“আলহামদুলিল্লাহ! বহু দিনের অপেক্ষা, পরিশ্রম আর অসীম ধৈর্যের ফলস্বরূপ আমাদের প্রিয় হাবিব ভাই ও পাপন ভাই অবশেষে সুস্থ ও সুন্দরভাবে পোল্যান্ড পৌঁছেছেন। তাঁদের এই যাত্রার পেছনে ছিল অনেক স্বপ্ন, আশা আর ত্যাগ। আল্লাহ সেই ধৈর্যের মূল্য সুন্দরভাবে দিয়ে তাঁদের পথ খুলে দিয়েছেন। সামনে তাঁদের জীবনে আরও সফলতা ও বরকত নেমে আসুক—এই দোয়া রইল। 🇵🇱✨🤲”
ইউরোপ ভ্রমণকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে ২৯টি শেনজেনভুক্ত দেশে চালু হচ্ছে নতুন ডিজিটাল এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস)। এই ব্যবস্থা চালুর পর আর পাসপোর্টে সিল দেওয়া হবে না। বরং ভ্রমণকারীর মুখের ছবি ও আঙুলের ছাপ দিয়েই সম্পন্ন হবে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া।
কী এই নতুন ব্যবস্থা? EES হলো একটি বায়োমেট্রিক ভিত্তিক স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা যখন শেনজেন এলাকায় প্রবেশ বা বের হবেন, তখন সীমান্তের কিয়স্কে পাসপোর্ট স্ক্যান করতে হবে এবং সঙ্গে মুখের ছবি ও আঙুলের ছাপ দিতে হবে। এই তথ্যগুলো ডিজিটালি সংরক্ষিত থাকবে—যাতে জানা যাবে ভ্রমণকারীর প্রবেশ ও প্রস্থানের তারিখ, স্থান ও থাকার মেয়াদ।
কেন চালু হচ্ছে এই প্রযুক্তি? ইউরোপীয় কর্তৃপক্ষের লক্ষ্য—ভ্রমণ সহজ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা। এর মাধ্যমে জাল পরিচয় ব্যবহার রোধ, অপেক্ষার সময় কমানো এবং ভিসা বা থাকার মেয়াদ লঙ্ঘন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে, ধীরে ধীরে ম্যানুয়াল পাসপোর্ট স্ট্যাম্পিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
কারা এই নিয়মের আওতায় পড়বেন? এই সিস্টেম প্রযোজ্য হবে শুধুমাত্র যারা নন-ইইউ নাগরিকদের জন্য। যারা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন এলাকায় থাকতে পারেন। তবে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা লং-স্টে ভিসাধারীরা এর আওতার বাইরে থাকবেন।
বায়োমেট্রিক পাসপোর্ট কি বাধ্যতামূলক? সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। তবে যাদের ই-পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট আছে, তারা স্বয়ংক্রিয় গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন। যাদের পাসপোর্ট এখনও মেশিন রিডেবল, তাদের প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে।
সম্পূর্ণ চালু কবে হবে? প্রথম ধাপ শুরু হচ্ছে ২০২৫ সালের ১২ অক্টোবর। ধীরে ধীরে সব সীমান্তে এটি কার্যকর হবে। ২০২৬ সালের ১০ এপ্রিলের মধ্যে পুরো শেনজেন এলাকায় সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা। নতুন সিস্টেম চালুর পর ধীরে ধীরে পাসপোর্টে সিল দেওয়া বন্ধ হবে। সব তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা পুরো ইউরোপের ২৯টি শেনজেন দেশের সঙ্গে যুক্ত থাকবে
