শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

আসসালামুয়ালাইকুম! এটা আমার ইসলামী ভ্রমণ—যেখানে প্রতিদিন সকালের ও বিকেলের দো‘আ, কুরআন ভিত্তিক স্মরণ ও ছন্দবদ্ধ ভাবনা শেয়ার করি। মনে রাখবেন—আল্লাহর দিকে ফিরে আসা কখনো দেরি করে না।

🌟 কি পাবেন এখানে:
• 🌅 প্রতিদিন সকালের দো‘আ
• 🌙 বিকেলের দো‘আ ও আয়াত
• 📖 কুরআনের শিক্ষা ও ছন্দবদ্ধ ভিডিও
• 🕋 সার্বজনীন বেড়াবাড়ির শান্তি ও বিশ্বাসের বার্তা

✅ নতুন ধারাবাহিক সিরিজ শুরু করেছি—"Day 1" থেকে প্রতিদিন দো‘আ পাবেন Shorts ভিডিওতে।

🎯 লক্ষ্যমাত্রা:
আপনাদের আধ্যাত্মিক নিস্বার মধ্যে আলো ছড়িয়ে দেওয়া। আপনার অনুভূতি কমেন্টে জানান—আমরা একসাথে আলোর পথ ধরে চলব।

👇 এখনই ক্লিক করুন:
🔴 Subscribe • 🛎️ Notification বেল • ❤️ বন্ধুদের সাথে শেয়ার করুন!

“Comment Your Thoughts ↓ Share the Light”



শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা এবং সাধারণ মানুষের পকেট কাটা ইসলামের দৃষ্টিতে জঘন্য অপরাধ। রাসুলুল্লাহ (সা.)-এর এই হাদিসটি আমাদের সকলের জন্য এক বড় সতর্কবার্তা।
​ব্যবসায় সততা থাকলে আল্লাহ সেখানে বরকত দান করেন, কিন্তু মানুষের কষ্টের ওপর ভিত্তি করে অর্জিত সম্পদে কোনো কল্যাণ নেই। আসুন, আমরা নিজে সচেতন হই এবং অন্যদের সচেতন করি।"

​"আপনার কি মনে হয়, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি ধর্মীয় সচেতনতাই পারে বাজার থেকে এই 'সিন্ডিকেট' বা 'মজুতদারি' প্রথা দূর করতে? আপনার মতামত কমেন্টে জানান।"

#IslamicStatus #Hadith #CommunityPost #BusinessEthics #Islam #সচেতনতা #মজুতদারি #সতর্কবার্তা

1 day ago | [YT] | 0

শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

আপনার বর্তমান বয়স অনুযায়ী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কোনটি?
​⏳ সময় বাঁচানো
​💰 ক্যারিয়ার গড়া
​❤️ পরিবারকে সময় দেওয়া
​🧠 মানসিক শান্তি
​৩. হ্যাশট্যাগ (Hashtags):
#LifeTruth #TimeManagement #DeepThoughts #Motivation #BanglaQuotes #CommunityPost

1 week ago | [YT] | 1

শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

মনে রাখবেন, কবরে কোনো অজুহাত চলবে না। ✋🛑অজুহাত ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন। ৫ ওয়াক্ত নামাজ সময়ের গুরুত্ব দিন। 🤲🕋
#Namaz #IslamicStatus #Reminder #Salah #TiktokIslamic #Bangladesh

3 weeks ago | [YT] | 2

শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

ইয়া আর হামার রাহিম, জুল জালালী ওয়াল ইকরাম, আলহামদুলিল্লাহ, তোমার কথা স্মরণে রাখতে পেরে, আমার মুখে তোমার প্রিয় নামটি " আল্লাহ'', উচ্চারিত ধ্বনিতে বলছি, আপনি আমার মত এই পাপী বান্দা কে সর্বদাই তোমার জিকিরের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করো। আমি পাপী নিকৃষ্ট গুনাগার, এই বিশ্ব জাহানের সবচাইতে নিকৃষ্ট বান্দা তোমার। গুনা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে তোমার দয়া মায়া ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার ক্ষমা ছাড়া -সেই এত পরিমাণ গুনাহের জন্য জাহান্নামের আগুন হইতে রক্ষা করার মত আমার আর কেউ নেই। নফসের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। হে আল্লাহ তুমি আমার আত্মাকে পরিশুদ্ধিত্ব করার জন্য, সর্বদাই তোমার জিকিরের মধ্যে রেখে, আমাকে তোমার এক প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেওয়ার জন্য, হেদায়েত দান কর। তোমার সকল বান্দাদের জন্যও আমার পক্ষ থেকে এ পাপী বান্দর দোয়া কে কবুল করে নাও, আমিন। 🤲

‪@saddamsrabon2584‬ ‪@Sirat-At-Taqwa‬ ‪@madhurqurantilawat‬ ‪@AllahKiQudrat‬ ‪@IslamicTeacherOfficial786‬

https://youtu.be/bOkAjry5JxY?si=qAr--...

1 month ago | [YT] | 0

শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আপনি কি গণভোটের পক্ষে রাজি ?

2 months ago | [YT] | 0

শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain

শরীর, মানসিক অবস্থা, সম্মান এবং জীবিকা (রিজিক) প্রভাবিত করে এমন কিছু
১. তিনটি জিনিস যা শরীরকে অসুস্থ করে:
​১. কথা বেশি বলা।
২. অতিরিক্ত নিদ্রা ও বিশ্রাম।
৩. অতিরিক্ত পানাহার করা।
​২. চারটি জিনিস যা শরীরকে ধ্বংস করে:
​১. দুশ্চিন্তা ও পেরেশানি।
২. দুঃখ ও হতাশা।
৩. ক্ষুধা (সম্ভবত অতিরিক্ত বা ক্ষতিকর ক্ষুধাকে নির্দেশ করছে)।
৪. অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।
​৩. চারটি জিনিস যা চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়:
​১. মিথ্যা।
২. উদ্ধততা ও অহংকার।
৩. ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা।
৪. লজ্জাহীনতা ও অশ্লীলতা।
​৪. চারটি জিনিস যা আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে:
​১. তাকওয়া (আল্লাহভীতি)।
২. সত্যবাদীতা।
৩. দানশীলতা।
৪. আত্মসম্মান রক্ষা।
​৫. চারটি জিনিস যা রিজিক বৃদ্ধি করে:
​১. রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা।
২. সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর যিকির করা।
৩. নিয়মিত দান করা।
৪. দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।
​৬. চারটি জিনিস যা রিজিক কমিয়ে দেয়:
​১. (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা।
২. সালাতে ত্রুটি বা কম করা।
৩. আলস্যতা।
৪. প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।

ইসলামি জ্ঞান এবং উপদেশ, যা ইমাম হাফিজ ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)-এর প্রতি আরোপিত।

সূত্র: যাদ আল-মা'আদ; চিকিৎসা অধ্যায়: ৪/৩৮৯।

2 months ago | [YT] | 1