শেষ চিঠি 💔 প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী 😘 আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পর মতো ছিলো।যখনি দেখি তুমি দারিয়ে আছো,আমার হ্রৎপিন্ড থমকে যায়।চোখের সামনে ছয় বছরের গরে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়।
আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই দুচোখের অবিশ্বাস চাহনি আমাকে ছিন্নভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়।আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝে ও ভালো থাকার মন্ত্র ছিলো তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুরে যায়। আমার মস্তিষ্ক ফেটে যায়।
তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামরা ঝলসে যায়।তোমার চোখের জল দেখে সমুদ্র আছরে পরে মাথার উপর। আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুরে ফেলে।বিষাদের ছায়া ডেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে ফেলার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আখি ছুয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম।
আমার প্রথম ও শেষ ভালোবাসা,তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি,সেই আমি পরিষ্কার দেখতে পেলাম, তোমার - আমার পথচলা এখানেই শেষ! আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই।গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে। তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পুরিয়ে দেয়।তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয়, প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি।
সোনালী রোদ্দুরের মতো পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গেয়েছি। যে হাতে আঘাত করেছি সে হাত পুরে যাক,পোকামাকড় খাক!তোমাকে ব্যাথা দিয়ে আমি ভালো নেই।ছুরির আঘাত ও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না।যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। দুটি সত্ত মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুরিয়ে দিচ্ছে।
আমি নিষ্ঠুর,তুমি মায়াবতী।
আমি ধ্বংস, তুমি সৃষ্টি
আমি পাপ তুমি পবিত্র।
এতো অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছরিয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিলো না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যাথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাপিয়ে তুলে।মনে হয়, মাথার ভিতর পোকামাকড় কিলবিল করছে।বিচ্ছেদের বিষাক্ত ছোবলে আমি নিল হয়ে যাচ্ছি। আমাকে বাচাও......!!
আমার হ্রদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শারিকে তোমার সঙ্গি করে দেওয়ার জন্য দুঃখিত।তুমি মুক্তি হবে। পাখির মতো উরবে।শুধু আমি থাকবো না। আফসোস!
এই পৃথিবীতে আমি আর একটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটা ভোর হাটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাত গুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিনতি এতো নিষ্ঠুর কেন হলো.?
তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভিষণ কষ্ট হচ্ছে। কিন্তু যেতে হবেই।থাকা যাবে না। সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে,আমাকে সব কীটদের ন এই পৃথিবী ছারতে হবে।
আমার আঁধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে আর একটা সুজগ দেয়া হয়। এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়।
পৃথিবীর বুকে তো জায়গায়, সম্পদের অভাব নেই।আরেকটা জীবন কি পেতে পারি না.? তখন আমি কঠিন পরিক্ষা দিবো।তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাটবো। ভাঙা কাচের ধারে পা ছিন্নভিন্ন করে হলেও তোমাকে জীতে নিবো। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি।তৈরি হবে তোমার আমার প্রেমের উপখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে।
আমাদের আবার দেখা হবে। কোনো না কোনো ভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে।নিজের খেয়াল রেখো।ঠিক মতো খাওয়া দাওয়া করো। পারলাম না আর কয়েক টা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায়। অতৃপ্তি আমি মৃত্যুকে তৃপ্তি হিসাবে গ্রহণ করছি।
ইতি,,, ❤️❤️ নামটা আর বললাম না.... কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও
এটি একটি উপন্যাস তোমার পরতে চাইলে পরে নিতে পারো অ্যাপ নামাবা প্লেস্টোর থেকে অ্যাপের নাম 👉(আমি পদ্মজা ) আমার পরা সেরা একটা উপন্যাস....!!
প্রিয়তমা
শেষ চিঠি 💔
প্রিয়র চেয়েও প্রিয় পদ্মাবতী 😘
আমার পাপের রাজত্বে তোমার আগমন ভূমিকম্পর মতো ছিলো।যখনি দেখি তুমি দারিয়ে আছো,আমার হ্রৎপিন্ড থমকে যায়।চোখের সামনে ছয় বছরের গরে তোলা ভারী দেয়াল ভেঙে চুরমার হয়ে যায়।
আমার চোখের মনি পদ্মজা, তোমার ওই দুচোখের অবিশ্বাস চাহনি আমাকে ছিন্নভিন্ন করে ফেলে। আমার কথা হারিয়ে যায়।আমি স্তব্ধ হয়ে যাই। খারাপের মাঝে ও ভালো থাকার মন্ত্র ছিলো তোমার দৃষ্টি। সেই দৃষ্টিতে যখন ঘৃণা দেখতে পাই, আমার বুক পুরে যায়। আমার মস্তিষ্ক ফেটে যায়।
তোমার আহত মুখশ্রী দেখে আমার শরীরের চামরা ঝলসে যায়।তোমার চোখের জল দেখে সমুদ্র আছরে পরে মাথার উপর। আমার মিথ্যাচার আমার প্রতারণা তোমাকে কষ্টের ভুবনে ছুরে ফেলে।বিষাদের ছায়া ডেকে যায় তোমার চোখ। সেই বিষাদটুকু মুছে ফেলার অধিকার আমি হারিয়ে ফেলি। যদি পারতাম আকাশের মেঘ হয়ে তোমার কাজল কালো আখি ছুয়ে সবটুকু বিষাদ ধুয়ে মুছে সাফ করে দিতাম।
আমার প্রথম ও শেষ ভালোবাসা,তুমি একটু দূরে সরলেই যে আমি মনে মনে পুরো পৃথিবী ভস্ম করে দেওয়ার ইচ্ছে পুষি,সেই আমি পরিষ্কার দেখতে পেলাম, তোমার - আমার পথচলা এখানেই শেষ! আমি শান্ত পাথরের মতো স্থির হয়ে যাই।গন্তব্য হারিয়ে ফেলি। এই ভুবনে তুমি আমার শেষ আশ্রয়স্থল ছিলে।
তোমার ঘৃণা ভরা চাহনি আমাকে চোখের পলকে পুরিয়ে দেয়।তোমার আমার বিচ্ছেদ আমাকে আঙুল তুলে দেখিয়ে দেয়, প্রেমানলে জ্বলতে জ্বলতে আমি অনেক আগেই নিঃশেষ হয়ে গেছি।
সোনালী রোদ্দুরের মতো পদ্মাবতী, আমি তোমাকে আঘাত করে নিজে মরে গেয়েছি। যে হাতে আঘাত করেছি সে হাত পুরে যাক,পোকামাকড় খাক!তোমাকে ব্যাথা দিয়ে আমি ভালো নেই।ছুরির আঘাত ও আমার মনের ব্যথার চেয়ে বেশি হতে পারছে না।যদি পারতাম হয় তোমাকে ভালোবাসতাম, নয় শুধু হাওলাদার বংশে জন্ম নিতাম। দুটো একসঙ্গে গ্রহণ করতাম না। দুটি সত্ত মস্তিষ্কের দ্বন্দ্বে আমাকে পুরিয়ে দিচ্ছে।
আমি নিষ্ঠুর,তুমি মায়াবতী।
আমি ধ্বংস, তুমি সৃষ্টি
আমি পাপ তুমি পবিত্র।
এতো অমিলে কেন হলো মিলন? কেন কালো অন্তরে ছরিয়েছিল ফুলের সুবাস? আমাকে ধ্বংস করার কি অন্য কোনো অস্ত্র ছিলো না? এমন কঠিন কষ্ট কেন দেওয়া হচ্ছে আমাকে? তোমার ব্যাথায় আমি দগ্ধ হচ্ছি। তোমার কান্না, তোমার আর্তনাদ আমার মস্তিষ্কের প্রতিটি নিউরনকে কাপিয়ে তুলে।মনে হয়, মাথার ভিতর পোকামাকড় কিলবিল করছে।বিচ্ছেদের বিষাক্ত ছোবলে আমি নিল হয়ে যাচ্ছি।
আমাকে বাচাও......!!
আমার হ্রদয়ের রঙহীন বাগানের রঙিন প্রজাপতি, সাদা শারিকে তোমার সঙ্গি করে দেওয়ার জন্য দুঃখিত।তুমি মুক্তি হবে। পাখির মতো উরবে।শুধু আমি থাকবো না। আফসোস!
এই পৃথিবীতে আমি আর একটু থাকতে চাই। এই পৃথিবীর সবুজ বুকে তোমাকে নিয়ে প্রতিটা ভোর হাটতে চাই। আমাদের ভালোবাসার জ্যোৎস্না রাত গুলো আরেকটু দীর্ঘ হলে কি এমন হতো? আমাদের প্রেমের পরিনতি এতো নিষ্ঠুর কেন হলো.?
তোমার ওই ঘোলা চোখের মায়াজাল ছেড়ে চলে যেতে ভিষণ কষ্ট হচ্ছে। কিন্তু যেতে হবেই।থাকা যাবে না। সময় পেরিয়ে যাচ্ছে। তোমার কোনো ক্ষতি হওয়ার আগে,আমাকে সব কীটদের ন এই পৃথিবী ছারতে হবে।
আমার আঁধার জীবনের জোনাকি, সৃষ্টিকর্তাকে বলো আমাকে আর একটা সুজগ দেয়া হয়। এই পৃথিবীতে আবার যেন পাঠানো হয়।
পৃথিবীর বুকে তো জায়গায়, সম্পদের অভাব নেই।আরেকটা জীবন কি পেতে পারি না.? তখন আমি কঠিন পরিক্ষা দিবো।তোমাকে পেতে আগুনের উপর দিয়ে হাটবো। ভাঙা কাচের ধারে পা ছিন্নভিন্ন করে হলেও তোমাকে জীতে নিবো। থাকবে না কোনো অন্ধকার জগতের হাতছানি।তৈরি হবে তোমার আমার প্রেমের উপখ্যান। আমাদের ভালোবাসা দেখে জ্যোৎস্না ও তারকারাজি ঝলমলিয়ে উঠবে।
আমাদের আবার দেখা হবে। কোনো না কোনো ভাবে আবার দেখা হবে। দেখা হতেই হবে।নিজের খেয়াল রেখো।ঠিক মতো খাওয়া দাওয়া করো। পারলাম না আর কয়েক টা দিন তোমাকে আগলে রাখতে ক্ষমা করো আমায়। অতৃপ্তি আমি মৃত্যুকে তৃপ্তি হিসাবে গ্রহণ করছি।
ইতি,,,
❤️❤️
নামটা আর বললাম না.... কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাও
এটি একটি উপন্যাস তোমার পরতে চাইলে পরে নিতে পারো অ্যাপ নামাবা প্লেস্টোর থেকে অ্যাপের নাম 👉(আমি পদ্মজা ) আমার পরা সেরা একটা উপন্যাস....!!
7 months ago (edited) | [YT] | 103
View 33 replies