অবাধ্য নফস ( sara )



আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মোহাম্মদ (সা‌ঃ)

প্রচার করো অবশ্যই একটা মাত্র আয়াত ও জানা থাকলে 😌❤️‍🩹


অবাধ্য নফস ( sara )

Assalamualaikum , kemon achen sobai .. 😊
এই অল্প কিছু দিনে অনেক আপুদের সাথে পরিচয় হয়েছে, যদিও আমি জানিনা আমাকে কে কত টুকু চেনে। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভাল, আমি কিছু ব্যক্তিগত কারণে yt থেকে চলে যাচ্ছি!
এটা খুব একটা খারাপ কিছু না তবুও আমার মনে হলো তাই জানালাম ! 🙂💔
আল্লাহ সবাইকে সুস্থ রাখুক দোয়া করি 😊🌸
Last post 💔📌
Assalamu alaikum





‪@jannatul_Islam_100K‬‪@Mobassera_k-j8c‬‪@সুখেরছায়া-10‬‪@NoorknockSara-100k‬‪@HayainHijabs‬‪@islamic_life-14‬‪@Samimasultana-o7h‬‪@LubabaAshrafi-ef2go‬‪@Sara-l2k9e‬‪@TelawahOfficial‬‪@Taspiya_5‬‪@afrin-ariya-100k‬‪@sunshin-r9b‬‪@sehzaadi-100k‬‪@AnikaOrshi‬‪@Wajiha-tj5fv‬‪@Tabassum-t8g‬‪@AyeSha_BeGum-070‬‪@qalbunsaleem-01‬‪@Hafiza-Of-Quran14k‬‪@Farhanashatu-x5m‬‪@SaraJannat-u8f‬‪@DinerPath64‬‪@Deen_islam67‬‪@DinerDishari09‬‪@DeenEcho-21‬‪@Dinner_Aloo‬‪@Lifeofmuslim29‬‪@Maimuna-j9r‬

1 month ago (edited) | [YT] | 16

অবাধ্য নফস ( sara )

উদ্দেশ্য হিন নৌকা , কখনোই কিনারাই পৌছাতে পারে না!

1 month ago | [YT] | 5

অবাধ্য নফস ( sara )

কাঠগোলাপ + পর্দা গাইডলাইন 😩🌸🪄
দুই টাই একসাথে ✨🪄

1 month ago | [YT] | 7

অবাধ্য নফস ( sara )

Cute আপু গুলো সব বাংলাদেশে থাকে কেনো ..? 😩😩

1 month ago | [YT] | 9

অবাধ্য নফস ( sara )

কথার আঘাত — 🪄❤️‍🩹

একটা গ্রামে থাকত এক বালক—নামের ইয়াসিন। স্বভাবেও ছিল ভালো, কিন্তু রেগে গেলে মুখের ভাষা নিয়ন্ত্রণ করতে পারত না। একদিন ছোট্ট একটা ভুলের জন্য সে তার মাকে কঠিন কথা বলে ফেলল। মা চুপ করে রইলেন, কিন্তু তার চোখে জল চলে এলো।

কিছুক্ষণ পরে ইয়াসিনের মনে অপরাধবোধ জাগল। সে গ্রামের মসজিদের ইমাম সাহেবের কাছে গেল। সব শোনার পর ইমাম সাহেব তাকে একটি কাঠ দিলেন এবং বললেন,
“যখনই তুমি কাউকে কটু কথা বলবে, এই কাঠে একটি করে পেরেক ঠুকবে।”

দিন যেতে লাগল… রাগ হলে ইয়াসিন কটু কথা বলত আর কাঠে পেরেক ঠুকত। একটু পর সে দেখল কাঠটা পুরো পেরেকে ভর্তি হয়ে গেছে। তখন সে খুব ভয় পেল।

ইমাম সাহেব বললেন,
“এবার তুমি চেষ্টা করো ভালো কথা বলতে। যত দিন কটু কথা না বলবে, তত দিন একটি করে পেরেক খুলে আনবে।”

ইয়াসিন চেষ্টা করল, ধীরে ধীরে সব পেরেক খুলে ফেলল। কাঠটা ইমাম সাহেবের কাছে নিয়ে এলো। কাঠটিতে ছোট ছোট গর্ত দেখে ইমাম সাহেব বললেন—

“দেখো ইয়াসিন, পেরেকগুলো তো বের হয়ে গেছে, কিন্তু গর্তগুলো রয়ে গেছে। মানুষের হৃদয়ও ঠিক এমন। কটু কথা বলা হলে ক্ষমা চাইলেও সেই আঘাতের দাগ থেকে যায়। তাই মুমিনের জিহ্বা সদা নরম হওয়া উচিত।”

ইয়াসিন দীর্ঘশ্বাস ফেলে বলল,
“হুজুর, আজ বুঝলাম—কথার আঘাত কখনোই ভুলে যায় না।”

1 month ago | [YT] | 12

অবাধ্য নফস ( sara )

:)🗣️ “লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত পরিকল্পনা গোপন রাখুন, কারণ বদনজর সত্য।” 👇


