I am here to express myself.


Kakali's own

সক্কলকে আমার তরফ থেকে একরাশ শুভেচ্ছা ,অভিনন্দন আর ভালোবাসা

এই শরতে ..

কাকলি সিনহা
পাঠ - শ্রীতমা বসু

শরৎ আনে বিসর্জনের বার্তা,
শরৎ জানে বিসর্জনের মর্ম?
শরৎ জানে ত্যাগের রকমফেরতা ,
শরৎ জানে বিসর্জনের ধর্ম?
শরৎ জানে বিসর্জনের কষ্ট,
শরৎ জানে বিসর্জনের দুঃখ?
শরৎ জানে বিসর্জনে ভ্রষ্ট,
কোন আঁধারে বিলীন হয় লক্ষ্য?
একটা শরৎ আকাশ জোড়া সুখ,
অন্য শরৎ বিষাদমাখা সুর,
একটা শরৎ মেটায় ভুলচুক,
অন্য শরৎ দ্বন্দ্বে ভরপুর।
তবুও শরৎ আগমনীর গান,
আবাহনেও মুখর তবু রোদ,
সবুজ জুড়ে সমারোহের স্নান,
বিসর্জনেও খুশির চোরাস্রোত।

3 months ago | [YT] | 1

Kakali's own

#resignMAMATA আজ সেই রাত , যে রাতে দৃঢ় সংকল্প নিয়ে আগুয়ান রাজ্যবাসী যে, এই নৃশংস হত্যালীলার অবসান হোক। একটার পর একটা প্রশাসনের প্রত্যক্ষ মদতে খুন করার উদগ্র বাসনা এবার ঘুচিয়ে দিতে আমরা পথে নামছি। এই লড়াই তোমার আমার , এই লড়াই সব্বার।🔹 *আজকের 'রাত-পাহারা' আন্দোলনের কিছু স্লোগান*



🔹সংগ্রামীদের শোন চিৎকার
নিরাপত্তার চাই অধিকার

🔹নারী ইজ্জত: মৃৎপাত্র!
কে ভেঙেছে? মহাপাত্র?

🔹পাতাল ফুঁড়ে আন তুলে
দাও বিচার। দাও শূলে।


🔹মা বোনেরা পথে নামো
এছাড়া আর উপায় নাই
কন্ঠ ছেড়ে জোরসে বলো
নির্যাতিতার বিচার চাই।
বিচার চাই, বিচার চাই।

🔹দুরাচারীর আস্ফালনে
মা বোন বলছে বাঁচতে চাই
সময় এসেছে গর্জে ওঠার
জোরসে বলো বিচার চাই।
বিচার চাই বিচার চাই।

🔹মহান শাসকের দৃষ্টিকোণ
সকাল বেলায় পদ ত্যাগ আর
বিকেল বেলায় প্রমোশন।
এ নৈরাজ্য মানছি নাম মানবোনা।

🔹 নর খাদকের অভয়ারণ্য
এই বাংলা আমার নয়,
নারীরা আজ অরক্ষিত
জাঁকিয়ে বসেছে প্রাণের ভয়
শাসক তোমার লজ্জা নাই লজ্জা নাই।

🔹কিসের লজ্জা, কিসের ভয়!
এই মেয়ে কি মোদের নয়?
মুখ্যমন্ত্রী জবাব চাই জবাব দাও।
🔹 কামদুনি বা আর জি কর
নেংটি ছেড়ে ধীরে ধর।
এ নৈরাজ্য রাজ্য মানছি না মানবো না।

🔹রক্ষক আজ ভক্ষক
তাই প্রশাসনে ভরসা নাই
সমস্বরে জোরসে বল নির্যাতিতার বিচার চাই।

🔹 মা বোনেরা বাঁচতে চাও
বঁটি-ঝাঁটা হাতে নাও
এ ছাড়া আর উপায় নাই
কন্ঠ ছেড়ে জোরসে বলো নির্যাতিতার বিচার চাই।

🔹 মুছে ফেলতে বিভীষিকা
জ্বালাও নারী বহ্নিশিখা।
এ বিদ্রোহ থামছে না থামবে না।

1 year ago (edited) | [YT] | 2

Kakali's own

কোনদিক সাথী, কোনদিক বল ,কোনদিক বেছে নিবি তুই!

1 year ago | [YT] | 1

Kakali's own

আজকাল সবারই সময়ের খুব অভাব তাই বড়ো বড়ো উপন্যাস পড়ার বা শোনার সময় হয় না!কেমন লাগবে যদি সংক্ষেপে একটা বড়ো উপন্যাস শুনতে পান? মতামত জানান।

3 years ago | [YT] | 2

Kakali's own

কার কামড় সবচেয়ে বিপজ্জনক??

3 years ago | [YT] | 4

Kakali's own

সততার প্রতীক বলতে আপনি কাকে বোঝেন??

3 years ago | [YT] | 3

Kakali's own

সততার প্রতীক বলতে আপনি কাকে বোঝেন??

3 years ago | [YT] | 2