I loveHello Beautiful People’s,
Thank You For Visiting Our Channel.
I am Ruzina. I live in Japan. to cooking . Please support me.I always try to show the easiest way of cooking. #Cooking . We also try to upload 2/3 videos Every week.
Please SUBSCRIBE our channel and keep in touch with Us .
Ruzina’s Cooking House এর ভিডিও গুলো লাইক , কমেন্ট ও শেয়ার করবেন । তাহলে পরবর্তী ভিডিওগুলো দেখাতে আমাদের সুবিধা হবে । আর অবশ্যই আমাদের এই Ruzina’s Cooking House চ্যানেলটি কে Subscribe করবেন এবং সাব্সক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টা চিহ্নে ক্লিক করুন , পরবর্তী ভিডিও তাড়াতাড়ি পাওয়ার জন্য ।
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
একটা সুন্দর বাগান গড়তে আপনার আরও সময় নয়—আরও ভালো সিদ্ধান্ত দরকার। 🌱
গার্ডেনিং যদি আপনার কাছে কঠিন মনে হয়, সেটা আপনি “খারাপ” বলে নয়।
বাস্তবতা হলো—আমাদের জীবন ব্যস্ত, আর বেশি যত্ন লাগে এমন গাছ সব সময় সেই জীবনে ফিট করে না।
এখানেই আসল শিফটটা👇
কম যত্ন লাগে এমন গাছ বেছে নিন—যেমন সাকুলেন্ট বা হার্বস।
দ্রুত বাড়ে এমন গাছ লাগান—রেডিশ, সালাদ গ্রিনসের মতো।
কম পরিশ্রম, চোখে পড়ার মতো অগ্রগতি—আর সেটাই মোটিভেশন বদলে দেয়।
বৃদ্ধি মানেই জটিল হতে হবে—এমন কোনো কথা নেই।
সহজ হলেও সেটা গভীর ও অর্থপূর্ণ হতে পারে। 💚
এই কথাগুলো যদি আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে,
তাহলে এমন কারও সাথে শেয়ার করুন—যে গার্ডেনিং ভালোবাসে কিন্তু সময়ের চাপে থাকে।
📩 আর আপনি যদি জানতে চান—কীভাবে সহজ সিস্টেম বাস্তব জীবনের সাথে মানিয়ে
অনলাইন বিজনেসেও গ্রোথ সাপোর্ট করতে পারে—
DM করুন। কথা বলি
5 days ago | [YT] | 2
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
কেন অন.লাইন বিজনেস প্যারেন্টদের জন্য সবচেয়ে ভালো সমাধান 👨👩👧👦💻
Parents দের জন্য Online Business একটা perfect solution —
কারণ এখানে তুমি নিজের schedule নিজেই ঠিক করতে পারো ⏰
বাচ্চাদের সময় দিয়ে, পরিবারের পাশে থেকেও income build করা সম্ভব 💖
👉 No fixed office time
👉 No traffic, no boss
👉 Home থেকেই কাজ, family first 👶✨
তুমি যদি চাও—
নিজের সময় অনুযায়ী কাজ করে আয় করতে
এবং family time miss না করতে,
তাহলে Online Business তোমার জন্যই 👍
📩 Message me “YES”
to learn how to get started 🚀
#onlinebusiness
#parentlife
#workfromhome
#familyfirst
#smartincome
#timeschedule
#homemom
#workingparents
#digitalincome
#freedomlife
3 weeks ago | [YT] | 0
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
আমরা সবসময়ই বলি—
ব্যবসা কখনোই কাকতালীয়ভাবে বড় হয় না,
ব্যবসা বড় হয় যখন আপনি ঠিক জায়গায় ফোকাস করেন। 💯📈
বহু বছরের তৈরি, ভেঙে পড়া, আবার দাঁড়ানো, পরীক্ষা-নিরীক্ষা, সাফল্য—সবকিছুর পর
আমরা বুঝে গেছি ৫টি মূল ক্ষেত্রই দীর্ঘমেয়াদে ব্যবসাকে সত্যিকারের এগিয়ে নেয়।
এটাই সেই ফ্রেমওয়ার্ক যা আমাদের পুরো গেমটাই বদলে দিয়েছে। 📝✨
যদি আগে কখনো শুনে না থাকেন—এবার মনোযোগ দিন।
⭐️ প্রতি ব্যবসার ১–১০ স্কোর করা উচিত এই ৫টি ক্ষেত্রে ⭐️
এভাবেই আমরা ঠিক করি আমাদের শক্তি কোথায় যাবে—
যাতে শুধু ব্যস্ত না থেকে, সত্যিই গড়ে তুলতে পারি।
1️⃣ নিজের ঘর বানাও 🏡💫
আপনার অফার
আপনার সিস্টেম
আপনার ভিত্তি
ঘরই যদি মজবুত না হয়, স্কেলিং অসম্ভব।
এখানেই আপনার দক্ষতা এমন এক রূপ পায়, যা মানুষ কিনতে আগ্রহী হয়।
2️⃣ লিড ফ্লো ও ভিজিবিলিটি 🎯📣
আপনার ঘর আছে… কিন্তু সামনে আসছে কারা?
