Moshal Alo is a non-political, voluntary social organization that is working for underprivileged people since 29th December 2015.

Find us:
Phone/Whatsapp: 01636-817977
Email: alomoshal@gmail.com
Website: moshalalo.org


Moshal Alo

শীতের সকালে খালি মেঝেতে বসে কুরআন পড়তে আসা শিশুদের কষ্ট কমাতে আমাদের ছোট্ট উদ্যোগ- 𝗪𝗶𝗻𝘁𝗲𝗿 𝗥𝗲𝗹𝗶𝗲𝗳 𝟮𝟬𝟮𝟱
এতিমখানায় পড়তে আসা বাচ্চাদের শীতের সময় খালি ফ্লোরে বসে পড়াশোনা করাটা বেশ অসুবিধার ছিল। ঠাণ্ডা মেঝে শুধু অস্বস্তিই তৈরি করছিল না, বরং তাদের মনোযোগ ও স্বাস্থ্যের ওপরও বিরূপ প্রভাব ফেলছিল। এই প্রয়োজনকে কেন্দ্র করে মশাল আলোর ‘Winter Relief 2025’ প্রজেক্টের মাধ্যমে '২১৮ ফুটের' বেশি ফ্লোর কার্পেট পৌঁছে দেয়া হয়েছে মাদ্রাসায়ে দ্বীনিয়া দারুল উলূম মাদানিয়া ও এতিমখানায়, আলহামদুলিল্লাহ্‌।
এই কার্পেটগুলো দিয়ে নতুন করে দুটো ক্লাসরুম এবং এতিমখানা মসজিদের প্রয়োজন পূরণ করা হবে, ইনশা'আল্লাহ। আজ প্রাথমিকভাবে মসজিদে কার্পেট বিছিয়ে দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছেন, পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী টুকরো করে ক্লাসরুমগুলোতেও কার্পেট সাজিয়ে দেওয়া হবে।
● 𝗗𝗮𝘁𝗲: 𝟮𝟴 𝗡𝗼𝘃𝗲𝗺𝗯𝗲𝗿 𝟮𝟬𝟮𝟱
● 𝗣𝗿𝗼𝗷𝗲𝗰𝘁: 𝗪𝗶𝗻𝘁𝗲𝗿 𝗥𝗲𝗹𝗶𝗲𝗳 𝟮𝟱
● 𝗕𝗲𝗻𝗲𝗳𝗶𝗰𝗶𝗮𝗿𝘆: 𝟴𝟬+ 𝗜𝗻𝗱𝗶𝘃𝗶𝗱𝘂𝗮𝗹𝘀 (𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀 𝗮𝗻𝗱 𝗧𝗲𝗮𝗰𝗵𝗲𝗿𝘀)
● 𝗠𝗮𝘁𝗲𝗿𝗶𝗮𝗹: 𝗙𝗹𝗼𝗼𝗿 𝗖𝗮𝗿𝗽𝗲𝘁 (𝟮𝟭𝟴+ 𝗙𝘁)
● 𝗟𝗼𝗰𝗮𝘁𝗶𝗼𝗻: 𝗠𝗮𝗱𝗿𝗮𝘀𝗮-𝗲-𝗗𝗲𝗲𝗻𝗶𝗮 𝗗𝗮𝗿𝘂𝗹 𝗨𝗹𝘂𝗺 𝗠𝗮𝗱𝗮𝗻𝗶𝗮 & 𝗢𝗿𝗽𝗵𝗮𝗻𝗮𝗴𝗲, 𝗕𝗮𝗶𝗸𝗵𝗼𝗹𝗮, 𝗕𝗮𝘀𝗮𝗶𝗹, 𝗧𝗮𝗻𝗴𝗮𝗶𝗹
যারা এই উদ্যোগে সহযোগিতা করেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। মোট ব্যয়ের বিস্তারিত হিসাব খুব শিগগিরই আলাদা পোস্টে প্রকাশ করা হবে, ইনশা'আল্লাহ।

#WinterRelief #HumanityFirst #SupportTheOrphans #BangladeshNonprofit #charity #Tangail #MoshalAloProjects #basail #Bangladesh #moshalalo

1 month ago | [YT] | 1

Moshal Alo

মাত্র ১৫০০ টাকায় প্রান্তিক অঞ্চলের একজন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীকে একটি নতুন স্কুল ড্রেস উপহার দিন!
ইউনিফর্ম শুধু একটি পোশাক নয়। একজন শিক্ষার্থীর মাধ্যমেই আত্মবিশ্বাসী হয়ে উঠে এবং শেখে আমরা সবাই সমান। কিন্তু বাংলাদেশে এখনো অনেক শিশু পুরোনো বা ছেঁড়া ইউনিফর্ম পরে স্কুলে যেতে বাধ্য হয়। অনেকেই লজ্জায় স্কুলে যেতে অনীহা বোধ করে, আর ধীরে ধীরে পড়ালেখার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে। দারিদ্র্যের এই বাস্তবতা তাদের প্রাথমিক শিক্ষার পথকে আরও কঠিন করে তোলে।

