Markajul Huffaz Media

السلام عليكم ورحمه الله وبركاته

আমাদের ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম:

প্রিয় ভাই/বোন আমাদের চ্যানেলে জা পাবেন:

1️⃣ কুরআন তিলাওয়াত

2️⃣ ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান

3️⃣ ইসলামিক সঙ্গীত

4️⃣ ইসলামিক বিনোদন ও ইত্যাদি

5️⃣ ইসলামিক সর্ট বিডিও


দ্বীন প্রচারের উদ্দেশ্যে আমাদের Youtube Channel "Markajul Huffaz Media" কে SUBSCRIBE করুন ।


Markajul Huffaz Media

"মৃত্যু হলেও মানুষ জানুক কেন মারা গিয়েছি"

হাসানাত আব্দুল্লাহ ভাই ✊

1 month ago | [YT] | 1

Markajul Huffaz Media

আহ!😭 কলরবের জনপ্রিয় নাশিদ শিল্পী প্রিয় আহনাফ খালিদ গত রাতে ঢাকার সাইনবোর্ডে বাইক এক্সিডেন্ট করে গুরুতর অবস্থায় ঢাকার বি এন কে হসপিটালে লাইফ সাপোর্টে আছে। আল্লাহ! প্রিয় ভাইকে দ্রুত পরিপূর্ণ শিফা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দিন , আমীন।

4 months ago | [YT] | 5

Markajul Huffaz Media

দেশ ও দ্বীনের বৃহত্তর স্বার্থে তাদেরকে কাছে টানা একান্ত জরুরী, বড়রা কাছে না টানলে বা কাছে না গেলে বুঝবে কীভাবে যে, আকাবির কী জিনিস? মাশা আল্লাহ নয়নাভিরাম দৃশ্য, এরপর সবচে' বেশি ভালো লাগলো প্রিয় সারজিস ভাইয়ের গলার মাপলারে প্রাণের আক্বসার ছবি। গায়ে আক্বসার ছবি দেখে আবার সেকুলার পাড়ায় আ"গু"নো লাগতে পারে।

8 months ago | [YT] | 10

Markajul Huffaz Media

মাদ্রাসার ছাত্ররা রাস্তা পরিস্কারের কাজে নিয়োজিত মাশাআল্লাহ ।

8 months ago | [YT] | 7

Markajul Huffaz Media

প্রিয় প্রতিষ্ঠান মারকাযুল হুফ্ফাজ কেরানীগঞ্জ এর আজকের ইসলাহী মাহফিলে সকল প্রিয়দের দাওয়াত রইলো।

মারকাযুল হুফ্ফাজ এর বালক / বালিকা পৃথক শাখায় সকল বিভাগে ভর্তি চলছে,
বালক শাখার বিভাগ সমুহ:
নূরানী বিভাগ,
নাজেরা বিভাগ,
আন্তর্জাতিক হিফজ বিভাগ,
হিফজ শুনানী বিভাগ,

বালিকা শাখার বিভাগ সমুহ:
নুরানী বিভাগ,
নাজেরা বিভাগ,
হিফজ বিভাগ,
কিতাব বিভাগ ৮ম শ্রেণী (কুদুরী) পর্যন্ত।(পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস পর্যন্ত)

আপনার সন্তানকে আন্তর্জাতিক মানের হাফেজ ও আলেম হিসেবে গড়ে তুলতে আজই যোগাযোগ করুন।
মোবাঃ 01818667831, 01571311550,
ঠিকানাঃ বড়িশুর বাজার জামে মসজিদের পুর্ব পাশে (মরহুম হাজী মামুন সাহেবের বাড়ি) কেরানীগঞ্জ ঢাকা।

9 months ago (edited) | [YT] | 9

Markajul Huffaz Media

সাধারণত ছেলেরা সে-ক্সু-য়ালি এডাল্ট হয় ১৫/১৭ এর মধ্যেই বা তার আগেই।
মেয়েরা ১৫ এর আগেই।

সেখানে আমরা মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করেছি ১৮ বছর ও ছেলেদের ২১ বছর। কিন্তু সিস্টেম করে দিয়েছি আবার অন্য রকম। ছেলেদের চাকরির বয়স সীমা ৩২ বছর। গ্রাজুয়েশান শেষ করতে করতে বয়স হয়ে যায় ২৬/২৭ বছর।

গড় আয়ু যদি ৬৫ হয়- তাহলে ৩২ বছর বয়স পযর্ন্ত সে অন্যের টাকায় চলবে। এর পর স্বাবলম্বী হয়ে মানে জব পেয়ে বিয়ে করবে ৩২ এর পর।

যে ছেলেটা সে-ক্সু-য়ালি এডাল্ট হইলো ১৭ তে। সে বিয়ে করলো আরো ১৫ বছর পর।
এই ১৫ বছর সে কি করবে?