কনটেন্ট, আউটরিচ, পরিচিতি, আলাপ, এনগেজমেন্ট—
সবকিছু যা নতুন চোখ ও নতুন মানুষকে আপনার জগতে আনে।
3️⃣ সেলস ও কনভার্সন 💸🔥
মানুষ আসছে… কিন্তু তারা কি হ্যাঁ বলছে?
আগ্রহ থেকে ক্লায়েন্টে পরিণত হওয়া
বার্তা পৌঁছানো
আর ব্যবসা সত্যিকার অর্থে ব্যবসায় পরিণত হওয়ার জায়গা—এটাই।
4️⃣ ক্লায়েন্ট এক্সপেরিয়েন্স, সাপোর্ট ও কমিউনিটি 🤝💛
কেউ একবার কিনলেই শেষ নয়—সেখানে আসল কাজ শুরু।
তারা কি সাপোর্ট পাচ্ছে?
তারা কি সফল হচ্ছে?
তারা কি বেড়ে উঠছে?
তারা কি থাকতে আগ্রহী?
মজবুত কমিউনিটি মানেই দীর্ঘমেয়াদী সম্পর্ক।
আর সম্পর্ক মানেই রিপিট ক্লায়েন্ট।
5️⃣ রেফারেল ও মুখে মুখে প্রচার 🌟🗣️
যখন মানুষ আপনার সেবা বা পণ্য নিয়ে আবেগী হয়ে যায়,
তারা নিজের থেকেই আরও মানুষকে নিয়ে আসে।
এটাই সর্বোচ্চ বিশ্বাসের স্তর
এবং সবচেয়ে সহজ মার্কেটিং।
সত্য কথা 👇
এই ৫ ক্ষেত্র সবসময়ই পরিবর্তনশীল।
ভিজিবিলিটি বাড়লে ➡️ কনভার্সন একটু নড়বড় করতে পারে
সেলস বেড়ে গেলে ➡️ ফিলফিলমেন্টে চাপ অনুভব হতে পারে
কমিউনিটি শক্তিশালী হলে ➡️ আবার নতুন লিডের দরকার হতে পারে
এটা এক ধরনের নাচ—এবং এটা সম্পূর্ণ স্বাভাবিক। 💃🕺
এই ৫টি ক্ষেত্র আয়ত্ত করতে পারলে
কনফিউশন, অতিরিক্ত ব্যস্ততা, এবং “আমি কোথায় আটকে আছি?”—
এই সব প্রশ্নের অবসান হবে।
এভাবেই আমরা বিশৃঙ্খলা নয়, উদ্দেশ্য নিয়ে ব্যবসা বাড়াই। 💥
চাইলে এখন থেকেই নিজের স্কোর দিতেই পারেন—
১ থেকে ১০ এ কোন ক্ষেত্র কতটা শক্তিশালী?
