Subhankar Goswami - Storyteller

One Man, One Channel, Thousand of Stories.

ইতিহাসের পাতা ওলটাতে গেলে বেরিয়ে পরে আরেক ইতিহাস। ভারতবর্ষের প্রতিটা রাজ্যে, প্রতিটা জেলায়, শহরে, গ্রামে লুকিয়ে আছে নানা অজানা কাহিনী। হারিয়ে যাওয়া সেই সব জানা-অজানা ইতিহাস নিয়ে তৈরি হবে প্রত্যেকটি ভিডিও।

আমার চ্যানেলের ভিডিও ভালো লাগলে Subscribe করবেন চ্যানেলটি। ধন্যবাদ। 🙏🙏🙏 🙏


Subhankar Goswami - Storyteller

⚠️ বজ্রপাতের সতর্কতা! ⚡

৮–১০ অক্টোবরের মধ্যে রাজ্যে প্রবল বজ্রঝড়, ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
⛈️ খোলা জায়গা, গাছের নিচে বা জলাশয়ের ধারে থাকবেন না।

নিজে সুরক্ষিত থাকুন, অন্যকেও সতর্ক করুন 🙏

3 months ago | [YT] | 0

Subhankar Goswami - Storyteller

https://youtu.be/x-TaZVCBtdQ

আজ ২৩শে জুন। শুধু বাংলার ইতিহাস নয়, পৃথিবীর ইতিহাসেও চর্চিত যে যুদ্ধ আজ তার ২৬৬ বছর। কথা বলছি পলাশীর যুদ্ধের। কিন্তু কেন হয়েছিল পলাশীর যুদ্ধ? আসল কারণ রইল আজকের ভিডিওতে।

কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। ভালো লাগল একটা কমেন্ট অবশ্যই করবেন।

2 years ago | [YT] | 2

Subhankar Goswami - Storyteller

মহাদেবের দুটি অবতার আজও জীবিত, তা কী জানা আছে? যদি না জানেন তাহলে আজকের পর্বে এই প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন।

2 years ago | [YT] | 4

Subhankar Goswami - Storyteller

সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের জন্মবার্ষিকীতে সশ্রদ্ধ প্রণাম🙏
#RajaRamMohanRoy #birthday #tribute

2 years ago | [YT] | 3

Subhankar Goswami - Storyteller

প্রেমে পড়ার বারণ নেই | তার প্রেমে মশগুল গোটা বিশ্ব। আর বাঙালিরা তাকে ছাড়া তো একেবারেই অচল। আসুন জেনে নিই তার সৃষ্টির আদিম রহস্য।

2 years ago | [YT] | 0

Subhankar Goswami - Storyteller

বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরোহপরাণি ।
তথা শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংযাতি নবানি দেহী ॥২২॥

এই জগৎসংসার সর্বদাই পরিবর্তনশীল। জগৎ সংসারকে একবারও দেখতে পাওয়া যায় না। কারণ শরীর, সকল ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি যে করণ দ্বারা আমারা জগতকে দেখি, জগতকে অনুভব করি সে গুলো ও জগতেরই। সুতরাং জগতই জগতকে দেখে।এই জগৎসংসারে শরীর কেবল একটি ছোট্ট প্রতীক।উৎপত্তির পূর্বে শরীর ছিল না, মৃত্যুর পরেও শরীর থাকবে না এবং বর্তমানেও তা লয়প্রাপ্ত হচ্ছে।

এই জগতে মাত্র দুই প্রকার বস্তু আছে, শরীরী এবং শরীর। এই দুটিই অশোচ্য। অর্থাৎ এর জন্য শোক করা উচিত নয়। যে জিনিসটি নিজের নয় আর যে জিনিসটি নিজের তাকে নিজের মনে না করা বিরাট ভুল। শরীর আমাদের সঙ্গে এক মুহূর্তও থাকেনা কিন্তু পরমাত্মা থাকেন সর্বক্ষণ।

ও যেমন পরম থাকেন নিরাকারে খেলছেন খেলা নিরেতে
আর জীবআত্মা জীবিত থাকে পরমআত্মার জোরেতে
এই আদি সত্য পরম যিনি জীব দেহ চালাচ্ছেন তিনি।

জীবের মত ভগবানও ক্ষেত্রজ্ঞ, চেতন। তবে আমরা কেবল আমাদের দেহ সম্বন্ধে সচেতন।কিন্তু ভগবান সমস্ত দেহ সম্বন্ধে সচেতন। তাঁর বাস অন্তরে, তাই সকলের হৃদয়ের কথা তিনি জানেন। গীতায় ভগবান শ্রী কৃষ্ণ বলেছেন, ময়ধ্যক্ষেণ প্রকৃতিঃ - '' আমার দ্বারা পরিচালিত এই পৃথিবী"। ভগবানকে বলা হয় সচ্চিদানংদবিগ্রহ। ব্রহ্মসংহিতার শুরুতেই বলা হয়েছে-
ঈশ্বরঃ পরমঃ কৃষ্ণঃ সচ্চিদানংদবিগ্রহঃ ।
অনাদিরাদির্গোবিংদঃ সর্বকারণকারণম্ ॥ 1 ॥

পরমেশ্বর শ্রীকৃষ্ণ বা গোবিন্দ সর্বকালের কারণ অনাদির আদি এবং সৎ জিৎ ও আনন্দের মুহূর্ত বিগ্রহ ব্রহ্মের উপলব্ধি হচ্ছে তার সৎ বৈশিষ্ট্যের উপলব্ধি। ভগবান বা শ্রীকৃষ্ণ বা পর ব্রহ্ম বা পরম নিয়মতা বা পরমাত্মা যে নামেই তাকে সম্বোধন করা হোক তিনি সর্বশ্রেষ্ঠ।

অর্জুন উবাচ
পরং ব্রহ্ম পরং ধাম পবিত্রং পরমং ভবান্।
পুরুষং শাশ্বতং দিব্যমাদিদেবমজং বিভুম্।।১২।।

অর্জুন ও তার কথা বোঝার পর তাকে বলেছিলেন তুমিই পরমেশ্বর ভগবান পরম ধাম পরম পবিত্র আদিপুরুষ অজ ও বিভু।

এই জগতে সবই তাঁর। আমরা কেবল পুতুল মাত্র। বিশ্বাস আর ভরসা রাখলে সঠিক পথে তিনিই চালাবেন।

তথ্য সূত্রঃ উপনিষদ, ব্রহ্মসংহিতা, শ্রীমদ্ভগবদ্গীতা (সাধক-সঞ্জীবনী), শ্রী শ্রী রামকৃষ্ণকথামৃত (অখণ্ড)

2 years ago | [YT] | 4

Subhankar Goswami - Storyteller

তারানাথ কি পারবে ব্রজভূষণকে বিশ্বাস করাতে?
কেমন লাগলো শুনে জানাতে কিন্তু ভুলবেন না। সবাইকে পাশে পাবো এই আশা রাখব।

2 years ago | [YT] | 1

Subhankar Goswami - Storyteller

ধর্মতলায় সবাই যায়। কিন্তু কখনও ভেবে দেখেছেন কেন নাম ধর্মতলা? আমি খুঁজে বের করেছি কীভাবে নাম হল ধর্মতলা। দেখুন পুরো ভিডিওটা।

2 years ago | [YT] | 1

Subhankar Goswami - Storyteller

আসছে এই রবিবার। ঠিক দুপুর ২টোয়।

2 years ago | [YT] | 8

Subhankar Goswami - Storyteller

সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা।
এখন আমার বন্ধুর সংখ্যা ১০০০+

2 years ago | [YT] | 5