সূরা আন-নিসা (নারী) মদীনা (৯২) এর আয়াত ১৬ ( পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে। হে মানবজাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো এবং গর্ভকেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সর্বদাই একজন পর্যবেক্ষক। আর এতিমদের তাদের সম্পত্তি দাও এবং খারাপকে ভালো জিনিসের সাথে বিনিময় করো না এবং তাদের সম্পদকে তোমাদের নিজস্ব জিনিসের সাথে মিশিয়ে গ্রাস করো না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা এতিমদের সাথে ন্যায়বিচার করতে পারবে না, তাহলে তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো, দুই, তিন, অথবা চারটি। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ন্যায়বিচার করতে পারবে না, তাহলে কেবল একজন, অথবা তোমাদের ডান হাতের অধিকারী নারীদের। এটা তোমাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য অধিক উপযুক্ত। এবং নারীদের তাদের মোহরানা বিনামূল্যে প্রদান করো। যদি তারা স্বেচ্ছায় এর যে কোন অংশ তোমাদের দান করো, তারপর আনন্দ ও তৃপ্তির সাথে তা ভোগ করো। আর তোমাদের সম্পদ, যা আল্লাহ তোমাদের জন্য জীবিকা নির্বাহের উপায় করে দিয়েছেন, মূর্খদের দিও না। বরং তা থেকে তাদের খাবার দাও, পোশাক পরিয়ে দাও এবং তাদের সাথে সদয় কথা বলো।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,তিনি বিশ্বনবী, যিনি আমাদের রহমত হিসেবে এসেছেন।" "রাসূল (সাঃ)-এর দেখানো পথে চলি, তাঁর আদর্শে জীবন গড়ি।" "তাঁর বাণী আমাদের জীবনকে আলোকিত করে।" "সালাত ও সালাম আপনার প্রতি, হে বিশ্বনবী।" "নবুয়ত শুধু এক পথের নয়, বরং অনেককে এক করার বার্তা নিয়ে আসে।" "আল্লাহর ভালোবাসা এবং যারা তাঁকে ভালোবাসে, তাদের ভালোবাসা লাভ করার প্রার্থনা করি।" "জ্ঞান অর্জনের পথে বের হলে আমরা আল্লাহর পথে বের হই।" "অনুমান করা থেকে বিরত থাকুন, কারণ তা বড় মিথ্যা।"
মহান আল্লাহতালা পৃথিবীর সবথেকে মহা জ্ঞানী, সাগর থেকে যেমন একটি চড়ুই পাখি, পানি খাইতে যায় সাগরের মাঝখান থেকে ঠোঁটে যতটুক পানি ওঠে ,তার ঠোটের উপর সিটা ফোটা পানি লেগে থাকে, ওই পরিমাণ জ্ঞান হল মানুষের আর আল্লাহর জ্ঞান হল মহাসাগর যার কোন শেষ নাই, চড়ুই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমান জ্ঞান বুঝার তৌফিক দান করুন আল্লাহ,
আল-কোরআনের বাংলা অনুবাদ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)যে কেউ সন্তান ধারণ করতে চায়, তার জন্য মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর বুকের দুধ খাওয়াবে। দুধ পান করানো সম্পূর্ণ করতে হবে। পিতা তাদের রিজিকের খরচ বহন করবে এবং সন্তানের বাবা ন্যায্য শর্তে তাদের রিজিক এবং পোশাক বহন করবে। কারো কাছ থেকে তার সামর্থ্যের বাইরে কোন খরচ নেওয়া হবে না। কোন মায়ের উপর তার সন্তানের কারণে কোন ক্ষতি করা হবে না এবং সন্তানের পিতার উপর তার সন্তানের কারণে কোন ক্ষতি করা হবে না। এবং উত্তরাধিকারীর উপরও একই কর্তব্য। কিন্তু যদি তারা উভয়েই পারস্পরিক সম্মতি বা পরামর্শ ব্যতীত দুধ ছাড়াতে চায়, তাহলে তাদের উপর কোন দোষ নেই। কিন্তু যদি কোন মহিলাকে তালাক দেওয়া হয় এবং স্বামী দুই বছর পর তাকে তালাক দেয় এবং স্ত্রীকে দুধ ছাড়ানো না হয়, তাহলে তার উপর কোন দোষ নেই। যদি তোমরা তোমাদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাহলে তোমাদের উপর কোন দোষ নেই যতক্ষণ না তোমরা যা প্রদান করেছ তা বৈধভাবে পরিশোধ করো। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ তোমাদের কাজ দেখেন। আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রীদের রেখে যায়, তারা নিজেদের জন্য চার মাস দশ দিন অপেক্ষা করবে। অতঃপর যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করবে, তখন তারা নিজেদের সাথে যা করে, তাতে তোমাদের কোন দোষ নেই। যা সৎভাবে করে, তাতে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা যা করো, আল্লাহ তা জানেন। আর তোমরা নারীদের সাথে বিয়ের প্রস্তাবের ইঙ্গিতে অথবা তোমাদের মনে যা গোপনে করো, তাতে তোমাদের কোন দোষ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের কথা বলবে, কিন্তু তাদের সাথে কোন গোপন প্রতিশ্রুতি দিও না, কেবল সম্মানজনক কথা বলো। এবং নির্ধারিত ইদ্দত পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিও না। এবং জেনে রাখ যে, আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন, তাই তাঁর থেকে সাবধান থাকো। এবং জেনে রাখ যে, আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল।
monjurul haque
সূরা আন-নিসা (নারী) মদীনা (৯২)
এর আয়াত ১৬ (
পরম করুণাময়, পরম করুণাময় আল্লাহর নামে। হে মানবজাতি, তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তার থেকে তার সঙ্গিনী সৃষ্টি করেছেন এবং তাদের উভয় থেকে বহু পুরুষ ও নারী ছড়িয়ে দিয়েছেন। আর আল্লাহকে ভয় করো, যার নামে তোমরা একে অপরের কাছে প্রার্থনা করো এবং গর্ভকেও। নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর সর্বদাই একজন পর্যবেক্ষক। আর এতিমদের তাদের সম্পত্তি দাও এবং খারাপকে ভালো জিনিসের সাথে বিনিময় করো না এবং তাদের সম্পদকে তোমাদের নিজস্ব জিনিসের সাথে মিশিয়ে গ্রাস করো না। নিশ্চয়ই এটা মহাপাপ। আর যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা এতিমদের সাথে ন্যায়বিচার করতে পারবে না, তাহলে তোমাদের পছন্দের নারীদের বিয়ে করো, দুই, তিন, অথবা চারটি। কিন্তু যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ন্যায়বিচার করতে পারবে না, তাহলে কেবল একজন, অথবা তোমাদের ডান হাতের অধিকারী নারীদের। এটা তোমাদেরকে অন্যায় থেকে বিরত রাখার জন্য অধিক উপযুক্ত। এবং নারীদের তাদের মোহরানা বিনামূল্যে প্রদান করো। যদি তারা স্বেচ্ছায় এর যে কোন অংশ তোমাদের দান করো, তারপর আনন্দ ও তৃপ্তির সাথে তা ভোগ করো। আর তোমাদের সম্পদ, যা আল্লাহ তোমাদের জন্য জীবিকা নির্বাহের উপায় করে দিয়েছেন, মূর্খদের দিও না। বরং তা থেকে তাদের খাবার দাও, পোশাক পরিয়ে দাও এবং তাদের সাথে সদয় কথা বলো।
2 months ago | [YT] | 0
View 0 replies
monjurul haque
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,তিনি বিশ্বনবী, যিনি আমাদের রহমত হিসেবে এসেছেন।"
"রাসূল (সাঃ)-এর দেখানো পথে চলি, তাঁর আদর্শে জীবন গড়ি।"
"তাঁর বাণী আমাদের জীবনকে আলোকিত করে।"
"সালাত ও সালাম আপনার প্রতি, হে বিশ্বনবী।"
"নবুয়ত শুধু এক পথের নয়, বরং অনেককে এক করার বার্তা নিয়ে আসে।"
"আল্লাহর ভালোবাসা এবং যারা তাঁকে ভালোবাসে, তাদের ভালোবাসা লাভ করার প্রার্থনা করি।"
