দেখো, আমি তোমাকে ভুলে গেছি। ভুলে গেছি তোমার সেই চিরচেনা হাসি, আদুরে গলা, চোখের গভীর ছায়া। আজ আমি নিজেকে নতুন রঙে সাজিয়েছি—একদম নিজের মতো করে। হ্যাঁ, আমি স্বার্থপর। কারণ আমি আর নিজের জীবনটাকে কষ্টের কূপে ফেলে রাখতে পারিনি। আমি বাঁচতে চেয়েছি, দম নিতে চেয়েছি… তোমাকে ভুলে আমি নিজেকে বাঁচিয়েছি। জানো, আমি মরতে চাই না। আমি শুধু ভুলে থাকতে চাই, আর শান্তি খুঁজে পেতে চাই—আমার মতো করে। তোমাকে হারিয়ে যে অন্ধকারে পড়েছিলাম, সেখান থেকে উঠে দাঁড়ানো খুব সহজ ছিল না। নিজেকে ভালোবাসতে শিখেছি একে একে, প্রতিদিন। কিন্তু জানো, এতো সহজ না… আমরা চাইলেই কি সব পাই? চাইলেই কি পাওয়া যায় সেই মানুষটাকে, যাকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম? চাইলেই কি মুছে ফেলা যায় অতীতের ছায়া, গলার ধরে থাকা কান্না? না, পারা যায় না। তবুও আমি দাঁড়িয়েছি—নিজের পাশে, নিজের জন্য। তুমি ছিলে অতীত, আমি এখন ভবিষ্যতের দিকে হাঁটছি। ভুলেছি বলেই আজো বেঁচে আছি… আর নিজেকে ক্ষমা করে বলি— "হ্যাঁ, আমি স্বার্থপর। কিন্তু আমি এবার নিজেকে ভালোবাসছি। Copy by_(@✨🪞~"মৃ ন্ম য়ী"~🪞✨)
Trisha's world
দেখো, আমি তোমাকে ভুলে গেছি।
ভুলে গেছি তোমার সেই চিরচেনা হাসি, আদুরে গলা, চোখের গভীর ছায়া।
আজ আমি নিজেকে নতুন রঙে সাজিয়েছি—একদম নিজের মতো করে।
হ্যাঁ, আমি স্বার্থপর। কারণ আমি আর নিজের জীবনটাকে কষ্টের কূপে ফেলে রাখতে পারিনি।
আমি বাঁচতে চেয়েছি, দম নিতে চেয়েছি…
তোমাকে ভুলে আমি নিজেকে বাঁচিয়েছি।
জানো, আমি মরতে চাই না।
আমি শুধু ভুলে থাকতে চাই, আর শান্তি খুঁজে পেতে চাই—আমার মতো করে।
তোমাকে হারিয়ে যে অন্ধকারে পড়েছিলাম, সেখান থেকে উঠে দাঁড়ানো খুব সহজ ছিল না।
নিজেকে ভালোবাসতে শিখেছি একে একে, প্রতিদিন।
কিন্তু জানো, এতো সহজ না…
আমরা চাইলেই কি সব পাই?
চাইলেই কি পাওয়া যায় সেই মানুষটাকে, যাকে আমরা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম?
চাইলেই কি মুছে ফেলা যায় অতীতের ছায়া, গলার ধরে থাকা কান্না?
না, পারা যায় না।
তবুও আমি দাঁড়িয়েছি—নিজের পাশে, নিজের জন্য।
তুমি ছিলে অতীত, আমি এখন ভবিষ্যতের দিকে হাঁটছি।
ভুলেছি বলেই আজো বেঁচে আছি…
আর নিজেকে ক্ষমা করে বলি—
"হ্যাঁ, আমি স্বার্থপর। কিন্তু আমি এবার নিজেকে ভালোবাসছি।
Copy by_(@✨🪞~"মৃ ন্ম য়ী"~🪞✨)
6 months ago | [YT] | 2
View 0 replies
Trisha's world
কাঠগোলাপের সাদার মায়া মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল তোমার লাগে ভালো।🌼❤🥰
8 months ago | [YT] | 3
View 2 replies