👇 কেবল শুরু করুন।
প্রতিমাসে রিভিউ করুন।
আর দেখুন কতটা দ্রুত পরিবর্তন সম্ভব। 📈✨
#businessgrowth
#digitalbusiness
#entrepreneurmindset
#scalingwithstrategy
#businessclarity
#focusandgrow
1 month ago | [YT] | 0
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
CPA মার্কেটিং: আয়ের গতি বাড়ানোর ১০টি কার্যকর কৌশল
ডিজিটাল মার্কেটিংয়ের সবচেয়ে সহজ এবং দ্রুত আয়ের মাধ্যমগুলোর একটি হলো CPA (Cost Per Action) মার্কেটিং। এখানে পণ্য বিক্রি না হলেও—শুধু সাইন আপ, অ্যাপ ইন্সটল, ফর্ম পূরণ কিংবা সার্ভে কমপ্লিট হলেই আপনি কমিশন পান। তাই নতুনরা খুব দ্রুত ফল পেতে পারে।
নিচে CPA মার্কেটিংয়ে আয় বাড়ানোর জন্য ১০টি বাস্তব ও প্রমাণিত কৌশল তুলে ধরা হলো—
১. সঠিক CPA নেটওয়ার্ক বাছাই করুন
বিশ্বস্ত নেটওয়ার্কে কাজ করলে অফার, সাপোর্ট এবং পেআউট—সবই ভালো পাবেন।
👉 MaxBounty, CPAlead, ClickDealer, OGAds, FireAds এগুলো শুরুর জন্য দারুণ।
উচ্চ পেআউট ও কম প্রতিযোগিতা থাকা অফার বেছে নিন।
২. লাভজনক নিস নির্বাচন করুন
যে নিসে কনভার্সন বেশি, সেখানেই আয়ের সম্ভাবনা বেশি।
🔥 ট্রেন্ডিং নিস:
• Mobile App Install
• Gaming
• Finance (Credit card, loan, insurance)
• Weight Loss & Fitness
• VPN, Antivirus, Software Trial
৩. ট্রাফিক সোর্স ঠিক করুন
CPA মার্কেটিংয়ে ট্রাফিকই মূল শক্তি।
ফ্রি ট্রাফিক: SEO ভিত্তিক ব্লগ, ইউটিউব, Pinterest, TikTok, FB গ্রুপ
পেইড ট্রাফিক: Google Ads, Facebook Ads, Native Ads, Push & Pop Ads
যেখানে আপনার অডিয়েন্স থাকে—সেখানেই অফার নিয়ে যান।
৪. ল্যান্ডিং পেজ ব্যবহার করুন
সরাসরি অফার লিঙ্ক দিলে কনভার্সন কম হয়।
একটি Pre-sell Landing Page বানালে ইউজার সহজে অ্যাকশন নেয়।
➡️ ছোট বিবরণ + বেনিফিট + পরিষ্কার CTA = বেশি কনভার্সন।
৫. কনটেন্টের মাধ্যমে প্রোমোট করুন
People buy value—not links. তাই কনটেন্ট তৈরি করুন।
• ব্লগে টপ লিস্ট, রিভিউ বা হাউ-টু গাইড
• ইউটিউব ভিডিওতে টিউটোরিয়াল
• সোশ্যাল পোস্টে টিপস শেয়ার করে CTA দিন
ভালো কনটেন্ট = প্যাসিভ ইনকাম।
৬. ইমেইল মার্কেটিং ব্যবহার করুন
ল্যান্ডিং পেজে লিড সংগ্রহ করুন।
তারপর ইমেইল সিকোয়েন্স তৈরি করে CPA অফার পাঠান।
একবার লিড → বহুবার ইনকাম।
৭. ছোট বাজেটে টেস্ট করুন
সবার জন্য একই অফার কাজ নাও করতে পারে।
