Supreme Court directive SSC teacher recruitment scam:সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী,স্কুল সার্ভিস কমিশন অবশেষে দাগি শিক্ষকদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে,যার মধ্যে ১৮০৪ জনের নাম রয়েছে।যদিও প্রথমে তালিকায় ১৮০৩ জনের নাম থাকার কথা বলা হয়েছিল,তবে প্রকাশিত তালিকায় এক জনের নাম অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।কমিশনের ওয়েবসাইটে আপলোড করা এই তালিকায় সংশ্লিষ্ট শিক্ষকদের নাম,রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দেওয়া হলেও,তাঁদের কর্মরত স্কুলের নাম উল্লেখ করা হয়নি,যা প্রেক্ষাপটের নিরিখে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে।দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চলা অভিযানের অঙ্গ হিসেবে এই তালিকার প্রকাশ অনেকটাই প্রত্যাশিত ছিল।তালিকার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে,যেসব শিক্ষকের নাম দাগি হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের নিয়োগ বাতিলের কার্যক্রম শুরু হবে।তবে,তালিকায় নাম অন্তর্ভুক্ত শিক্ষকদের মধ্যে যাঁরা নিজেদের বিরুদ্ধ অভিযোগ অপ্রমাণিত বলে দাবি করেন,তাঁরা আইনগতভাবে আপিল করার সুযোগ পাবেন।এখন প্রশ্ন হল,এই তালিকা প্রকাশের পর প্রশাসন কীভাবে আরও স্বচ্ছতা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে,যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতির স্থান না থাকে।রাজ্য সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে এই তালিকাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে,তবে এটি কেবল প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ভবিষ্যতে আরও জটিল কার্যক্রম এবং সংশোধনী আনতে হবে,যাতে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অবসান নিশ্চিত করা যায়।
Dev Subhashree reunion:"কিছু মানুষ যায় না… শুধু দূরে সরে যায়।"ধুমকেতুর Grand Trailer Launch-এ একই মঞ্চে দেব আর শুভশ্রী—৯ বছর পর।চোখে পড়ল অদৃশ্য এক প্রাচীর, অথচ লুকিয়ে আছে পুরনো দিনের ছায়া।এ চ্যালেঞ্জ ২০০৯-এর “চ্যালেঞ্জ” থেকেও বড়—কারণ এবার গল্পটা সিনেমার নয়,জীবনের।
After 9 long years, Dev and Subhashree share the same stage again at the Dhumketu Grand Trailer Launch. A moment filled with nostalgia, subtle distance, and the unspoken challenge that goes beyond the screen—into life itself.
"We shall meet again…" — What Shefali Jariwala once wrote for Sidharth Shukla is now echoing in silence after her own untimely goodbye.💔 Some words hurt more when time repeats them.
রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত নরেন্দ্র মোদীকে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু।অন্যদিকে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সংবাদমাধ্যমে একাধিক তারিখ নিয়ে চর্চা চলছে। তবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত,দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। মোদী এবার তাঁকে ছুঁয়ে ফেললেন। এ প্রসঙ্গে বহুবার তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
মোদীর কথায়,— গুজরাটের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হত। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন নমো। মোদীর মতে, 'মোদী তিনবার কেন, পাঁচ সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।'
