Rubayet Hossain Sakib Official



Rubayet Hossain Sakib Official

আলহামদুলিল্লাহ!
​অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আল বায়ান ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত সার্টিফিকেট ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আমি আমার কোর্সের সার্টিফিকেট গ্রহণ করেছি। 🎓🏆
​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন
উস্তায, শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান মাদানী (হাফি.)
এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মাওলানা মো: কমর উদ্দিন (হাফি.)
উপাধ্যক্ষ (অতিরিক্ত), শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা, পাঠানটুলা, সিলেট।

​সম্মানিত উস্তাযগণের হাত থেকে এই স্বীকৃতি গ্রহণ করতে পারা আমার জন্য অত্যন্ত গর্বের ও আনন্দের। তাঁদের দিকনির্দেশনামূলক বক্তব্য ও সান্নিধ্য আমার আগামীর পথচলাকে আরও অনুপ্রাণিত করবে, ইনশাআল্লাহ।
​ সবার কাছে দোয়া প্রার্থী, যেন অর্জিত এই জ্ঞানকে সঠিকভাবে কাজে লাগাতে পারি। 🤲❤️
#Success #Alhamdulillah #AlBayanInstitute #ArabicLearning #Achievement

4 days ago | [YT] | 9

Rubayet Hossain Sakib Official

আলহামদুলিল্লাহ আজকে Redwan Hushen প্রিয় ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে 🥰❤️,, প্রিয় ভাই আমার উনি খুব ভালো মনের মানুষ 🥰🤲🏻
আল্লাহ তাআলা উনাকে সবসময় ভালো রাখুক আমিন ❤️🤲🏻

1 week ago | [YT] | 11

Rubayet Hossain Sakib Official

▌পেশাজীবি ও জেনারেল শিক্ষিত ভাইদের জন্য কুরআনিক এরাবিক কোর্স-এ ভর্তি চলছে... ▌


আল্লাহ তায়া'লা বলেন,

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَىٰ قُلُوبٍ أَقْفَالُهَا

“তারা কি তবে কুরআন নিয়ে গভীরভাবে চিন্তা করে না? না কি তাদের হৃদয়ের ওপর তালা লেগে আছে?” (সূরা মুহাম্মাদ : ২৪)


কুরআন মাজীদ কেবল তিলাওয়াতের জন্য নয়; তা বোঝা, চিন্তা করা ও জীবনে বাস্তবায়নের জন্য অবতীর্ণ। আল্লাহ তাআলা এই আয়াতে মানুষকে কুরআন নিয়ে তাদাব্বুর—গভীর অনুধ্যানের প্রতি আহ্বান জানাচ্ছেন।

কিন্তু কুরআনের ভাষা না জানলে সেই তাদাব্বুর কীভাবে সম্ভব?

এই বাস্তবতা উপলব্ধি করেই পেশাজীবি ও জেনারেল শিক্ষিত ভাইদের জন্য বেসিক কুরআনিক এরাবিক কোর্স আয়োজন করা হয়েছে—যাতে ব্যস্ততার মাঝেও কুরআনের ভাষার সাথে পরিচিত হয়ে আয়াতের মর্ম উপলব্ধি করা যায়।


এই কোর্স শেষে শিক্ষার্থীরা যা যা শিখতে ও অর্জন করতে পারবে—

▪ কুরআন মাজীদের মৌলিক শব্দভাণ্ডার ও বহুল ব্যবহৃত শব্দের অর্থ বুঝতে পারবে।


▪ বেসিক কুরআনিক আরবির প্রাথমিক সরফ ও নাহু সম্পর্কে কার্যকর ধারণা অর্জন করবে।


▪ কুরআনের আয়াত শব্দে শব্দে অর্থ অনুধাবন করার সক্ষমতা তৈরি হবে।


▪ নামাজে পঠিত সূরা ও দোয়ার অর্থ ও বার্তা বুঝে ইবাদত করতে পারবে।


▪ সহজ আয়াতগুলোতে তাদাব্বুর (গভীর চিন্তা) করার যোগ্যতা অর্জন করবে।


▪ অনুবাদের ওপর অতিরিক্ত নির্ভরতা ছাড়াই আয়াতের সামগ্রিক অর্থ ধরতে পারবে।


▪ তাফসির অধ্যয়নের জন্য প্রয়োজনীয় ভাষাগত প্রস্তুতি সম্পন্ন হবে।


▪ কুরআনের ভাষার সাথে সম্পর্ক গড়ে উঠে ইমানি চেতনা ও আত্মিক সচেতনতা বৃদ্ধি পাবে।


✔ এছাড়াও কোর্সে উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য থাকবে আকর্ষণীয় পুরষ্কার ও সার্টিফিকেটের ব্যবস্থা।

কুরআনের ভাষা শিক্ষার মাধ্যমে কুরআনের সাথে সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হোক—এই লক্ষ্যেই কোর্সটির আয়োজন।


🕰️ কোর্স ডিউরেশন : ২৫ ঘন্টা। (বেসিক)


 🕘 ক্লাসের দিন ও সময়:

🔹 প্রতি শনিবার 

⏰ বাদ মাগরিব- ২ ঘন্টা।


💲 কোর্স ফি:

      • বেসিক কোর্স ফি -  ৩,৫০০৳ 


🧾 ভর্তি প্রক্রিয়া :

   ১। প্রতিষ্ঠান প্রদত্ত ফর্ম পূরণ করা।

   ২। কোর্সের ভর্তি ফি পরিশোধ করা।

   ৩। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি জমা দেওয়া।

   ৪। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দেওয়া।


❒ সার্বিক তত্ত্বাবধানে :

শায়েখ সাঈদ বিন নূরুজ্জামান মাদানী 

(প্রতিষ্ঠাতা ও পরিচালক, আল বায়ান ইনস্টিটিউট।)


❒ যোগাযোগের ঠিকানা :

আল বায়ান ইনস্টিটিউট;

আইয়ুব কমপ্লেক্স ৩য় তলা, (কুইন্স হসপিটালের পাশে), সুবিদবাজার, সিলেট।

মোবাইল নাম্বার: 01733-235384 

2 weeks ago | [YT] | 12

Rubayet Hossain Sakib Official

"আজকের দিনটা সত্যিই দারুণ ছিল!
সিলেটে Rangpur Riders বনাম Khulna Tigers ম্যাচটি দেখার সুযোগ হলো, যেখানে Rangpur Riders দুর্দান্তভাবে জয় পেয়েছে। 💥

আর সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল ম্যাচের পরে Rangpur Riders দলের অধিনায়ক Nurul Hasan Sohan ভাইয়ের সঙ্গে দেখা করার এবং একটি ছবি তোলার সুযোগ পাওয়া। 🎉

ধন্যবাদ, Rangpur Riders! আরও জয়ের পথে এগিয়ে যান! 💪⚡

📌Date: 13/1/2025

#RangpurRiders #BPL2025 #CricketLove #Sohan #SohanTheLeader

1 year ago (edited) | [YT] | 13