ইতিহাস মানেই শুধু তারিখ আর বইয়ের পাতা নয়—এখানে লুকিয়ে আছে অজানা রহস্য, চমকপ্রদ সত্য আর শিহরণ জাগানো ঘটনা।

আমাদের চ্যানেলে আপনি পাবেন—
🔸 প্রাচীন সভ্যতার গোপন রহস্য
🔸 যুদ্ধ ও বিপ্লবের অজানা কাহিনি
🔸 দেবদেবী ও পুরাণের বিস্ময়
🔸 বিশ্বের সত্য ঘটনা ও অমীমাংসিত রহস্য

আমরা তুলে ধরি সেইসব গল্প, যা অন্যরা বলে না।
👉 ইতিহাসের অজানা পথে যাত্রা শুরু করুন আজই।
Subscribe করুন Hunter’s History, মিস করবেন না কোনও রহস্য!


Hunter History

স্বামী বিবেকানন্দের জন্মদিন প্রতি বছর ১২ জানুয়ারি পালিত হয়। এই দিনটি শুধুমাত্র একজন মহাপুরুষের জন্মদিন নয়, বরং ভারতীয় যুবসমাজের জন্য অনুপ্রেরণার এক মহোৎসব।
স্বামী বিবেকানন্দের জন্ম হয় ১২ জানুয়ারি, ১৮৬৩ সালে, কলকাতার সিমলা পল্লিতে। তাঁর জন্মনাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন একজন প্রখ্যাত আইনজীবী এবং মাতা ভুবনেশ্বরী দেবী ছিলেন গভীর ধর্মপ্রাণ ও সংস্কৃতিমনা নারী। শৈশব থেকেই নরেন্দ্রনাথ ছিলেন তীক্ষ্ণ বুদ্ধি, সাহস ও মানবপ্রেমে পরিপূর্ণ।
তিনি ছিলেন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য, যাঁর কাছ থেকে তিনি আত্মজ্ঞান ও মানবসেবার আদর্শ লাভ করেন। স্বামী বিবেকানন্দ ভারতীয় দর্শন, বেদান্ত এবং যোগসাধনাকে পাশ্চাত্য জগতে পরিচিত করেন। ১৮৯৩ সালে শিকাগোর ধর্মসভায় তাঁর ঐতিহাসিক বক্তৃতা ভারতকে বিশ্বদরবারে গৌরবের আসনে বসায়।
স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন—
“মানুষের মধ্যেই ঈশ্বর, তাই মানুষের সেবাই ঈশ্বরসেবা।”
তাঁর জন্মদিনকে সম্মান জানিয়ে ভারত সরকার এই দিনটিকে জাতীয় যুব দিবস হিসেবে ঘোষণা করেছে। এই দিনটি যুবসমাজকে আত্মবিশ্বাসী, কর্মঠ, নৈতিক ও দেশপ্রেমিক হয়ে ওঠার প্রেরণা দেয়।
স্বামী বিবেকানন্দের জীবন ও আদর্শ আজও আমাদের শেখায়—
নিজেকে জাগ্রত করো, শক্তিশালী হও এবং মানবতার সেবায় নিজেকে উৎসর্গ করো।

4 days ago | [YT] | 2

Hunter History

আপনি কোন ধরনের ইতিহাস ভিডিও বেশি উপভোগ করেন?

2 months ago | [YT] | 0

Hunter History

⚔️ আপনি কাকে ভারতের সবচেয়ে শক্তিশালী যোদ্ধা মনে করেন?

2 months ago (edited) | [YT] | 0

Hunter History

🎆✨ শুভ দীপাবলি! ✨🎆

আলোয় ভরে উঠুক আপনাদের জীবন,
অন্ধকার হারিয়ে যাক সুখের প্রদীপে। 🪔
এই দীপাবলি আনুক নতুন আশা, নতুন শক্তি আর অফুরন্ত আনন্দ! 💫

🕯️ Hunter History Channel এর পক্ষ থেকে —
আপনাদের জানাই হৃদয়ের গভীর থেকে শুভ দীপাবলি! ❤️

#ShubhaDiwali #HappyDiwali #FestivalOfLights #HunterHistory

2 months ago | [YT] | 0

Hunter History

ভয় কি আপনার রক্ত জমিয়ে দেয়?
এই চতুর্দশী রাতে, হাজার বছরের পুরনো কিংবদন্তি ফিরে আসে… 🕯️
আপনি কি রাতের অন্ধকারে ভয় পেয়েছেন?
💬 কমেন্টে শেয়ার করুন আপনার ভয়ঙ্কর অভিজ্ঞতা।
🔥 সাবস্ক্রাইব করে থাকুন, খুঁজে বের করুন অজানা ইতিহাসের ছায়া!

2 months ago | [YT] | 0

Hunter History

3 months ago | [YT] | 0

Hunter History

আজ ওড়িশার চিলিকা লেকে দেখা গেছে এক অদ্ভুত ঘূর্ণিঝড়...
হাতির শুঁড়ের মতো দেখতে সেই ঝড় দেখে স্তম্ভিত সবাই!

কিন্তু জানো কি?
প্রাচীন কালিঙ্গ রাজ্যের ইতিহাসে নাকি এই রকম এক ঝড়ের উল্লেখ ছিল —
বলা হয়, সেটাই ছিল “দেবতা হাটিয়া সুন্ধা”-র ক্রোধ! ⚡

প্রতিবার যখন মানুষ প্রকৃতির ভারসাম্য ভাঙে,
চিলিকার জল যেন স্মরণ করিয়ে দেয় —
প্রকৃতি ভুলে যায় না, শুধু অপেক্ষা করে… 🌊

তুমি কি মনে করো — এটা কেবল প্রাকৃতিক ঘটনা,
নাকি প্রাচীন সতর্কবার্তার পুনর্জাগরণ? 🤔

#HunterHistory #ChilikaLake #OdishaMystery #IndianHistory #HiddenTruth #NatureWarning

3 months ago | [YT] | 0

Hunter History

🪔 শুভ বিজয়া 🪔

মহালয়ার ধ্বনি থেকে শুরু করে বিসর্জনের সিন্দুর খেলা পর্যন্ত—
মা দুর্গার এই কয়েক দিনের আবাহন আমাদের মনে করিয়ে দেয় অসুরের উপর সুরের জয়।

Hunter History পরিবার সকলকে জানায় আন্তরিক প্রীতি শুভেচ্ছা
“শুভ বিজয়া ও দীপাবলির আগাম শুভকামনা।” 🌸✨

ইতিহাস হোক আলোচনার মঞ্চ, আর সংস্কৃতি হোক আমাদের গর্বের শক্তি।
ShubhoBijoya #HunterHistory #DurgaPuja

3 months ago | [YT] | 0

Hunter History

3 months ago | [YT] | 0

Hunter History

আজ মহাষষ্ঠী ✨
দেবী দুর্গার আবাহন শুরু, কলকাতার আকাশে ঢাকের সুর আর শঙ্খধ্বনি। 🙏
আপনার কাছে মহাষষ্ঠীর বিশেষ স্মৃতি বা মুহূর্ত কী? 🎶✨

👇 কমেন্টে লিখে জানান, এবারের পুজো আপনার জন্য কতটা স্পেশাল! ❤️

3 months ago | [YT] | 0