লোকসভা ভোটের ফলে রাজ্যজুড়ে সবুজ ঝড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনও সবুজ হয়ে উঠল বিশ্ব পরিবেশ দিবসে। বুধবার সকালেই লিখে ফেললেন পরিবেশ সংক্রান্ত কবিতা।পোস্ট করলেন রাজ্যবাসীর উদ্দেশে।ভোটের ফল প্রকাশের দিনই সবুজ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এই কবিতার ছত্রে ছত্রে রয়েছে রাজনীতির সাঙ্কেতিক অর্থ।
এ রাজ্যে যে সবুজের ঝড় উঠেছে, তাকেই স্বাগত জানিয়ে মমতা বোঝানোর চেষ্টা করেছেন যে, সবুজই প্রাণের স্পন্দন। তাকে হত্যা করার অর্থ সভ্যতা-জীবনচক্রকে প্রতিস্পর্ধার চোখে দেখা।মমতার নিজের হাতে তৈরি দলীয় প্রতীক ঘাসফুলের মধ্যেই রয়েছে নতুন প্রাণ, নতুনের সন্ধান। তৃণমূলকে যত ক্ষুদ্র-তুচ্ছ ভাবার চেষ্টা করবে কেউ, ততই তা নতুন প্রাণের টানে ছুটে চলবে। তাকে উপড়ে ফেলার চেষ্টা না করতে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার কবিতায় ভাষায় রয়েছে, সবুজ শান্তি ডেকে আনে, যুগের অর্থাৎ সময়ের ডাকে সবুজ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। বিশেষ তাৎপর্যপূর্ণ পংক্তি হল, সবুজের রঙে লাল কখনো হয় না। শুধু বাংলা নয়, এ দেশের বুকে সবুজ আসুক নেমে এই ডাক দিয়ে মমতা লিখেছে দেশকে সবুজের পথ দেখাও। কারণ সবুজই পারবে সোনা ফলাতে।
এক্সিট পোলের পর চাঙ্গা শেয়ারবাজার। সেনসেক্স ও নিফটি সব রেকর্ড ভেঙেছে! এক্সিট পোলের ফলাফল আসার পরে, অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞরা শেয়ার বাজারে একটি দুর্দান্ত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। যা সোমবার সত্যি হয়েছে। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই ৭৬ হাজারে পৌঁছে যায় সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচকও বিগত চার বছরের সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।প্রায় তিন বছর পর একদিনে শেয়ারবাজারে এত বড় উত্থান ঘটেছে। তাতেই পড়ে গিয়েছে শোরগোল। শেষবার এত বড় লাফ দেখা গিয়েছে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি।
আর এই বৃদ্ধির হাত ধরেই শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বিপুল মুনাফা ঘরে তুলতে পেরেছেন। একদিনেই বাজার থেকে বিনিয়োগকারীদের হাতে এসেছে ১৩.৭৮ লক্ষ কোটি টাকা। এক্সিট পোলের পরিসংখ্যান এসেছে ১ জুন। যাতে স্পষ্ট ইঙ্গিত, ফের দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে মোদী সরকার। তারপর সকলের নজর ছিল শেয়ার বাজারের দিকে। কী হয়, কী হয় ভাব নিয়ে সোমবার দালাল স্ট্রিটের দরজা খুলতেই একেবারে নতুন রেকর্ড!যার ফলে বিপুল আয়ের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।মঙ্গলবার ভোটের ফলাফল নির্ধারণ হবে,এদিন কেমন থাকে বাজার সেইদিকে অবশ্য নজর এখন সকলের।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।ভেবে চিন্তে তবেই বিনিয়োগ করবেন!
bengal tv
Supreme Court directive SSC teacher recruitment scam:সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী,স্কুল সার্ভিস কমিশন অবশেষে দাগি শিক্ষকদের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে,যার মধ্যে ১৮০৪ জনের নাম রয়েছে।যদিও প্রথমে তালিকায় ১৮০৩ জনের নাম থাকার কথা বলা হয়েছিল,তবে প্রকাশিত তালিকায় এক জনের নাম অতিরিক্তভাবে অন্তর্ভুক্ত হয়েছে।কমিশনের ওয়েবসাইটে আপলোড করা এই তালিকায় সংশ্লিষ্ট শিক্ষকদের নাম,রোল নম্বর এবং সিরিয়াল নম্বর দেওয়া হলেও,তাঁদের কর্মরত স্কুলের নাম উল্লেখ করা হয়নি,যা প্রেক্ষাপটের নিরিখে একটি গুরুত্বপূর্ণ দুর্বলতা হিসেবে চিহ্নিত হচ্ছে।দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগে দুর্নীতি ও অব্যবস্থাপনার বিরুদ্ধে চলা অভিযানের অঙ্গ হিসেবে এই তালিকার প্রকাশ অনেকটাই প্রত্যাশিত ছিল।