🇵🇱😢🇪🇺আগামী জুন মাসের ১ তারিখ থেকে পোল্যান্ডে ইউরোপের অন্য দেশের TRC দিয়ে, আর পোল্যান্ডের TRC হবে না বা আবেদন করতে পারবেন নাহ। পোল্যান্ড সরকার অএ আইন পাশ করেছে, এবং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এসে স্কলারশিপ শেষ না করা পযন্ত Warker TRC আবেদন করতে পারবে না।😢😢🇵🇱🇪🇺
ইমারজেন্সি পলিশ কোম্পানিতে একজন ওয়ার্কার প্রয়োজন রোমানিয়া , ক্রোয়েশিয়া যে আগে কনফার্ম করবেন তার অগ্রাধিকার থাকবে ! অবশ্যই রুমানিয়ায় অবাক ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড থাকতে হবে
বর্তমানে পোল্যান্ডে অবৈধ অভিবাসন ও ডকুমেন্টেশনের নিয়ম আরও কঠোর হচ্ছে। পোলিশ পুলিশ এবং সীমান্ত নিরাপত্তা সংস্থা দেশব্যাপী অভিযান, বাসস্থানের ঠিকানা চেক এবং নথিপত্রের কঠোর পরিদর্শনের প্রক্রিয়া জোরদার করেছে। সম্প্রতি, দেশব্যাপী 26,000 এরও বেশি পুলিশ এবং 1000 সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা চেক করা হয়েছে। 32,000+ স্থানে তদন্ত করার সময়, 1,474 জন গ্রেফতার, 398 জন বিদেশী নাগরিককে পোল্যান্ড ছেড়ে যাওয়ার আদেশ দিয়েছে। এই পরিস্থিতি বিবেচনা করে, পোল্যান্ডের সকল নেপালি ভাই ও বোনদের নিম্নলিখিতগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হল: ✅ সব সময় বৈধ কাগজপত্র একসাথে রাখুন। ✅ সময়মত ভিসা বা রেসিডেন্স পারমিট (কার্ড) রিনিউ করুন। ✅ অবৈধ অভিবাসনের কাজে লিপ্ত হবেন না। ✅ পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থার অনুসন্ধানে সহযোগিতা করুন। ✅ যেকোনো সমস্যা বা আরো তথ্যের জন্য যোগাযোগ করুন এনআরএনএ পোল্যান্ডের সাথে। জরুরি সতর্ক থাকুন, আইনিভাবে নিরাপদে থাকার অনুরোধ রইল।
-অনাবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন, ন্যাশনাল কোঅর্ডিনেশন কাউন্সিল, পোল্যান্ড ছবির উৎস: বর্ডার গার্ড
দালাল আর এজেন্সির পিছনে না ঘুরে, নিজের কোন আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ যদি ইউরোপে থাকে, তার মাধ্যমে এখানে আসার চেষ্টা করেন ভাই। চারিদিকে ইউরোপ নিয়ে প্রতারক চক্রের দৌরত্ব চলছে, একটা ভুল সিদ্ধান্ত টাকা এবং সময় দুটোই নষ্ট।
Abu Musa
“আলহামদুলিল্লাহ! বহু দিনের অপেক্ষা, পরিশ্রম আর অসীম ধৈর্যের ফলস্বরূপ আমাদের প্রিয় হাবিব ভাই ও পাপন ভাই অবশেষে সুস্থ ও সুন্দরভাবে পোল্যান্ড পৌঁছেছেন। তাঁদের এই যাত্রার পেছনে ছিল অনেক স্বপ্ন, আশা আর ত্যাগ। আল্লাহ সেই ধৈর্যের মূল্য সুন্দরভাবে দিয়ে তাঁদের পথ খুলে দিয়েছেন। সামনে তাঁদের জীবনে আরও সফলতা ও বরকত নেমে আসুক—এই দোয়া রইল। 🇵🇱✨🤲”
1 month ago | [YT] | 25
View 3 replies
Abu Musa
ইউরোপ ভ্রমণকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। ২০২৫ সালের ১২ অক্টোবর থেকে ২৯টি শেনজেনভুক্ত দেশে চালু হচ্ছে নতুন ডিজিটাল এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস)। এই ব্যবস্থা চালুর পর আর পাসপোর্টে সিল দেওয়া হবে না। বরং ভ্রমণকারীর মুখের ছবি ও আঙুলের ছাপ দিয়েই সম্পন্ন হবে প্রবেশ ও প্রস্থান প্রক্রিয়া।
কী এই নতুন ব্যবস্থা?
