মূলত এটি একটি পারিবারিক ব্লগ চ্যানেল যেখানে সবাই সাহায্য করবেন এবং আমাদের জন্য দোয়া করবেনধন্যবাদ...
Sinha babu
রক্তাক্ত ভূমি😥😥এই বাংলার মাটি, সবুজ নয় আর আজ,রক্তে ভেজা রাজপথ, বাতাসে দীর্ঘশ্বাস।শিশুর কান্না মেশে, মায়েদের আহাজারি,হিংসার আগুন জ্বলে, কেমনে বাঁচি ভাই?কথা ছিল শান্তির, ছিল মুক্তির গান,আজ দেখি প্রতিপদে, মৃত্যুর আহ্বান।কার ইশারায় নাচে, এই হিংস্র প্রলয়?কে ভাঙে মানবতা, কে গো এ জনভয়?আলো নিভে গেছে ঘরে, আঁধার চারিধার,ভয় আর আতঙ্কে, কাটে যে বারো মাস।ভাই ভাই আজ শত্রু, কে কার আপন জন?রক্তের স্রোতে ভাসে, আমার প্রিয় প্রিয়জন।তবুও এই মাটি, এ আমারই দেশ,এখানে জন্ম মোদের, এখানে ভালোবাসা শেষ।একদিন সব হিংসা, যাবে থেমে দূর হয়ে,আবার ফুটবে ফুল, এই বাংলায় বয়ে।আসুক সেই শুভদিন, আসুক শান্তি আবার,রক্তের দাগ মুছে যাক, মুছে যাক হাহাকার।গড়ব নতুন দেশ, নতুন এক আশা নিয়ে,হিংসার অবসান হোক, দেশ চলুক এগিয়ে।
5 months ago | [YT] | 1
View 0 replies
Sinha babu
রক্তাক্ত ভূমি😥😥
এই বাংলার মাটি, সবুজ নয় আর আজ,
রক্তে ভেজা রাজপথ, বাতাসে দীর্ঘশ্বাস।
শিশুর কান্না মেশে, মায়েদের আহাজারি,
হিংসার আগুন জ্বলে, কেমনে বাঁচি ভাই?
কথা ছিল শান্তির, ছিল মুক্তির গান,
আজ দেখি প্রতিপদে, মৃত্যুর আহ্বান।
কার ইশারায় নাচে, এই হিংস্র প্রলয়?
কে ভাঙে মানবতা, কে গো এ জনভয়?
আলো নিভে গেছে ঘরে, আঁধার চারিধার,
ভয় আর আতঙ্কে, কাটে যে বারো মাস।
ভাই ভাই আজ শত্রু, কে কার আপন জন?
রক্তের স্রোতে ভাসে, আমার প্রিয় প্রিয়জন।
তবুও এই মাটি, এ আমারই দেশ,
এখানে জন্ম মোদের, এখানে ভালোবাসা শেষ।
একদিন সব হিংসা, যাবে থেমে দূর হয়ে,
আবার ফুটবে ফুল, এই বাংলায় বয়ে।
আসুক সেই শুভদিন, আসুক শান্তি আবার,
রক্তের দাগ মুছে যাক, মুছে যাক হাহাকার।
গড়ব নতুন দেশ, নতুন এক আশা নিয়ে,
হিংসার অবসান হোক, দেশ চলুক এগিয়ে।
5 months ago | [YT] | 1
View 0 replies