তালিকার মাধ্যমে সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-এর পক্ষ থেকে জানানো হয়েছে যে,যেসব শিক্ষকের নাম দাগি হিসেবে চিহ্নিত হয়েছে, তাঁদের নিয়োগ বাতিলের কার্যক্রম শুরু হবে।তবে,তালিকায় নাম অন্তর্ভুক্ত শিক্ষকদের মধ্যে যাঁরা নিজেদের বিরুদ্ধ অভিযোগ অপ্রমাণিত বলে দাবি করেন,তাঁরা আইনগতভাবে আপিল করার সুযোগ পাবেন।এখন প্রশ্ন হল,এই তালিকা প্রকাশের পর প্রশাসন কীভাবে আরও স্বচ্ছতা এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে,যাতে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার মধ্যে কোনও ধরনের অনিয়ম ও দুর্নীতির স্থান না থাকে।রাজ্য সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে এই তালিকাকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে,তবে এটি কেবল প্রথম পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।ভবিষ্যতে আরও জটিল কার্যক্রম এবং সংশোধনী আনতে হবে,যাতে শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অবসান নিশ্চিত করা যায়।
4 months ago | [YT] | 0
View 0 replies
bengal tv
Dev Subhashree reunion:"কিছু মানুষ যায় না… শুধু দূরে সরে যায়।"ধুমকেতুর Grand Trailer Launch-এ একই মঞ্চে দেব আর শুভশ্রী—৯ বছর পর।চোখে পড়ল অদৃশ্য এক প্রাচীর, অথচ লুকিয়ে আছে পুরনো দিনের ছায়া।এ চ্যালেঞ্জ ২০০৯-এর “চ্যালেঞ্জ” থেকেও বড়—কারণ এবার গল্পটা সিনেমার নয়,জীবনের।
After 9 long years, Dev and Subhashree share the same stage again at the Dhumketu Grand Trailer Launch. A moment filled with nostalgia, subtle distance, and the unspoken challenge that goes beyond the screen—into life itself.
#Dev #SubhashreeGanguly #Dhumketu #9YearsLater #OnScreenMagic BengalTv24x7
5 months ago | [YT] | 1
View 0 replies
bengal tv
"We shall meet again…" — What Shefali Jariwala once wrote for Sidharth Shukla is now echoing in silence after her own untimely goodbye.💔
Some words hurt more when time repeats them.
#ShefaliJariwala #SidharthShukla #GoneTooSoon BengalTv24x7
6 months ago | [YT] | 0
View 0 replies
bengal tv
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাড়াও সিবিআইয়ের হাতে গ্রেফতার তিন জন!রয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষের নিরাপত্তারক্ষী!
1 year ago | [YT] | 0
View 0 replies
bengal tv
রাষ্ট্রপতি ভবনে গিয়ে পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রীতি মেনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ১৭তম লোকসভা ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেন তিনি। মোদীর পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত এই পদের দায়িত্ব সামলাতে মোদীকে অনুরোধ করেছেন মুর্মু। এই আবহে নয়া সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
রাষ্ট্রপতি ভবনের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ৮ জুন পর্যন্ত নরেন্দ্র মোদীকে দায়িত্ব পালন করার আর্জি জানিয়েছেন দ্রৌপদী মুর্মু।অন্যদিকে, নরেন্দ্র মোদীর শপথগ্রহণের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে খবর। সংবাদমাধ্যমে একাধিক তারিখ নিয়ে চর্চা চলছে। তবে নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
প্রসঙ্গত,দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুই এখনও পর্যন্ত ভারতের সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী। টানা তিনবার দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি। মোদী এবার তাঁকে ছুঁয়ে ফেললেন। এ প্রসঙ্গে বহুবার তাঁকে প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে।
