট্রেশন করবেন এইখানে:
forms.gle/3PbbGvdiqHgyQhkQ9

৬ মাসের লাইভ কোর্স শেষ হবে জুলাই মাসে এবং যদি পুরো কোর্স A to Z কম্পলিট করতে পারেন তাহলে আগস্ট-সেপ্টেম্বর থেকে মার্কেটপ্লেস এবং রিমোট জবের জন্য নিজেকে পুরোপুরিভাবে প্রস্তুত করতে পারবেন।

যাদের আগামী ৬ মাস একটানা ক্লাস করার মন-মানসিকতা নেই তারা এই ব্যাচে এডমিশন নিয়ে নিজের এবং আমার মূল্যবান সময় নষ্ট করবেন না।

এই কোর্স মানেই হাজার হাজার ডলার, কাজের গ্যারান্টি, এইগুলো ভুলে যান, এই কোর্সের মানে আপনাকে একজন বিগেইনার থেকে প্রফেশনাল ফ্রিলান্স্যার তৈরি করার ম্যাপ, যেখানে আপনি আমার কাছ থেকে হাতে কলমে শিখবেন, আপনি যদি আমার সম্পর্কে অথবা আমার কোর্স সম্পর্কে না জানেন তাহলে এডমিশন নেওয়ার প্রয়োজন নেই।

৬ মাস লাইভ ক্লাস+ রিসোর্স+ রিমোট জব+ ফ্রিলান্সিং নিয়ে বাংলাদেশে কেউ ৫ হাজার টাকা চার্জ করে আমার জানা নেই, সো যদি এইটাকে শুধু কোর্স হিসেবে নেন তাহলে ভুল করবেন, এইটা আপনার ফ্রিলান্সিং ক্যারিয়ারের একটা মাইলস্টোন হিসেবে নিবেন আশা করি। যারা গত ১ বছর ধরে অপেক্ষা করে আছেন আশা করি সুযোগ টা মিস করবেন না।

ক্লাস রাত ৯টায়, সপ্তাহে ৩ দিন হবে, এবং কোন ধরনের গ্যাপ ছাড়া আগামী ৬ মাসে ৫০-৬০ টা লাইভ ক্লাস হবে, যেখানে এস ই ও এর এখন পর্যন্ত আপডেট সহ, ক্লাইন্ট একুজেশন, রিমোট জব, ফ্রিলান্সিং ( মার্কেটপ্লেস+ আউট অফ মার্কেটপ্লেস+ পার্সোনাল ব্র‍্যান্ডিং সহ দেখানো হবে), মূলত আমি আমার ৬ বছরের ফ্রিলান্সিং ক্যারিয়ারকে এই ৬ মাসে তুলে ধরার চেষ্টা করবো।

আপনি নীচের ফ্রম ফিল-আপ করে রেজিষ্ট্রেশন করার পর, কমেন্ট বক্স এ ম্যানশন করা এডমিন প্যানেল এর যেকোন একজন আপনার নিজের প্যামেন্ট এবং আপনাকে ভ্যারিফাই করার পর প্রাইভেট গ্রুপে এড করে নিবে, যেখান থেকে আপনি বাকি সবকিছুর এক্সেস পেয়ে যাবেন।

আপনি ৬ মাস ভালো করে নিয়মিত ক্লাস করলে,, একটা ইন্টারভিউ নেওয়ার পর আপনাকে SEO Elite Group এ নেওয়া হবে, যেখান থেকে আপনি প্রিমিয়াম স্টুডেন্ট দের সাথে, নিজেকে আরো বেশি প্রফেশনাল করে নিতে পারবেন এবং এই গ্রুপের সাকসেস রেশিও ৯০% এর উপর থাকবে।

দেখা হচ্ছে নভেম্বর এর ৫ তারিখ।

আপনাদের প্রিয়
হৃদয় ভাই

3 weeks ago | [YT] | 115

Learn From Top Rated Freelancer

🚨 Zero-Click SEO is changing the game in 2025!
Google isn’t just about clicks anymore—it’s about being the answer.

In today’s SEO breakdown, I’m diving into:
🔍 What are zero-click searches?
🧠 Why AEO (Answer Engine Optimization) is the future
📌 How FAQ Schema + clear structure = Featured Snippets & AI visibility
🤖 The rise of LLM SEO (Google SGE, ChatGPT, Perplexity)

💡 If your content doesn’t speak to AI & SERPs both, you're missing 60% of traffic.

➡️ Full breakdown here: hridoychowdhury.com/zero-click-seo-in-2025-aeo-llm…
💬 Comment if you've been featured in a snippet yet!

– Hridoy Chowdhury
[SEO Expert | London]
www.hridoychowdhury.com
YouTube Channel

2 months ago | [YT] | 63

Learn From Top Rated Freelancer

📢 SEO in 2025 is Changing Fast!

Today’s focus:
🎯 Core Web Vitals = INP + TTFB

You’ve heard of LCP & CLS…
But now Google prioritizes Interaction to Next Paint (INP) and Time to First Byte (TTFB) to measure real user experience.

