বাউন্ডুলে ঘুড়ি – বাংলার ভ্রমণপ্রেমীদের জন্য তৈরি একটি ট্রাভেল ভ্লগ চ্যানেল। এখানে পাবেন দেশ-বিদেশের ভ্রমণ কাহিনি, পর্যটন স্থান, খাবার-দাবার, সংস্কৃতি ও জীবনযাত্রার নানা ঝলক।

আমাদের লক্ষ্য – আপনাদের সামনে নতুন নতুন জায়গার অভিজ্ঞতা তুলে ধরা
যাতে আপনারাও ভ্রমণে অনুপ্রাণিত হন।

Boundule Ghuri is a Bangla Travel Vlog channel where we share travel experiences, tourist spots, food, culture, and lifestyle from different parts of Bangladesh, India, and abroad.

If you love exploring new places, this channel is for you!

📌 Topics we cover:
- Bangla Travel Vlog
- Food Vlog & Street Food
- Tourist Places in Bangladesh & India
- Lifestyle & Culture
- Road Trips, Train Journey & Adventure

👉 সাবস্ক্রাইব করুন "বাউন্ডুলে ঘুরি" – চলুন একসাথে ঘুরি!


Baundule Ghuri

ভাইজ্যাক পৌঁছে যা দেখলাম, সেটা সত্যিই অসাধারণ! 🌊
RK Beach, Rushikonda, Kailasagiri—সব একদিনেই।
দুর্ভাগ্যবশত Cyclone Mantha-র কারণে পরের দিনের শুট করা সম্ভব হয়নি।
তবুও Day-1 ভ্লগটা পুরো মন দিয়ে বানিয়েছি।
👉 দেখে কেমন লাগলো জানাতে ভুলবেন না 👇
https://youtu.be/3-ZQQlDINzQ?si=CaGQg...

1 day ago | [YT] | 4

Baundule Ghuri

রঞ্জু ভ্যালি থেকে তাবাকোশির পথে যাত্রাটা শুধু পৌঁছনোর ছিল না,
এই পথটাই ছিল পুরো ভ্রমণের গল্প।
সকালের আলো, মেঘে ঢাকা পাহাড় আর চায়ের গন্ধের মাঝে শুরু হয়েছিল পথচলা।
লেপচা জগতের পাইন ফরেস্টে কিছুক্ষণ থেমে থাকা,
ঠান্ডা হাওয়ার সঙ্গে গরম পাহাড়ি ম্যাগির স্বাদ —
এই ছোট ছোট মুহূর্তগুলোই ভ্রমণকে বিশেষ করে তোলে।
মিনি পাহেলগাম বা মাঝিধুরায় পাইন গাছের ফাঁকে নেমে আসা মেঘ
মুহূর্তের জন্য সবকিছু থামিয়ে দিয়েছিল।
সীমানা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে বোঝা গেল,
প্রকৃতির কাছে কোনো সীমারেখা নেই।
গোপাল ধারা টি এস্টেটের সবুজ চা-বাগান আর নিস্তব্ধতা
পথ চলার ক্লান্তি অনেকটাই ভুলিয়ে দিয়েছিল।
আর শেষে সেই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা —
একদিকে উঁচু পাহাড়, অন্যদিকে গভীর খাদ।
ভয় আর সৌন্দর্য পাশাপাশি হাঁটছিল।
পাহাড়ের উপর থেকে যখন প্রথম তাবাকোশির ঝলক দেখা গেল,
মনে হলো — এই পথটাই হয়তো সবচেয়ে সুন্দর প্রাপ্তি।
🎥 পুরো ভ্রমণের গল্প দেখুন 👇
youtube.com/@thebaunduleghuri?si=flhjGU5KfqEMb-xy

1 week ago | [YT] | 11

Baundule Ghuri

২০২৫ অনেক গল্প দিয়েছে…
২০২৬ হয়তো আরও অনেক পথ দেখাবে ✨
সবাইকে Happy New Year 2026 🎆
নতুন বছরে আরও নতুন জায়গা, এবং নতুন গল্প নিয়ে দেখা হবে।
— Baudule Ghuri 🚶‍♂️🌍

2 weeks ago | [YT] | 8

Baundule Ghuri

কিছু জায়গা থাকে, যেগুলো চিৎকার করে নিজের সৌন্দর্য দেখায় না…
অপেক্ষায় থাকে কেউ এসে অনুভব করবে বলে।
নর্থ বেঙ্গলের ঠিক তেমনই এক লুকিয়ে থাকা পাহাড়ি গ্রাম — রঞ্জু ভ্যালি 🌿
ভোরের কুয়াশা, চা-বাগানের নীরবতা,
আর অল্প একটু হাঁটার শেষে দেখা পাওয়া
দুটি অসম্ভব সুন্দর ঝর্না…
এই ভিডিওটা আমি অনেক দিন আগেই পোস্ট করেছিলাম,
কিন্তু মনে হয় — কিছু ভ্রমণ সময়ের সাথে পুরোনো হয় না।
আজ আবার শেয়ার করলাম,
যদি কেউ এই নিঃশব্দ সৌন্দর্যটা অনুভব করতে চান 🌄
👉 ভিডিও লিংক দিয়ে রাখলাম,
দেখে জানাবেন, রঞ্জু ভ্যালি আপনাদের কেমন লাগলো
https://youtu.be/ANw5h45f2mU?si=638ZT...

3 weeks ago | [YT] | 8

Baundule Ghuri

এই দীপাবলিতে আলো ছড়িয়ে দাও শুধু ঘরে নয়,
মনেও, পথে, ভ্রমণে! 🌍✨
নতুন স্মৃতি, নতুন যাত্রা আর অফুরন্ত আনন্দে ভরে উঠুক তোমার জীবন।
🪔 শুভ দীপাবলি সবাইকে 💫
— The Baundule Ghuri

2 months ago | [YT] | 6

Baundule Ghuri

সিসামারায় ভয়াবহ বন্যার পর, আমরা Bengali Travel Bloggers Community থেকে একসাথে মিলে Flood Relief পাঠালাম। ছোট একটা উদ্যোগ, কিন্তু বড় ভালোবাসা ❤️। আমরা পাশে আছি।
#Sissamara #FloodRelief #BengaliTravelYoutubers

3 months ago | [YT] | 9

Baundule Ghuri

বিকেলের সূর্য যখন সুবর্ণরেখার জলে হারিয়ে যাচ্ছিল,
তখন বুঝলাম — ঘাটশিলা শুধু একটা জায়গা নয়, এক অনুভূতি। ✨
নতুন ভিডিওটা আপলোড হয়েছে, দেখে জানিও কেমন লাগল ❤️
youtube.com/@thebaunduleghuri?si=XOcM9YAeCnKuGJnN

3 months ago | [YT] | 10

Baundule Ghuri

আমাদের চ্যানেলের নতুন নাম এবং কভার ফটো। কেমন হয়েছে সবাই প্লিজ জানাবেন। আগের নাম নিয়ে যে প্রবলেম টা ছিলো ,যে চ্যানেলের নাম টা একটু কঠিন , মনে রাখা টা চাপের। আশাকরি এবার থেকে আর সে সমস্যা হবেনা।🙂🙂🙂

4 months ago | [YT] | 8

Baundule Ghuri

২ দিনের ছুটিতে বাগদা...
https://youtu.be/uLlrFEeskQM?si=ZQHa8...

6 months ago (edited) | [YT] | 0