আসসালামুয়ালাইকুম! এটা আমার ইসলামী ভ্রমণ—যেখানে প্রতিদিন সকালের ও বিকেলের দো‘আ, কুরআন ভিত্তিক স্মরণ ও ছন্দবদ্ধ ভাবনা শেয়ার করি। মনে রাখবেন—আল্লাহর দিকে ফিরে আসা কখনো দেরি করে না।
🌟 কি পাবেন এখানে:
• 🌅 প্রতিদিন সকালের দো‘আ
• 🌙 বিকেলের দো‘আ ও আয়াত
• 📖 কুরআনের শিক্ষা ও ছন্দবদ্ধ ভিডিও
• 🕋 সার্বজনীন বেড়াবাড়ির শান্তি ও বিশ্বাসের বার্তা
✅ নতুন ধারাবাহিক সিরিজ শুরু করেছি—"Day 1" থেকে প্রতিদিন দো‘আ পাবেন Shorts ভিডিওতে।
🎯 লক্ষ্যমাত্রা:
আপনাদের আধ্যাত্মিক নিস্বার মধ্যে আলো ছড়িয়ে দেওয়া। আপনার অনুভূতি কমেন্টে জানান—আমরা একসাথে আলোর পথ ধরে চলব।
👇 এখনই ক্লিক করুন:
🔴 Subscribe • 🛎️ Notification বেল • ❤️ বন্ধুদের সাথে শেয়ার করুন!
“Comment Your Thoughts ↓ Share the Light”
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
মনে রাখবেন, কবরে কোনো অজুহাত চলবে না। ✋🛑অজুহাত ছেড়ে আল্লাহর পথে ফিরে আসুন। ৫ ওয়াক্ত নামাজ সময়ের গুরুত্ব দিন। 🤲🕋
#Namaz #IslamicStatus #Reminder #Salah #TiktokIslamic #Bangladesh
3 days ago | [YT] | 2
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
হায় আফসোস 🥲@saddamsrabon2584
4 days ago | [YT] | 2
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
@saddamsrabon2584
1 month ago | [YT] | 3
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
ইয়া আর হামার রাহিম, জুল জালালী ওয়াল ইকরাম, আলহামদুলিল্লাহ, তোমার কথা স্মরণে রাখতে পেরে, আমার মুখে তোমার প্রিয় নামটি " আল্লাহ'', উচ্চারিত ধ্বনিতে বলছি, আপনি আমার মত এই পাপী বান্দা কে সর্বদাই তোমার জিকিরের মধ্যে মগ্ন থাকার তৌফিক দান করো। আমি পাপী নিকৃষ্ট গুনাগার, এই বিশ্ব জাহানের সবচাইতে নিকৃষ্ট বান্দা তোমার। গুনা করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে গেছি যেখানে তোমার দয়া মায়া ছাড়া, তোমার রহমত ছাড়া, তোমার ক্ষমা ছাড়া -সেই এত পরিমাণ গুনাহের জন্য জাহান্নামের আগুন হইতে রক্ষা করার মত আমার আর কেউ নেই। নফসের সাথে যুদ্ধ করতে করতে আজ আমি ক্লান্ত। হে আল্লাহ তুমি আমার আত্মাকে পরিশুদ্ধিত্ব করার জন্য, সর্বদাই তোমার জিকিরের মধ্যে রেখে, আমাকে তোমার এক প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেওয়ার জন্য, হেদায়েত দান কর। তোমার সকল বান্দাদের জন্যও আমার পক্ষ থেকে এ পাপী বান্দর দোয়া কে কবুল করে নাও, আমিন। 🤲
@saddamsrabon2584 @Sirat-At-Taqwa @madhurqurantilawat @AllahKiQudrat @IslamicTeacherOfficial786
https://youtu.be/bOkAjry5JxY?si=qAr--...
1 month ago | [YT] | 0
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
1 month ago | [YT] | 0
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
1 month ago | [YT] | 1
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আপনি কি গণভোটের পক্ষে রাজি ?
