আমার মনে হয়, প্রতিটি স্বাধীন ব্যক্তির কাছে ভ্রমণের বিশেষ তাৎপর্য আছে, এবং তাঁরা তাদের বিশেষ উপলব্ধিতে তা মনে রাখেন। শুধু মনেই রাখেন তা নয়, ভ্রমণকে বেঁচে থাকার অপরিহার্য উপাদান ভেবে বছরের যে কোনো সময় অজানা - অচেনার উদ্যেশ্যে যাত্রা করেন। পরিচিত জায়গায়তেও বার বার ছুটে যান। এই টান শুধুই মনের শান্তি, কাজের চাপ থেকে মুক্তি বা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ তা নয়, জায়গাকে চিনতে , ইতিহাস - ভূগোল জানতে ও সেখানকার নগরায়ন, সংস্কৃতি, ভাষা, জীবন দর্শন, শিক্ষা প্রভৃতি বিষয়ের ওপর আগ্রহী হয়েও সার্থক হয় ভ্রমণের পথ। আমার পছন্দ অনেকটা এরকমই, তবে ভিন্নতার স্বাদ মন্দ নয়। এই পথেই যতটুকু তথ্য ও উপলব্ধি প্রকাশ করতে পারি , তার সমন্বয় নিয়েই আমার এই ছোট্ট প্রয়াস "মানচিত্রের কলম" ।।
Manchitrer Kolom
১৭৪তম কবি প্রণাম।
8 months ago | [YT] | 2
View 0 replies
Manchitrer Kolom
ডুবলো তরী আজ এই দুর্দিনে
হারালে সবেই, বিশ্বকবি
বাইশে শ্রাবনে।।
সৌরভ
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে তাঁর চরণে শ্রদ্ধাঞ্জলি।
1 year ago | [YT] | 2
View 1 reply