আস্সালামুআলাইকুম ! Habib Rme -এ স্বাগতম! এখানে আপনি ইতিহাসের বিস্ময়কর জগৎ, চিরন্তন ঐতিহ্য এবং সমসাময়িক বিষয়ের মধ্যে মেলবন্ধন খুঁজে পাবেন। প্রাচীন সভ্যতার গল্প, সাংস্কৃতিক ঐতিহ্যের রহস্য, এবং অতীত থেকে বর্তমানের সংযোগ – সবই আমাদের ভিডিওতে তুলে ধরা হয়।

আমাদের চ্যানেলে পাবেন:

আকর্ষণীয় ঐতিহাসিক বিশ্লেষণ
সাংস্কৃতিক এবং ঐতিহ্যবাহী রীতিনীতির গভীর অনুসন্ধান
সমসাময়িক বিষয়ের ঐতিহাসিক প্রেক্ষাপট
আমাদের সঙ্গে এক ভ্রমণে বেরিয়ে পড়ুন, যেখানে সময়ের স্রোত বেয়ে ঐতিহ্যের গভীরতা উদযাপন করা হয় এবং তা কীভাবে আমাদের আধুনিক জীবনকে প্রভাবিত করে তা খুঁজে বের করা হয়। নতুন নতুন জ্ঞান, প্রেরণা, এবং ভাবনার খোরাক পেতে আমাদের সঙ্গে থাকুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না!"

আপনার চ্যানেলের নির্দিষ্ট দিক তুলে ধরতে চাইলে আরও কাস্টমাইজ করতে বলুন। 😊


Habib Rme

জাকসুর এক হলে টোটাল ভোটার সংখ্যা ২৯৯ ব্যালট পেপার পাওয়া গেছে ৪০০

4 months ago | [YT] | 0

Habib Rme

একজন মুসলিম হিসেবে আমি একজন মৌলবাদি । আমি চাই ইসলামিক শরীয়াহ আইন। আপনি চান কি?

5 months ago | [YT] | 0

Habib Rme

॥ ইসলাম শান্তির ধর্ম। আমরা শান্তির বাণীবাহক॥

ইসলামের বাণী জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার জন্য। ইসলামের দরজা সবার জন্য উন্মুক্ত। বিশ্বনবী (ﷺ‬) সবার জন্য রহমত। কুরআন সবার জন্য উপদেশ। এটি একটি ইউনিভার্সাল ম্যাসেজ। এই ম্যাসেজ ছড়িয়ে দেওয়ার কাজে যারা আত্মনিয়োগ করবেন— তাঁরাও ইউনিভার্সাল ইমেজ লালন করবেন। তাই ইসলামের এ শান্তির পয়গাম সর্বত্র ছড়িয়ে দেয়াই আমাদের মিশন। আর এ পয়গামেই রয়েছে আপনার আমার আলোকস্নাত মুক্তি।

গতকাল ইউকে পার্লামেন্টের হাউজ অব কমনস-এ গ্রেটার লন্ডনের নির্বাচনী এলাকা “হারো ইস্ট” এর কনজার্ভেটিভ পার্টির এমপি “বব ব্ল্যাকম্যান” আমাকে হেইট প্রিচার আখ্যা দিতে গিয়ে কিছু মিসলিডিং ইনফো শেয়ার করেছেন।

আমি সাধারণত আমাকে নিয়ে কটুক্তি কিংবা সমালোচনা— এসব বিষয়ে খুব একটা মনোযোগ দেই না। শুধুমাত্র গঠনমূলক সমালোচনা হলে সেটাকে ওয়েলকাম করি। কিন্তু তিনি তার বক্তব্যে কিছু অসত্য কথা বলেছেন। তিনি বলেছেন— আমাকে বাংলাদেশে ব্যান করা হয়েছে এবং আমি নাকি দেশ থেকে পালিয়ে গেছি। আমি তার এই মিথ্যাচারের তীব্র নিন্দা জানাচ্ছি।

বাংলাদেশ সরকার আমাকে ব্যান করেছে তার কোন প্রমান কি তিনি হাজির করতে পারবেন? না, পারবেন না। সরকার তো শত শত পুলিশ দিয়ে আমার প্রোগ্রামকে সফল করেছে। সরকারের এমপি মন্ত্রীরা আমার বিভিন্ন প্রোগ্রামে অতিথি হিসেবে উপস্থিত থেকেছেন। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সবাই আমার প্রোগ্রাম বাস্তবায়নে সর্বাত্মক সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

তাহলে আমি ২০২০ সালের বাকী প্রোগ্রামগুলো স্থগিত করে মালয়েশিয়া চলে আসলাম কেন? সেটা আমি আগেও বলেছি। আর তা হলো— আমাকে নিয়ে মাত্রাতিরিক্ত মাতামাতি, হইচই, প্রোগ্রামস্থলে ধারণ ক্ষমতার বাইরে উপস্থিতি, বেসামাল ক্রাউড এবং কিছু আল্লাহর বান্দার প্রতিহিংসাপরায়ণতা। এসব যখন ক্রমান্বয়ে বেড়েই চলছিল তখন কিছু শুভাকাঙ্খীদের পরামর্শে সকল প্রোগ্রাম স্থগিত করে পুনরায় পিএইচডি গবেষণার কাজে আমার বিশ্ববিদ্যালয়ে তথা মালয়েশিয়ায় সাময়িকভাবে ফিরে আসি।