মোদীর কথায়,— গুজরাটের দীর্ঘমেয়াদী মুখ্যমন্ত্রী হিসেবেও তাঁকে নিয়ে চর্চা হত। কতবার পদে বসছেন, তার পরিবর্তে দেশ কতটা এগিয়েছে, সেই নিয়ে আলোচনা হওয়া উচিত বলে মনে করছেন নমো। মোদীর মতে, 'মোদী তিনবার কেন, পাঁচ সাতবারও জিততে পারে। ১৪০ কোটি মানুষের আশীর্বাদ রয়েছে আমার মাথার উপর।'
#Politics #Bjp #WestBengal #NarendraModi #BengalTv24x7 #BJPGovernment #BJPNEWS
1 year ago | [YT] | 1
View 0 replies
bengal tv
লোকসভা ভোটের ফলে রাজ্যজুড়ে সবুজ ঝড়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মনও সবুজ হয়ে উঠল বিশ্ব পরিবেশ দিবসে। বুধবার সকালেই লিখে ফেললেন পরিবেশ সংক্রান্ত কবিতা।পোস্ট করলেন রাজ্যবাসীর উদ্দেশে।ভোটের ফল প্রকাশের দিনই সবুজ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর এই কবিতার ছত্রে ছত্রে রয়েছে রাজনীতির সাঙ্কেতিক অর্থ।
এ রাজ্যে যে সবুজের ঝড় উঠেছে, তাকেই স্বাগত জানিয়ে মমতা বোঝানোর চেষ্টা করেছেন যে, সবুজই প্রাণের স্পন্দন। তাকে হত্যা করার অর্থ সভ্যতা-জীবনচক্রকে প্রতিস্পর্ধার চোখে দেখা।মমতার নিজের হাতে তৈরি দলীয় প্রতীক ঘাসফুলের মধ্যেই রয়েছে নতুন প্রাণ, নতুনের সন্ধান। তৃণমূলকে যত ক্ষুদ্র-তুচ্ছ ভাবার চেষ্টা করবে কেউ, ততই তা নতুন প্রাণের টানে ছুটে চলবে। তাকে উপড়ে ফেলার চেষ্টা না করতে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী।
মমতার কবিতায় ভাষায় রয়েছে, সবুজ শান্তি ডেকে আনে, যুগের অর্থাৎ সময়ের ডাকে সবুজ মানুষের মুখে হাসি ফোটাতে পারে। বিশেষ তাৎপর্যপূর্ণ পংক্তি হল, সবুজের রঙে লাল কখনো হয় না। শুধু বাংলা নয়, এ দেশের বুকে সবুজ আসুক নেমে এই ডাক দিয়ে মমতা লিখেছে দেশকে সবুজের পথ দেখাও। কারণ সবুজই পারবে সোনা ফলাতে।
#Politics #Tmc #WestBengal #MamataBanerjee #BengalTv24x7
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
bengal tv
Loksova Election results
1 year ago (edited) | [YT] | 0
View 0 replies
bengal tv
এক্সিট পোলের পর চাঙ্গা শেয়ারবাজার। সেনসেক্স ও নিফটি সব রেকর্ড ভেঙেছে! এক্সিট পোলের ফলাফল আসার পরে, অভিজ্ঞ বাজার বিশেষজ্ঞরা শেয়ার বাজারে একটি দুর্দান্ত বৃদ্ধির পূর্বাভাস দিয়েছিলেন। যা সোমবার সত্যি হয়েছে। এদিন সকালে শেয়ার বাজার খুলতেই ৭৬ হাজারে পৌঁছে যায় সেনসেক্সের সূচক। অন্যদিকে, নিফটি ৫০-র সূচকও বিগত চার বছরের সবথেকে বড় লাফ দিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ- দুই বাজারই রেকর্ড উচ্চতা ছুঁয়েছে।প্রায় তিন বছর পর একদিনে শেয়ারবাজারে এত বড় উত্থান ঘটেছে। তাতেই পড়ে গিয়েছে শোরগোল। শেষবার এত বড় লাফ দেখা গিয়েছে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি।
আর এই বৃদ্ধির হাত ধরেই শেয়ারবাজারের বিনিয়োগকারীরা বিপুল মুনাফা ঘরে তুলতে পেরেছেন। একদিনেই বাজার থেকে বিনিয়োগকারীদের হাতে এসেছে ১৩.৭৮ লক্ষ কোটি টাকা। এক্সিট পোলের পরিসংখ্যান এসেছে ১ জুন। যাতে স্পষ্ট ইঙ্গিত, ফের দেশে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসছে মোদী সরকার। তারপর সকলের নজর ছিল শেয়ার বাজারের দিকে। কী হয়, কী হয় ভাব নিয়ে সোমবার দালাল স্ট্রিটের দরজা খুলতেই একেবারে নতুন রেকর্ড!যার ফলে বিপুল আয়ের মুখ দেখেছেন বিনিয়োগকারীরা।মঙ্গলবার ভোটের ফলাফল নির্ধারণ হবে,এদিন কেমন থাকে বাজার সেইদিকে অবশ্য নজর এখন সকলের।
বিঃ দ্রঃ – শেয়ার বাজারের বিনিয়োগ সর্বদাই ঝুঁকিুপূর্ণ। এখানে বিনিয়োগের কোনও নির্দিষ্ট ফর্মূলা নেই। তাই এখানে বিনিয়োগ নিজের দায়িত্বে করা উচিত।ভেবে চিন্তে তবেই বিনিয়োগ করবেন!
1 year ago | [YT] | 0
View 0 replies