Tax Talks with Roni



Welcome to Tax Talks with Roni!

I’m Roni Gopal Bosu (ITP, Master of Accountancy in Taxation – DU, CACC, LLB), a Tax & VAT Consultant dedicated to simplifying complex tax and VAT issues in Bangladesh.

Whether you're a business owner, a finance professional, or someone trying to understand your tax responsibilities — this channel is your trusted guide for:

✅ Income Tax Laws & Updates
✅ VAT Rules & Compliance
✅ Return Filing & Rebate Strategies
✅ Real-Life Examples & Case Studies
✅ Finance Tips Tailored to Bangladesh

Every video is practical, up-to-date, and designed to help you take confident control of your Tax and VAT matters.

Subscribe to Tax Talks with Roni and join our growing community of learners and professionals who believe in financial clarity and compliance.

Mobile: 01920200289
Facebook Page – SmarTax
LinkedIn – Roni Gopal Bosu

#TaxTalksWithRoni
#VATTipsBangladesh
#TaxConsultantBangladesh
#VATBangladesh
#IncomeTaxBD
#TaxComplianceBD
#IncomeTaxReturn
#TaxHelpBangladesh


Tax Talks with Roni

অনলাইনে সংশোধনী রিটার্ন দেবার অপশন চালু হয়েছে। আপনি যদি আপনার রিটার্নে কোনও ভুল করে থাকেন এবং সেটি বুজতে পারেন তবে আপনি এখন সংশোধনী রিটার্ন দিতে পারবেন। সংশোধনী রিটার্ন দেবার পূর্বে এসংক্রান্ত আইনগত বিধিবিধান জানা জরুরি।

সংশোধিত রিটার্ন:
আমারা অনেকেই আয়কর রিটার্ন দাখিল করতে যেয়ে তাড়াহুড়া বা না জানার কারণে ভুল রিটার্ন দাখিল করে ফেলি। এবং ভুল রিটার্ন দাখিলের পর যখন নিজের ভুল বুঝতে পারি তখন আতঙ্কিত হয়ে পারি।যদিও ভুল আমাদের কারোরই কাম্য নয়

আইনে রিটার্ন এ ভুল করলে এবং যদি এটি আমারা নিজেরা বুজতে পারি সেক্ষেত্রে সংশোধিত রিটার্ন দাখিল করার সুযোগ দেয়া হয়েছে।

প্রথমত, একজন স্বাভাবিক ব্যক্তি যদি তার প্রদর্শিত আয়, দাবিকৃত কর অব্যাহতি বা অন্য কোনো কারণে ভুল তথ্য দিয়ে থাকেন এবং যদি তিনি সেটি বুজতে পারেন তবে তিনি সংশোধিত রিটার্ন দাখিল করতে পারবেন।

তবে সংশোধিত রিটার্ন অবশ্যই

রিটার্ন দাখিলের দিন হতে ১৮০ দিনের মধ্যে হতে হবে
সংশোধনী রিটার্ন একবার দাখিল করে যাবে এবং
মূল রিটার্ন যদি অডিটের আওতায় পড়ে তবে সংশোধিত রিটার্ন দাখিল করা যাবে না।
সংশোধিত রিটার্ন এ একজন করদাতা কিছু সুবিধা হতে বঞ্চিত হবেন।

করদাতার সংশোধিত রিটার্ন এ যদি অব্যাহতি, হ্রাসকৃত কর হারের আওতাধীন কোন আয় থাকে তবে সেটি নিয়মিত আয় হিসাবে অন্যান্য খাতের আয় হিসাবে বিবেচিত হবে এবং নিয়মিত হারে কর ধার্য হবে যা কর দাতার কর অনেকাংশে বাড়িয়ে দিবে।

তবে কিছু ক্ষেত্রে এই শর্তে শিথিলতা না হয়েছে যেমন

পেনশন তহবিল, সরকারি আনুতোষিক (২ কোটি ৫০ লক্ষ পর্যন্ত), ভবিষ্যৎ তহবিল হতে আয়, স্বেচ্ছায় অবসর গ্রহণ আয়, ফরেন রেমিটেন্স, আইনানুগ দান এবং চাকুরী হতে আয় থেকে অব্যাহতি এগুলো তিনি দেখাতে পারবেন।

