এই কৌটোর জলে আমি জলরং করি। নয় নয় করে প্রায় এক বছর হতে চললো, আর জলটা বদলানো হয়নি। আলসেমি নয় বরং কিছুটা অনীহা থেকে অনেকদিন ছবি আঁকা থেকে দূরে ছিলাম (পরীক্ষাও ছিল মাঝে)। তাছাড়া দু একদিন থিতিয়ে গেলে উপরের পরিষ্কার জলে দিব্যি নতুন একটা ছবি আঁকা হয়ে যেত। কিন্তু আজ একটু ঝাঁকাতেই যা দেখলাম, তাতে বুঝলাম আর পরিষ্কার না করে একমুহুর্তও থাকা যাবে না। 😅
Bhallagey Na
নয় নয় করে অনেক কটা দিন হল ভিডিও দেয়া হয় না, আঁকা হলেও রেকর্ড করা হয় না...এরকম করেই দিন কেটে যাচ্ছে।
2 years ago | [YT] | 1
View 0 replies
Bhallagey Na
এই কৌটোর জলে আমি জলরং করি। নয় নয় করে প্রায় এক বছর হতে চললো, আর জলটা বদলানো হয়নি। আলসেমি নয় বরং কিছুটা অনীহা থেকে অনেকদিন ছবি আঁকা থেকে দূরে ছিলাম (পরীক্ষাও ছিল মাঝে)। তাছাড়া দু একদিন থিতিয়ে গেলে উপরের পরিষ্কার জলে দিব্যি নতুন একটা ছবি আঁকা হয়ে যেত। কিন্তু আজ একটু ঝাঁকাতেই যা দেখলাম, তাতে বুঝলাম আর পরিষ্কার না করে একমুহুর্তও থাকা যাবে না। 😅
2 years ago | [YT] | 2
View 0 replies