💡 Here’s what I recommend:

✅ Use a fast CDN like BunnyCDN
✅ Compress images (WebP or AVIF)
✅ Audit your site with PageSpeed Insights monthly
✅ Upgrade your hosting if TTFB is >800ms

📈 I helped a client reduce INP from 570ms ➝ 190ms
→ Result: +47% organic traffic in 30 days!




🔎 Hridoy Chowdhury | London’s SEO Expert


#SEO2025 #CoreWebVitals #INP #TTFB #SEOExpert #HridoyChowdhury #GoogleUpdate

2 months ago (edited) | [YT] | 55

Learn From Top Rated Freelancer

🧠 SEO in 2025 is NOT about keywords.
It’s about meaning, intent, and topical authority.

Here’s why you’re not ranking 👇

You’re writing content like it’s 2010—chasing keywords in isolation.
But Google’s smarter now.
It uses AI to understand what people mean, not just what they type.

This is called Semantic Search.

So how do you win in this new game?
✅ Topic Clusters.

Instead of one post on “local SEO,”
build a full cluster:

📌 Pillar: Local SEO Guide
🔗 Cluster 1: Google Business Profile Tips
🔗 Cluster 2: NAP Consistency
🔗 Cluster 3: Local Link Building
🔗 Cluster 4: Service Area Pages
...all internally linked like a map.

This tells Google:

> “I’m the authority on this topic. Send me the traffic.”



Stop stuffing keywords.
Start building meaning.

If you want a free Topic Cluster Planning Template, drop a 🔍 in the comments.

Let’s rank smart.
— Hridoy Chowdhury

#SEO2025 #SemanticSearch #YouTubeSEO #ContentStrategy #SEOtips #DigitalMarketing #HridoyChowdhury

2 months ago | [YT] | 84

Learn From Top Rated Freelancer

📢 Bad UX vs. Good UX – Explained with a Simple Visual

Want to know what’s wrong with most websites today?

It’s not the product.
It’s not the SEO.
It’s bad UX — confusing navigation, cluttered content, weak CTAs.

Here’s a quick side-by-side comparison image showing what to avoid and what to embrace in your website or app.

🧠 Designed and written by Hridoy Chowdhury – sharing practical design wisdom every week.

💬 What’s the worst UX design mistake you’ve seen? Comment below 👇

#UXDesign #GoodUX #BadUX #HridoyChowdhury #DesignTips #WebsiteDesign

3 months ago | [YT] | 82

Learn From Top Rated Freelancer

What is the main goal of AEO?

4 months ago | [YT] | 27

Learn From Top Rated Freelancer

What does AEO stand for?

4 months ago | [YT] | 45

Learn From Top Rated Freelancer

🧠 “সবাই বলছে SEO ডেড…আসলেই কি তাই?
নিজেকে প্রশ্ন করেন, জবাব না পেলে___

আমি বলছি, SEO শেষ না নতুন ভাবে SEO এগিয়ে যাচ্ছে!”

গত ৭ মাস ধরে আমি শুধুমাত্র SEO না—বরং SEO-র ভবিষ্যৎমুখী দিকগুলো নিয়ে কাজ করছি। আমি এখন কাজ করছি:

🔹 AEO – Answer Engine Optimization
🔹 AIO – AI Optimization
🔹 SXO – Search Experience Optimization
🔹 GEO – Geolocation Optimization
🔹 এবং অবশ্যই Advanced SEO

এই স্কিলগুলো হয়তো কোন ইউটিউব চ্যানেল বা মেন্টর আপনাকে শেখাবে না, আপনাকে রিসার্চ করে নিজে নিজে আয়ত্ত করতে হবে, এপ্লাই করতে হবে, আমি আমার যথাসাধ্য চেষ্টা রাখবো যেন শিখাতে পারি , এই স্কিলগুলো শিখলে শুধু আজ না—আগামী ১০০ বছরেও SEO বা Organic Marketing নিয়ে আর টেনশন করতে হবে না। ( ইন শা আল্লাহ) , এর বাইরে কোন কিছু বাকি নাই আর না আর কিছু আসবে , এতোটুকু নিশ্চিত থাকেন।

👉 অনেকেই এখনো ভাবছে “SEO ডেড” হয়ে গেছে! অথচ গুগল, Bing, ChatGPT, Voice Search—অপ্টিমাইজেশন যারা ভালোভাবে বোঝে, তারাই রাজত্ব করছে।

আমি ধীরে ধীরে সময় করে আমার Advanced Batch এবং YouTube চ্যানেলে এই সব টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো।

🎯 যারা ভবিষ্যতের জন্য তৈরি হতে চায়, যারা শুধু ফ্রিল্যান্সিং না—একটা স্কিলের উপর রিয়েল ক্যারিয়ার বানাতে চান—এই টপিকগুলো আপনার জন্য গেম চেঞ্জার হবে।

📌 SEO ডেড না—SEO দিন দিন Advance হচ্ছে। যারা আপডেট থাকবে, তারাই টিকে থাকবে।


✍️ Hridoy Chowdhury

4 months ago | [YT] | 291

Learn From Top Rated Freelancer

দেখা হচ্ছে বাংলাদেশ ( ইন শা আল্লাহ)🇧🇩
আগামীকাল দুপুর ১২টায় ঢাকা এয়ারপোর্টে আর রাত ৮টায় সিলেট এয়ারপোর্ট।

5 months ago | [YT] | 269