Assalamu Alaikum everyone welcome to my YouTube channel. I love making videos, and it's my joy, people like different things, but I love making videos. Since childhood, I was very interested in how to make videos, so I opened my own YouTube channel. I hope everyone will stay with me by subscribing to my channel. Jazakallah.
Abir Hossain
রিপনের মত সাধারন মানুষকে নিয়ে এই ধরনের বাজে খেলা ঠিক হয় নি, উনি একজন সাধারণ মানুষ ওনাকে নিয়ে আমাদের দেশের কিছু সাংবাদিক নামে ভিউ খোর তার পিছনে লেগেছে।
আপনাদের উদ্দেশ্যে বলছি ওনাকে বদনাম করে আপনার সাময়িক লাভ হবে ,কিন্তু তার এলাকায় তার বদনাম হবে , সে এলাকায় সাধারন চলা ফেরা করতে পারবে না। আল্লাহর ভয় থাকলে পরের ক্ষতি করবেন না।
3 weeks ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
আমরা আনিসুর রহমান জিকুকে জাতীয় দলে ফেরত চাই ⚽️❤️🇧🇩✊
3 weeks ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
দেখো আরব বিশ্ব তোমরা যা পারো না তা আমার দেশের জনগণ করে দেখিয়েছে । ফিলিস্তিন মুসলমানদের ছিলো , আছে থাকবে ইনশাআল্লাহ ।
6 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
আজকের সমাবেশ দেখে কলিজা ঠান্ডা হয়ে গেছে , ধর্ম , দল নির্বিশেষে সবাই একসাথে । ফিলিস্তিন ফিলিস্তিন, মুক্ত করো স্বাধীন করো ।
6 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
আহলে হাদিস হও ইবনে তাইমিয়ার মতো
আহলে হাদিস হও ইবনুল কায়্যিম এর মতো
আহলে হাদিস হও ইবনে কাসিরের মতো
আহলে হাদিস হও ইবনুল জাওযির মতো
আহলে হাদিস হইওনা সৌদির দালালদের মতো।
শাইখুনা মুফতি হারুন ইজহার হাফি.
6 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
গাছ লাগান পরিবেশ বাঁচান।
7 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
বাংলাদেশের সকল বিভাগে বাসের স্পিড লিমিট ঠিক করে দেওয়া হোক । এবং বাস চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করে গাড়ি ড্রাইভ করতে দেওয়া হোক। যারা আইন মানবে না তাদের শাস্তির আওতায় আনা হোক , এর মাদ্ধমে সড়ক🚌 দুর্ঘটনা কমবে ।
7 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
👉রোজা ভঙ্গের কারণ, এবং রোজার কাযা ও কাফফারার বিধান:👇
🟥 রোজা ভঙ্গের কারণ সমুহঃ
◾ ইচ্ছাকৃত পানাহার করলে।
◾ স্ত্রী সহবাস করলে ।
◾ কুলি করার সময় হলকের নিচে পানি চলে গেলে (অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভাঙ্গবে না)।
◾ইচ্ছকৃত মুখভরে বমি করলে।
◾নস্য গ্রহণ করা, নাকে বা কানে ওষুধ বা তৈল প্রবেশ করালে।
◾জবরদস্তি করে কেহ রোজা ভাঙ্গালে।
◾ইনজেকশান বা স্যালাইনের মাধ্যমে দেমাগে (মস্তিষ্ক) ওষুধ পৌছালে।
◾কংকর পাথর বা ফলের বিচি গিলে ফেললে।
◾সূর্যাস্ত হয়েছে মনে করে ইফতার করার পর দেখা গেল সুর্যাস্ত হয়নি।
◾পুরা রমজান মাস রোজার নিয়ত না করলে।
◾ দাঁত হতে ছোলা পরিমান খাদ্য-দ্রব্য গিলে ফেললে।
◾ ধূমপান করা, ইচ্ছাকৃত লোবান বা আগরবাতি জ্বালায়ে ধোয়া গ্রহন করলে।
◾মুখ ভর্তি বমি গিলে ফেললে।
◾ রাত্রি আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে।
◾ মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবহে সাদিকের পর নিদ্রা হতে জাগরিত হওয়া।
উপরে উল্লেখিত অবস্থায় (ইচ্ছা কৃত অবস্থা ছাড়া) শুধু কাজা ওয়াজিব হবে। আর যদি রোজা অবস্থায় ইচ্ছাকৃতভাবে স্বামী-স্ত্রী সহবাস অথবা পানাহার করে তবে কাজা ও কাফফারা উভয়ই ওয়াজিব হবে। ⚠️
🔴 রোযার কাফফারা হচ্ছে লাগাতার ৬০ টি রোযা রাখা আর তা যদি সম্ভব না হয় তাহলে কোন গরীব মানুষকে পেট ভরে দু' বেলা ৬০ দিন খাবার খাওয়ানো অথবা ৬০ দিন হিসাব করে সদকাতুল ফিতর পরিমাণ টাকা (৬০/৬৫) কোনো গরীব - মিসকিন কে দান করে দেয়া।
⭕ আর ফিদয়া হচ্ছে ঐ সমস্ত ব্যক্তিদের জন্য যারা রমজান মাসে জটিল কোনো রোগের কারণে অথবা অন্য কোন কারণে রোজা রাখতে সক্ষম হয়নি এবং পরবর্তীতেও তা কাযা করতে সক্ষম হয়নি।
এমন ব্যক্তি ৩০ রোজার পরিবর্তে দু'বেলা কোনো গরীব ব্যক্তিকে ৩০ দিন খাবার খাওয়াবে অথবা প্রত্যেক রোজার পরিবর্তে সদকাতুল ফিতর পরিমাণ টাকা (৬০/৬৫)গরীব মিসকিন কে দান করে দেয়া।
সবাই কপি ও শেয়ার করুন এবং দ্বীন ইসলাম কে মেনে চলুন।
শেয়ার করে দিন,,,
8 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
টি সি বি এর মাধ্যমে , একজন মানুষ কে অপমান করা হয় । টাকা দিয়ে খাদ্য , দ্রব্য কিনবে একজন ভোক্তা , তার কেনো লাইনে দাঁড়িয়ে অসহায়ের মত আরেকজনের কাছে হাত পাততে হবে ? বর্তমান সরকার কে বলছি , দ্রুত এই বিষয়ে পদক্ষেপ গ্রহন করুন । যারা পাইকার আছে তারা যেন অতি মুনাফা না করতে পারে সেখানে তদারকি করুন , কেউ যেন বোতলজাত কোনো তেল যেন ভেঙ্গে বিক্রি করতে না পারে সে বিষয়ে ভোক্তা অধিকারের বাজার মনিটরিং টিম দেশের সকল বাজারে মোতায়েন করা হোক । যে দাম বেশি রাখবে তাকে জেল জরিমানা সহ অর্থ দন্ড দেওয়া হো… See more
8 months ago | [YT] | 0
View 0 replies
Abir Hossain
আজকের এই দিনে সকল শহীদ ভাইদের রুহের আত্মার মাগফেরাত কামনা করছি , আল্লাহ তায়ালা যেন তাদের সবাইকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আমিন ইয়া রব । (মাতৃভাষা দিবস ২০২৫)
8 months ago | [YT] | 0
View 0 replies
Load more