তোমার স্বপ্ন, তোমার পরিকল্পনা — সবার জানার প্রয়োজন নেই।
সবাই তোমার জন্য খুশি নয়, কেউ কেউ নীরবে হিংসা পোষণ করে।
তাই লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত তোমার পরিকল্পনা নিজের মধ্যে রাখো।
চুপচাপ পরিশ্রম করো, ফলাফল নিজেই কথা বলবে।

কারণ —
বদনজর সত্য, আর নীরবতা সবচেয়ে শক্তিশালী ঢাল। 💫

2 months ago | [YT] | 11

অবাধ্য নফস ( sara )

হালাল উপার্জন:❤️
"সালাফের নারীদের অভ্যাস ছিল, যখন বাড়ির পুরুষ কাজে বাইরে বের হতেন, তখন তার স্ত্রী বা মেয়ে তাকে বলত, আপনি অবশ্যই হারাম উপার্জন থেকে বেঁচে থাকবেন, কেননা আমরা অনাহার ও দুরবস্থাতে তো সবর করতে পারব, কিন্তু জা'হা'ন্না'মে'র আগুন সহ্য করতে পারব না। "

- ইমাম আবু হামিদ আল গাযালী [রাহ.]

[ইহইয়াউ উলুমিদ্দীন: ২/৫৮, দারুল মা'রিফাহ, বৈরুত]

2 months ago (edited) | [YT] | 7

অবাধ্য নফস ( sara )

হস্তমৈথুন থেকে বাঁচার উপায় ইসলামি দৃষ্টিতে 🌙

💔 আজকের যুগে এটা একটা নীরব রোগের মতো ছড়িয়ে পড়ছে, অথচ অনেকে এটাকে ছোট বিষয় মনে করে।
কিন্তু ইসলাম আমাদের দেহ, মন ও আত্মা সবকিছু পবিত্র রাখার নির্দেশ দিয়েছে।

🌸*১ রোযা রাখো নবী এর পরামর্শ

> "যে যুবক বিয়ে করতে সক্ষম নয়, সে যেন রোযা রাখে। কারণ রোযা তার জন্য ঢালস্বরূপ।"

📚 সহিহ বুখারী 5066

🍃রোযা রাখলে কামনা-বাসনা শান্ত হয়, আত্মা শুদ্ধ হয়।

🌸*২দৃষ্টি ও কল্পনা সংযত রাখো

📖 আল্লাহ বলেন:

> "মুমিন পুরুষদের বলো, তারা যেন দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে।"

সূরা আন-নূর ২৪:৩০

❌ পর্ন, অশ্লীল ছবি, ভিডিও ও কল্পনা থেকে দূরে থাকো।
একা থাকা সময় কমাও, ইন্টারনেট ব্যবহার নিয়ন্ত্রণে রাখো।

🌸*৩ নামাজ ও কুরআনে মন দাও

নামাজ আত্মাকে পরিশুদ্ধ করে, কুরআন পাঠ মনকে প্রশান্ত রাখে।

* প্রতিদিন সূরা আল-মুমিনুন (২০:১-১১) পড়লে পবিত্রতায় দৃঢ় হওয়া যায়।

🌸* ৪ একাকীত্ব এড়াও

হস্তমৈথুনের সুযোগ একা থাকলেই বেশি হয়।

নিজেকে কাজে ব্যস্ত রাখো, বন্ধু, পরিবার ও ভালো পরিবেশে সময় কাটাও।

🌸*৫ দোয়া করো ও আল্লাহর সাহায্য চাও

اللهم إني أعوذ بك من شر سمعي ومن شر بصري ومن شر لساني ومن شر قلبي ومن شر منيي

"হে আল্লাহ! আমি তোমার কাছে আশ্রয় চাই আমার শ্রবণ, দৃষ্টি, জিহ্বা, হৃদয় ও বীর্যের অনিষ্ট থেকে।"

তিরমিজি ৩৫০২

,🤲 এই দোয়াটি প্রতিদিন সকালে ও রাতে পড়লে আল্লাহ তোমাকে শক্তি দেবেন।

🌸 ৬! বিয়ের চেষ্টা করো

যদি সম্ভব হয়, বিয়ে করে নিজের চাহিদাকে বৈধ পথে পূর্ণ করো। এটাই সবচেয়ে সুন্দর ও নিরাপদ উপায়।


🌸* শেষ কথা:

হস্তমৈথুন ক্ষণিকের সুখ, কিন্তু স্থায়ী অনুশোচনা।

তুমি যদি সত্যিই নিজেকে ঠিক করতে চাও, আল্লাহ তাআলা অবশ্যই সাহায্য করবেন।

পবিত্রতা রক্ষা করা ইমানের অঙ্গ।

দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে নফস ও শয়তানের ফাঁদ থেকে হেফাজত করুন।

কথা:সংগৃহীত 🌸🍃

2 months ago (edited) | [YT] | 8

অবাধ্য নফস ( sara )

আল্লাহর কাছে সব কিছু চেয়েছি , শুধু তাকে ছাড়া .. 😅

মানুষ যখন দুনিয়ার সমস্যায় ভেঙে পড়ে, তখন আল্লাহর জিকিরই দেয় অন্তরে প্রশান্তি।😌❤️‍🩹

2 months ago | [YT] | 8