"জ্ঞান অর্জনের পথে বের হলে আমরা আল্লাহর পথে বের হই।"
"অনুমান করা থেকে বিরত থাকুন, কারণ তা বড় মিথ্যা।"
2 months ago | [YT] | 1
View 0 replies
monjurul haque
মহান আল্লাহতালা পৃথিবীর সবথেকে মহা জ্ঞানী, সাগর থেকে যেমন একটি চড়ুই পাখি, পানি খাইতে যায় সাগরের মাঝখান থেকে ঠোঁটে যতটুক পানি ওঠে ,তার ঠোটের উপর সিটা ফোটা পানি লেগে থাকে, ওই পরিমাণ জ্ঞান হল মানুষের আর আল্লাহর জ্ঞান হল মহাসাগর যার কোন শেষ নাই, চড়ুই পাখির ঠোঁটে লেগে থাকা পানির সমান জ্ঞান বুঝার তৌফিক দান করুন আল্লাহ,
2 months ago | [YT] | 2
View 0 replies
monjurul haque
“পাখি ওড়ে আকাশে, আর মানুষ ওড়ে সাহসে—দু’জনেই জানে, মাটি ছেড়ে ওঠার নামই জীবন।”🦅🦅#mypost #
2 months ago | [YT] | 1
View 0 replies
monjurul haque
আল-কোরআনের বাংলা অনুবাদ (বিসমিল্লাহির রাহমানির রাহিম)যে কেউ সন্তান ধারণ করতে চায়, তার জন্য মায়েরা তাদের সন্তানদের পূর্ণ দুই বছর বুকের দুধ খাওয়াবে। দুধ পান করানো সম্পূর্ণ করতে হবে। পিতা তাদের রিজিকের খরচ বহন করবে এবং সন্তানের বাবা ন্যায্য শর্তে তাদের রিজিক এবং পোশাক বহন করবে। কারো কাছ থেকে তার সামর্থ্যের বাইরে কোন খরচ নেওয়া হবে না। কোন মায়ের উপর তার সন্তানের কারণে কোন ক্ষতি করা হবে না এবং সন্তানের পিতার উপর তার সন্তানের কারণে কোন ক্ষতি করা হবে না। এবং উত্তরাধিকারীর উপরও একই কর্তব্য। কিন্তু যদি তারা উভয়েই পারস্পরিক সম্মতি বা পরামর্শ ব্যতীত দুধ ছাড়াতে চায়, তাহলে তাদের উপর কোন দোষ নেই। কিন্তু যদি কোন মহিলাকে তালাক দেওয়া হয় এবং স্বামী দুই বছর পর তাকে তালাক দেয় এবং স্ত্রীকে দুধ ছাড়ানো না হয়, তাহলে তার উপর কোন দোষ নেই। যদি তোমরা তোমাদের সন্তানদের দুধ পান করাতে চাও, তাহলে তোমাদের উপর কোন দোষ নেই যতক্ষণ না তোমরা যা প্রদান করেছ তা বৈধভাবে পরিশোধ করো। আর আল্লাহকে ভয় করো এবং জেনে রাখো যে, আল্লাহ তোমাদের কাজ দেখেন। আর তোমাদের মধ্যে যারা মারা যায় এবং স্ত্রীদের রেখে যায়, তারা নিজেদের জন্য চার মাস দশ দিন অপেক্ষা করবে। অতঃপর যখন তারা তাদের ইদ্দত পূর্ণ করবে, তখন তারা নিজেদের সাথে যা করে, তাতে তোমাদের কোন দোষ নেই। যা সৎভাবে করে, তাতে তোমাদের কোন দোষ নেই। আর তোমরা যা করো, আল্লাহ তা জানেন। আর তোমরা নারীদের সাথে বিয়ের প্রস্তাবের ইঙ্গিতে অথবা তোমাদের মনে যা গোপনে করো, তাতে তোমাদের কোন দোষ নেই। আল্লাহ জানেন যে তোমরা তাদের কথা বলবে, কিন্তু তাদের সাথে কোন গোপন প্রতিশ্রুতি দিও না, কেবল সম্মানজনক কথা বলো। এবং নির্ধারিত ইদ্দত পূর্ণ না হওয়া পর্যন্ত বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিও না। এবং জেনে রাখ যে, আল্লাহ তোমাদের অন্তরে যা আছে তা জানেন, তাই তাঁর থেকে সাবধান থাকো। এবং জেনে রাখ যে, আল্লাহ ক্ষমাশীল ও সহনশীল।
2 months ago | [YT] | 1
View 0 replies
monjurul haque
__কেয়ামতের দিন যাদেরকে প্রথমে জান্নাতের দিকে ডাকা হবে, তারা হলেন ঐসব ব্যাক্তি, যারা সুখে দুঃখে আল্লাহর প্রশংসা করেন।
আলহামদুলিল্লাহ!!’🌸🖤
2 months ago | [YT] | 2
View 0 replies
monjurul haque
ইউটিউব এ আমি ভিডিও বানাতে চাই
2 months ago | [YT] | 1
View 0 replies
monjurul haque
যাকে হারাতে ভয় লাগে, তাকে কখনো অবহেলা করবেন না—আগলে রাখুন যতটা পারেন।”
3 months ago | [YT] | 0
View 0 replies