Assalamu Alaikum
Islamic state. Islam Golpo. Islam gojol.Islamic
Waz. Motivated video motivation. Bangla dubbed video
subscribe my channel everyone ❤️❤️ nouman Ali Khan ❤️ Mizanur Rahman azhari ❤️ ahmadullah ♥️ short video ♥️dua♥️
আসসালামু আলাইকুম
প্রিয় বন্ধুরা
আমাদের এই দ্বীনি ছোট্ট প্রচেষ্টাকে
আপনার চাইলে এগিয়ে নিতে পারেন
আমাদের চ্যালেন সাবস্ক্রাই করে এবং
কমেন্টে মাধ্যমে যানিয়ে যে আমাদের ভিডিও গুলো আপনাদের কেমন লাগে।
ভালো লাগলে অবশ্য শেয়ার করবেন আপনার বন্ধুদের ও পরিজনের মাঝে
জাযাকাল্লাহু খাইরান সবাইকে❤️
ইসলামি গল্প কথা
১) কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলোতে কোন প্রকার নামাজই আদায় করা যাবে না। [মিশকাত- ১০৪০]
🔸 সূর্য উঠার পর আনুমানিক ১০-১৫ মিনিট,
🔹 যোহরের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বের ৪-৫ মিনিট,
🔸 মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার পূর্বের ৫-৬ মিনিট।
🔲 তবে যে ব্যক্তি সূর্যাস্তের পূর্বে আসর নামাজের এক রাকাত পেল সে আসরের (পূর্ণ) নামায পেল। তাই কোনো দিন সঠিক সময়ে আসরের নামাজ আদায় করতে না পারলে আসরের শেষ সময়ে হলেও তা আদায় করে নিতে হবে। এক্ষেত্রে নামাজ কাজা করা যাবে না। [নাসাঈ- ৫১৮]
২) আবার কিছু নির্দিষ্ট সময় রয়েছে, যেই সময়গুলোতে শুধুমাত্র নফল নামাজ আদায় করা যাবে না। যেমনঃ-
🔸 ফজরের ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে ফজরের ওয়াক্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কোনো ধরনের নফল নামাজ আদায় করা যাবে না। [সহীহ মুসলিম- ১১৮৫]
🔹 আসরের ফরজ নামাজ আদায় করার পর থেকে মাগরিবের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্তও কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। [সহীহ বুখারী- ৫৮৮]
🔸 অনুরূপভাবে মাগরিবের ওয়াক্ত শুরু হলে মাগরিবের নামাজের পূর্বেও কোনো প্রকার নফল নামাজ আদায় করা যাবে না। [সুনানে দারা কুতনী- ১০৪০]
⭕ উপরোক্ত সময়গুলো ব্যতীত অন্য যেকোনো সময়েই ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল এবং কাজা নামাজ আদায় করা যাবে ইন শা আল্লাহ 💝✅
1 week ago | [YT] | 3
View 0 replies
ইসলামি গল্প কথা
প্রত্যাশা অনুযায়ী কিছু পেলে
'আলহামদুলিল্লাহ' বলুন,
প্রত্যাশা অনুযায়ী না হলে
'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' পড়ুন,
আর রিযিক বাড়াতে
বেশী বেশী 'ইসতিগফার' করুন।
1 month ago | [YT] | 8
View 0 replies
ইসলামি গল্প কথা
F❝ইস্তিগফার করি, কাজ হয় না?❞ এটা কি সম্ভব? — না, কখনোই না।
তবুও অনেকে হতাশ হয়ে বলেন, "উক্ত বিষয়ে অনেক ইস্তিগফার পড়লাম—কাজ হলো না!"
আসলে বুঝে নিতে হবে—ইস্তিগফার এককভাবে পূর্ণ তাওবা নয়।
ইস্তিগফার হলো তাওবার একটি অংশ/ শর্ত মাত্র, আর তাওবা হচ্ছে ফিরে আসার ওয়াদা। কেবল ‘আল্লাহ'র কাছে মাফ চাচ্ছি’ বললেই তাওবা হয় না।
কুরআন ও সুন্নাহ অনুযায়ী, সত্যিকারের তাওবার ৪টি শর্ত বা স্তরঃ
(১) পাপ ত্যাগ করা এবং ভবিষ্যতে আর কখনও উক্ত পাপে না জড়ানোর আন্তরিক সিদ্ধান্ত নেওয়া।
(২) পাপের জন্য গভীর অনুতাপ অনুভব করা।
(৩) সৃষ্টির অধিকার—যদি কারো হক নষ্ট করে থাকি, তাহলে তা ফেরত দেওয়া, যেভাবেই হোক ফেরত দেওয়া আর তা সম্ভবই না হলে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়া।
(৪) ইস্তিগফার—আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা।
কেবল ইস্তিগফার করেই কেউ যদি বলে—“আমি তাওবা করেছি”, কিন্তু উপরের শর্তগুলো পূরণ করে না—তবে সেটা আসলে তাওবা নয়, বরং একপ্রকার মিথ্যাচার।
কারণ, সে মুখে বলছে “ফিরে এসেছি”, অথচ প্র্যাকটিক্যালি ফিরে আসেনি। অনুতপ্ত হয়নি৷ মাঝে মাঝেই নিজে করে বা অন্যের করাকে সমর্থন করে৷ ইত্যাদি৷
উদাহরণ,
ধরুন, কেউ প্রেম করে বিয়ে করেছে। এখন সে ভাবছে—বিয়ে করলেই প্রেমের গুনাহ মাফ হয়ে গেল!