1 month ago | [YT] | 7

Tax Talks with Roni

বিনিয়োগ কর রেয়াতের পরিসীমা বৃদ্ধি স্বাভাবিক ব্যাক্তি শ্রেণির করদাতার জন্য আর্থিক স্বস্থি :

Finance Bill - 2025 অনুসারে এখন থেকে মিনিমাম ট্যাক্স হিসাবে গণ্য আয় মোট আয়ের অংশ হবে এবং এর উপর বিনিয়োগ কর রেয়াত নেয়া যাবে।(Sec-78)

উদাহারনঃ
Regular income. 10,00,000/=
Exempted Income. 5,00,000/=
Income under minimum Tax 2,00,000/=
Actual Investment. 10,00,000/=

Here Allowable rebateable investment -12,00,000/= Which was 10,00,000 previously.

এখান থেকে আপনি রিবেট পাবেন
১২,০০,০০০ X .৩% = ৩৬,০০০/=
১০,০০,০০০ X ১৫% = ১,৫০,০০০/= অথবা
১০,০০,০০০ ( যেটি কম)

অর্থাৎ রেয়াত পাবেন এখন ৩৬,০০০ টাকা যা পূর্বে পেতেন ৩০,০০০ টাকা।

6 months ago | [YT] | 3

Tax Talks with Roni

আসন্ন বাজেটে ন্যূনতম কর সমন্বয়ের সুযোগ—SME সহ সকল করদাতার জন্য আশার আলো

আগামী বাজেটে টার্নওভারের উপর ন্যূনতম কর সমন্বয়ের সুযোগ থাকছে বলে ধারনা করা হচ্ছে, যা বর্তমানে ন্যূনতম কর হিসাবে চিহ্নিত এবং সমন্বয়যোগ্য নয়।

সাধারণভাবে, আয়কর প্রফিট এর উপর ধার্য করা হয়, যা বিশ্বব্যাপী স্বীকৃত একটি পন্থা। আয়কর আইন ২০২৩ এর ধারা ১৬৩ অনুযায়ী, আপনার প্রকৃত মুনাফা যাই হোক না কেন, যদি আপনার ন্যূনতম কর নির্ধারিত নিয়মিত কর অপেক্ষা বেশি হয়, তবে আপনাকে সেই ন্যূনতম করই প্রদান করতে হবে—এবং তা রিফান্ডযোগ্য নয়।

এই ব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা।

এছাড়া কোম্পানির ক্ষেত্রে বর্তমানে ন্যূনতম কর বিক্রয়ের উপর ০.৬%।
এমনকি যদি আপনার কোম্পানি ক্ষতিগ্রস্ত হয় বা লস করে, তবুও গ্রস প্রাপ্তির উপর .৬% হারে কর দিতে হয়—যা ব্যবসার জন্য একটি বড় আর্থিক চাপ।

উপরন্তু, বিভিন্ন উৎসে কর কর্তনকারী কর্তৃপক্ষ (TDS Authority) আপনার আয় নির্ধারিত হবার আগেই ট্যাক্স কর্তন করে সরকারি কোষাগারে জমা দিয়ে দেয়, যা পরবর্তীতে আপনার ন্যূনতম কর হিসাবে গণ্য হয়।

এই পরিস্থিতিতে, যদি ন্যূনতম কর সমন্বয়ের সুযোগ রাখা হয়, তাহলে সকল ব্যবসা প্রতিষ্ঠান, বিশেষ করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কিছুটা স্বস্তি পাবে।

