Painting Video and Creative Art Video Creator ..



Debayan Kar

1 year ago | [YT] | 10

Debayan Kar

আমার নেতাজি একটু অন্যরকম .. বলিষ্ঠ , এ নেতাজি তীব্র , এ নেতাজি অন্যায়ের সাথে আপস করে না , অযুক্তি ,কুযুক্তির কাছে মাথা ঝোঁকায় না , অন্ধকার ছাড়িয়ে আলোর দিকে ছুটে চলে না .. এ নেতাজি মেরুদন্ড সোজা করে ,শক্ত হাতে অন্ধকার ঘুচিয়ে আলোর পথকে তৈরি করে ,পথের দায়ভারকে বহন করে তাঁর দৃঢ় দুই কাঁধে .. আজকাল চায়ের দোকানে বসে পেপার হাতে নিয়ে পচা দেশের পচে যাওয়া নিয়ে , নোংরা রাজনীতি নিয়ে বয়স্কদের মেলোড্রামা মার্কা গুরুগম্ভীর আলোচনার সাক্ষী বহুবার বহুভাবে হয়েছি । অনেক তো আবার ইশত উষ্ণ চায়ে চুমুক দিতে দিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্টাইলে রায় দিয়ে বসে " এই পোড়া দেশের কিছুই হবেনা বুঝলে , আসলে মানুষই আজ কলুষিত , এদের জন্ম ,মৃত্যু ,কর্ম সবই বৃথা .. " । এরকম তথ্য যতোটা না সঠিক তার থেকেও আরো অপ্রিয় সত্যিটা হোলো আমরা , গরম গরম বক্তৃতা সুলভ কথা বলে অতিসহজেই সাময়িক একটা হাততালি মার্কা সিচুয়েশন ক্রিয়েট করে ফেলি দিনআনি দিনখাই গরিব চা দোকানির চায়ের দামটা বাকির খাতায় বসিয়ে রেখে । এসব করে লোকেদের attention পাওয়া যায় ঠিকই , but একবারও ভেবে দেখি না সেই আমরা , চায়ের দোকানের জ্ঞান চাচারা এই নোংরা পরিস্কারের জন্য ,পচা জিনিসের পরিশোধনের জন্য ঠিক কতখানি পদক্ষেপ নিয়েছি বা নিয়েছে .. আর ঠিক তাই হয়তো আজও আমাদের কাছে ২৩ শে জানুয়ারি তেই নেতাজি স্বক্রীয় হোয়ে ওঠেন ঝরা পাতার দেমপ্রেমে চেপে একদিনের সতেজতায় , বাদবাকি ২৪ শে জানুয়ারী থেকে পরবর্তী ২২ শে জানুয়ারি পর্যন্ত খুব inactive থাকেন নেতাজি , শীত ঘুমের আচ্ছাদন পরে .. আচ্ছা দেশটা তো আমাদের , তাই দায়িত্বটাও তো আমাদেরই হওয়া উচিত নাকি ? মুষ্টি মেয় কিছু মুনাফা লোভী নারখাদক , sorry দরিদ্র খাদকদের অবশ্যই নয় ( পরিষ্কার বাংলা ভাষায় এদের আমরা শিল্পপতি বলে থাকি যদিও )। অন্তত আমার নেতাজী আমাকে এরকমই শিখিয়েছেন , পড়িয়েছেন , জানিয়েছেন .. তাই বড় ভয় হয় যদি কোন এক নতুন ভোরের প্রাক্কালে মেঠো পথ দিয়ে হেঁটে যেতে যেতে বাঁকের মুখে হঠাৎ নেতাজির সাথে দেখা হয় আর উনি আচমকা মুচকি হেঁসে ভুরু কুঁচকে জিঙ্গেস করে বসেন যে , " কি হে বাছা , তুমি সত্যিই দেশের তো ? না ওই মুষ্টিমেয় ওই ১০ এর গোলামি করে কাটাচ্ছো ? " কি উত্তর দেবো .. ভাবলে ভয় করে । আশাকরি এতদূর কেউ পড়বেন না । কিন্তু আমি লিখে যাবো ,এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে । অন্তত কিছু না পারি স্বাধীন ভাবে লিখতে তো পারি , আঁকতে তো পারি । তাই আমার নেতাজি সুভাষিত হোক প্রতিবাদী কলমে , প্রভাতী মর্যাদার আলোকে আর আপসহীন ভালোবাসায় । ছবিটি দেওয়ালের ওপরে এঁকেছি একটু নিজের মতো করে ,নেতাজিকে যেভাবে জেনেছি , চিনেছি , ভালোবেসেছি । হে অপরাজেয় , লহ বিনম্র চিত্র স্যালুট