1 month ago | [YT] | 0
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
শরীর, মানসিক অবস্থা, সম্মান এবং জীবিকা (রিজিক) প্রভাবিত করে এমন কিছু
১. তিনটি জিনিস যা শরীরকে অসুস্থ করে:
১. কথা বেশি বলা।
২. অতিরিক্ত নিদ্রা ও বিশ্রাম।
৩. অতিরিক্ত পানাহার করা।
২. চারটি জিনিস যা শরীরকে ধ্বংস করে:
১. দুশ্চিন্তা ও পেরেশানি।
২. দুঃখ ও হতাশা।
৩. ক্ষুধা (সম্ভবত অতিরিক্ত বা ক্ষতিকর ক্ষুধাকে নির্দেশ করছে)।
৪. অনর্থক অধিক রাত্রি পর্যন্ত জেগে থাকা।
৩. চারটি জিনিস যা চেহারাকে মলিন করে এবং আনন্দ ও সম্মান কেড়ে নেয়:
১. মিথ্যা।
২. উদ্ধততা ও অহংকার।
৩. ইলমি বিষয় ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা।
৪. লজ্জাহীনতা ও অশ্লীলতা।
৪. চারটি জিনিস যা আনন্দ ও সম্মান ফিরিয়ে আনে:
১. তাকওয়া (আল্লাহভীতি)।
২. সত্যবাদীতা।
৩. দানশীলতা।
৪. আত্মসম্মান রক্ষা।
৫. চারটি জিনিস যা রিজিক বৃদ্ধি করে:
১. রাত জেগে তাহাজ্জুদের সালাত আদায় করা।
২. সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর যিকির করা।
৩. নিয়মিত দান করা।
৪. দিনের শুরু ও শেষে আল্লাহর যিকির করা।
৬. চারটি জিনিস যা রিজিক কমিয়ে দেয়:
১. (ফজরের পরে) সকাল বেলা ঘুমিয়ে থাকা।
২. সালাতে ত্রুটি বা কম করা।
৩. আলস্যতা।
৪. প্রতারণা ও বিশ্বাসঘাতকতা।
ইসলামি জ্ঞান এবং উপদেশ, যা ইমাম হাফিজ ইবনুল কাইয়্যিম (রহিমাহুল্লাহ)-এর প্রতি আরোপিত।
সূত্র: যাদ আল-মা'আদ; চিকিৎসা অধ্যায়: ৪/৩৮৯।
1 month ago | [YT] | 1
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
হৃদয়ের প্রশান্তির গোপন চাবি: এই দু'আটি! 👉ইলা-হা ইল্লা- হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম।"
#Hasbiyallahu #Jikir #DailyDua #IslamicMotivation #হৃদয়ের_প্রশান্তি #আল্লাহর_স্মরণ #গান_ছেড়ে_দিন #IslamicReminder #Shorts #BanglaWaz
2 months ago | [YT] | 2
View 0 replies
শূন্যতা পূর্ণতার–"নিঃশ্বাস" | K.M. Saddam Hossain
কুরআনের এই নামগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি পছন্দ কোনটি? কমেন্টে জানিয়ে দিন! 👇
পবিত্র কুরআনের অন্যান্য নাম (পর্ব ১১)
পবিত্র কুরআন শুধু 'কুরআন' নামেই পরিচিত নয়, এর মহত্ত্ব ও গুণের কারণে আল্লাহ তা'আলা এটিকে আরও কয়েকটি নামে উল্লেখ করেছেন। এর মধ্যে চারটি প্রধান নাম হলো:
১. ফুরকান (Furqan): অর্থ সত্য-মিথ্যার পার্থক্যকারী। (কুরআনে বলা হয়েছে: ২৫:১)
২. তানজিল (Tanzil): অর্থ অবতীর্ণ। (কুরআনে উল্লেখ করা হয়েছে: ২৬:১৯২)
৩. যিকর (Dhikr): অর্থ স্মারক বা উপদেশ। (কুরআনে বলা হয়েছে: ১৫:৯)
৪. কিতাব (Kitab): অর্থ গ্রন্থ বা কিতাব। (কুরআনে ইঙ্গিত করা হয়েছে: ২৯:৩০)
এই নামগুলো কুরআনের অসাধারণ তাৎপর্য এবং কার্যকারিতাকে তুলে ধরে।
আল্লাহ আমাদের সকলকে কুরআনের নির্দেশনা সঠিকভাবে বুঝতে এবং জীবন পরিচালনা করতে সাহায্য করুন। আমিন। 🤲
👉 প্রতিদিন সন্ধ্যা ৭টায় নতুন তথ্য জানতে আমাদের সাথে থাকুন।
#কুরআনেরঅজানাতথ্য #পর্ব১১ #কুরআনের_নাম #ফুরকান #যিকর #ইসলামিক_জ্ঞান #IslamicReminder #QuranFacts #FaithAndPeace #KM_Saddam_Hossain
2 months ago | [YT] | 2
View 0 replies
Load more