8 months ago | [YT] | 1

Tax Talks with Roni

বন্ড: নিরাপদ ও লাভজনক বিনিয়োগের সহজ মাধ্যম
ধরুন, আজ আপনি একটি নির্দিষ্ট পরিমান অর্থ বিনিয়োগ করলেন এবং মাসে মাসে বা নির্দিষ্ট সময় পর পর নিদিষ্ট হারে মুনাফা লাভ করলেন। আপনি সরকারি প্রতিষ্ঠানে বা বেসরকারি প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারেন । প্রতিষ্ঠান যেই অবস্থায়েই থাকুক না কেন চুক্তি মোতাবেক আপনাকে সেই মুনাফা এবং মেয়াদান্তে আসল অর্থ ফেরত প্রদান করবে । এই বিনিয়োগই হল বন্ড। বন্ড হল একটি ঋণপত্র বা ঋণের দলিল। উন্নত দেশ সমুহে বন্ডের ব্যাপক প্রচলন থাকলেও বাংলাদেশে এটি এখনো ততটা জনপ্রিয় নয়।
বন্ড সাধারনত ২ ধরনের
· ট্রেজারি বন্ড (সরকারি)
· কর্পরেট বন্ড
কর্পরেট বন্ড আবার ২ ধরনের
ইসলামি বন্ড ( সুকুকু বন্ড)
কনভেনশনাল বন্ড
এছারা রয়েছে কুপন নির্ভর বন্ড যা স্থায়ী বা মেয়াদি হতে পারে
আর একটি জনপ্রিয় বন্ড হল জিরো কুপন বন্ড যেখানে আপনি ডিসকাউন্ট রেটে বন্ড কিনে ফেস ভালুতে বিক্রয় করতে পারবেন
বন্ড কেনা বেচার প্রক্রিয়াঃ
· বাংলাদেশ ব্যাঙ্ক বন্ড ইস্যু করে
· বর্তমানে ২৪ টি ডিলার ব্যাঙ্ক বন্ড বিক্রয় করে
· শেয়ার বাজার থেকে বি ও অ্যাকাউন্ট এর মাধ্যমে বন্ড কেনা বেচা করা যায়
· Bangladesh security & exchange commission এর অনুমদনে বন্ড বিক্রি হয়
· বাংলাদেশ ব্যাংক এর অনুমদনে বিক্রয় করা যায়
· সব বন্ড সবাই কিনতে পারে না । ইস্যু কারী প্রতিষ্ঠান ঠিক করে কোন বন্ড কারা কিনবেন
· বন্ডের মুনাফা বেশি এবং নিরাপদ
ঝুকিমুক্ত বিনিয়োগ করতে চাইলে বন্ড বর্তমানে সবচেয়ে ভাল বিকল্প গুলর একটি।
( বাংলাদেশে ট্রেজারি বন্ড এবং বিলে বিনিয়োগ সম্পর্কে বিস্তারত আগামি পোস্টে দেবার চেস্টা করবো )

1 year ago | [YT] | 2

Tax Talks with Roni

"করযোগ্য সরবারাহের সময় ভ্যাট প্রদান: ধারা ৩৩ ও বাস্তব প্রয়োগ"

ভ্যাট কোন সয়ময়ে প্রদান করা হবে তা নিয়ে বিভিন্ন সময়ে জটিলতা দেখা দেয়। ধারা ৩৩ শে ৪ টি অবস্থার কথা বলা আছে যার মধ্যে যেটি প্রথমে ঘটবে সেই সময়ে ভ্যাট প্রদেয় হবে।

১। যখন কোন পণ্য বা সেবার সরবারাহ করা হবে
২। সারবারাহ সঙ্ক্রান্ত চালানপাত্র ইস্যু করা হবে
৩। সারবরাহের আংশিক বা সম্পূর্ণ মূল্য প্রদান/ গ্রহণ করা হবে এবং
৪। কোন সরবারাহ যখন ব্যাক্তিগতভাবে ব্যাবহার কারা হয় বা অন্যের ব্যাবহারের জন্য প্রদান করা হবে।

এখানে সরবারাহ বলতে পণ্যের সরবরাহ, সেবার সরবারাহ বা সম্পত্তির সরবরাহ যেকোনোটি হতে পারে। তবে প্রদেয় ভ্যাট প্রদানের ক্ষেত্রে একটি ব্যাবহারিক সমস্যা বিদ্যমান থাকে। যেমন একজন খুচরা বিক্রয়কারী সারাদিনে বিবিধ পণ্য বিক্রয় করেন যেখানে প্রদেয় ভ্যাট এর উদ্ভব হয় বা একজন সুপার শপ এর বিক্রেতা যিনি ক্রমাগত পণ্য বা সরবরাহ বিক্রয় করতে থাকেন। তাই এভাবে প্রতি সরবারাহের উপর ভ্যাট প্রদেয় হলেও সাথে সাথে সরকারী কোষাগাড়ে ভ্যাট প্রদান করা বাস্তবসম্নত নয়। তাই দিনের মধ্যে বহুবার ভ্যাট প্রদেয় হলেও সরকারী কোষাগাড়ে ভ্যাট প্রদান করতে হবে মাস শেষ হবার পর- দাখিলপত্র দাখিল করবার আগে (বিধি ২৫)।

1 year ago | [YT] | 2