না, এটা ভুল।
বিয়ে করার আগে করা গুনাহর জন্য তাকে তাওবা করতে হবে। বা আগে করা সম্ভব না হলে, বিয়ে হয়ে গেলে বিয়ের পরও।
বিশেষ করে এখানে ১ ও ৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নতুন করে আর প্রেম করবেন না, প্রেমকে প্রশ্রয় দেবেন না৷ এমনকি সন্তানদেরকেও এই পাপের পথে উৎসাহ দেবেন না—এটাই তাওবার সঠিক রূপ।
নিজে আর জড়ালেন না, অনুতপ্ত হলেন কিন্তু সন্তানের প্রেমকে প্রশ্রয় দিচ্ছেন, সব জেনে শুনে মেনে নিচ্ছেন ইজিলি,
তাওবা বাতিল হয়ে যেতে পারে।
প্রেমের সম্পর্কে আবার ৩ নং বিশাল আলোচনার বিষয়, সেখানে ফিকহি আলোচনা চলে আসবে যা মুফতিদের কাজ।
আরেকটি গুরুত্বপূর্ণ দিক,
অনেকেই গীবত করে, কারো অধিকার নষ্ট করে, সুদ খায়, ঘুষ নেয়, গালি দেয়, যুলুম করে, অন্যের সম্পদ মেরে খায়, ট্রল করে, সিগারেট খেয়ে ধোয়া দিয়ে মানুষের ক্ষতি করে — তারপর কেবল মুখে বলে, "ইস্তিগফার করছি।"
কিন্তু এসব গুনাহর সাথে সৃষ্টির হক জড়িত। এই হক আদায় না করে শুধু ইস্তিগফারে কিছু হয় না।
ইস্তিগফার অবশ্যই কাজ করে (এটা আল্লাহ'র ওয়াদা) , কিন্তু তখনই— যখন তা আসে পূর্ণ তাওবার অংশ হিসেবে।
আল্লাহর কাছে ফিরে আসা মানে শুধু চোখের পানিতে নয়—অন্যায়ের পরিণতি স্বীকার করে, সংশোধনের পদক্ষেপ নেওয়ায়।
1 month ago | [YT] | 5
View 0 replies
ইসলামি গল্প কথা
➡️সন্তান লাভের কোরআনি দোয়াঃ
১. মহান আল্লাহ তা'য়ালা নিঃসন্তান মাতা-পিতাকে এই দোয়া শিখিয়েছেন—
‘রব্বি লা-তাযারনী ফারদাঁও ওয়া আন্তা খাইরুল্ ওয়ারিছীন্।’
অর্থাৎ ‘হে আমার রব, আমাকে একা রেখো না। তুমি তো উত্তম উত্তরাধিকারী।’ (সুরা : আম্বিয়া, আয়াত : ৮৯)
২. জাকারিয়া (আ.) বার্ধক্য পর্যন্ত নিঃসন্তান ছিলেন।
অন্যদিকে মারিয়াম (আ.) বায়তুল মোকাদ্দাসে তাঁর তত্ত্বাবধানে ছিলেন। একদিন তিনি দেখতে পেলেন আল্লাহ তাআলা ফলের মৌসুম ছাড়াই মারিয়াম (আ.)-কে ফল দিয়ে রিজিকের ব্যবস্থা করেছেন। তখন তাঁর মনে সন্তানের জন্য সুপ্ত আকাঙ্ক্ষা জেগে ওঠে। তাই তিনি আল্লাহর দরবারে বিশেষ দোয়া করেন।
তিনি বলেন—
‘রাব্বি হাবলি মিল্লাদুনকা জুরিরয়্যাতান ত্বাইয়্যিবাতান, ইন্নাকা সামিউ’দ দুআ।’
অর্থাৎ ‘হে আমাদের রব! আপনার পক্ষ থেকে আমাকে পূত-পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি প্রার্থনা কবুলকারী।’ (সুরা : আলে ইমরান, আয়াত : ৩৮)
৩. ইবরাহিম (আ.) একসময় নিঃসন্তান ছিলেন।
তিনি আল্লাহর কাছে এ মর্মে দোয়া করেছেন—
‘রাব্বি হাবলি মিনাস সালেহিন।’
অর্থাৎ ‘হে আমার প্রভু! আমাকে সৎকর্মশীল সন্তান দান করো।’ (সুরা : সাফফাত, আয়াত : ১০০)
৪. আল্লাহর খাঁটি বান্দাদের পরিচয় দিয়ে কোরআনে বলা হয়েছে, তাঁরা নেক স্ত্রী ও সন্তানের জন্য দোয়া করেন। ইরশাদ হয়েছে—
‘রব্বানা-হাবলানা-মিন্ আয্ওয়াজ্বিনা ওয়া
যুররিয়্যা-তিনা-কুর্রতা আ’ইয়ুন ওয়া
জা’আল্না-লিল মুত্তাকীনা ইমামা।’