পেইড ট্রাফিকে প্রথমে ছোট বাজেটে টেস্ট করুন—
কোন অ্যাড + কোন অডিয়েন্স + কোন ল্যান্ডিং পেজ সবচেয়ে ভালো কাজ করে সেটা বের করুন।
৮. ট্র্যাকিং টুল ব্যবহার করুন
ডেটা ছাড়া CPA করা মানে অন্ধকারে তীর ছোড়া।
Voluum, Bemob বা CPVLab ব্যবহার করলে—
কোন সোর্স থেকে বেশি লিড আসছে, সেটা বুঝতে পারবেন।
৯. অফার-অডিয়েন্স ম্যাচ করুন
সঠিক অফার সঠিক অডিয়েন্স পেলে কনভার্সন আকাশছোঁয়া হয়।
🎯 উদাহরণ:
• Weight loss offer → Fitness page/YouTube
• Gaming install offer → TikTok gamers
• VPN trial → Tech blog or YouTube tutorials
১০. নিয়মিত অপটিমাইজ ও স্কেল করুন
যা কাজ করছে—সেখানে বাজেট বাড়ান।
যা কাজ করছে না—বদলে ফেলুন।
সকালে, রাতে, সপ্তাহে—যে সময়ে কনভার্সন ভালো হয় সেটা দেখে অ্যাড শিডিউল করুন।
সর্বশেষ ফর্মুলা:
Targeted traffic + Right offer + Landing page + Consistent testing = High CPA Income
Coach 👑
Ruzi Ahmed
#স্বপ্নদেখুন_সাহসকরুন_শুরুকরুন_লেগেথাকুন
#cpamarketing
#digitalmarketing
#affiliate
#cpaoffers
#makemoneyonline
#moneymindset
#passiveincome
#onlinebusiness
#workfromhome
#marketingtips
#leadgeneration
#contentmarketing
#growthmindset
#hustle
#successmindset
1 month ago | [YT] | 0
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
আপনি যদি প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা কাজ করেও সেলস না পান…
তাহলে কঠিন সত্যটা হলো—
আপনার প্রচেষ্টা ভুল জায়গায় ইনভেস্ট হচ্ছে।
কারণ সেলস বাড়ানোর জন্য আরও বেশি সময় বা টাকা খরচ করতে হয় না।
দিনে মাত্র ৩০ মিনিট সঠিক জায়গায় ফোকাস করলেই
আপনার ব্যবসা পেইড এড ছাড়া প্রতিদিন সেলস দিতে পারে।
তাহলে প্রশ্ন হলো—
এতদিন ভুলটা কোথায় ছিল?
আপনি ভাবছিলেন—
“এড বাজেট বাড়ালেই সেলস বাড়বে।”
কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল।
👉 এতে টাকা খরচ হয়, সেলস না–ও হতে পারে।
আজকের আর্টিকেলে আমি ৬টি স্টেপে পুরো সিস্টেম শেয়ার করছি,
যেটা ফলো করলেই আপনি পেইড এড ছাড়াই ধারাবাহিক সেলস পাবেন।
⸻
❌ ব্যবসায় আমরা কিছু মারাত্মক ভুল করি:
• এড বাজেট বাড়াই → সেলস বাড়ে না
• ফানেল ছাড়া কনটেন্ট দেই → মানুষ মেসেজ দেয় না
• নতুন অফার করি → খরচ বাড়ে, সেলস আসে না
• রিচ কমে → লিড কমে → সেল শূন্য
ফলাফল?