বাংলাদেশ আমার দেশ। আমি এদেশের সন্তান। করোনার কারনে গতবছর দেশে যেতে পারিনি। ইতিমধ্যে আমি ফ্যাকাল্টিতে পিএইচডি থিসিস সাবমিট করেছি। পিএইচডি ডিগ্রী অর্জন শেষে, শীঘ্রই আমি দেশে ফিরব ইনশাআল্লাহ।

২০১৩ সাল থেকেই আমি মালয়েশিয়াতে থাকি। তখন থেকেই নিয়মিত দেশে যাওয়া আসা করি। তাই ২০২০ সালে হঠাৎ করে আমি মালয়েশিয়াতে পালিয়ে আসার কথাটা বড্ড বেমানান ও হাস্যকর। বৃটিশ এমপি ভালোভাবে পেপার ওয়ার্ক না করেই মন্তব্য করে ফেলেছেন। কেউ হয়তো উনার কান ভারী করেছেন আর উনি সেটাই বলে দিয়েছেন। এরকম উচ্চ পদ মর্যাদার অধিকারী কোন লোকের মুখে এমন অসত্য বক্তব্য কাম্য নয়।

সম্প্রতি লন্ডনে একটি কনফারেন্সে যোগ দিতে গিয়ে কাতারেই আমাকে থেমে যেতে হয়। ভিসা দিয়েও যুক্তরাজ্যের হোম অফিস আমার যুক্তরাজ্য প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে। ফলে কাতারে আমাকে সাময়িক বিড়ম্বনায় পড়তে হয়। এখবর ছড়িয়ে পড়লে অনেকেই উদ্বেগ উৎকন্ঠা প্রকাশ করেছেন। আপনাদের সবাইকে শুকরিয়া জানাচ্ছি। আল্লাহর মেহেরবাণীতে আমি ভালো আছি, নিরাপদে আছি।

আমরা হোম অফিসের এই অনাকাঙ্খীত সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউর জন্য যুক্তরাজ্যের হাইকোর্টে এপীল করেছি। শীঘ্রই শুনানির দিন তারিখ ধার্য করা হবে। আমরা আমাদের সাধ্যমত আইনি প্রক্রিয়া চালিয়ে যাব ইনশাআল্লাহ।

ইউকের ভাইয়েরা একটি পিটিশন তৈরী করেছেন। দয়া করে সবাই পিটিশনে স্বাক্ষর করুন। এটা রিভিউতে আমাদের পক্ষে বেশ কাজে দিবে। সত্যের একটা আলাদা শক্তি আছে। সে শক্তিটা আমরা ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে চাই।

পিটিশনের লিঙ্ক এবং ব্রিটিশ এমপির বক্তব্য কমেন্টসে দেওয়া হল।

Together We Overcome All Crisis inshaAllah.

4 years ago | [YT] | 47

Habib Rme

হিজরাদের নামাজ নিয়ে বললেন মিজানুর রহমান আজহারি
https://youtu.be/67_97iVfCvo

4 years ago | [YT] | 1

Habib Rme

কুমিল্লা শহরে অবস্থিত নানুয়ার দিঘীর পাড়— আমার একটি অতি পরিচিত এবং প্রিয় জায়গা। দেশে আসলেই নানুয়ার দিঘীর পাড়ে বিকেল বেলা আমি নিয়ম করেই হাটতাম। দিঘীর চারপাশে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার। যে যার ধর্ম কর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস। সৌহার্দ্যপূর্ণ পরিবেশই দেখেছি সব সময়।

আজ নানুয়ার দিঘীর পাড়ে একটি পূজা মন্ডপে হনুমানের মূর্তির উরুর উপর পবিত্র কোরআন রাখার দৃশ্য দেখে অবাক হয়েছি। হিন্দু হোক চাই মুসলিম হোক, এধরণের কাজে কোনো প্রকৃত ধার্মিকের হাত থাকার কথা না। এটা বকধার্মিকের কাজ, যা কিনা স্পষ্ট উস্কানিমূলক এবং উদ্দেশ্যপ্রণোদিত।

আজকের ঘটনাটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা হাসিলের একটা পরিকল্পিত নীলনকশা হতে পারে। এগুলো বাংলাদেশের ঈর্ষণীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ। দু-এক বছর পর পর পুজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সেই অর্থে বাংলাদেশে কোন দাঙ্গা নেই। রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এ সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না। তাই, সজাগ থাকতে হবে। ধীরেসুস্থে মোকাবিলা করতে হবে।

ঘটনাটির সুষ্ঠু তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

4 years ago | [YT] | 19

Habib Rme

আল্লামা জুনাইদ বাবুনগরী তাঁর রবের ডাকে সাড়া দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ক্রমশ অভিভাবকহীনতার সংকট— এ জাতিকে বারবার নিঃস্ব আর নিস্তেজ করে দিচ্ছে। এভাবেই আলিমদের ধীরে ধীরে উঠিয়ে নেয়ার মাধ্যমে ‘ইলমের আলো উঠিয়ে নেয়া হয়।

আল্লাহ তা’আলা ওনার ভুল ত্রুটি ক্ষমা করুন, সকল খিদমাত কবুল করুন এবং জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নিন।
Mizanur Rahman Azhari

4 years ago | [YT] | 32