Welcome to our channel :-
"Midnight Fantasy"

" Demons
are like obedient dogs;
They come
when they are called."

-RËMY DE GOURMONT

ভূত বা আত্মাকে বাস্তবে ডাকা হয়তো সম্ভব নয়।কিন্তু সেই একই ভয়,অলৌকিকতা আর রোমাঞ্চ আমরা অবশ্যই উপভোগ করতে পারি যেকোনো সময়।আর আপনাদের সেই আকাঙ্খাকে বাস্তবায়িত করতেই আমাদের এই প্রচেষ্টা।

প্রত্যেক সপ্তাহে আমরা এমনই কিছু রোমহর্ষক কাহিনি নিয়ে হাজির হব আপনাদের কাছে,যেগুলো শুনে আপনারা শিহরিত হতে বাধ্য।সাধারণত রহস্য, অলৌকিক,তন্ত্র-মন্ত্র,সাসপেন্স..এইধরণের গল্প আমরা পরিবেশন করব।তবে কখনোই কোনো ধরণের অলৌকিকতা,তন্ত্র-মন্ত্রের মত কুসংস্কারকে আমরা প্রশ্রয় দিইনা।নিছক গল্প শোনার জন্যই আমাদের এই উদ্যোগ।

◼Genre:- Horror,Mystery, Thriller,Crime,Detective,Romance

◼আপনার লেখা গল্প পাঠাতে যোগাযোগ করুন:-
souravsur9000@gmail.com(For Business Purpose)


MIDNIGHT FANTASY

ঈশ্বরের অসীম কৃপায় ও শুভাকাঙ্খীদের ভালোবাসায় আগামী ৪ঠা ডিসেম্বর থেকে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হওয়া জলপাইগুড়ি জেলা বইমেলায় অক্ষর সংলাপ প্রকাশন থেকে প্রকাশিত হতে চলেছে আমার অলৌকিক গল্প সংকলন -" সাত রংয়ের ভয় -এই বই রাতে পড়া বারণ " বইটি। অদ্ভুত রোমাঞ্চ হচ্ছে! ভয়ও লাগছে একটু... যাইহোক বইয়ের গল্প গুলি কিন্তু পাঠককে শুধু নিছক ভয় দেখাবে না বরং ভাবার রসদ ও যোগাবে! গল্পের চরিত্রেরা কখন যেন হৃদয়ের কাছের হয়ে উঠবে পাঠকের। বইটি পাওয়া যাবে জলপাইগুড়ি, শিলিগুড়ি ও কলকাতা বইমেলায় অক্ষর সংলাপের stall এ। এছাড়া অন্য প্রাপ্তিস্থান গুলোও আমি অবশ্যই জানিয়ে দেবো। আশা করবো বইটি পাঠক প্ৰিয় হবে।বইমেলার মাঠে দেখা হচ্ছে তাহলে!!! ❤️

বিঃদ্রঃ - জলপাইগুড়ি বইমেলার মাঠে পাঠকদের জন্য বইটির সাথে থাকবে একটি আকর্ষণীয় book মার্ক প্রকাশনা ও লেখকের পক্ষ থেকে। ❤️❤️

4 weeks ago | [YT] | 87

MIDNIGHT FANTASY

হেব্বি ভয়ের গল্প ভাই😱😱।। কাল সন্ধ্যা ৬ টায়
https://youtu.be/gU6HR7UEd7Q

1 month ago | [YT] | 229

MIDNIGHT FANTASY

সত্যজিৎ রায়ের "পথের পাঁচালী অনুপ্রাণিত" এই প্রথম বার তারানাথ সম্মুখীন অপু দুর্গার সামনে❤️

1 month ago | [YT] | 224

MIDNIGHT FANTASY

Link:-https://youtu.be/jiAyE4NS9IU
নতুন তারানাথ তান্ত্রিকের কাহিনী আজ রাত দশটায়

2 months ago | [YT] | 167

MIDNIGHT FANTASY

লোককথা বলে নরকাসুর নিধনের পর আজকের দিনেই সুভদ্রা বাসুদেব শ্রীকৃষ্ণ কে বরণ করে বিজয়তিলক দিয়েছিলেন, এটিই যুগ যুগ ধরে বোনেরা দিদিরা ভাই-দাদাদের মঙ্গল কামনায় ফোঁটায় পরিণত।
আজ ভ্রাতৃদ্বিতীয়া। সকল বোন-দিদির মনস্কামনা পূর্ণ হোক।

2 months ago | [YT] | 550

MIDNIGHT FANTASY

আজ ধনতেরাস বা ধনত্রয়োদশী। কার্তিকের কৃষ্ণা ত্রয়োদশী তিথি এই ধনত্রয়োদশী, যদিও আজ আশ্বিন সংক্রান্তি। মনে করা হয় এই দিন বিষ্ণুর অবতার দৈব চিকিৎসক ধন্বন্তরির আবির্ভাব তিথি।
সমুদ্রমন্থনকালে এই ধন্বন্তরিই অমৃতকলস নিয়ে উঠে এসেছিলেন। এনার হাতে জোঁক ও দেখা যায় যা নির্দেশ করে আগেকার দিনে চিকিৎসা ক্ষেত্রে জোঁকের ব্যবহার।
আজ এনার পুজো হয় বিভিন্ন জায়গায়।
এবার আজকে অনেকে ধনসম্পদ অর্থাৎ সোনা-রূপা , ধাতু, ঝাঁটা অনেকে কিনে থাকেন।
বাস্তবে এসবের ভিত্তি নেই। আপনি আজকে সোনা কিনলে একবছর পর অনেক ধনসম্পদ হয়ে যাবে, আপনি বড়লোক হয়ে যাবেন এসব ভ্রান্ত ধারণা। মানুষ কর্মফল অনুযায়ী নিজের প্রাপ্য পেয়ে থাকে। এসব প্রথা আপনাকে সুফল দেয়না।

