#Facebook এ দীর্ঘ এই পথচলায় আপনাদের অংশগ্রহণ সফলতার পথকে অনেক বেশি সহজ করেছে। আলহামদুলিল্লাহ, ১০ হাজার ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সব সময় সাথে থাকবেন, পরামর্শ দিবেন এবং ভুল হলে সংশোধন করে দিবেন।
রিকশা বা রিক্সা বা সাইকেল রিকশা একপ্রকার মানবচালিত মনুষ্যবাহী ত্রিচক্রযান, যা এশিয়ার, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে প্রচলিত একটি ঐতিহ্যবাহী বাহন। যদিও দেশভেদে এর গঠন ও আকারে বিভিন্ন পার্থক্য দেখা যায়। জাপানী রিকশাগুলো অবশ্য তিনচাকার ছিল না, সেগুলো দুই চাকায় ভর করে চলতো, আর একজন মানুষ ঠেলাগাড়ির মতো করে টেনে নিয়ে যেতেন, এধরনের রিকশাকে 'হাতেটানা রিকশা'ও বলা হয়। সাধারণত 'রিকশা' বলতে এজাতীয় হাতে টানা রিকশাকেই বোঝানো হয়ে থাকে। সম্প্রতিককালে (২০১১) সাইকেল রিকশায় বৈদ্যুতিক মোটর সংযোজন করার মাধ্যমে যন্ত্রচালিত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে এজাতীয় রিকশার প্রচলন দেখা যায়।
রিকশার ইতিহাস পালকির বিকল্প হিসেবে ১৮৬৫-৬৯ প্রথম কে এর উদ্ভাবন করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো - জোনাথন স্কোবি নামে একজন মার্কিন মিশনারি ১৮৬৯ সালে রিকশা উদ্ভাবন করেন। স্কোবি থাকতেন জাপানের সিমলায়। ১৯০০ সালে কলকাতায় হাতে টানা রিকশা চালু হয়, তবে মালপত্র বহনের জন্য। ১৯১৪ সালে কলকাতা পৌরসভা রিকশায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। ততদিনে ব্রক্ষদেশ মানে মিয়ানমারের রেঙ্গুনেও রিকশা জনপ্রিয় হয়ে ওঠে। ১৯১৯ সালে রেঙ্গুন থেকে রিকশা আসে চট্টগ্রামে। তবে ঢাকায় রিকশা চট্টগ্রাম থেকে আসেনি; এসেছে কলকাতা থেকে। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিকশা আনেন। রিকশার বহুল ব্যবহার এবং নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে বিশ্বের রিকশার রাজধানী বলা হয়।
Nazim's Goodness Facebook Page এর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশাকরি আপনারা সবসময় পাশে থাকবেন এবং ভালো ভালো পরামর্শ দিবেন। Facebook Link প্রথম কমেন্টে দেওয়া আছে।
আলহামদুলিল্লাহ। আমরা এখন ১০০০০+ সাবস্ক্রাইবার এর একটি পরিবার। যেখানে লক্ষ লক্ষ ভিউয়ার রয়েছেন। প্রতিনিয়ত আপনারা আমার কনটেন্ট গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে যাচ্ছেন। আমার সাথে থাকার জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা এবং কৃতজ্ঞতা।
Nazim Patwary
ইনশাআল্লাহ।
দুপুরের পর ফেনী যাচ্ছি।
কয়েল, মোমবাতি, স্যানেটারি ন্যাপকিন, লাইটার, খাবার স্যালাইন নিয়ে।
কোন এলাকায় যাওয়া উচিত?