পাড়ায় যাবে না? প্রেমিকাকে নিয়ে লিটনের ফ্লাটে যাবে না? পার্কের চিপায় প্রেমিকার শরীরে হাত দিবে না?
দাঁতে দাঁত চেপে নিজেকে পাথর বানিয়ে রাখবে?
কতটুকু পসিবল? লজিক্যালি কতটুকু পসিবল? বোথ ফর বয়েজ অ্যান্ড গার্লস?

এই দেশে ম-দ বিক্রি নি-ষি-দ্ধ না। কিন্তু ম-দ সহ ধরা পড়লে পুলিশ কে চা পানি খাওয়াইতে হয়!
একটা ছেলে ১৭ বছর অপেক্ষা করবে ১৭ বছরের আগের ক্ষুধা মিটানোর জন্য। যেহেতু আমরা জীব পাথর না। আমাদের ফিজিক্যাল চাহিদা আছে। তাই বলে ১৭ বছর অপেক্ষা করবে একটা ছেলে/মেয়ে ?

আপনি বা কেউ কি বিলিভ করেন যে কেউ অপেক্ষা করে?
অপেক্ষা করে না দেখেই এই দেশে রেস্টুরেন্টে প্রাইভেট জোন লাগে। মিরপুর মাজার রোডে ছোট ছোট খুপরি ঘর ওয়ালা রেস্টুরেন্ট লাগে। পার্কে ছাতা ওয়ালা প্রাইভেসি লাগে। সবই এই সমাজ জানে। একসেপ্ট করে। এক্সেপ্ট না করলে এসব বন্ধ হয়ে যেত। এসবই আমরা মেনে নিচ্ছি। শুধু ছেলে স্টাব্লিশড না হওয়া পযর্ন্ত বিয়ে মেনে নিতে পারতেছি না।

আপনি যদি এই দেশের সুপার সাকসেসফুল কোন বিজনেস ম্যান এর জিবনী পড়েন, দেখবেন তারা সাকসেসফুল হয়েছে অনেক পরে। অন্তত ৪০/৪৫/৫০ বছর বয়সে। আপনি কি তত দিন অপেক্ষা করবেন?মেয়ে তাদের সাথে বিয়ে দেয়ার জন্য ?

আমাদের পিতামাতাগণ সব কিছু ইসলাম অনুয়ায়ী করেন। খালি এই একটা বিষয়ে উনারা ইসলাম মানেন না। সেটা হইলো বিয়ে। পাত্র ভালো জব করে না দেখে উনারা বিয়ে দেন না। সমাজ বলে আগে প্রতিষ্ঠিত হওতার পর বিয়ে কর!

কুরআন বলে আগে বিয়ে করো,গরীব হলে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ্‌র!🌸 -(সূরা নূর)❤️
অথচ ইসলাম বলেছে সাবালক হলেই বিয়ে দিয়ে দাও।

"বউ কে খাওয়াবি কি? "
এটা হচ্ছে আমাদের দেশের বিয়ের সব চেয়ে বড় বাঁধা।
বউ কি হাতি? নাকি ঘোড়া? তার তো ১০ কেজি বিচুলি লাগে না ডেইলি। তাইনা?

বিসিএস দিয়ে ৩৫ বছর বয়সে নিজের পায়ে দাঁড়িয়ে তার পর বিয়ে করতে হবে ।
নিজের পায়ে ঠিক-ঠাক দাঁড়াতে দাঁড়াতে সঠিক জিনিসটি দাঁড়ানোর সময় পেরিয়ে যায়.....
এখন ভাবুন, ইসলাম ধর্মে বিয়েকে অর্ধেক দ্বীন কেন বলা হয় !

তারপরও পরিবার এবং সবার ব্যক্তিগত মতা মত থাকতেই পারে 😊

11 months ago | [YT] | 1

Markajul Huffaz Media

সেনেগাল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা থেকে এইমাত্র বাংলাদেশে অবতরণ করলেন কারী আবু রায়হান এবং তার ওস্তাদ " আলহামদুলিল্লাহ🥰

1 year ago | [YT] | 9

Markajul Huffaz Media

হাদিস শাস্ত্র একদিকে আর রাহুল ভাইয়ের গোল্ডেন চেইন অন্যদিকে।

1 year ago | [YT] | 5

Markajul Huffaz Media

পানি খেয়ে নেই । তারপর হানাফিদের বক্তব্যের খন্ডন করছি🤭

পুরা আলোচনা শুনে যা বুঝলাম, Br রাহুলের কথা হলো পরীক্ষায় যায় আসুক না কেনো আমি যা পড়েছি তাই লিখবো।😆😆

1 year ago | [YT] | 4

Markajul Huffaz Media

তানজানিয়ায় অনুষ্ঠিত ৩২তম আন্তর্জাতিক
হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৪ এ
১স্থান অধিকার করে ১০ বছর বয়সী হাফেজ হুজায়ফা।

সে শায়েখ ক্বারী নাজমুল হাসান সাহেব পরিচালিত তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার ছাত্র
যোগাযোগঃ 01711338759, 01511338759

1 year ago | [YT] | 9