Entertainment Club 24

Welcome to Entertainment Club 24!
Get ready to laugh, learn, and stay updated — all in one place! At Entertainment Club 24, we bring you a mix of hilarious comedy sketches and sharp, entertaining commentary on trending news and viral stories.

Whether you're here for a good laugh or to hear the latest buzz with a fun twist, we’ve got something for everyone. Don’t forget to subscribe and join the club where entertainment never stops — 24/7!

🎭 Comedy | 📰 News Commentary | 🎉 Fun, Facts & More!



Please Subscribed my channel,
Thanks.


Entertainment Club 24

Boiling Frog syndrome গল্পটি পরছেন? গল্পটি এমন যে আপনি যদি একটি ব্যাঙকে পানিভর্তি পাত্রে রাখেন আর ধীরে ধীরে পানিটি গরম কর‍তে থাকেন,ব্যাঙটিও তখন অনুরুপভাবে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি কর‍তে থাকে এবং পানির তাপমাত্রার সাথে সামঞ্জস্য করার চেষ্টা করতে থাকে।সে লাফ দিয়ে পানি ভর্তি পাত্র থেকে বের না হয়ে উত্তাপ সহ্য করে মানিয়ে নিতে চেষ্টা করে।কিন্তু একসময় পানি এতটাই গরম হয়ে যায় যে ব্যাঙের শরীর আর মানিয়ে নিতে পারে না।যখন সে পানির আর শরীরের তাপমাত্রা সমতায় আনতে পারে না তখন সে লাফ দিয়ে বাইরে বের হওয়ার চেষ্টা করে।কিন্তু ততক্ষণে সে আবিস্কার করে যে সে তার সমস্ত শক্তি মানিয়ে নিতে গিয়ে ব্যয় করে ফেলেছে,লাফ দিয়ে বের হওয়ার মত শক্তি এখন আর তার অবশিষ্ট নাই এবং সেই ফুটন্ত গরম পানিতে সেদ্ধ হতে হতে সে মৃত্যুর জন্য অপেক্ষা করে।

ফুটন্ত গরম পানিটি ব্যাঙের মৃত্যুর কারণ না,তার জন্য অসহনীয় পরিস্থিতির শুরুতে সেই পরিস্থিতি উপেক্ষা করে বা অস্বীকার করে লাফ না দেওয়াটাই তার মৃত্যুর কারণ।সব কিছু সহ্য করে নেওয়াটাই তার মৃত্যুর কারণ। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে না পারাটাই মৃত্যুর কারণ।

মানুষ মেনে নেয়.......ভালবেসে মেনে নেয়,মায়ায় পড়ে মেনে নেয়,প্রেমে পড়ে মেনে নেয়,অভ্যাসে মেনে নেয়,সমাজের চাপে মেনে নেয়,সন্তানের মুখের দিকে তাকায় মেনে নেয়,সবার কাছে ভাল থাকার লোভে মেনে নেয়। তারপর একসময় যখন আর কোন কিছুতেই কোন কিছু মেনে নিতে পারে না সেই সময় বের হতে যেয়ে দেখে বের হওয়ার উপায় নেই তখন হার মেনে নেয়!!!পৃথিবীতে মেনে নেওয়া সম্ভবত সবচেয়ে মারাত্মক ভুল। মনের থেকে যা আসে আপনি যদি তাই করেন দেখবেন আপনি নিজে খুশি,আপনার আশেপাশের সবাই খুশি । যেই পরিস্থিতি আপনার জন্য অসহনীয় ঠিক হয়ে যাবে একটু দেখি একটু দেখি বলে সেই পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টা করা আপনার নিজের জন্য ক্ষতির কারন।আপনি অবশ্যই কোন ঘটনা বা পরিস্থিতি যাচাই না করেই বের হয়ে যাবেন না আবার বের হওয়ার দরজা বন্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষাও করবেন না।শুধু মনে রাখবেন এই পৃথিবী হাজার বছর থাকবে কিন্তু আপনার পৃথিবী ততদিন থাকবে যতদিন আপনি থাকবেন।কারো জন্য কিছু থেমে থাকে না, কেউ অপেক্ষায় থাকে না....কখনোই না।

2 years ago | [YT] | 0

Entertainment Club 24

অনুশীলন চলছে

2 years ago | [YT] | 18

Entertainment Club 24

কোন আসামির বিরুদ্ধে দন্ডের আদেশ দেওয়ার পূর্বে আসামী যদি জেল হাজতে আটক থাকে এবং উক্ত দন্ডের আদেশ যদি মৃত্যুদণ্ড ব্যতীত অন্য কোন দণ্ড হয় তাহলে আসামী যত দিন জেল হাজতে আটক ছিল সেই ভোগকৃত দন্ড মূল দণ্ড হতে বাদ দিতে হবে।

2 years ago | [YT] | 0

Entertainment Club 24

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কয়েদি এর বছর গণনা করা হয় ৯ মাসে ১ বছর। এজন্য সাজা ৩০ বছরে পরিবর্তে ২০ বছর হয়।

2 years ago | [YT] | 2

Entertainment Club 24

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ কয়েদি এর বছর গণনা করা হয় ৯ মাসে ১ বছর। এজন্য সাজা ৩০ বছরে পরিবর্তে ২০ বছর হয়।

2 years ago | [YT] | 4

Entertainment Club 24

কতটা বিনয়ী হলে.....

2 years ago | [YT] | 127