হতাশা → মানসিক চাপ → ব্যবসা বন্ধের দিকে ধাক্কা।
⸻
✅ সমাধান: অরগ্যানিক সেলস সিস্টেম
যেখানে এড দেওয়া ঐচ্ছিক।
দিবেন বা না–দিবেন, সেলস চলতেই থাকবে।
এখন দেখুন ৩০ মিনিট অরগ্যানিক সেলস সিস্টেমের ৬ ধাপ👇
⸻
Step 1: কেউ আপনাকে চেনে না
চেনা ছাড়া বিশ্বাস হয় না।
বিশ্বাস ছাড়া কেনা তো দূরের কথা।
✔ সমাধান:
প্রতিদিন ৩০ মিনিটে একটি Trust-Building পোস্ট দিন
(গল্প, অভিজ্ঞতা, শিক্ষা)।
মানুষ আপনাকে চিনবে → বিশ্বাস করবে।
⸻
Step 2: আপনার কনটেন্ট সেলস-কেন্দ্রিক নয়
জ্ঞান, মোটিভেশন, টিপস—ভালো,
কিন্তু এগুলো সেলস আনে না।
✔ সমাধান:
আপনার কনটেন্ট লিখুন এই স্ক্রিপ্টে:
Value → Problem → CTA
এটাই কনটেন্টকে সেলস-জেনারেটিং মেশিনে পরিণত করে।
⸻
Step 3: লিড ইনবক্সে আসে না
কারণ CTA ভুল।
✔ সমাধান:
প্রতিদিন ১টি Soft CTA দিন:
“আপনি চাইলে ইনবক্সে জানতে পারেন।”
Soft CTA মানুষকে ইনবক্সে আনতে ৩–৫ গুণ বেশি কার্যকর।
⸻
Step 4: ইনবক্সে সেলস ক্লোজ হয় না
অধিকাংশ উদ্যোক্তা এখানেই ব্যর্থ হয়।
✔ সমাধান:
Messenger-এ শুধু ৩টি প্রশ্ন করুন:
1️⃣ “আপনার সমস্যা কী?”
2️⃣ “আপনার লক্ষ্য কী?”
3️⃣ “আমি চাইলে গাইড করতে পারি—জানতে চান?”
এই Human Sales Method সেলস ৩–৫x বাড়ায়।
⸻
Step 5: কনটেন্ট আছে, কিন্তু ফানেল নেই
শুধু পোস্ট দিলে সেলস হয় না।
✔ সমাধান:
প্রতি কনটেন্টে ৩টি জিনিস রাখুন:
Value + Trust + CTA
এই ৩টি মিলেই মানুষ ইনবক্সে আসে।
⸻
Step 6: সঠিক সিস্টেম নেই, তাই এড চালাতে ভয়
এড খরচ বাড়ে, সেলস কম—এটাই ভয়।
✔ সমাধান:
প্রথমে অরগ্যানিক সিস্টেম তৈরি করুন
(স্টেপ 1 + 2 + 3)।
তারপর চাইলে দিনে $5 Warm Retargeting।
কম খরচে বেশি সেলস।
⸻
⭐ প্রতিদিন মাত্র ৩০ মিনিটে ৩টি কাজ:
✔ Trust-building content
✔ Messenger conversation
✔ Smart soft CTA
এই তিনটি করলেই—
পেইড এড ছাড়াই প্রতিদিন সেলস শুরু হবে।
⸻
🎯 যদি আপনি এটি পুরোপুরি শিখতে চান
তাহলে আমাদের Organic Sales System – ৪ দিনের লাইভ ওয়ার্কশপে জয়েন করুন।
এখানে আপনি শিখবেন—
✔ আপনার ব্যবসার জন্য ৩০ দিনের কনটেন্ট
✔ অরগ্যানিক লিড সিস্টেম
✔ Human-to-human সেলস ক্লোজিং
✔ Zero-Ads Sales Framework
ওয়ার্কশপে জয়েন করতে চাইলে কমেন্ট করুন “Sales”
Couch
Ruzi Ahmed
#organicsales
#digitalbusiness
#businessgrowth
#salesstrategy
#onlinemarketing
#contentmarketing
#socialselling
#smallbusinessowners
#entrepreneurmindset
#facebookgrowth
#messengersales
#leadgeneration
#onlinecoach
#marketingtips
#trustbuilding
#dailycontent
#businesscoach
#brandingstrategy
#socialmediatips
#growyourbusiness
#womenentrepreneurs
#workfromanywhere
#communitysales
#saleswithoutads
#entrepreneurlife
1 month ago | [YT] | 0
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
আলহামদুলিল্লাহ ✨
অনেক দিন ধরে ভাবছিলাম — অবশেষে কালো কালারের ১টা ডাবল আর ১টা কুইন বেড কিনেছি nitori থেকে 🖤
🪵 সুন্দর আধুনিক ডিজাইন, মজবুত কাঠের ফ্রেম আর আরামদায়ক ম্যাট্রেসে তৈরি — দেখতেও এলিগ্যান্ট, ঘরটাকে একদম নতুন লুক দিয়েছে! জাপানে এই টাইপ বেডগুলো খুবই জনপ্রিয়, কারণ এগুলোতে স্টোরেজ ড্রয়ার থাকে আর কোয়ালিটি ও কমফোর্ট দুটোই দারুণ।
💴 দামের দিক থেকে মিড–হাই রেঞ্জে, কিন্তু কোয়ালিটির জন্য একদমই ওয়ার্থ ইট!