2 years ago | [YT] | 75

Debayan Kar

বাংলায় আমি বরাবরি কম নম্বর পেতাম,গল্পের বইও পড়েছি খুব কম, তাই হয়তো কঠিন কঠিন ভাষা বুঝতে পারতাম না .. কিন্তু ছোটবেলায় শরৎ চন্দ্রের বিন্দুর ছেলে,রামের সুমতি পড়তে পড়তে ওইসব চরিত্র গুলোর জায়গায় নিজেকে কল্পনা করে নিতাম আর সমগ্র গল্পের প্রতিটা দৃশ্য যেন চোখের সামনে ভেসে উঠত .. কষ্টের দৃশ্যে যেমন চোখের কোনাটা ভিজে উঠত ঠিক তেমনি হাসির দৃশ্যে হঠাৎ করেই হেসে উঠতাম .. একটা complete illustration .. তবে থেকেই একটা realization হল যে ছবি আঁকা আর সাহিত্য দুটোই একই জিনিস শুধু রূপটাই আলাদা অনেকটা ওই আইনস্টাইনের ভর ও শক্তির নিত্যতা সূত্রের মতো .. তাই আমিও পথের দাবীর সব্যসাচীর মতো অপেক্ষা করে আছি সেই দিনটার জন্য যদি কোনোদিন আমার আঁকা ছবি একটা সম্পূর্ন সাহিত্যের কথা বলে, একটা গল্প রচনা করে .. আজ আমার প্রিয় সাহিত্যিক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায় এঁর মহাপ্রয়াণ দিবস , ওনার প্রতি জানাই আমার বিনম্র চিত্র প্রণাম

3 years ago | [YT] | 41

Debayan Kar

Acrylic Colour on Canvas 48" X 36"

3 years ago | [YT] | 67

Debayan Kar

মাস্টারদা সূর্য সেনের ছবি আঁকব বলে ইন্টারনেট থেকে যেকটা ছবি পেয়েছিলাম সবগুলোই হয় অপরিষ্কার নয়ত খুবই অস্পষ্ট ছিলো তাই ছোটবেলা থেকে মাস্টারদাকে যেভাবে চিনেছি,যেভাবে বুঝেছি তাঁর জীবনের যে অল্পসংখ্যক ঘটনাবলী পড়েছি তা থেকেই একটি ছবি আমি কল্পনা করে নিতে সক্ষম হয়েছি ..আমার কাছে মাস্টারদা সূর্য সেন মানে গাঢ় কালচে রক্তের মধ্যে ধীরে ধীরে প্রস্ফুটিত হওয়া স্বপ্নমাখা,আশাবাদী দুটো চোখ ,বলিষ্ঠ চোয়ালের সহনশীল কঠোর ব্যক্তিত্ব .. আসলে আমার মনে হয় Portrait মানে শুধুই চোখ-নাক- মুখের সঠিকভাবে চিত্রায়ন নয় অন্তরের অনুভূতি আর সঠিক চরিত্রের প্রকৃত বাস্তবায়ন ..আজ ই 12 ই জানুয়ারি ,এক অদম্য বিপ্লবীর জীবনের শেষ দিন .. কিন্তু বিপ্লবীর জীবন কি এতো সহজে সত্যিই শেষ হয়

3 years ago | [YT] | 49

Debayan Kar

ছবিটা এঁকেছি সম্পূর্ন শুকনো কাঠকয়লা আর কিছুটা চকের গুঁড়ো দিয়ে .. লহ চিত্র প্রনাম

3 years ago | [YT] | 64

Debayan Kar

আমার ছবি-ঘরের এককোনায় একটা ছোট্ট পেরেকে বড় পুঁটুলি করে,গতবছরের দোলখেলার পর বেশি হয়ে যাওয়া কিছু আবির তোলা ছিল .. সেদিন হঠাৎ টিকটিকি তাড়াতে গিয়ে স্কেলের খোঁচা খেয়ে আবিরের পুঁটুলি এসে পড়ল ধমাস করে আমার সদ্য সাজানো আর্টপেপারটির ওপর .. কি করা যায়,কি করা যায়,ঠিক ভেবে পাচ্ছিলাম না .. তারপর ভেবে ঠিক করলাম - আচ্ছা আবিরের সাথে জল রং মিশিয়ে gorgeous একটা ছবি এঁকে একবার দেখা যেতেই পারে জিনিসটা কেমন দাঁড়ায় .. জিনিসটা কেমন দাঁড়িয়েছে তা জানিনা তবে আমার আঁকা ছবিটা থেকে বেশ একটা মিষ্টি গন্ধ বেরোচ্ছে এখন .. আসলে আমার অনুভূতিটা কতটা আপনাদের বোঝাতে পেরেছি তা আমার কাছে ঠিক পরিস্কার নয় তবে এই ছোট্ট ছোট্ট আবিষ্কার গুলো,সত্যি কথা বলতে কি আমাকে অনেক-অনেক,বড়ো বড়ো আনন্দ উপহার দেয় তাই একটু অতিরিক্ত আবেগের বশবর্তী হয়েই লিখে ফেলি আমার আঁকাছবির গল্পকথা .. শুভ জন্মদিন নায়িকা

3 years ago | [YT] | 59

Debayan Kar

আজ সন্ধ্যা মুখোপাধ্যায় এর জন্মদিন । আঁকা ছবিটির একটি video ( গান - চিত্র ) রয়েছে । গান - মধুপর্ণা মাইতি

3 years ago | [YT] | 10