2 months ago | [YT] | 373

MIDNIGHT FANTASY

একটা ফুল, যার সেরকম সুবাস নেই, অন্য দেবতাদের পূজায় প্রধান ফুল হিসেবে দেখা যায়না, হঠাৎ করে মায়ের পূজায় প্রধান ফুল হল, আবার লাল জবা ফুল। কিকরে হল?
এর পিছনে আছে কয়েকটি তত্ত্ব। আমরা যদি একটি জবাফুল নিই, তাতে আরো বেশ কিছু ফুলের মত পাঁচটি পাপড়ি আছে, এটা বোঝায় আমাদের পাঁচ ইন্দ্রিয়, যারা সর্বদা চঞ্চল, তাদের একসাথে এনে একটি স্থিতি তৈরি করা আর মায়ের কাছে তা অর্পণ করা। একটি জবা ফুল কুঁড়ি অবস্থায় ফোটা থাকেনা, পরে প্রস্ফুটিত হয়, এটাই মানুষের সাধন যাত্রা, মানুষের অভিজ্ঞতা অর্জন।
আবার আরেকটি ভাবা যায়, আমরা একদিন সবাই পঞ্চভূতে বিলীন হবো, এই পঞ্চভূতের প্রতীক ও এটি হতে পারে।
এবার বিভিন্ন জবা থাকতে লাল জবাই প্রধান কেন? লাল রঙ সৃষ্টি-স্থিতি-লয়ের প্রতীক, মা তো নিজেই সৃষ্টি-স্থিতি-লয়!
জবা ফুল পরমব্রহ্মস্বরূপ, তার মধ্যে male reproductive parts ও female reproductive parts দুটোই বর্তমান- শিব ও শক্তির সহাবস্থান, পরমব্রহ্মস্বরূপিণী!
আমরা যারা মায়ের পূজা করি, মাকে ডাকি, আসুন চেষ্টা করি আড়ম্বরের থেকে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে পুজো করতে, ঠিক জবার মত।
মায়ের কাছে সমর্পণ ভিন্ন আর কিছু মধুর হয় কি?

2 months ago | [YT] | 505

MIDNIGHT FANTASY

বাংলার কালীপুজোর কথা বললেই শান্তিপুরের কথা না বলে থাকা যায়না, আর এখানের বিখ্যাত পুজো গুলোর মধ্যে মা মহিষখাগীর কথা না বলে থাকি কিকরে?
মহিষখাগী- নাম শুনে আন্দাজ মোটামুটি করা যায় কিন্তু এই মায়ের নাম কি করে হল। ইতিহাস ঘেঁটে যতটা জানা যায় বহু আগে এক তান্ত্রিকের স্বপ্নাদেশে শুরু মায়ের পুজো শুরু হয়, পরে তাঁর থেকে গোপাল চট্টোপাধ্যায়ের হাতে পুজো আসে, বর্তমানে পুজো কমিটি ও শান্তিপুরের মানুষের তত্ত্বাবধানে পুজো হয়।মহিষবলি দিয়ে পুজো শুরু হয়েছিল, মহিষবলি দিয়েছেন স্বয়ং রাজা কৃষ্ণচন্দ্র ও! পরে ছাগ বলিও হয়েছে। তবে এই পুজোর বিশেষ গুরুত্বপূর্ণ দিক বিবাহের রীতিতে পুজো।
এটা কিরকম? যেমন বাঙালি বিবাহে দধিমঙ্গল হয়, তেমনই মাকে পাটে ওঠানোর পরদিন ভোররাতে হয় দধিমঙ্গল, দুপুরে ঘটস্থাপন, রাতে পুজো, হোম। আর পরদিন বাসি বিয়ের কার্যকলাপ। মা কে দেওয়া হয় পান্তা ভাত আর খয়রা মাছ পরদিনের ভোগে। পুজোর পরদিন দুপুর থেকে বিসর্জনের তোড়জোড়, হাজার হাজার মানুষের কাঁধে চেপে এই দশফুটের প্রতিমা বিসর্জন যাত্রা করেন। মাতৃ প্রতিমা শান্তিপুরের বিশেষ শিল্প রীতিতে তৈরি যা অনেকটা আগমেশ্বরী মায়ের অনুরূপ।
মা সকলের ভালো করুন।

2 months ago | [YT] | 432

MIDNIGHT FANTASY

🌺 কালী নামের দাও রে বেড়া 🌺
Medium : #digitalpainting
© Subhodip Bannerjee

2 months ago | [YT] | 458