###Allah is Almighty!!!!


Md. Sahabur Alam

Alhamdulillah!!

1 month ago | [YT] | 4

Md. Sahabur Alam

আলহামদুলিল্লাহ!! আলহামদুলিল্লাহ!!

2 months ago | [YT] | 3

Md. Sahabur Alam

Benapole-Petrapole, Jashore

3 months ago | [YT] | 1

Md. Sahabur Alam

শুভ নববর্ষ ১৪৩২
নতুন সূর্য, নতুন সকাল
নতুন বছর কাটুক সবার ভালোয় ভালোয়।
শুভেচ্ছা রইলো হৃদয়ের অন্তঃস্থল থেকে!

4 months ago | [YT] | 2

Md. Sahabur Alam

হাদিসে জুমার দিনের ১৭টি সুন্নাত পাওয়া উল্লেখ করা হয়েছে। নিম্নে তা তুলে ধরা হলো—
১. গোসল করা, (বুখারি)। 
২. মিসওয়াক করা, (ইবনে মাজাহ : ১০৯৮)। 
৩. উত্তম পোশাক পরিধান করা, (ইবনে মাজাহ : ১০৯৭,)। 
৪. সুগন্ধি ব্যবহার করা, (বুখারি : ৮৮০)। 
৫. মসজিদে প্রবেশের পর অন্য মুসল্লিদের ফাঁক করে বা গায়ের ওপর দিয়ে টপকে সামনের দিকে না যাওয়া, (বুখারি : ৯১০)। 
৬. কাউকে উঠিয়ে দিয়ে সেখানে বসার চেষ্টা না করা, (বুখারি : ৯১১)। 
৭. সালাতের জন্য কোনো একটা জায়গাকে নির্দিষ্ট করে না রাখা, যেখানে যখন জায়গা পাওয়া যাবে, সেখানেই সালাত আদায় করা, (আবু দাউদ : ৮৬২)। 
৮. নির্ধারিত নামাজ আদায় করা। এমনকি ফরজ সালাতের আগে ও পরে দুই-চার রাকাত করে নফল সালাত আদায় করা, (বুখারি : ৯৩০)। 
৯. গায়ে তেল ব্যবহার করা, (বুখারি : ৮৮৩)। 
১০. হেঁটে মসজিদে গমন করা, (মুসলিম : ১৪০০)। 
১১. মসজিদে যাওয়ার আগে কাঁচা পেঁয়াজ, রসুন না খাওয়া ও ধূমপান না করা (বুখারি : ৮৫৩)। 
১২. ঘুমের ভাব বা তন্দ্রাচ্ছন্ন হলে বসার জায়গা পরিবর্তন করে বসা, (আবু দাউদ : ১১১৯)। 
১৩. ইমামের খুতবা দেওয়া অবস্থায় দুই হাঁটু উঠিয়ে না বসা, (আবু দাউদ : ১১১০, ইবনে মাজাহ : ১১৩৪)। 
১৪. খুতবার সময় ইমামের কাছাকাছি বসা, (আবু দাউদ : ১১০৮)। 
১৫. এতটুকু জোরে আওয়াজ করে কোনো কিছু না পড়া বা তিলাওয়াত না করা, যাতে অন্যের সালাত ক্ষতিগ্রস্ত হয় বা মনোযোগে বিঘ্ন ঘটে (আবু দাউদ : ১৩৩২)। 
১৬. ইমামের খুতবার জন্য বের হওয়া থেকে সালাত শেষ করা পর্যন্ত নীরবতা অবলম্বন করা। তবে কেউ কথা বলতে দেখলে তাকে চুপ করতে বা বারণ করতেও হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে (আবু দাউদ : ১১১২)।
১৭. বেশি বেশি প্রার্থনা (দুআ) করা, (বুখারি : ৯৩৫)।

5 months ago | [YT] | 1

Md. Sahabur Alam

সচ্ছলতা আসে সাত জিনিসের কারণেঃ

১। কুরআন তেলাওয়াত করার কারণে।
২।পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার কারণে।
৩। আল্লাহর শুকরিয়া আদায় করার কারণে।
৪। দরিদ্র ও অক্ষমদের সাহায্য করার কারণে।
৫। গোনাহের ক্ষমা প্রার্থনা করার কারণে।
৬। পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের সাথে সদাচরণ করার কারণে।
৭। সকালে সূরা ইয়াসিন এবং সন্ধ্যায় সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার কারণে।
৷৷ আমিন আল্লাহুমামিন৷৷

8 months ago | [YT] | 4

Md. Sahabur Alam

༎ 𝐈 𝐝𝐨 𝐧𝐨𝐭 𝐤𝐧𝐨𝐰 𝐰𝐡𝐚𝐭 𝐢𝐬 𝐰𝐫𝐢𝐭𝐭𝐞𝐧 𝐢𝐧 𝐭𝐡𝐞 𝐝𝐞𝐬𝐭𝐢𝐧𝐲
༎ 𝐛𝐮𝐭 𝐈 𝐛𝐞𝐥𝐢𝐯𝐞 𝐭𝐡𝐚𝐭 𝐀𝐥𝐥𝐚𝐡 𝐝𝐨𝐞𝐬 𝐰𝐡𝐚𝐭 𝐇𝐞 𝐝𝐨𝐞𝐬 𝐟𝐨𝐫 𝐭𝐡𝐞 𝐠𝐨𝐨𝐝🥀
..জানিনা ভাগ্যে কি লেখা আছে༉༎🦋🂡͜͡
..কিন্তু বিশ্বাস করি আল্লাহ্ যা করেন ভালোর জন্যই করেন༉🌸

8 months ago | [YT] | 1