Wandering between India and Bangladesh, I capture fleeting moments, hidden streets, and untold stories through my camera. From bustling markets in Dhaka to calm evenings , from street food delights to village life traditions, every video is a window into the beauty of everyday life.
Expect travel vlogs, street food videos, cultural festivals, and local lifestyle stories — a journey through cities, cultures, and everyday magic… one slice of life at a time.
A Slice of My Life
Celebration Thali, Kolkata – A Slice of My Life 🌸
কলকাতা মানেই এক অন্তহীন গল্প।
রাস্তার ধুলো, ট্রামের টং টং শব্দ, বইয়ের গন্ধে ভরা কলেজ স্ট্রিট, আর মোড়ের চায়ের দোকানের আড্ডা—প্রতিটি কোণে লুকিয়ে আছে ইতিহাস আর আবেগ।
আমার একক ভ্রমণে (solo trip) আমি খুঁজছিলাম এ শহরের হৃদয়ের স্পন্দন। আর খাবারের থেকে বড় স্পন্দন আর কী হতে পারে? তাই পৌঁছে গেলাম সপ্তপদী রেস্টুরেন্টে।
দরজার ভেতর ঢুকতেই চোখে পড়ল উত্তম-সুচিত্রা থিমড ডেকরেশন। মনে হল যেন সাদা-কালো সিনেমার পর্দায় ঢুকে গেছি। আমি যেহেতু এদের ভীষণ ভক্ত, তাই মনটা ভরে গেল।
আমি অর্ডার করলাম তাদের Celebration Thali— মূল্য ১১৯৯ রুপি।
তারা যখন থালি সামনে সাজিয়ে দিল, মনে হল আমি যেন এক রাজসভায় বসেছি।
প্রথমে এল আমপোড়া শরবত—
প্রথম চুমুকেই মনে হল যেন আমায় স্বর্গে টেনে নিচ্ছে।
তারপর একে একে সাজানো থাকল—
খোয়া কাঁচা লঙ্কার কচুরি, ঝুরি আলুভাজা, ডাল, ঘন্টো, চিংড়ি, পাবদা, ইলিশ, মাটন, চিকেন, চাটনি, পাপড় আর মিষ্টি।
প্রতিটি পদ যেন আলাদা করে বলছিল—
“এটাই তো বাংলা, এটাই তো আমাদের সংস্কৃতি।”
কিন্তু একা ভ্রমণেরও একটা আফসোস আছে—
এত প্রাচুর্যের খাবার একা শেষ করা যায় না।
আমি হয়তো ২০%–ও খেতে পারিনি।
মনে হচ্ছিল, পৃথিবীর কোথাও মানুষ না খেয়ে ঘুমোয়, আর আমি এত খাবার ফেলে যাচ্ছি।
এই অপরাধবোধটা মনের ভেতর রয়ে গেল।
কিন্তু আসল চমকটা তখনও বাকি ছিল।
যখন থালি আমার সামনে পরিবেশন করা হচ্ছিল,
তারা হঠাৎ করেই আমার ছবি তুলে নিল।
আমি অবাক হলেও ভাবলাম, হয়তো স্রেফ সাজানোর জন্য।
কিন্তু যখন আমি খাবার শেষ করে বিদায় নিতে যাচ্ছি,
ওরা হাসিমুখে আমার হাতে তুলে দিল সেই ছবির হার্ডকপি।
সেই মুহূর্তে আমি একেবারে স্তব্ধ হয়ে গেলাম।
আমার মনে হল, এটাই তো কলকাতা—
শুধু খাবারের শহর নয়, মানুষের মায়ার শহর।
একদিকে থালার ভেতর গোটা বাংলার স্বাদ,
অন্যদিকে হাতে পাওয়া একটা ছোট্ট ছবি,
যা আজীবনের স্মৃতি হয়ে থাকবে আমার একক ভ্রমণের গল্পে।
সেই মুহূর্তে আমি বুঝলাম—
খাবার শুধু পেট ভরায় না, হৃদয়ও ভরে দেয়।
এটাই আমার জীবনের এক অনন্য স্লাইস অব লাইফ। ✨
#ASliceOfMyLife #KolkataFood #BengaliThali #Saptapadi #SoloTravel
4 months ago | [YT] | 1
View 0 replies
A Slice of My Life
তিরুপতি-তিরুমালা : পাহাড়ের বুকের এক অলৌকিক যাত্রা 🏞️
আন্ধ্র প্রদেশের বুক চিরে উঠে গেছে সবুজ পাহাড়ের সারি।
সকালের কুয়াশা যেন সাদা শাড়ি পরে নাচছে তিরুমালার বুকে।
পাখিদের কলতান, শাল-পলাশের ঘ্রাণ আর পাহাড়ি বাতাসের শীতল স্পর্শ—
সব মিলিয়ে মনে হচ্ছিল, আমি যেন পৃথিবীর বাইরে অন্য এক জগতে ঢুকে গেছি।
আমার চোখে ভেসে উঠছিল—
প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক দেবালয়,
যেখানে হাজারো মানুষ পা বাড়ায় ভক্তির টানে।
কিন্তু, জানেন তো?
