যত দিন যায়, সময় হারায়। নীরবতা ঘিরে ধরে,
আঁধারে কোথাও আয়োজন চলে, মৃত্যুর ঘরে ঘরে।
কারো বা সকাল, কারো পরকাল। ইচ্ছেরা থাকে
বাকি, কেউ তো জানে না, এ কেমন করে দিয়ে যাবে
কবে ফাঁকি। 🙏🥰


Amit Ghosh

10 hours ago | [YT] | 1

Amit Ghosh

1 week ago | [YT] | 4

Amit Ghosh

1 week ago | [YT] | 6

Amit Ghosh

শুভ সন্ধ্যা .....

3 weeks ago | [YT] | 5

Amit Ghosh

জীবন বাজি রাখার মানুষ সবাই কী আর হয়? হাসি মুখে মরার মানুষ মা ছাড়া কেউ নয়। রাত্রি জেগে কাঁদার মানুষ অসুস্থতার ক্ষণে। মা ছাড়া আর কে আছে রে দূঃখ পোসে মনে। কে আছে আর ভরাতে পারে মুখ টা দেখে মন। মা এর মতন কে আছে আর বুঝবে প্রয়োজন। আজকে তুমি চলে গেছো মা এই ত্রী ভুবন ছেড়ে। মাগো তুমি আজো আছো আমার হৃদয় জুড়ে।
মা তুমি যেখানেই থেকো ভালো থেকো, তোমার আত্মার শান্তি কামনা করি।🙏🙏🙏🙏

4 weeks ago | [YT] | 8

Amit Ghosh

শুভ সন্ধ্যা .....

1 month ago | [YT] | 5

Amit Ghosh

শ্রী শ্রী কোজাগরীলক্ষ্মী পূজা - দূর্গা পূজা যেতে না যেতেই চলে এলো লক্ষী পূজা। মা লক্ষ্মী হলেন ধনসম্পদের দেবী। হিন্দু সনাতন ধর্মের কোজাগরী লক্ষ্মী পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব। এই কোজাগরী পূর্ণিমা কে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাঙালির প্রতিটি ঘরে নিজেদের সাধ্য মত এই কোজাগরী লক্ষ্মী পূজা করা হয়। পুরান মতে বাড়িতে কোজাগরী লক্ষী পূজা করতে গেলে ঘট, শঙ্খ, ধুপ দীপ , দূর্বা, ধানের শীষ ইত্যাদি লাগে । এই লক্ষ্মী পূজায় দেবী মর্ত বার্ষির প্রত্যেকের ঘরে ঘরে আসেন। দেবিকা আরাধনা করা হয়।
জয় মা লক্ষ্মী।🙏🙏🙏🙏

1 month ago | [YT] | 3

Amit Ghosh

শুভ সন্ধ্যা .....

3 months ago | [YT] | 7

Amit Ghosh

5 months ago | [YT] | 20