🛏️ এক কথায় — “simple, stylish & strong.”
#nitori #homevibes #japanesestyle #minimalliving #roominspo #newbed #alhamdulillah #cozycorner #ruzilifestyle
3 months ago | [YT] | 1
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
4 months ago | [YT] | 2
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
🍜 আজকের ফ্যামিলি মোমেন্ট – ঠান্ডা উদন নুডলস 🍜
আজ আমরা পরিবার নিয়ে রেস্টুরেন্টে গিয়েছিলাম, আর সেখানে খেলাম জাপানের খুব জনপ্রিয় একটি ডিশ – ঠান্ডা উদন (うどん)।
মোটা মোটা নরম নুডলস, সাথে কুচি করা পেঁয়াজপাতা, সস আর একটু আদা পেস্ট মিশিয়ে খেতে সত্যিই অসাধারণ লাগলো! 😋
শীতল ও হালকা এই খাবার গরম দিনে বেশ সতেজ অনুভূতি দেয়। বাচ্চারা খুব মজা করে খেয়েছে, তাদের জন্যও একেবারে পারফেক্ট। 🥢💖
এই ধরনের সিম্পল অথচ দাম ও অনেক আবার অনেক টেস্টি খাবার জাপানি ফুড কালচারের আলাদা বৈশিষ্ট্য, যা আমাদের পরিবারের সময়কে করে আরও স্পেশাল। ✨
#FamilyTime #JapaneseFood #UdonLove #ঠান্ডা_উদন #FoodieFamily #DeliciousMoments #JapanLife #HappyKids #FoodExperience #মজার_খাবার
4 months ago | [YT] | 2
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
💼 এখনো শুধু চাকরিতেই ব্যস্ত?
সময় এসেছে নিজের জন্য একটা স্মার্ট সাইড হাস্টল শুরু করার! 🚀
চাকরি বিল মেটায়, কিন্তু সাইড হাস্টল দেয়—
✅ বাড়তি আয়
✅ পরিবারকে সময় দেওয়ার সুযোগ
✅ নিজের স্বপ্ন পূরণের স্বাধীনতা
সবচেয়ে ভালো বিষয় হলো—চাকরি ছাড়তে হবে না। তুমি চাইলে ধীরে ধীরে শুরু করে এটাকে বড় কিছুতে রূপ দিতে পারবে। 🌱✨
👉 কী তোমাকে এখনো থামিয়ে রেখেছে?
শুরু করো এখান থেকে 👉 www.ruzijakaria.com
#সাইডহাস্টল #অনলাইনবিজনেস #FinancialFreedom #WorkSmarter
4 months ago | [YT] | 1
View 0 replies
Coach Ruzi Ahmed-Ruzina Akter Official
🌸 Big Announcement! 🌸
আগামীকাল আপনাদের জন্য আসছে নতুন ভিডিও 👉 Positive Mindset কিভাবে উদ্যোক্তাকে সফল হতে সাহায্য করে!
⏰ সময়ঃ
🇯🇵 Japan Time – রাত ১০:৩০
🇧🇩 Bangladesh Time – বিকেল ৫:৩০
📌 ভিডিওটি একসাথে পাবেন –
🔹 YouTube
🔹 TikTok
🔹 Facebook Page
👉 Stay tuned! এই ভিডিও আপনাকে অনুপ্রাণিত করবে নিজের ভেতরে positive energy তৈরি করতে এবং ব্যবসায় নতুনভাবে চিন্তা করতে 🚀
#PositiveMindset #Motivationবাংলা #DigitalEntrepreneur #ThinkPositiveGrowPositive
4 months ago | [YT] | 0
View 0 replies
Load more