World Tour My hobby


World tour

রাতের অন্ধকারে কিভাবে চোরেরা জুয়েলারি দোকানে ঢুকে ৫০০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে গেছে। সম্পূর্ণ মুখ ঢাকা। কালো রঙের পোশাক পরে এসেছিলো চোরেরা। কারো মুখ দেখা যাচ্ছে না।

আজ সকাল বেলা দোকানের মালিক অচিন্ত কুমার বিশ্বাস বলেছেন- "আমার কোন শত্রু নেই। সবাই আমাকে ভালোবাসে। আমিও সবাইকে ভালোবাসি।"

এই কথা বলতে বলতে ভদ্রলোক কাঁদতে কাঁদতে বলেছেন- "আমার সব শেষ হয়ে গেছে এক দিনে। ২০ বছর ধরে তিলে তিলে এই একটা দোকানই গড়ে তুলেছি। আমার ৫ বছরের একটা মেয়ে আছে। এই মেয়েটাকে এখন আমি কিভাবে বড় করবো?"

বর্তমানে এক ভরি স্বর্ণের দাম প্রায় দুই লাখ টাকা। এর মানে দাঁড়াচ্ছে প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ চুরি হয়ে গেছে। এক রাতে মানুষটা পথে বসে গেছে। বাংলাদেশে একটা কথা প্রচলিত আছে- পুলিশ চাইলে পারে না, এমন কিছু নেই।

ভদ্রলোকের কথাগুলো আমার বুকে এসে বিঁধেছে। অচিন্ত কুমার বিশ্বাসের স্বর্ণগুলো ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করুন। মালিবাগ মার্কেটের মত জায়গায় তো রাতের বেলাও মানুষ থাকে। চোররা নিশ্চয় একা একা চুরি করতে যায়নি। পুলিশ চাইলে সব কিছু সম্ভব। এই মানুষটার স্বর্ণগুলো ফিরিয়ে দিন। রাষ্ট্র তুমি মানবিক হও।

3 months ago | [YT] | 0

World tour

কি আনন্দ আকাশে বাতাসে।

10 months ago | [YT] | 0