EES হলো একটি বায়োমেট্রিক ভিত্তিক স্বয়ংক্রিয় সীমান্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকরা যখন শেনজেন এলাকায় প্রবেশ বা বের হবেন, তখন সীমান্তের কিয়স্কে পাসপোর্ট স্ক্যান করতে হবে এবং সঙ্গে মুখের ছবি ও আঙুলের ছাপ দিতে হবে।
এই তথ্যগুলো ডিজিটালি সংরক্ষিত থাকবে—যাতে জানা যাবে ভ্রমণকারীর প্রবেশ ও প্রস্থানের তারিখ, স্থান ও থাকার মেয়াদ।
কেন চালু হচ্ছে এই প্রযুক্তি?
ইউরোপীয় কর্তৃপক্ষের লক্ষ্য—ভ্রমণ সহজ করা এবং সীমান্ত নিরাপত্তা জোরদার করা। এর মাধ্যমে জাল পরিচয় ব্যবহার রোধ, অপেক্ষার সময় কমানো এবং ভিসা বা থাকার মেয়াদ লঙ্ঘন নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। একই সঙ্গে, ধীরে ধীরে ম্যানুয়াল পাসপোর্ট স্ট্যাম্পিং সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে।
কারা এই নিয়মের আওতায় পড়বেন?
এই সিস্টেম প্রযোজ্য হবে শুধুমাত্র যারা নন-ইইউ নাগরিকদের জন্য। যারা ১৮০ দিনের মধ্যে সর্বোচ্চ ৯০ দিন শেনজেন এলাকায় থাকতে পারেন। তবে ইউরোপীয় ইউনিয়নের নাগরিক, স্থায়ী বাসিন্দা বা লং-স্টে ভিসাধারীরা এর আওতার বাইরে থাকবেন।
বায়োমেট্রিক পাসপোর্ট কি বাধ্যতামূলক?
সম্পূর্ণ বাধ্যতামূলক নয়। তবে যাদের ই-পাসপোর্ট বা বায়োমেট্রিক পাসপোর্ট আছে, তারা স্বয়ংক্রিয় গেট ব্যবহার করে দ্রুত ইমিগ্রেশন পার হতে পারবেন। যাদের পাসপোর্ট এখনও মেশিন রিডেবল, তাদের প্রক্রিয়া কিছুটা ধীর হতে পারে।
সম্পূর্ণ চালু কবে হবে?
প্রথম ধাপ শুরু হচ্ছে ২০২৫ সালের ১২ অক্টোবর। ধীরে ধীরে সব সীমান্তে এটি কার্যকর হবে। ২০২৬ সালের ১০ এপ্রিলের মধ্যে পুরো শেনজেন এলাকায় সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা। নতুন সিস্টেম চালুর পর ধীরে ধীরে পাসপোর্টে সিল দেওয়া বন্ধ হবে। সব তথ্য ডিজিটালি সংরক্ষিত থাকবে, যা পুরো ইউরোপের ২৯টি শেনজেন দেশের সঙ্গে যুক্ত থাকবে
2 months ago | [YT] | 7
View 0 replies
Abu Musa
🇵🇱😢🇪🇺আগামী জুন মাসের ১ তারিখ থেকে পোল্যান্ডে ইউরোপের অন্য দেশের TRC দিয়ে,
আর পোল্যান্ডের TRC হবে না বা আবেদন করতে পারবেন নাহ।
পোল্যান্ড সরকার অএ আইন পাশ করেছে, এবং যারা স্টুডেন্ট ভিসা নিয়ে এসে স্কলারশিপ শেষ না করা পযন্ত Warker TRC আবেদন করতে পারবে না।😢😢🇵🇱🇪🇺
7 months ago | [YT] | 38
View 12 replies
Abu Musa
ইমারজেন্সি পলিশ কোম্পানিতে একজন ওয়ার্কার প্রয়োজন
রোমানিয়া , ক্রোয়েশিয়া যে আগে কনফার্ম করবেন তার অগ্রাধিকার থাকবে !