তিরুপতি শুধু দেবতার মন্দির নয়,
এখানে পাহাড়ি ঝরনার গুঞ্জন,
বাঁকানো পথের রহস্য,
আর কুয়াশার ভেতরে লুকোনো অদ্ভুত শান্তি।
যখন আমি পাহাড়ের গা বেয়ে উঠছিলাম,
নীচে তাকালে দেখছিলাম—
গাড়িগুলো পিঁপড়ের মতো ছোট,
আর আমি যেন আকাশের আরও কাছে চলে যাচ্ছি।
মনে হচ্ছিল,
এই পাহাড়ের প্রতিটি পাথরে,
প্রতিটি গাছে, প্রতিটি হাওয়ার ছোঁয়ায়
কোনো না কোনো গল্প লুকিয়ে আছে।
👉 তিরুমালার সৌন্দর্যকে কীভাবে একটিমাত্র বাক্যে বর্ণনা করা যায়?
শান্তি, রহস্য আর ভক্তির এক অদ্ভুত মিশেল।
#SliceOfMyLife #Tirupati #Tirumala #AndhraPradesh #TravelStory #BanglaStory #NatureBeauty
4 months ago | [YT] | 1
View 0 replies
A Slice of My Life
কফির গল্প – A Slice of My Life ☕
সকালটা আমার কাছে কখনোই সকাল হয় না, যদি কফির ধোঁয়া ওঠা কাপটা হাতে না থাকে।
কাজে যাওয়ার পথে চোখ ভারী লাগে, মাথা কাজ করে না—কিন্তু এক চুমুক কফি যেন জাগিয়ে তোলে পুরো পৃথিবীকে। 🌍💭
একটা কাপে লুকিয়ে থাকে হাজারটা অনুভূতি—
কেউ প্রথম প্রেমের দিনে কফির কাপে খুঁজে পায় ভালোবাসা,
কেউ রাতভর পড়াশোনায় কফির ওপর ভরসা রাখে,
আবার কেউ একাকিত্ব ভরাট করে এক কাপ কালো কফিতে।
আপনি কি জানেন?
👉 প্রতি মিনিটে পৃথিবীতে প্রায় ২৩ লাখ কাপ কফি পান হয়ে যায়।
মানে, যতক্ষণে আপনি এই লেখা পড়লেন, কোটি মানুষের কাপে শেষ হয়ে গেছে একেকটা গল্প।
বাংলাদেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া সবসময় বলেন— “I am a lover”.
আর আমি বলি— “ I am a Coffee lover!” ☕❤️হাহাহা এটাই বাস্তব! 😂
বাংলাদেশের গলির মোড়ে চায়ের আড্ডার যে গল্প আছে,
কফির কাপে ঠিক তেমনই আছে নিঃশব্দ কবিতা।
আমার কাছে কফি মানে—
জীবনের ছোট ছোট সুখ,
ক্লান্তির মাঝে জেগে ওঠার অনুপ্রেরণা,
আর এক চুমুকেই হারিয়ে যাওয়া দুঃখের বোঝা।
কফি শুধু পানীয় নয়, কফি হলো পৃথিবীর হৃদয়ের লেখা এক অদৃশ্য কবিতা।
#CoffeeLover #SliceOfMyLife #RiponMia #CoffeeStories #Bangladesh #LifePoetry
4 months ago | [YT] | 1
View 0 replies
A Slice of My Life
Which place matches your soul right now? ❤️
5 months ago | [YT] | 4
View 0 replies