এই বাস্তবতা বদলাতে আমরা Uniform Dreams- 25 প্রজেক্ট হাতে নিয়েছি। আমাদের লক্ষ্য প্রান্তিক অঞ্চলের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের হাতে একটি নতুন, পরিচ্ছন্ন ও মানসম্মত স্কুল ড্রেস তুলে দেওয়া। মাত্র ১৫০০ টাকায় আপনিও একজন শিক্ষার্থীকে নতুন ইউনিফর্ম উপহার দিতে পারেন এবং নিয়মিত স্কুলে ফিরে যাওয়ার আত্মবিশ্বাস জাগাতে পারেন।

আপনাদের সামান্য সহযোগিতা একটি শিশুর শিক্ষা জীবনে বড় পরিবর্তন আনতে পারে। আসুন, আমরা মিলে কয়েকটি তাদের স্বপ্ন পূরণের সহযোগী হই এবং তাদের সুন্দর ভবিষ্যতের পথটি একটু সহজ করে দিই।

1 month ago (edited) | [YT] | 3

Moshal Alo

"𝗛𝗲𝗹𝗽 𝗧𝗼 𝗚𝗶𝗳𝘁 𝗦𝗰𝗵𝗼𝗼𝗹 𝗨𝗻𝗶𝗳𝗼𝗿𝗺𝘀 𝘁𝗼 𝗗𝗲𝘀𝗲𝗿𝘃𝗶𝗻𝗴 𝗨𝗻𝗽𝗿𝗶𝘃𝗶𝗹𝗲𝗴𝗲𝗱 𝗦𝘁𝘂𝗱𝗲𝗻𝘁𝘀"
বাংলাদেশে এখনো দারিদ্র্যের কারণে অসংখ্য সুবিধাবঞ্চিত শিক্ষার্থী পড়াশোনার খরচ চালাতে পারে না। যেখানে বই–খাতার খরচ বহন করাই পরিবারগুলোর জন্য কষ্টসাধ্য, সেখানে নতুন স্কুল ড্রেস কেনা যেন একপ্রকার স্বপ্নের মতো। এই বাস্তবতায় প্রতি বছর অনেক মেধাবী শিক্ষার্থী পড়াশোনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলে এবং প্রাথমিক শিক্ষার গণ্ডিও পেরোতে পারে না।




প্রান্তিক অঞ্চলের এই শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষার প্রতি পুনরায় আগ্রহী করে তুলতে,“Uniform Dreams 25” প্রজেক্টের মাধ্যমে আমরা অন্তত ১০০ জন সুবিধাবঞ্চিত শিক্ষার্থীর হাতে নতুন স্কুল ড্রেস পৌঁছে দিতে চাই, ইনশাআল্লাহ। নতুন স্কুল ড্রেসের মাধ্যমে আমরা আশা করি, অনেক শিক্ষার্থী পুনরায় স্কুলে ফিরে এসে অন্তত প্রাথমিক শিক্ষা গ্রহণের প্রতি আগ্রহী হবে।




আপনি আমাদের এই উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে কিছু সুবিধা বঞ্চিত শিক্ষার্থীকে সুশিক্ষিত হওয়ার সুযোগ করে দিতে পারেন, ইনশাআল্লাহ।








• Mobile Banking:
Bkash/Nagad: 01636-817977 (Send Money)
(সেন্ড মানি করার সময় রেফারেন্সে 'UD' কোডটি ব্যবহার করুন)




Bank Account:
• Agrani Bank PLC
• AC Holder: Moshal Alo Trust
• AC No: 0200021485744
• Branch: Karatia Branch, Tangail
• SWIFT Code: AGBKBDDH
• Routing Number: 010931369




Online Donation:
• Available on our official website → moshalalo.org/



Find Us:
Phone/WhatsApp: 01636-817977
United | Invincible

1 month ago | [YT] | 1

Moshal Alo

মশাল আলো ভিন্ন কারণ আমরা কখনো থেমে থাকি না। প্রধান প্রজেক্টগুলোর পাশাপাশি সারা বছর জুড়েই রক্তদানসহ নানা কার্যক্রম চলমান থাকে, আলহামদুলিল্লাহ্‌। সম্প্রতি আমাদের প্রতিষ্ঠাকালীন এক স্বেচ্ছাসেবী তাঁর ৮ম রক্তদান সম্পন্ন করেছে।
আমাদের একটি ভার্চুয়াল ব্লাড ব্যাংক তৈরির কাজ চলছে। তথ্য শেয়ার করে আপনিও এই নেটওয়ার্কের অংশ হতে পারেন: forms.gle/2NUJa26JMDxeLFrd7