1 year ago | [YT] | 5
View 3 replies
Nazim Patwary
ছাত্র, শিক্ষক, আইনজীবী, পেশাজীবী, ব্যাবসায়ী, শ্রমিক, মালিক, প্রবাসী, বুদ্ধিজীবী আলেম সমাজ, কৃষক সবাই এক হয়েছে ন্যায়ের পক্ষে।
1 year ago | [YT] | 3
View 0 replies
Nazim Patwary
বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করা শিক্ষার্থীদের আল্লাহ শহীদি মর্যাদার দান করুন।
1 year ago | [YT] | 1
View 0 replies
Nazim Patwary
#Facebook এ দীর্ঘ এই পথচলায় আপনাদের অংশগ্রহণ সফলতার পথকে অনেক বেশি সহজ করেছে।
আলহামদুলিল্লাহ, ১০ হাজার ফলোয়ার এবং মিলিয়ন মিলিয়ন ভিউয়ার্সকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সব সময় সাথে থাকবেন, পরামর্শ দিবেন এবং ভুল হলে সংশোধন করে দিবেন।
Nazim's Goodness
1 year ago | [YT] | 8
View 9 replies
Nazim Patwary
রিকশা বা রিক্সা বা সাইকেল রিকশা একপ্রকার মানবচালিত মনুষ্যবাহী ত্রিচক্রযান, যা এশিয়ার, বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোতে প্রচলিত একটি ঐতিহ্যবাহী বাহন। যদিও দেশভেদে এর গঠন ও আকারে বিভিন্ন পার্থক্য দেখা যায়। জাপানী রিকশাগুলো অবশ্য তিনচাকার ছিল না, সেগুলো দুই চাকায় ভর করে চলতো, আর একজন মানুষ ঠেলাগাড়ির মতো করে টেনে নিয়ে যেতেন, এধরনের রিকশাকে 'হাতেটানা রিকশা'ও বলা হয়। সাধারণত 'রিকশা' বলতে এজাতীয় হাতে টানা রিকশাকেই বোঝানো হয়ে থাকে। সম্প্রতিককালে (২০১১) সাইকেল রিকশায় বৈদ্যুতিক মোটর সংযোজন করার মাধ্যমে যন্ত্রচালিত করার উদ্যোগ নেয়া হয়েছে এবং ঢাকার বিভিন্ন স্থানে এজাতীয় রিকশার প্রচলন দেখা যায়।
রিকশার ইতিহাস
পালকির বিকল্প হিসেবে ১৮৬৫-৬৯ প্রথম কে এর উদ্ভাবন করেছিলেন তা নিয়ে মতভেদ রয়েছে। সবচেয়ে গ্রহণযোগ্য মতটি হলো - জোনাথন স্কোবি নামে একজন মার্কিন মিশনারি ১৮৬৯ সালে রিকশা উদ্ভাবন করেন। স্কোবি থাকতেন জাপানের সিমলায়। ১৯০০ সালে কলকাতায় হাতে টানা রিকশা চালু হয়, তবে মালপত্র বহনের জন্য। ১৯১৪ সালে কলকাতা পৌরসভা রিকশায় যাত্রী পরিবহনের অনুমতি দেয়। ততদিনে ব্রক্ষদেশ মানে মিয়ানমারের রেঙ্গুনেও রিকশা জনপ্রিয় হয়ে ওঠে। ১৯১৯ সালে রেঙ্গুন থেকে রিকশা আসে চট্টগ্রামে। তবে ঢাকায় রিকশা চট্টগ্রাম থেকে আসেনি; এসেছে কলকাতা থেকে। নারায়ণগঞ্জ ও ময়মনসিংহের ইউরোপীয় পাট ব্যবসায়ীরা নিজস্ব ব্যবহারের জন্য কলকাতা থেকে ঢাকায় রিকশা আনেন। রিকশার বহুল ব্যবহার এবং নিজস্ব ঐতিহ্যবাহী কাঠামোর কারণে ঢাকাকে বিশ্বের রিকশার রাজধানী বলা হয়।
1 year ago | [YT] | 6
View 0 replies
Nazim Patwary
Nazim's Goodness Facebook Page এর পক্ষ থেকে আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা। আশাকরি আপনারা সবসময় পাশে থাকবেন এবং ভালো ভালো পরামর্শ দিবেন।
Facebook Link প্রথম কমেন্টে দেওয়া আছে।
1 year ago | [YT] | 5
View 3 replies
Nazim Patwary
আলহামদুলিল্লাহ। আমরা এখন ১০০০০+ সাবস্ক্রাইবার এর একটি পরিবার। যেখানে লক্ষ লক্ষ ভিউয়ার রয়েছেন। প্রতিনিয়ত আপনারা আমার কনটেন্ট গুলো বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করে যাচ্ছেন। আমার সাথে থাকার জন্য সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা এবং কৃতজ্ঞতা।
2 years ago | [YT] | 10
View 3 replies
Nazim Patwary
#Eid_Mubarak
@ChandpurEye
2 years ago | [YT] | 5
View 0 replies
Nazim Patwary
Bank Account Nominee change | ব্যাংক একাউন্টের নমিনি পরিবর্তন।
YT Video link https://youtu.be/fwuN9inBF6s
3 years ago | [YT] | 6
View 0 replies
Nazim Patwary
YT Video link https://youtu.be/4qxbidSZFIg
3 years ago | [YT] | 2
View 0 replies
Load more