অবশ্যই রুমানিয়ায় অবাক ক্রোয়েশিয়ার টিআরসি কার্ড থাকতে হবে
যোগাযোগ নাম্বার WhatsApp +48 797 277 176
8 months ago (edited) | [YT] | 46
View 5 replies
Abu Musa
Eid Mubarak
আগামীকাল ঈদুল ফিতর 🇧🇩🇵🇱
9 months ago | [YT] | 43
View 9 replies
Abu Musa
ইতিপূর্বে ভারতের দিল্লি থেকে এসব দেশের ভিসা প্রসেসিংয়ের কাজ করতে হত বাংলাদেশীদের।
9 months ago | [YT] | 41
View 8 replies
Abu Musa
Ramadan Mubarak 🌙
সবাইকে মাহে রমজানের শুভেচছা।
আল্লাহ আমাদের সবাইকে রমজানে মাসের পবিত্রতা রক্ষা করার তৌফিক দান করুক।আমিন🤲
10 months ago | [YT] | 38
View 0 replies
Abu Musa
গুরুত্বপূর্ণ তথ্য
বর্তমানে পোল্যান্ডে অবৈধ অভিবাসন ও ডকুমেন্টেশনের নিয়ম আরও কঠোর হচ্ছে। পোলিশ পুলিশ এবং সীমান্ত নিরাপত্তা সংস্থা দেশব্যাপী অভিযান, বাসস্থানের ঠিকানা চেক এবং নথিপত্রের কঠোর পরিদর্শনের প্রক্রিয়া জোরদার করেছে।
সম্প্রতি, দেশব্যাপী 26,000 এরও বেশি পুলিশ এবং 1000 সীমান্ত নিরাপত্তা কর্মকর্তা চেক করা হয়েছে। 32,000+ স্থানে তদন্ত করার সময়, 1,474 জন গ্রেফতার, 398 জন বিদেশী নাগরিককে পোল্যান্ড ছেড়ে যাওয়ার আদেশ দিয়েছে।
এই পরিস্থিতি বিবেচনা করে, পোল্যান্ডের সকল নেপালি ভাই ও বোনদের নিম্নলিখিতগুলিতে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হল:
✅ সব সময় বৈধ কাগজপত্র একসাথে রাখুন।
✅ সময়মত ভিসা বা রেসিডেন্স পারমিট (কার্ড) রিনিউ করুন।
✅ অবৈধ অভিবাসনের কাজে লিপ্ত হবেন না।
✅ পুলিশ বা সংশ্লিষ্ট সংস্থার অনুসন্ধানে সহযোগিতা করুন।
✅ যেকোনো সমস্যা বা আরো তথ্যের জন্য যোগাযোগ করুন এনআরএনএ পোল্যান্ডের সাথে।
জরুরি সতর্ক থাকুন, আইনিভাবে নিরাপদে থাকার অনুরোধ রইল।
-অনাবাসী বাংলাদেশী অ্যাসোসিয়েশন,
ন্যাশনাল কোঅর্ডিনেশন কাউন্সিল, পোল্যান্ড
ছবির উৎস: বর্ডার গার্ড
10 months ago | [YT] | 11
View 0 replies
Abu Musa
দালাল আর এজেন্সির পিছনে না ঘুরে, নিজের কোন আত্মীয়-স্বজন বা পরিচিত কেউ যদি ইউরোপে থাকে, তার মাধ্যমে এখানে আসার চেষ্টা করেন ভাই। চারিদিকে ইউরোপ নিয়ে প্রতারক চক্রের দৌরত্ব চলছে, একটা ভুল সিদ্ধান্ত টাকা এবং সময় দুটোই নষ্ট।
10 months ago | [YT] | 48
View 10 replies
Abu Musa
আলহামদুলিল্লাহ ১০ হাজার subscribers সম্পূর্ণ হয়েছে শুধু মাত্র আপনাদের ভালোবাসার কারণে। 🤗♥️
আপনাদের প্রতি আমার ভালোবাসা আর কৃতজ্ঞতা সবসময় থাকবে ইনশাআল্লাহ। সবসময় আপনাদের পাশে আছি পাশে থাকবো।। 💪♥️
10 months ago | [YT] | 21
View 7 replies
Load more