অর্থাৎ ‘হে আমাদের রব! আমাদের স্ত্রী ও সন্তান-সন্ততিদের আমাদের জন্য চোখ শীতলকারী করো এবং আমাদের পরহেজগারদের জন্য আদর্শ হিসেবে বানাও।"
(সুরা : ফুরকান, আয়াত : ৭৪)
1 month ago | [YT] | 4
View 0 replies
ইসলামি গল্প কথা
গা**জা**র মানুষের দে"হের গোসত শুকিয়ে গেছে। কেবল হা*ড়গুলো বাকি আছে! 💔
1 month ago | [YT] | 8
View 0 replies
ইসলামি গল্প কথা
বতমানে মোবাইলের ওজন কম হলে,৷৷৷
1 month ago | [YT] | 4
View 0 replies
ইসলামি গল্প কথা
আমিন
1 month ago | [YT] | 14
View 1 reply
ইসলামি গল্প কথা
আজ একটু বেশি কাঁপছে বুকটা...
আজকের ভয়াবহ দুর্ঘটনায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, উত্তরা শাখায় যে নিষ্পাপ শিশুরা প্রাণ হারিয়েছে, তারা সবাই তো কারও না কারও সন্তান। আমার সন্তানও পড়ে এই স্কুলের অন্য একটি ব্রাঞ্চে... ভাবতেই গা শিউরে ওঠে—আজ যে জায়গাটায় অন্য কেউ চিরতরে নিথর হয়ে গেল, সেখানেই তো আমার সন্তানটাও হতে পারতো!
আল্লাহর অশেষ কৃপায় আমার সন্তান বেঁচে গেছে, কিন্তু যাদের সন্তান আর ফিরে আসবে না, তাদের মা-বাবার কান্না যেন এই বুক চিরে যাচ্ছে। এই শোক কোনো ভাষায় প্রকাশ করা সম্ভব না।
🕊️ নিহত সকল শিক্ষার্থী, শিক্ষক ও স্টাফদের আত্মার মাগফিরাত কামনা করি।
- আহতদের জন্য দোয়া করি—আল্লাহ যেন তাদের দ্রুত আরোগ্য দান করেন।
- এই ভয়াবহ দিনটি যেন আর কোনো মা-বাবার জীবনে না আসে, সেই প্রার্থনাই করছি।
আজ পুরো জাতির চোখে অশ্রু, মনে এক প্রশ্ন—কেন?
তবুও প্রার্থনায় হাত তুলি... যেন এই শোক আর কারো ঘরে না আসে।
আমরা একসাথে কাঁদি, একসাথে দোয়া করি। 💔
2 months ago | [YT] | 4
View 0 replies
ইসলামি গল্প কথা
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মদ (সাঃ).
আলহামদুলিল্লাহ আমিন 🤲🤲
2 months ago | [YT] | 11
View 0 replies
ইসলামি গল্প কথা
"হেদায়েত" হুট করে পাওয়া কোনো একদিনের বিষয় নয়। এর জন্য আয়োজন করতে হয়! বিশাল আয়োজন!
নফসের বিরুদ্ধে গিয়ে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাতের আয়োজন।হারাম বর্জনের আয়োজন।মিথ্যা পরিহারের আয়োজন। শয়তানকে হারানোর আয়োজন। প্রচন্ড ধৈর্য - আস্থার প্রয়োজন।
বেশ কয়েকদিন কেটে যাবে এভাবেই... তারপর নফস এবং শয়তান হেরে যাবে! হারবে! সালাতে মনোযোগ আসবে! হারামে জড়াতে ভয় কাজ করবে! মিথ্যা ভাবতেই গা শিউরে উঠবে! প্রচন্ড ধৈর্য এসে যাবে। কেন বলুন তো???
কারণ আপনি তো প্রথম ধাপে আল্লাহর দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলেন, তাই স্বয়ং আল্লাহ আপনার দিকে দ্রুত গতিতে এগিয়ে এসেছেন। তাই শুধু " হেদায়েত" এর অপেক্ষা করে নিষ্ক্রিয় হয়ে থাকলে হবে না, চেষ্টা করতে হবে। "যে আল্লাহর দিকে হেঁটে যায়, আল্লাহ তার দিকে দৌড়ে যান। যাকে বলে "হেদায়েত"!!
কথা: সংগৃহীত
2 months ago | [YT] | 3
View 0 replies
Load more