Blood Group: B+ Positive
- From Vain to Heart

#projectlife #lifesaver #blooddonation #charity #volunteering #moshalalo

3 months ago (edited) | [YT] | 4

Moshal Alo

গত ২১শে জুলাই ২০২৫, মাইলস্টোন ট্রাজেডির দিন রক্ত দানে ডোনার ব্যবস্থা করে পাঠানোর পাশাপাশি, মশাল আলো টিম জাতীয় বার্ন ইউনিটে যে সব ভলান্টিয়ার কাজ করছেন, তাদের মাঝে প্রায় ৪ কেস পানি এবং ৫ বক্স স্যালাইন বিতরণ করেছে।



দেশের যেকোনো দুর্যোগে সামর্থ্যের ভেতরে আমরা সদা কাজ করতে প্রস্তুত, ইনশাআল্লাহ।

5 months ago | [YT] | 3

Moshal Alo

আমাদের একজন শুভাকাঙ্ক্ষী এই সেলাই মেশিনটি ডোনেট করেছেন। প্রথমবারের মতো এ ধরনের ডোনেশন আমাদের কার্যক্রমে যুক্ত হলো, আলহামদুলিল্লাহ।


এই সেলাই মেশিনের দ্বারা Empowerment খাতের অধীনে বাংলাদেশের নতুন একটি অঞ্চলে নারীদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কাজ শুরু হতে যাচ্ছে, ইনশাআল্লাহ।


আল্লাহর অশেষ রহমতে মশাল আলো ছুটে চলছে নিজ গতিতে সারা দেশব্যাপী কার্যক্রম বিস্তারের লক্ষ্য নিয়ে। যিনি আমাদের উপর আস্থা রেখে সেলাই মেশিনটি দিয়েছেন তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই। আল্লাহ যেন এই মহৎ দান কবুল করেন এবং এর পেছনের উদ্দেশ্য পূরণ করে দেন, ইনশা আল্লাহ।


Bright Hands- Stronger Tomorrow.
United | Invincible


#ProjectEmpowerment25 #TogetherForChange #MoshalAlo

6 months ago | [YT] | 3

Moshal Alo

𝑭𝒓𝒐𝒎 𝒕𝒉𝒆 𝑹𝒊𝒗𝒆𝒓 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝑺𝒆𝒂, 𝑷𝒂𝒍𝒆𝒔𝒕𝒊𝒏𝒆 𝑾𝒊𝒍𝒍 𝑩𝒆 𝑭𝒓𝒆𝒆! 🍉🍉

8 months ago | [YT] | 3

Moshal Alo

Pure Water Initiative: 25 নামক ইভেন্টের মাধ্যমে নীলফামারীর জল ঢাকা উপজেলায় বেশ কিছু টিউবওয়েল স্থাপনের মাধ্যমে এলাকাবাসীর পানির সমস্যা দূরীকরণে যথাসাধ্য চেষ্টা করছে মশাল আলো। আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিলেই এই পানির সমস্যা অনেকটাই সমাধান হওয়া সম্ভব।


প্রতিটি টিউবওয়েল স্থাপন ও সিমেন্ট দিয়ে পাকাকরণসহ আনুমানিক খরচ প্রায় ৭,৫০০ টাকা (পরিবর্তনযোগ্য)।


𝗦𝗽𝗼𝗻𝘀𝗼𝗿 𝗮 𝗧𝘂𝗯𝗲 𝗪𝗲𝗹𝗹 𝗳𝗼𝗿 𝗝𝘂𝘀𝘁 𝟳,𝟱𝟬𝟬 𝗕𝗗𝗧!


● Bkash/Nagad: 01636-817977 (Send Money)
(রেফারেন্সে 'PW' কোডটি ব্যবহার করুন)
● Bank Account:
• Agrani Bank PLC
• AC Holder: Moshal Alo Trust
• AC no: 0200021485744
• Branch: Karatia Branch, Tangail
• SWIFT Code: AGBKBDDH
• Routing Number: 010931369


প্রজেক্টটি পুরো রমাদান অথবা মার্চ মাস জুড়ে চলবে, তবে আমরা রমাদানের আগেই কয়েকটি টিউবওয়েল স্থাপনের পরিকল্পনা করেছি। আপনার অংশগ্রহন হতে পারে সদকায়ে জারিয়ার একটি অংশ, যা বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন, ইনশা আল্লাহ!


United | Invincible

10 months ago | [YT] | 3