যত দিন যায়, সময় হারায়। নীরবতা ঘিরে ধরে,
আঁধারে কোথাও আয়োজন চলে, মৃত্যুর ঘরে ঘরে।
কারো বা সকাল, কারো পরকাল। ইচ্ছেরা থাকে
বাকি, কেউ তো জানে না, এ কেমন করে দিয়ে যাবে
কবে ফাঁকি। 🙏🥰


Amit Ghosh

হর হর মহাদেব 🙏🙏সবার মঙ্গল করো হে ভোলানাথ 🙏🥰

5 days ago | [YT] | 1

Amit Ghosh

জয় মা তারা 🙏🙏 সবার মঙ্গল করো মা 🥰🙏

2 months ago | [YT] | 39

Amit Ghosh

মা গো সবার মঙ্গল করো..

2 months ago | [YT] | 11

Amit Ghosh

জীবনে এগিয়ে যাও, তবে অন্য কে তুচ্ছ করে নয়।
সময় কে কাজে লাগাও, কোনো অসৎ পথে নয়।
জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা
করে নয়। জীবনে আনন্দ উপভোগ করো, কিন্তু
কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে সুখী থাকো,
তবে কারোর চোখে অশ্রু ঝরিয়ে নয়। যেখানে
সন্মান কিংবা শান্তি নেই, সেখানে আপনি নিজেকে
যতই মানিয়ে নেওয়ার চেষ্টা করুন না কেন ,একসময়
না একসময় আপনি ঠিকই মানসিকভাবে ভেঙে পড়বেন,
মিথ্যা কথা আরো বানী হয়, যদি থাকে টাকা। সাহেব বলে
ডাকবে সবাই বাড়ি থাকলে ঢাকায়। এসি রুমে শুয়ে-সাহেব
দের মজার ঘুম, কঠিন রোগে ভোগে, তবু হয়না তার হুঁশ।
পাপে ধাপে দিন চলে যায়, বছর হয় শেষ। কালো চুলে পাক ধরেছে, পাকা হচ্ছে কেস। তবুও তিনি ঈশ্বর কে ভয় পেয়ে হয় না একটুও কাতর। খারাপ মানুষ ভালো হয় না , মনটা
হয় তাদের পাথর। 🙏🙏

2 months ago | [YT] | 13

Amit Ghosh

কুয়াশা ভরা মেঘ আচ্ছন্ন আকাশে শীতের সন্ধ্যায়
ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার তরফ থেকে ভালোবাসা জানালাম।

4 months ago | [YT] | 8

Amit Ghosh

আমার ভালবাসার ইউটিউব পরিবারের গুরুজন দের
প্রণাম এবং ভাই বোনেদের ভালোবাসা জানালাম। 🥰🥰
শারীরিক অসুস্থতার কারণে আমি নাইট লাইভ করতে
পারছিলাম না। এখন আমি একটু সুস্থ আছি,আজ
থেকে রাত্রি ১২টায় নাইট লাইভ শুরু করবো।সকল
বন্ধুদের আমার নাইট লাইভে আসার জন্য আমন্ত্রণ
রইল। 🙏🙏

6 months ago | [YT] | 13

Amit Ghosh

Hi friends #তোমরা সবাই কেমন আছো।
আজকের ভিডিও গুলো তোমাদের কেমন লাগলো।
আর তোমরা আমার কাছ থেকে কেমন ভিডিও দেখতে
পছন্দ করো, আমাকে কমেন্ট এ জানাবে। আমার পক্ষ
থেকে সকল বন্ধুদের ভালোবাসা জানাই। ইউটিউব
পরিবারের সকল বন্ধুরা যেন আরো এগিয়ে যেতে পারো।
🥰🥰#‪@amitghosh-fz7mh‬

6 months ago | [YT] | 15

Amit Ghosh

ক্ষমা পাবে শিশুকাল, কষ্টে যাবে বৃদ্ধকাল, শ্রেষ্ঠ
হলো যৌবনকাল। কাজে লাগাও ইহকাল, বাঁচবো
আমি কত কাল । ফাঁকি দিলাম বহুকাল । ঘুমিয়ে
ছিলাম এতকাল, আজকেও হবে গতকাল।
হঠাৎ হবে অন্তিম কাল । বন্ধু হবে কর্য্যক কাল ।
শুরু হবে পরকাল, থাকতে হবে চিরকাল। হরে
কৃষ্ণ,
মহাপ্রভুর আশীর্বাদ, আর ইউটিউব পরিবারের
সকল বন্ধুর ভালোবাসায় আমি এতদূর পৌঁছাতে
পারলাম।

6 months ago | [YT] | 9

Amit Ghosh

ভালোবাসার ইউটিউব পরিবার.. কেমন আছেন সবাই👇
#‪@amitghosh-fz7mh‬

6 months ago | [YT] | 9