Assalamu Alaikum,
A small effort for inspiration and guidance on the way in life. I hope you will support me from yours side.


Shamim Web3

ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদের মতামত কী?

8 months ago | [YT] | 2

Shamim Web3

Pi is a first digital currency which is mining with our mobile device easily.
Join me on www.minepi.com/ShamimOsmanpailot

9 months ago (edited) | [YT] | 1

Shamim Web3

বিশেষ সর্তকতাঃ Pi Account Login Problem
.....................................................................
কারও পাই একাউন্ট অটোমেটিক লগ আউট হওয়ার পর, আপনি যদি লগিং করতে গিয়ে লগিং না করতে পারেন এবং নিচের ছবিটির মতো লেখা আসে।
তাহলে বিচলিত হবেন নাহ। এটি একটি সিষ্টেমের সার্ভার সমস্যা। দ্রুত সময়ে এর সমাধান আসবে।
আপনারা যদি এই সমস্যার সম্মুখীন হন, তাহলে বিচলিত হইয়েন না। সময় নিয়ে ২-৩ ঘন্টা পর আবার দেখবেন।
আর এই রকম সমস্যা এড়িয়ে চলতে ফেসবুক ভেরিফাই করে নেওয়া বুদ্ধিমানের কাজ। তবে, লক্ষ্য রাখতে হবে যে আপনার পাই একাউন্টের নামের সাথে যেন ফেসবুক আইডির নাম একই হয়।
যেমনঃ
Pi Account Name : Shamim Miah
Facebook Name : Shamim Miah
সেইম সেইম হতে পারে।
এই বিষয়ে বিস্তারিত পরে বলবো।
ভালো থাকুন।
সর্তক থাকুন।
প্রতারক থেকে বেঁচে থাকুন।
নিয়মিত মাইনিং করুন।

9 months ago | [YT] | 0

Shamim Web3

আসসালামু আলাইকুম, আপনাদের পাই নেটওয়ার্কের যেকোন সমস্যার সমাধান পেতে কমেন্টে মতামত জানান।
আমি এখানে সকল প্রশ্নের উওর দিবো।
‪@PiCoreTeam‬
‪@earningstars‬

9 months ago | [YT] | 1

Shamim Web3

আসসালামু আলাইকুম,
পাই নেটওয়ার্কে যাদের এখনও লাইভনেস পরীক্ষাটি আসে নি। আপনারা দ্রুত পাসওয়ার্ড পরিবর্তন করুন এবং সিকিউরিটি সার্কেল আপডেট করুন।
তবে, সিকিউরিটি সার্কেলে ৫ জনকে এড করবেন যারা ফুল ভেরিফাই।
‪@PiCoreTeam‬
‪@earningstars‬

10 months ago | [YT] | 0

Shamim Web3

কীভাবে সফলতার সাথে পাই নেটওয়ার্কের KYC ভেরিফিকেশন করবেন সেই বিষয়ের পূর্ণাঙ্গ লাইভ ভিডিও আসবে আজ রাতেই।
সঙ্গে থাকুন।
‪@PiCoreTeam‬
‪@MiningCare‬
‪@Blockchain.DariBD‬
‪@al-aminahmedjoy3822‬
‪@ShamimWeb3‬

10 months ago | [YT] | 0

Shamim Web3

ওজন কমাতে কফি:
এক কাপ কফিতে হাফ লেবুর রস এবং সামান্য দারুচিনি গুঁড়ো মিশিয়ে পান করুন। দারুচিনিতে অ্যান্টি-অক্সিডেন্ট থাকে। ক্যাফিনের সঙ্গে অ্যান্টি-অক্সিড্যান্ট মিশে বিপাকীয় হার উন্নত করে এবং ওজন কমার প্রক্রিয়া আরও দ্রুত করতে সাহায্য করে।

2 years ago | [YT] | 2

Shamim Web3

তুলসী চা এর উপকারিতা:
১। তুলসি চা শ্বাসকষ্টের সমস্যা দূর করে।

২। হাঁপানি, ব্রঙ্কাইটিস এবং সাধারণ সর্দি-কাশি থেকেও স্বস্তি দিতে পারে।

৩। তুলসি পাতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।

৪। তুলসি চা শরীরে কর্টিসল হরমোনের মাত্রা কমায়, যা স্ট্রেসের পাশাপাশি উদ্বেগ কমাতেও সাহায্য করে ।

2 years ago | [YT] | 6

Shamim Web3

বরবটির উপকারিতা:
১। বরবটিতে প্রচুর পরিমাণে আমিষ এবং শ্বেতসার রয়েছে।

২। অল্প পরিমানে ভিটামিন-বি-১,বি-২ রয়েছে এবং কিছুটা ক্যালসিয়াম এবং লৌহ পাওয়া যায়।

৩। আয়রনের ঘাটতি পুরন করে।

৪। শরীরে অস্থি সন্ধির ব্যথা কমায়।

৫। ডায়রিয়া ও সর্দি নিরাময় করে।

2 years ago | [YT] | 1

Shamim Web3

দাঁতের ব্যথায় করণীয়:
পেঁয়াজ- দাঁত বা মাড়িতে ব্যথা হলে পেঁয়াজ টুকরো টুকরো করে চেপে রাখুন এবং এটি করলে দাঁতের ব্যথা থেকে মুক্তি দেয়। নিম এবং- লবণ নিমপাতা ফোটানো অল্প পরিমাণে উষ্ণ জলে লবণ যোগ করুন এবং এটি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, এতে দাঁতের ব্যথা থেকে আরাম দিবে।

2 years ago | [YT] | 1