সুখী মানুষ হতে চাই


Rose hood

অপরাজিতার চা শরীরের অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে ভরপুর একটি পানিয়,তাই এটি শরীরের জন্য খুবই উপকারী

4 months ago | [YT] | 1

Rose hood

লন্ডনে বসবাসরত দম্পতি অর্জুন মনুভাই পাটোলিয়া (৩৬) ও তার স্ত্রী ভারতিবেন (ভাটি প্যাটেল)। ভারতিবেন দীর্ঘদিন অসুস্থ থাকার পর মারা যান। তার শেষ ইচ্ছা ছিল গুজরাটের নর্মদা নদীতে তার অন্তিম কার্য সম্পন্ন করা। স্ত্রীকে সম্মান জানাতে অর্জুন তাদের দুই মেয়ে সন্তানকে লন্ডনে রেখে ভারতে আসেন এবং স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করেন।

কিন্তু এর পরেই ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা। লন্ডনে ফেরার পথে অর্জুন যে বিমানে উঠেছিলেন, সেটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি ঘটনাস্থলেই নিহত হন।

তাদের দুই ছোট্ট মেয়ে
একজন মাত্র ৮ বছরের,
আরেকজন মাত্র ৪ বছরের।
মাত্র সাত দিনের ব্যবধানে এই দুই শিশু তাদের মা-বাবা দুজনকেই হারায়।এই ঘটনাটি শুধু তাদের পরিবারের জন্য নয়, আমাদের সবার জন্যও একটি বিশাল শোক।
এই দুই শিশুর পাশে দাঁড়ানো, তাদের মানসিক এবং আর্থিক সহায়তা করা এখন সবচেয়ে বেশি প্রয়োজন। আপনার ভালোবাসা এবং সহমর্মিতা হয়তো তাদের ভবিষ্যৎ জীবনকে সুন্দর করতে সাহায্য করতে পারে।

#highlight #viralpost2025 #Life_Lessons #follower #viralpost2025シ2025 #viralpost2025シ
#planecrash #tragedy

7 months ago | [YT] | 1