ছড়িয়ে দিতে চাই প্রতিটি বিশ্বাসী মনে ইসলামের বাণী।
জালিয়ে দিতে চাই প্রতিটি অন্তরে ইসলামের মশাল।

এটাই আমার টার্গেট।
আল্লাহ কবুল করুন।


Hujur 56

একজন অসৎ নারীর চক্রান্ত যদি নিয়ন্ত্রণ না করা যায়,
তা সমাজ, পরিবার এমনকি জাতির জন্যও ভয়ানক পরিণতি বয়ে আনতে পারে।

3 months ago | [YT] | 0

Hujur 56

🌍 *অক্সিজেন আসে কোথা থেকে? গাছ নাকি সাগর?* 🌊
আমরা অনেকেই ভাবি, পৃথিবীর মূল অক্সিজেন সরবরাহ করে গাছপালা।
কিন্তু বিজ্ঞান বলছে—*সত্যিকারের অক্সিজেন হিরো হলো সাগর!*

✅ সাগরের ক্ষুদ্র জীব, যাদের বলা হয় *ফাইটোপ্ল্যাঙ্কটন*,
তারা প্রতি বছর পৃথিবীর ৭০%–৮০% পর্যন্ত অক্সিজেন সরবরাহ করে!
অন্যদিকে, গাছপালা সরবরাহ করে প্রায় ২০% অক্সিজেন।

🌿 গাছ যেমন রক্ষা করতে হবে,
🌊 ঠিক তেমনি সাগর ও সামুদ্রিক জীববৈচিত্র্যও সংরক্ষণ করা জরুরি।

📌 প্রকৃতি রক্ষা মানেই আমাদের ভবিষ্যৎ রক্ষা।

#NatureFacts #OceanOxygen #গাছপালা_ও_সাগর #EnvironmentalAwareness #জ্ঞানমূলক_পোস্ট

8 months ago | [YT] | 0

Hujur 56

কেমনে কি?🤣😁🫠
সবচেয়ে জোশ ১ নাম্বার ক্যাপশনটা😁🤣

11 months ago | [YT] | 2

Hujur 56

দুনিয়াতে শান্তিতে থাকার ফিলোসোফি
যার যার হক তাকে তাকে দিয়ে দেন
নিজের হক আল্লাহর কাছে ছেড়ে দেন
আর দুনিয়াকে আপন মনে করবেন না
আল্লাহ কে ছাড়া কাউকে আপন মনে করবেন না,
সুখে থাকবেন ইনশাআল্লাহ🤍💐

11 months ago | [YT] | 5

Hujur 56

মাঝে মাঝে এমন সারপ্রাইজ পেতে বেশ ভালো লাগে। ব্যস্ত জীবনে ছোট ছোট আনন্দই আমাদের সুখী করে তোলে। বেশ কিছুটা আনন্দময় সময় কাটালাম ভাইদের সাথে । সাথে খাওয়া দাওয়া। সুন্দর মুহূর্ত ছিলো। আল আমিন ভাইয়ের পক্ষ থেকে স্পেশাল ট্রিট।

11 months ago | [YT] | 4

Hujur 56

যত আড়ালেই থাকো না কেন? আমাদের দেওয়া যন্ত্রণা তোমার পুরো মন-মগজে আগুন জ্বালিয়ে দিবে। এই যন্ত্রণা উপশম করা ইহকালে সম্ভব না পরকালে তো কস্মিনকালেও না। এদের আপাদমস্তক পোড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ Sarjis Alam ভাই।

11 months ago | [YT] | 4

Hujur 56

নিজেকে কখনও ছোট মনে করে কষ্ট পাবেন না। কারণ ছোট থেকেই বড় হতে হয়। দরকার শুধু আত্মবিশ্বাস আর আল্লাহর উপর ভরসা।

11 months ago | [YT] | 5

Hujur 56

ইসলামি দলগুলো যদি ঐক্যবদ্ধ হতে পারে তাহলে অন্যান্য রাজনৈতিক দল তাদেরকে সমীহ করতে বাধ্য হবেই হবে ইন শা আল্লাহ।

11 months ago | [YT] | 6

Hujur 56

জামেয়া আহলিয়া দারুসসালাম দারুল হাদীস লাফনাউট এর দস্তারবন্দী মহাসম্মেলনের কালেকশন ২ কোটি ৫ হাজার ১০৬ টাকা। আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলের দানকে কবুল করুন।

1 year ago | [YT] | 8

Hujur 56

দীর্ঘ দিনের পথ চলার সাথী ছিল হুসাইন আহমদ আলতাফ। একসাথে লম্বা একটা সময় কাটিয়েছিলাম। মাঝখানে দীর্ঘ একটা বিরতির পর আবার দেখা হলো,কথা হলো,মতবিনিময় হলো।

1 year ago | [YT] | 12